দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায়
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Darao Question and Answer
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Darao Question and Answer : দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Darao Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Bengali Darao Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Bengali Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Darao Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Darao Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBBSE |
শ্রেণী (Class) | অষ্টম শ্রেণী (WB Class 8) |
বিষয় (Subject) | অষ্টম শ্রেণীর বাংলা (Class 8 Bengali) |
কবিতা (Kobita) | দাঁড়াও (Darao) |
লেখক (Writer) | শক্তি চট্টোপাধ্যায় |
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Bengali Darao Question and Answer
MCQ | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Darao MCQ Question and Answer :
- তোমাকে সেই সকাল থেকে
(ক) বন্ধুর
(খ) মানুষের
(গ) নিজের
(ঘ) তোমার মতো মনে পড়ছে
উত্তর – (ঘ) তোমার মতো মনে পড়ছে।
- দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট –
(ক) ৮
(খ) ৯
(গ) ১০
(ঘ) ১১ বার পাওয়া যায়
উত্তর – (খ) ৯ বার পাওয়া যায় ।
- কবি মানুষকে মানুষ হয়ে
(ক) মৌমাছির
(খ) পাখির
(গ) প্রজাপতির
(ঘ) হাতির মতো পাশে দাঁড়াতে বলেছেন
উত্তর – (খ) পাখির তো পাশে দাঁড়াতে বলেছেন।
- কবির মতে, মানুষ আজ বড়ো –
(ক) নিঃসঙ্গ
(খ) একাকী
(গ) একলা
(ঘ) নীরব
উত্তর – (গ) একলা।
অতি সংক্ষিপ্ত | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Darao VSAQ Question and Answer :
- তার লেখা একটি উপন্যাসের নাম লেখ।
উত্তর: তার লেখা একটি উপন্যাসের নাম হল- “অবনী বাড়ি আছো?”
- শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর: শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ চবিশ পরগনার বহরু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
সংক্ষিত বা ব্যাখ্যাভিত্তিক | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Darao Question and Answer :
- ‘মানুষ বড়ো একলা, তুমি তাঁহার পাশে এসে দাঁড়াও।’ – এই উক্তির কারণ বুঝিয়ে দাও।
উত্তর – বিশ্বের শ্রেষ্ঠ জীব মানুষ। কিন্তু মানুষ আজ অসহায়, দুঃখী, একলা। অবাক করা ব্যাপার হল মানুষের এই যন্ত্রণার কারণ কিন্তু মানুষ নিজেই। স্বার্থপর, লোভ – সর্বস্ব মানুষ তার নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য অপর মানুষকে বিপদের সামনে নিয়ে আসছে। কবি বলেছেন, আমাদের প্রকৃত মনুষ্য ধর্ম পালন করে মানুষের পাশে দাঁড়াতে হবে।
- মানুষ বড়ো কাঁদছে – কি কারণে কবি এই কথা বলেছেন?
উত্তর – ‘দাঁড়াও’ কবিতার মাধ্যমে কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষের বর্তমান অবস্থার কথা তুলে ধরেছেন। মানব জাতি আজ বড় বিপদের সম্মুখীন। আমরা জানি, কান্না হল দুঃখের বহিঃপ্রকাশ। ‘মানুষ বড়ো কাঁদছে’ এই কথাটির মধ্য দিয়ে কবি সমগ্র জাতির দুঃখের কথা তুলে ধরেছেন।
- ‘মতো’ শব্দ ব্যবহার করা হয় কখন? যুক্তির পক্ষে দুটি উদাহরণ দাও।
উত্তর – ‘মতো’ একটি তুলনামূলক অব্যয়। দুটি বস্তু, বিষয় বা জীবের মধ্যে তুলনা করার সময় ‘মতো’ অব্যয়টি ব্যবহার করা হয়। এর দুটি উদাহরণ হল –
ক) গরু ঘোড়ার মতো জোরে দৌড়াতে পারে না।
খ) আষাঢ় মাসে শরৎ কালের মতো নীল আকাশ দেখা যায় না।
- কবি পাথির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন?
উত্তর – পাখি মুক্তির প্রতীক। উন্মুক্ত আকাশে পাখি এপ্রান্ত থেকে অপ্রান্ত ঘুরে বেড়ায়। কোন বাঁধা সে মানে না। এই সময়ে মানব সভ্যতা নানান দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। কবি মানুষকে মানুষের দুঃখে, মানুষের পাশে মুক্ত মনে দাঁড়াতে বলেছেন। এই বক্তব্য বোঝানোর জন্য কবি পাখির উপমা ব্যবহার করেছেন।
- কবিতাটির নাম ‘দাঁড়াও’ কতটা সার্থক?
উত্তর – বর্তমান সভ্যতায় মানব যন্ত্রণার কথা কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর দাঁড়াও কবিতার মাধ্যমে তুলে ধরেছন। আমরা যখন শুয়ে থাকা বা বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁরাই তখন আমাদের জড়তা কেটে যায়। চলমান হওয়ার আগের অবস্থাই দাঁড়ানো, সেই অর্থে স্তবিরতা কাটিয়ে ওঠার আগের পর্যায় হল দাঁড়ানো। কবি দুঃখী, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। এই কাজে প্রয়োজন মানবতা, কারণ মানবতা বাদ দিলে মানুষ আর মানুষ থাকে না। কবি চেয়েছেন স্থবিরতা ত্যাগ করে মানুষ তার প্রকৃত স্বত্বাকে পুনরায় চিনে মানুষের পাশে এসে দাঁড়াবে। সমগ্র কবিতাতেই আবর্তিত হয়েছে এই দাঁড়াও শব্দটি, যার মাধ্যমে কবি আমাদের বার – বার মানুষের পাশে দাঁড়াবার জন্য অনুরোধ করেছেন। তাই বলা যায় যে এই কবিতার জন্য দাঁড়াও নামকরণ যথার্থ।
- ‘মানুষই ফাঁদ পাতছে’ – কবি এ কথা কেন বলেছেন? ‘মানুষ’ শব্দের সঙ্গে ‘ই’ ধ্বনি যোগ করেছেন কেন?
উত্তর – আমরা জানি যে মূলত প্রাণী শিকার ধরার জন্য ফাঁদ ব্যবহার করা হয়। আজকের মানব সভ্যতায় কোন প্রাণী নয় মানুষের হিংসার শিকার হয় মানুষ নিজেই, তাই কবি আলোচ্য উক্তিটি করেছেন।
বিশ্বে প্রতিনিয়ত যুদ্ধ লেগেই আছে। প্রতিটি যুদ্ধে অত্যন্ত নৃশংসতার সাথে মানুষ মানুষকে হত্যা করছে শিকার করছে। মানুষের এই নৃশংসতার জন্য যে মানুষই কেবলমাত্র দায়ী তা জোর দিয়ে বঝাবের জন্য কবি ‘ই’ ধ্বনি যোগ করেছেন।
- ‘তোমার মতো মনে পড়ছে’ – এই পঙক্তির অন্তর্নিহিত অর্থ কি?
উত্তর – কবি এখানে ‘তোমার মতো’ বলতে প্রকৃত মানব স্বত্বাকে বোঝাতে চেয়ছেন। সেই আদিম সময় থেকে মানুষ একসাথে বাস করছে। নিজ সুখ, নিজ দুঃখ, নিজ আনন্দ একসাথে ভাগ করে নিচ্ছে। নিজ শ্রমের ফসল অন্যকে তুলে দিচ্ছে। একসাথে দল বেঁধে সব বিপদকে জয় করছে। সাহচর্য, সহমর্মিতা – এগুলিই মনুষ্য ধর্মের পরিচয়। কিন্তু আজ সেই মানুষ বড় অচেনা। কারণ বিশ্বজুড়ে মানুষই, মানুষের জন্য ফাঁদ পাতছে, এক মানুষই অন্য মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই কবির আজ সেই মনুষ্য ধর্মের কথা দিন – রাত মনে পড়ছে। যে মানুষ একলা – দীন – দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াবে।
- ‘এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও’ – এই পঙক্তির বিশেষত্ব কি?
উত্তর – মানব দুঃখ দূর করার উপায় হিসাবে কবি বার বার মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন। মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়াবে তার হদিসও কবি কবিতার মাধ্যমে আমাদের দিয়েছেন। নদীতে যখন জলস্ফীতিহয়, তখন জলের তোড়ে সব ভেসে যায়। ঠিক তেমন ভাবেই আমাদের সব ক্ষুদ্র তকমার আগল ভেঙে দিয়ে, সব স্বার্থ সরিয়ে দিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের সব মানুষকে ভালোবেসে – সব হিসাব কে সরিয়ে দিয়ে, শুধুমাত্র আমাদের মানুষ পরিচয়কে সামনে নিয়ে বৃহত্তর সমাজের অংশ হতে হবে। কারণ মনুষ্য জাতি আজ বড় অসহায় – একলা। আর আমাদের তার পাশে দাঁড়াতে হবে।
- কবি পাখির মত পাশে দাঁড়াতে বলেছেন কেন?
উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায় ‘দাঁড়াও’ কবিতায় বিচ্ছিন্নতাবাদী এবং আত্মকেন্দ্রিক মানসিকতাকে পরিত্যাগ করে মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পাখির উড়ে চলা ও তার আচরণে রয়েছে স্বাধীনতা, গতিবেগ ও চঞ্চলতা। পাখিদের মধ্যে আত্মকেন্দ্রিকতা বা বিচ্ছিন্নতাবাদী মনোভাব নেই। নেই সামাজিক জটিলতার স্পর্শ। তাই কবি পাখির মত মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন।
- তোমার মতো মনে পড়ছে- এই পঙক্তিটির অন্তর্নিহিত অর্থ কি?
উত্তর: আলোচ্য পঙক্তিটিতে “তোমার” বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়নি, সমাজের সমস্ত শুভবোধ, মানবিকতাকে বোঝানো হয়েছে। অবক্ষয়ী সমাজে মানুষ বড় অসহায় এবং একলা হয়ে পড়েছে। মানুষের ওপর শোষণ-পীড়ন চালাচ্ছে আরেকদল মানুষ। মানুষ ক্রমশ বিচ্ছিন্নতাবাদী ও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। অথচ, এই মানুষেরই মধ্যেই আছে বহু সদ গুণের সমাবেশ। তাই কবি বলেছেন, তোমার মতো মনে পড়ছে। অর্থাৎ, মানুষের মধ্যে যে সমস্ত সদ্গুণগুলি আছে- সেই গুনগুলির ই বহিঃপ্রকাশ কামনা করছেন কবি।
বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Darao Broad Question and Answer :
1. কবিতাটির নাম ‘দাঁড়াও’ কতটা সার্থক? কবিতাটির নাম মানুষ বড় কাঁদছে হতে পারে কি- তোমার উত্তরের ক্ষেত্রে যুক্তি দাও।
উত্তর: কবিতাটি বিশ্লেষণ করলে দেখা যায় কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর কবিতায় অসহায়, দরিদ্র, বিপদগ্রস্ত, একাকী মানুষের পাশে শুভবোধ সম্পন্ন মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন, তাদের পাশে দাঁড়াতে বলেছেন। তাই কবিতার নাম “দাঁড়াও” পুরোপুরি সার্থক।
কবিতাটির নাম মানুষ বড় কাঁদছেও হতে পারত নিঃসন্দেহে। কারণ, কবিতার বিষয়বস্তুর সঙ্গে এই নামটির পুরো মাত্রায় সঙ্গতি আছে। তবুও তুলনামূলক বিচারে মানুষ বড় কাঁদছে নামটির চেয়ে দাঁড়াও নামটি বেশি সংগত।
2. কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়?
উত্তর: প্রদত্ত কবিতাটিতে কবি মানুষকেই মনুষ্যত্ববোধ, শুভ চেতনা ইত্যাদি সদগুন গুলির জাগরনের মধ্যে দিয়ে- মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। সমাজে বেঁচে থাকতে হলে আমাদের একে অপরের পরিপূরক হতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে। এই বোধহয় পারে মানসিক তথা বর্বর আচরণ থেকে মুক্ত করতে। বর্তমান সময়ে কিছু মানুষ হিংসায় মত্ত হয়ে মানুষের উপর অত্যাচার করতে কুণ্ঠিত হয় না। সমাজ থেকে সত্য সুন্দরকে তারা মুছে ফেলতে চাই। তাই কবি বিবেকবান মানুষকে সেই সমস্ত উৎপীড়িত অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
3. কবিতাটি চলিত বাংলায় লেখা, শুধু একটা শব্দ সাধু ভাষার। শব্দটি খুঁজে বার করো এবং শব্দটিকে এভাবে ব্যবহার করেছেন কেন কবি?
উত্তর: ‘দাঁড়াও’ কবিতাটিতে শুধু একটি মাত্র শব্দ সাধু ভাষায় লেখা, সেটি হলো ‘তাহার’।
তাহার শব্দটি দিয়ে কবি অসহায়, হতদরিদ্র মানুষদের বোঝাতে চেয়েছেন। কবি শক্তি চট্টোপাধ্যায় সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য আকুল প্রার্থনা করেছেন। এই অসহায় নির্যাতিত মানুষদের কে চিহ্নিত করতে কবিতার মধ্যে হঠাৎ একটু ব্যতিক্রমী শব্দ ব্যবহার করে কবি তাদের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট হয়েছেন। তাছাড়া নিত্য ব্যবহার্য শব্দের বদলে বা তার পাশাপাশি সাধু শব্দ ‘তাহার’ ব্যবহার করে বক্তব্যকে আরো গভীর করে তুলতে চেয়েছেন।
4. “মানুষই ফাঁদ পাতছে” – কবি এ কথা কেন বলেছেন? মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন কেন- তোমার কি মনে হয়?
উত্তর: সমাজ সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায় উপলব্ধি করেছেন সমাজের জটিল আবর্তে পড়ে মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ববোধ যেন হারিয়ে যেতে বসেছে। মানুষের হিংসা, লোভ, লালসার হাত থেকে মানুষ বাঁচতে পারে না। একে অপরকে আক্রমণ করার জন্য, ঠকাবার জন্য মানুষ যেন জাল পেতে আছে। তাই কবি এমন মন্তব্য করেছেন।
মানুষের মধ্যে দয়া মায়া ,ভদ্রতা নম্রতা, পারস্পরিক সহানুভূতি ইত্যাদির প্রকাশ যেমন লক্ষ্য করা যায় তেমনি আবার এই মানুষই মানুষকে ঠকাই , শোষণ করে, খুন করে। মানুষের প্রতি মানুষের বর্বরতা কথা জোর দিয়ে বোঝাতেই কবি ই ধ্বনিটি যোগ করেছেন।
5. এসে দাড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও- এই পঙক্তিটির বিশেষত্ব কোথায়? এই ধরনের দুটি বাক্য তুমি তৈরি করো।
উত্তর: আলোচ্য পঙক্তিটির বিশেষত্ব নানা ভাবে লক্ষণীয়। প্রথমত, এসে, ভেসে, বেসে – তিনটি অসমাপিকা ক্রিয়াপদ। সম্পূর্ণ বাক্যটি তিনটি অসমাপিকা ক্রিয়া পদ দ্বারা গঠিত। দ্বিতীয়তঃ, শব্দ গুলির মধ্যে একটি ছন্দ কত মিল লক্ষ্য করা যায়। পরপর দুই মাত্রার শব্দ বসিয়ে আলাদা ধ্বনি ঝংকার সৃষ্টি করা যায়। তৃতীয়তঃ, এ- কার- সহ স অক্ষরটি তিনবার বৃত্তানুপ্রাস অলংকার সৃষ্টি করেছে।
এই ধরনের দুটি বাক্য:
(i) সবুজ ঘাসের শেষে আকাশ গিয়ে মেশে আমি তারে ভালোবেসে ছুটে যাই।
(ii) রং আছে, তুলি আছে, আর আছে খাতা বেশ।
6. ‘মানুষ বড় কাঁদছে’- কী কারণে কবি এই কথা বলেছেন?
উত্তর: বাস্তববাদী কবি শক্তি চট্টোপাধ্যায় জীবন কে দেখেছেন কঠিন বাস্তবের মাটি থেকে। সমাজের জটিল আবর্তে পড়ে মানুষ অসহায় হয়ে পড়েছে। সমগ্র পৃথিবী জুড়েই চলছে ক্ষমতার রাজনীতি। দু-দুটো বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই ,বিচ্ছিন্নতাবাদ, উগ্রপন্থী মানসিকতা মানুষকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে। মানুষেরা মেতে উঠেছে অত্যাচার ও উৎপীড়নের খেলায়। সমাজে মুষ্টিমেয় স্বার্থপর লোকের জন্য হতদরিদ্র, অসহায় মানুষের কষ্টের সীমা থাকে না। এই সমস্ত মানুষদের জন্য কবি খুবই মর্মাহত হয়েছেন। তাই তিনি উক্ত কথাটি বলেছেন।
7. ‘মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও’- এই পঙক্তিটি কে তিনবার ব্যবহার করার কারণ কী হতে পারে বলে তোমার মনে হয়?
উত্তর: বাস্তববাদী কবি শক্তি চট্টোপাধ্যায় আলোচ্য পঙক্তিটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে মানুষ বড়ো অসহায়, একলা। সমাজে স্বার্থপর, অমানবিক ব্যক্তির লালসার শিকার ও নিপীড়িত সাধারণ মানুষ। মানুষের অসহায়ত্ব ও একাকিত্ব কেবল মানুষের দ্বারাই নিরাময় সম্ভব। এজন্য তিনি মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাই আলোচ্য পঙক্তিটিকে তিনটি অনুচ্ছেদে তিনবার ব্যবহার করে কবি তার বক্তব্যকে খুব জোরালো, স্পষ্টতর ও প্রবল করার চেষ্টা করেছেন।
ব্যাকরণ | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Darao Broad Question and Answer :
- প্রথম স্তবক এর তিনটি পঙক্তির প্রত্যেকটির দলসংখ্যা কত? প্রতিটি পঙক্তি কটি রুদ্ধ দল ও মুক্ত দল নিয়ে তৈরি?
উত্তর: প্রথম চরণ = মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও-
মানুষ (মা- নোস), বড় (ব- ড), কাঁদছে (কাদ – ছে), তুমি- (তু – মি), মানুষ (মা- নোস), হয়ে (হ- এ), পাশে (পা- সে), দাঁড়াও (দা- রাও),
দল সংখ্যা- ১৬ টি।
দ্বিতীয় চরণ= মানুষ ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মত পাশে দাঁড়াও-
মানুষ (মা- নোস ই), ফাঁদ(ফাঁদ), পাতছে (পাত – ছে),
দল সংখ্যা- ১৬ টি।
তৃতীয় চরণ= মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও-
মানুষ (মা-নস), বড় (ব- রো ), পাশে (পা- সে),১৬ টি।
প্রথম স্তবক এর তিনটি পঙক্তির প্রত্যেকটির দল সংখ্যা ১৬।
প্রথম পঙক্তি- ১২ একটি মুক্ত দল এবং ৪ টি রুদ্ধদল নিয়ে গঠিত।
দ্বিতীয় পঙক্তি- ১১ টি মুক্ত দল এবং ৫ টি রুদ্ধ দল নিয়ে গঠিত।
তৃতীয় পঙক্তি- ১২ টি মুক্ত দল এবং ৪ টি রুদ্ধ দল নিয়ে গঠিত।
- কী ঘটেছে লেখো:
উত্তর:
সন্ধ্যা > সন্ধে (স্বরসঙ্গতি)
ফাদ > ফাঁদ (স্বতোনাসিক্যিভবন)
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Bengali Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
অষ্টম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩ – Class 8 Suggestion 2023
আরোও দেখুন:-
Class 8 Bengali Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 English Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Geography Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 History Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Mathematics Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Science Suggestion 2023 Click here
FILE INFO : দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Darao Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Darao Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
Info : দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 8 Bengali Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Bengali Question and Answer Suggestion
” দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন / অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 8 Bengali Suggestion / Class 8 Bengali Darao Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Bengali Suggestion / Bengali Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Bengali Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Bengali Suggestion / Class 8 Bengali Darao Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Bengali Exam Guide / Class 8 Bengali Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2030 / Class 8 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – প্রশ্ন ও উত্তর | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় Class 8 Bengali Darao Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর।
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর বাংলা
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় Class 8 Bengali Darao Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর।
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় Class 8 Bengali Darao Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বাংলা | Class 8 Bengali Darao
অষ্টম শ্রেণি বাংলা (Class 8 Bengali Darao) – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – প্রশ্ন ও উত্তর | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় | Class 8 Bengali Darao Suggestion অষ্টম শ্রেণি বাংলা – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর | Class 8 Bengali Darao Question and Answer Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় | অষ্টম শ্রেণীর বাংলা সহায়ক – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Darao Question and Answer, Suggestion | Class 8 Bengali Darao Question and Answer Suggestion | Class 8 Bengali Darao Question and Answer Notes | West Bengal Class 8th Bengali Question and Answer Suggestion.
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Bengali Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় । Class 8 Bengali Darao Question and Answer Suggestion.
WBBSE Class 8th Bengali Darao Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায়
WBBSE Class 8 Bengali Darao Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় | Class 8 Bengali Darao Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 8 Bengali Darao Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
Class 8 Bengali Darao Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 8 Bengali Darao Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 Bengali Darao Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 8 Bengali Darao Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Darao Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 8 Bengali Suggestion Download WBBSE Class 8th Bengali short question suggestion . Class 8 Bengali Darao Suggestion download Class 8th Question Paper Bengali. WB Class 8 Bengali suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 8 Bengali Darao Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 8 Bengali Darao Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Bengali Suggestion with 100% Common in the Examination .
Class Eight VIII Bengali Darao Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam
Class 8 Bengali Darao Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Bengali Suggestion is provided here. Class 8 Bengali Darao Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Darao Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” দাঁড়াও (কবিতা) শক্তি চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Darao Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।