পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ | West Bengal GDS Recruitment 2023
পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ | West Bengal GDS Recruitment 2023

পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ

West Bengal GDS Recruitment 2023

পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ | West Bengal GDS Recruitment 2023 : আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে ভারতীয় পোস্ট অফিস (India Post Office) আপনার জন্য নিয়ে এসেছে মাধ্যমিক (Madhyamik) পাশ চাকরি-প্রার্থীদের জন্য রাজ্যে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদ এর চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে পোস্ট অফিসে 30041 টি পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।

    পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ – West Bengal GDS Recruitment 2023 (West Bengal Job News Notification – West Bengal GDS Recruitment 2023) সম্পর্কে কিছু তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ | West Bengal GDS Recruitment 2023 | India Post Office Gramin Dak Sevak Recruitment 2023

প্রতিষ্ঠান (Job Organize) ভারতীয় পোস্ট অফিস (India Post Office)
পদের নাম (Name of the Job Post) গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak)
শূন্যপদ (Vacancy) 30041 টি পদ
যােগ্যতা (Eligibility) মাধ্যমিক (Madhyamik) পাশ
বয়সসীমা (Age Limit) ১৮ বছর
বেতনক্রম (Salary) 12,700/- টাকা থেকে 29,500/- টাকা
কর্মসংস্থান প্রকার (Employment Type) ফুল টাইম
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) শুধুমাত্র মৌখিক (Interview)
আবেদন শুরু ও শেষ 3 আগস্ট 2023 থেকে 23 আগস্ট 2023
আবেদনের পদ্ধতি (Application Procedure) অনলাইন (Online)
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) www.indiapost.gov.in

প্রতিষ্ঠানের নাম : 

ভারতীয় পোস্ট অফিস (India Post Office)।

পদের নাম :

এখানে যে পদের কথা বলা হয়েছে সেটি হলো গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak)।

শূন্যপদ :  

প্রায় 30041 টি পদে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) নিয়োগ করা হবে। বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদের বর্ণনা নিম্নে দেওয়া হলো।

ক্যাটাগরি শূন্যপদ
জেনারেল 13628 টি
OBC 6051 টি
SC 4138 টি
ST 2669 টি
EWS 2847 টি
PWD(A) 195 টি
PWD(B) 220 টি
PWD(C) 233 টি
PWD(DE) 70 টি

যােগ্যতা : 

এই পদে সবাই আবেদন করতে পারবে, মাধ্যমিক (Madhyamik) পাশ হতে হবে। এছাড়াও এক্ষেত্রে আবেদন করতে কমপক্ষে 6 মাসের কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বাংলা লিখতে ও পড়তে জানতে হবে (নেপালিরা এক্ষেত্রে ছাড় পাবে), অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

বয়সসীমা : 

১৮ বছরের বেশি বয়স হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে এখানে ৪০ বছর অর্থাৎ ৪০ বছরের কম হলেই আবেদন করা যাবে। কিন্তু যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তারা সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম : 

গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে যারা যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে 12,700/- টাকা থেকে 29,500/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

কর্মসংস্থান প্রকার : 

গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদের কর্মসংস্থানের প্রকার হলো ফুল টাইম ।

নির্বাচন প্রক্রিয়া : 

গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মৌখিক (Interview) পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ সিলেকশন হলে পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরিপ্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য : 

পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ-এ আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হলো-

  • প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট হলো – www.indiapost.gov.in
  • এরপর চাকরিপ্রার্থীদের apply online অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন- নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা, ইত্যাদি অন্যান্য তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • এরপর চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে।
  • সবশেষে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো অফিসের নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে সেগুলো আপলোড করতে হবে।
  • অবশেষে আবেদন ফি জমা করতে হবে।
  • আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন:

  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • পাসপোর্ট সাইজের ফটোকপি।
  • চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • অন্যান্য।

আবেদন শুরু ও শেষের তারিখ :

পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ | West Bengal GDS Recruitment 2023 আবেদন প্রক্রিয়া 3 আগস্ট 2023 রাত 12 টা থেকে শুরু হবে এবং শেষ হবে 23 আগস্ট 2023 রাত 12 টা পর্যন্ত।

[আরও দেখুন, মাধ্যমিক পাশে রেলে 1 লক্ষ 70 হাজার Group-D পদে নিয়োগ]

অনলাইনে আবেদন ও নোটিফিকেশন :

নিচের বাটনে ক্লিক করে ডাউনলোড করেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি।

পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ | West Bengal GDS Recruitment 2023
Notification Download Now
Apply Online Apply Now

পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ – West Bengal GDS Recruitment 2023 FAQ : 

  1. গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) নিয়োগের প্রতিষ্ঠান এর নাম কি?

Ans: ভারতীয় পোস্ট অফিস (India Post Office)।

  1. পদের নাম কি ?

Ans: গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak)।

  1. গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদের শূন্যপদ কত ?

Ans: 30041 টি পদ।

  1. গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে যোগ্যতা কী ?

Ans: মাধ্যমিক (Madhyamik) পাশ।

  1. গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে বয়সসীমা কত?

Ans: ১৮ বছর।

  1. গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে বেতনক্রম কত? 

Ans: 12,700/- টাকা থেকে 29,500/- টাকা।

  1. গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে নির্বাচন প্রক্রিয়া কি? 

Ans: শুধুমাত্র মৌখিক (Interview)।

  1. গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে কর্মসংস্থান প্রকার কি? 

Ans: ফুল টাইম।

  1. গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে আবেদন ফি কত? 

Ans: 160 টাকা+ সার্ভিস চার্জ।

  1. গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে আবেদন কিভাবে করবো? 

Ans: অনলাইনের মাধ্যমে www.indiapost.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

[আরও দেখুন, পশ্চিমবঙ্গ জেল পুলিশের 130 টি পদে নিয়োগ | WB Jail Police Warders Recruitment 2023

আরও দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশে 20 হাজার পদে নিয়োগ

আরও দেখুন, 6000 শূন্য পদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ও সুপারভাইজার নিয়োগ

আরও দেখুন, নারায়ণ ভান্ডার প্রকল্পে প্রত্যেক ব্যক্তিকে 2000 টাকা করে দেবে সরকার | West Bengal Narayan Bhandar Scheme 2023]

পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ – West Bengal GDS Recruitment 2023

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ – West Bengal GDS Recruitment 2023  ” পােস্টটি পড়ার জন্য। পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ – West Bengal GDS Recruitment 2023 পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই পোস্ট অফিসে 30041 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ – West Bengal GDS Recruitment 2023 পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now