জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer : জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Life Science Jibon Songothoner Stor Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Life Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBBSE |
শ্রেণী (Class) | নবম শ্রেণী (WB Class 9) |
বিষয় (Subject) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান (Class 9 Life Science) |
দ্বিতীয় অধ্যায় (Chapter 2) | জীবন সংগঠনের স্তর (Jibon Songothoner Stor) |
[নবম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th Life Science Jibon Songothoner Stor Question and Answer
MCQ | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon Songothoner Stor MCQ Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
- কোশপর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হল –
(A) ফসফোলিপিড
(B) সালফোলিপিড
(C) ফসফোপ্রোটিন
(D) মিউকোলিপিড
Ans: (A) ফসফোলিপিড
- নীচের কোনটি পরিহার্য ফ্যাটি অ্যাসিড –
(A) লিনোলেইক অ্যাসিড
(B) ট্রিফটোফ্যান
(C) লাইসিন
(D) সবকটি
Ans: (D) সবকটি
- DNA এবং RNA অণুতে উপস্থিত শর্করাগুলিতে কার্বন পরমাণুর সংখ্যা হল—
(A) 3-টি
(B) 4-টি
(C) 5-টি
(D) 6-টি
Ans: (C) 5-টি
- নীচের কোনটি বৃহৎ জৈব অণু নয়?
(A) DNA
(B) RNA
(C) নিউক্লিওটাইড
(D) প্রোটিন
Ans: (D) প্রোটিন বৃহৎ জৈব অণু নয়।
- মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল –
(A) Zn
(B) Cu
(C) Ca
(D) Cr
Ans: (C) Ca।
- RNA থেকে DNA তৈরিকে বলে –
(A) ট্রান্সলেশন
(B) রিভারস ট্রান্সক্রিপ্সশন
(C) ট্রান্সক্রিপ্সশন
(D) রেপ্লিকেশন
Ans: (B) রিভারস ট্রান্সক্রিপ্সশন বলে।
- উদ্ভিদ কোশপ্রাচীরের মধ্য ল্যামেলা গঠন করে—
(A) ক্যালশিয়াম পেকটেট
(B) ম্যাগনেশিয়াম পেকটেট
(C) A ও B উভয়ই
(D) কোনোটিই নয়
Ans: (C) A ও B উভয়ই
- প্রোটিন সংশ্লেষণ-এর জন্য দায়ী কোশীয় অঙ্গাণুটি হল –
(A) রাইবোজোম
(B) সেন্ট্রোজোম
(C) মাইটোকনড্রিয়া
(D) লাইসোজোম
Ans: (A) রাইবোজোম
- কোন খনিজটি প্রানীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে?
(A) ক্যালশিয়াম
(B) পটাশিয়াম
(C) ম্যাগনেসিয়াম
(D) আয়রন
Ans: (D) আয়রন
- নীচে কোনটি লব্ধ প্রোটিন?
(A) হিমোগ্লোবিন
(B) অ্যালবুমিন
(C) গ্লোবিউলিন
(D) পেপটোজ
Ans: (D) পেপটোজ হল লব্ধ প্রোটিন।
- লিগামেন্ট ও টেনডন দেখা যায় যে কলার গঠনে –
(A) আবরণী কলা
(B) পেশীকলা
(C) তরুণস্থি
(D) যোগকলা
Ans: (D) যোগকলার গঠনে।
- সোয়ানকোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল –
(A) ডেনড্রাইট
(B) অ্যাক্সন
(C) প্রান্ত বুরুশ
(D) স্নায়ুসন্নিধি
Ans: (B) অ্যাক্সন।
- মানবদেহে কোন অঙ্গে HCl ক্ষরিত হয়?
(A) পাকস্থলী
(B) যকৃৎ
(C) অগ্ন্যাশয়
(D) বৃহদন্ত্র
Ans: (A) পাকস্থলী
- মানুষের রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি –
(A) বৃক্ক
(B) পাকস্থলী
(C) হৃৎপিণ্ড
(D) ত্বক
Ans: (A) বৃক্ক।
- কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়?
(A) প্লিহা
(B) ফুসফুস
(C) যকৃৎ
(D) বৃক্ক
Ans: (C) যকৃৎ
- মানুষের দেহের কোন অঙ্গে অরনিথিন চক্র সম্পাদিত হয়?
(A) যকৃৎ
(B) বৃক্ক
(C) অগ্ন্যাশয়
(D) ক্ষুদ্রান্ত্র
Ans: (A) যকৃৎ
- আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিই। এই কাজটি নিয়ন্ত্রণ করে
(A) মতিষ্ক
(B) সুষুম্নাকান্ড
(C) হাত
(D) ত্বক
Ans: (B) সুষুম্নাকান্ড
- কোশের শক্তিঘর হল –
(A) মাইটোকনড্রিয়া
(B) নিউক্লিয়াস
(C) গলগি বস্তু
(D) সেন্ট্রোজোম
Ans: (A) মাইটোকনড্রিয়া
- আলুর বর্ণ সাদা হয় যে অঙ্গানুর জন্য –
(A) ক্রোমোপ্লাস্টিড
(B) ক্লোরোপ্লাস্টিড
(C) মাইক্রোটিবিউল
(D) লিউকোপ্লাস্টিড
Ans: (D) লিউকোপ্লাস্টিডের
- সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ?
(A) মাইটোকনড্রিয়া
(B) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
(C) রাইবোজোম
(D) লাইসোজোম
Ans: (B) এন্ডোপ্লাজমিক
- রক্তের RBC মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়?
(A) যকৃৎ
(B) বৃক্ক
(C) ফুসফুস
(D) প্লীহা
Ans: (D) প্লীহাতে
- রাইবোজোমের নামকরণ করেছিলেন –
(A) বেন্ডা
(B) ব্রাউন
(C) হেকেল
(D) প্যালাডে
Ans: (D) প্যালাডে।
- ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় কোন প্রকার কোশ দ্বারা?
(A) ট্রাকিড
(B) স্ক্লেরাইড
(C) সঙ্গীকোশ
(D) কোলেনকাইমা
Ans: (B) স্ক্লেরাইড কোশ দ্বারা।
- কোন কলার সবগুলি কোশ মৃত –
(A) প্যারেনকাইমা
(B) কোলেনকাইমা
(C) জাইলেম
(D) ক্লোরেনকাইমা
Ans: খ) কোলেনকাইমা
- কোনটি সিনসিটিয়াম?
(A) ভাউকেরিয়া
(B) সরেখ পেশিকোশ
(C) মিউকর
(D) রাইজোপাস
Ans: (B) সরেখ পেশিকোশ
[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
অতি সংক্ষিপ্ত | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon Songothoner Stor VSAQ Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
- রক্তক্ষরন বা হ্যামারেজ প্রতিরোধে যে ভিটামিন থাকে তার নাম কি?
Ans: ভিটামিন K
- গাজর, পাঁকা পেঁপেঁতে যে ভিটামিন তাহকে তার নাম কি?
Ans: ভিটামিন A
- অ্যাসিড-ক্ষার ভারসাম্য রক্ষা করে এরকম একটি খনিজের নাম লেখো।
Ans: ফসফরাস
- প্রোটিনকে রাসায়নিক গঠনে পরিবর্তনে সাহায্য করে কে?
Ans: RER
- সালোকসংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোশীয় অঙ্গানুটির নাম লেখো।
Ans: ক্লোরোপ্লাস্টিড
- উদ্ভিদকোশে কোশগহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমকে কী বলে?
Ans:টেনোপ্লাস্ট
- সর্বাপেক্ষা ছোটো সজীব কোশ কোন্টি?
Ans: মাইকোপ্লাজম গ্যালিসেপটিকাম
- কোন্ কলার কোশান্তর রন্ধ্র দেখা যায়?
Ans: প্যারেনকাইমা
- অ্যারেনকাইমা দেখা যায় কোন্ গাছে?
Ans: কচুরিপানায়
- কোন্ কলা উদ্ভিদে জল পরিবহন করে?
Ans: জাইলেম
- ভাজক কলার একটি কাজ লেখো।
Ans: উদ্ভিদের বৃদ্ধি ঘটানো
- ফ্লোয়েমের মৃত উপাদান কোন্টি?
Ans: ফ্লোয়েম তন্তু
- কতগুলি কলা একত্রে মিলে কী তৈরি হয়?
Ans: অঙ্গ
- একটি যোগকলার উদাহরন দাও।
Ans: রক্ত
- নিউরোন কাকে বলে?
Ans: স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে নিউরোন বলে।
- প্রাণীদেহের কোন্ কলার মেদ সঞ্চিত হয়?
Ans: অ্যাডিপোজ কলায়
- কোন্ অঙ্গটির উদরগহ্ববর থাকে না?
Ans: হৃৎপিন্ড
- একটি দ্বিশর্করার উদাহরন দাও।
Ans: সুক্রোজ
- গলগন্ড প্রতিরোধ কারী একটি লবনের উদাহরন দাও।
Ans: NaI
- পাকস্থলী থেকে ক্ষরিত হয় এমন একটি অ্যাসিডের নাম লেখো।
Ans: Hcl
সংক্ষিপ্ত | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon Songothoner Stor SAQ Short Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
- পেয়ারার ত্বক শক্ত হয় কেন?
Ans: স্ক্লেরেনকাইমার উপস্থিতির জন্য পেয়ারার ত্বক শক্ত হয়।
- বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে?
Ans: বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে এয়ারেনকাইমা বলে।
- ক্যাস্পেরিয়ান পট্টি কোথায় দেখা যায়?
Ans: ক্যাস্পেরিয়ান পট্টি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তস্ত্বকে দেখা যায়।
- পরিণত মানুষের মতিষ্কের ওজন কত?
Ans: পরিণত মানুষের মতিষ্কের ওজন 1336 গ্রাম (পুরুষের ক্ষেত্রে)।
- শুক্রাশয় নির্গত হরমোন কোন কোশ থেকে ক্ষরিত হয়?
Ans: শুক্রাশয় নির্গত হরমোন লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়।
- ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।
Ans: ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন হল ইস্ট্রোজেন।
- ট্রিপসিন কোন পরিপাক গ্রন্থি থেকে বের হয়?
Ans: ট্রিপসিন অগ্ন্যাশয় পরিপাক গ্রন্থি থেকে বের হয়।
- ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
Ans: ইনসুলিন হরমোন অগ্ন্যাশয় গ্রন্থির ল্যাঙ্গার হ্যানসের বিটা কোশ থেকে ক্ষরিত হয়।
- কোশ কাকে বলে?
Ans: জীবদেহের পর্দাবেষ্টিত, প্রোটোপ্লাজম সমন্বিত, স্বপ্রজননশীল এবং জীবদেহের গঠনগত ও কার্যগত এককে কোশ বলে।
- একটি করে অ্যাল্ডোজ ও কিটোজ শর্করার উদাহরণ দাও।
Ans: একটি অ্যাল্ডোজ শর্করা হল গ্লুকোজ এবং একটি কিটোজ শর্করা হল ফ্রুকটোজ।
- কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না, যা প্রোটিনে থাকে?
Ans: কার্বোহাইড্রেটে নাইট্রোজেন থাকে না, যা প্রোটিনে থাকে।
- জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো।
Ans: জলে দ্রাব্য ভিটামিনগুলি হল ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C।
- আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়?
Ans: আয়োডিনের অভাবে শিশুদের ক্রেটিনিজিম রোগ হয়।
- মানুষের দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে কোন অঙ্গ সাহায্য করে?
Ans: দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে বৃক্ক।
- নিউক্লিওপ্লাজমের অবস্থান লেখো।
Ans: নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজমের অবস্থান।
- প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে কোন অঙ্গাণু?
Ans: প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে সেন্ট্রোজোম।
- সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু দুটির নাম কী?
Ans: সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু দুটি হল সেন্ট্রিওল ও গলগি বডি।
- সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও মাইক্রো উপাদানের নাম লেখো।
Ans: সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো উপাদান হল স্টার্চ ও মাইক্রো উপাদান হল গ্লুকোজ।
- সারকোলেমা কী?
Ans: পেশীকোশের আবরণীকে বলা হয় সারকোলেমা।
- পেশীকলার সারকোপ্লাজমে যে দুই ধরণের প্রোটিন থাকে তাদের নাম লেখো।
Ans: পেশীকলার সারকোপ্লাজমে যে দুই ধরণের প্রোটিন থাকে তাদের নাম হল অ্যাকটিন ও মায়োসিন।
সংক্ষিপ্ত ব্যাখামূলক | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]
- আবরণী কলার একটি বৈশিষ্ট্য ও একটি কাজ লেখ।
Ans: বৈশিষ্ট্য : আবরণী কলার কোষ গুলি ভিত্তি পর্দার উপর একস্তরে বা বহুস্তরে সজ্জিত থাকে।
কাজ : আবরণী কলা অঙ্গ ও তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে এবং রাসায়নিক বস্তুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।
- DNA ও RNA এর তিনটি পার্থক্য লেখ।
Ans: DNA এবং RNA এর প্রধান তিনটি পার্থক্য নিচে আলোচনা করা হল –
- প্রথমত, DNA প্রধানত কোষের নিউক্লিয়াস স্থিত ক্রোমোজোমে থাকে, কিন্তু RNA প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে।
- দ্বিতীয়ত, DNA তে ডিঅক্সি রায়বোজ শর্করা থাকে, আর RNA তে রাইবোজ শর্করা থাকে।
- তৃতীয়ত, DNA দ্বিতন্ত্রী এবং প্যাঁচানো সিড়ির মত, তবে RNA একতন্ত্রী এবং রেখাকার।
- প্যারেনকাইমা ও কোলেনকাইমার তিনটি প্রধান পার্থক্য লেখ।
Ans: প্যারেনকাইমা ও কোলেনকাইমা প্রধান তিনটি পার্থক্য হলো
- প্রথমত, প্যারেনকাইমা কোষ প্রকার সমভাবে স্থূল, আর কোলেনকাইমা কোশ প্রকার অসম ভাবেই স্থুল।
- দ্বিতীয়ত, প্যারেনকাইমা কলার আকৃতি গোলাকার বা ডিম্বাকার, কিন্তু কোলেনকাইমা লম্বাটে আর প্রস্থ চ্ছেদে বহুভুজ আকার।
- তৃতীয়ত, প্যারেনকাইমা কলার মুখ্য উপাদান হলো সেলুলোজ আর কোলেনকাইমা কলের মুখ্য প্রধান হলো হেমিসেলুলোজ।
- দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখ।
Ans: দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হল – লিনোলেনিক অ্যাসিড আর লিনোলেইক অ্যাসিড।
- দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখ।
Ans: দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম হল – লিউসিন, লাইসিন।
- ভিটামিন কাকে বলে?
Ans: যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যার অভাব হলে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে ভিটামিন বলে।
- ‘কোষের মস্তিষ্ক’ কাকে বলে এবং কেন বলে?
Ans: নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কারণ নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈব ক্রিয়া গুলিকে নিয়ন্ত্রণ করাই একে কোষের মস্তিষ্ক বলা হয়।
- ‘কোষের শক্তিঘর’ কাকে বলা হয় এবং কেন বলা হয়?
Ans: মাইটোকন্ডিয়ার মধ্যে কোষের বিভিন্ন শক্তি উৎপন্ন হয় এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়।
- প্রাইমরডিয়াল ইউট্রিকল বলতে কী বোঝো?
Ans: পরিণত উদ্ভিদ কোষের ভ্যাকুওল গুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুওল সৃষ্টি করে, ফলে নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোষ প্রাচীর এর ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুওলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এইরকম বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।
- নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত?
Ans: নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট দ্বারা গঠিত নিউক্লিক এসিডের গঠনগত উপাদান হলো নিউক্লিওটাইড।
- স্নায়ুতন্ত্র কার্যকরী নিয়ন্ত্রণ করে এমন দুটি খনিজ মৌলের নাম লেখ।
Ans: স্নায়ুতন্ত্রের কার্যকারী নিয়ন্ত্রণ করে এমন দুটি খনিজ মৌল হল পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম।
- বৃক্কের দুটি ভূমিকা উল্লেখ কর।
Ans: বৃক্কের প্রধান ভূমিকা হল বৃক্ক মূত্র উৎপাদন ও নিঃসরণ করে এবং বৃক্ষ দেহের লবণ ও জলের সামঞ্জস্যতা বজায় রাখে।
- কোষপর্দার দুটি প্রধান কাজ লেখ।
Ans: কোষ পর্দার প্রধান দুটি কাজ হল – কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করা এবং বিভিন্ন প্রকার কোষ অঙ্গাণু যেমন মাইটোকনড্রিয়া গলগি বস্তু এবং নিউক্লিয় পর্দার সৃষ্টি করে।
- জাইলেম ও ফ্লোয়েম কলার একটি করে গঠন গত ও কার্যগত পার্থক্য লেখ।
Ans: জাইলেম ও ফ্লোয়েম কলার প্রধান পার্থক্য গুলি হল –
গঠনগত পার্থক্য : জাইলেমের প্যারেনকাইমা ছাড়া জাইলেনের সব উপাদান মৃত, কিন্তু ফ্লোয়েম তন্তু ছাড়া ফ্লোয়েমের সব উপাদান সজীব।
কার্যগত পার্থক্য : উদ্ভিদে জাইলেম কলার মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন ঘটে কিন্তু ফ্লোয়েম কলার মাধ্যমে নিম্নমুখী পরিবহন ঘটে।
রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]
1. উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান পাঁচটি পার্থক্য লেখ।
Ans: উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান পাঁচটি পার্থক্য হলো –
- প্রথমত, উদ্ভিদ কোষের সর্ববহিঃস্থ আবরণী কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে সর্ববহিঃস্থ আবরণী হলো কোষ পর্দা।
- দ্বিতীয়ত, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড থাকে না।
- তৃতীয়ত, উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না তবে প্রাণী কোষে লাইসোজোম সর্বদা বর্তমান।
- চতুর্থত, উদ্ভিদ কোষের ভ্যাকুওল সংখ্যায় কম কিন্তু আকারে বড় আর প্রাণী কোষের ভ্যাকুওল সংখ্যায় বেশি কিন্তু আকারে ছোট।
- পঞ্চমত, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম এর উপস্থিতি থাকে না বললেই চলে কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোজোম এর উপস্থিতি প্রায় সব জায়গাতেই।
2. ভাজক কলা ও স্থায়ী কলার প্রধান পাঁচটি পার্থক্য লেখ।
Ans: ভাজক কলা ও স্থায়ী কলার পাঁচটি প্রধান পার্থক্য হল –
- প্রথমত, ভাজক কলার কোষ গহবর সাধারণত অনুপস্থিত থাকে কিন্তু স্থায়ী কলার কোষ গহবর সাধারনত উপস্থিত থাকে।
- দ্বিতীয়ত, ভাজক কলা স্তর গুলি অপরিণত হয় কিন্তু স্থায়ী কলার স্তরগুলি সব সময় পরিনত হয়।
- তৃতীয়ত, ভাজক কলা গুলি কোষ বিভাজনে সক্ষম হয় কিন্তু স্থায়ী কলা গুলি কোষ বিভাজনে অক্ষম।
- চতুর্থত, ভাজক কলা গুলি ভ্রুণ অবস্থা থেকে আমৃত্যু তবে স্থায়ী কলাগুলি ভ্রুণ অবস্থাতেই অনুপস্থিত থাকে।
- পঞ্চমত, ভাজক কলার প্রধান কাজ হল উদ্ভিদ দেহের সামগ্রিক বৃদ্ধি করা কিন্তু স্থায়ী কলার কাজ হল উদ্ভিদ দেহের গঠন, খাদ্য সঞ্চালন, দৃঢ়তা প্রদান ইত্যাদি নিয়ন্ত্রণ করা।
3. প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের প্রধান পাঁচটি পার্থক্য লেখ।
Ans: প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের প্রধান পার্থক্য গুলি হল –
- প্রথমত, প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর থাকে আর ইউক্যারিওটিক কোষের উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না।
- দ্বিতীয়ত, প্রোক্যারিওটিক কোষের আদি নিউক্লিয়াস যা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস এবং নিউক্লিক জালকবিহীন তবে ইউক্যারিওটিক কোষের আদর্শ নিউক্লিয়াস যা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালক দিয়ে গঠিত।
- তৃতীয়ত, প্রোক্যারিওটিক কোষের সাধারণত ক্রোমোজোম থাকে না কিন্তু ইউক্যারিওটিক কোষের নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে।
- চতুর্থত, প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজন মাইটোসিস পদ্ধতিতে ঘটে আর ইউক্যারিওটিক কোষের কোষ বিভাজন মাইটোসিস এবং মিয়োসিস পদ্ধতিতে ঘটে।
- পঞ্চমত, প্রোক্যারিওটিক কোষের ভ্যাকুওল সাধারণত থাকে না কিন্তু ইউক্যারিওটিক কোষের ভ্যাকুওল উদ্ভিদ কোষে থাকে আর প্রাণী কোষে থাকে না।
4. খনিজ মৌল কয় প্রকার ও কি কি? মানবদেহে এদের ভূমিকা গুলি উল্লেখ কর।
Ans: জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিভিন্ন প্রকার খনিজ মৌলিক উপাদানের প্রয়োজন। এখানে প্রধান পাঁচটি মৌল নিয়ে আলোচনা করা হল –
মানবদেহে প্রয়োজনীয় মৌলিক উপাদান গুলির ভূমিকা :
লৌহ – এই খনিজ হিমোগ্লোবিন গঠন, লোহিতকণিকার পুষ্টি, সাইটোক্রোম উৎসেচক গঠন, কলাশ্বসনে অংশগ্রহণ, অক্সিজেন পরিবহণ প্রভৃতি কার্য সম্পন্ন করে। লৌহের অভাবে লোহিত রক্তকণিকা সৃষ্টি হ্রাস পায়, রক্তাল্পতা দেখা যায়।
পটাশিয়াম – এই খনিজ প্রাণীদেহে স্নায়ু কোষ গঠন, পেশি সংকোচন প্রতিহত করে। কার্বন ডাই-অক্সাইড পরিবহনে অংশ নেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হৃদস্পন্দন ও পেশিকে নিয়ন্ত্রণ করে।
হাইড্রোজেন – এই খনিজ মানবদেহে কোষ গঠন তথা প্রোটোপ্লাজম গঠনের জন্য প্রয়োজন।
ক্যালসিয়াম – এই খনিজ স্বাভাবিক বৃদ্ধি, রক্ত তঞ্চন, অস্থি ও দন্ত গঠন করে। পেশি সঞ্চালন ও পেশীর উদ্দীপনা নিয়ন্ত্রণ করে।
আয়োডিন – এই খণিজ মানবদেহে থাইরক্সিন এর উপাদান গঠন করে। এই খনিজের অভাবে গলগন্ড রোগ পর্যন্ত হয়।
5. একটি নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো।
Ans:
6. নিউক্লিয়াস এর ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো।
Ans:
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Life Science Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪
আরোও দেখুন:-
Class 9 Bengali Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 English Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Geography Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 History Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Life Science Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Mathematics Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Physical Science Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 All Subjects Suggestion 2024 Click here
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
Info : জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 9 Life Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Life Science Question and Answer Suggestion
” জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Life Science Suggestion / Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer / Class 9 Life Science Suggestion / Class 9 Pariksha Life Science Suggestion / Life Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Life Science Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Life Science Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Life Science Suggestion / Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer / Class 9 Life Science Jibon Songothoner Stor Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Life Science Jibon Songothoner Stor Exam Guide / Class 9 Life Science Jibon Songothoner Stor Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Life Science Jibon Songothoner Stor Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Life Science Jibon Songothoner Stor Suggestion FREE PDF Download) সফল হবে।
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি জীবন বিজ্ঞান | Class 9 Life Science Jibon Songothoner Stor
নবম শ্রেণি জীবন বিজ্ঞান (Class 9 Life Science Jibon Songothoner Stor) – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | Class 9 Life Science Jibon Songothoner Stor Suggestion নবম শ্রেণি জীবন বিজ্ঞান – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Question and Answer, Suggestion
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সহায়ক – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer, Suggestion | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Suggestion | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Notes | West Bengal Class 9th Life Science Question and Answer Suggestion.
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Life Science Question and Answer, Suggestion
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) । Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Suggestion.
WBBSE Class 9th Life Science Jibon Songothoner Stor Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) সত্যজিৎ রায়
WBBSE Class 9 Life Science Jibon Songothoner Stor Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | Class 9 Life Science Jibon Songothoner Stor Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Suggestions | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Life Science Jibon Songothoner Stor Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 9 Life Science Suggestion Download WBBSE Class 9th Life Science short question suggestion . Class 9 Life Science Jibon Songothoner Stor Suggestion download Class 9th Question Paper Life Science. WB Class 9 Life Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Life Science Suggestion with 100% Common in the Examination .
Class Nine IX Life Science Jibon Songothoner Stor Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam
Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Life Science Suggestion is provided here. Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
FILE INFO : জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জীবন সংগঠনের স্তর (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon Songothoner Stor Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।