অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer
অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

Class 8 Geography Astito Prithibi Question and Answer

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer : অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Astito Prithibi Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) অষ্টম শ্রেণী (WB Class 8)
বিষয় (Subject) অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography)
দ্বিতীয় অধ্যায় (Chapter 2) অস্থিত পৃথিবী (Astito Prithibi)

[অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Geography Astito Prithibi Question and Answer 

MCQ | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Astito Prithibi MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি ________

(A) প্রশান্ত মহাসাগরে 

(B) আটলান্টিক মহাসাগরে 

(C) ভারত মহাসাগরে 

(D) কুমেরু সাগর অবস্থিত। 

Ans: (A) প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

  1. মধ্য আটলান্টিক শৈলশিরা উৎপত্তি হয় –

(A) ধবংসাত্মক 

(B) গঠনাত্মক 

(C) নিরপেক্ষ পাতসীমানা ববরাবর 

(D) কোনটিই নয়।

Ans: (B) গঠনাত্মক বরাবর।

  1. ভূমিকম্প কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে –

(A) 50-100 

(B) 100-150 

(C) 150-200 কিমি 

(D) 200-250 কিমি গভীরে থাকে।

Ans: (A) 50-100 কিমি গভীরে থাকে।

  1. প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী –

(A) ওয়েগনার 

(B) পিঁচো 

(C) জিমোরম্যান 

(D) উইলসন 

Ans: (D) উইলসন।

  1. ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ –

(A) প্রাথমিক তরঙ্গ 

(B) গৌণ তরঙ্গ 

(C) পৃষ্ঠ তরঙ্গ 

Ans: (C) পৃষ্ঠ তরঙ্গ।

  1. ভূমিকম্প তরঙ্গগুলি মধ্যে _____ তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভিতরে (অন্তঃকেন্দ্রমণ্ডল) প্রবেশ করতে পারে।

(A) P তরঙ্গ

(B) S তরঙ্গ

(C) L তরঙ্গ 

(D) M তরঙ্গ

Ans: (B) S তরঙ্গ

  1. ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় –

(A) কেন্দ্র 

(B) উপকেন্দ্র 

(C) প্রতিপাদ অঞ্চল 

(D) কোনটিই নয়।

Ans: (B) উপকেন্দ্র।

  1. যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, তাকে বলা হয় –

(A) অভিসারী 

(B) প্রতিসারী/ অপসারী 

(C) নিরপেক্ষ পাতসীমানা 

(D) কোনটিই নয়।

Ans: (B) প্রতিসারী/ অপসারী।

  1. সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ হলো –

(A) চীন 

(B) জাপান 

(C) ভারত 

(D) ভূটান

Ans: (B) জাপান।

10 মৌনালোয়া হল একটি –

(A) মৃত আগ্নেয়গিরি 

(B) জীবন্ত আগ্নেয়গিরি 

(C) সুপ্ত আগ্নেয়গিরি 

(D) খনিজ শিলা

Ans: (B) জীবন্ত আগ্নেয়গিরি।

[আরোও দেখুন:- Class 8 Geography Suggestion Click here]

অতি সংক্ষিপ্ত | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Astito Prithibi VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. পৃথিবীতে কত শতাংশ জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে ।

 Ans: পৃথিবীতে 15 % জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে । 

  1. একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির নাম লেখো । 

Ans: মাউন্ট পিলি । 

  1. ভূত্বকের গভীরে Hot Spot কীভাবে তৈরি হয় ? 

Ans: ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তাজনিত উত্তাপ বৃদ্ধির ফলে Hot Spot তৈরি হয় । 

  1. কত সালে চিলি ভূমিকম্প ঘটে ? রিখটার স্কেলের মাত্রা এতে কত ছিল ?

 Ans: 1960 সালে চিলি ভূমিকম্প ঘটে । এতে রিখটার স্কেলের মাত্রা ছিল 8.51 

  1. ভূবিদ্যা কী ? 

Ans: পৃথিবীতে উৎপত্তির ইতিহাস , উপাদান , গঠন পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান হল ভূবিদ্যা । 

  1. ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ? 

Ans: কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌছায় সেটা হল ভূমিকম্পের উপকেন্দ্র ।

  1. ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায় ? 

উঃ।মা। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না । 

  1. কবে ও কোন্ শহর ভিসুভিয়াস – এর অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যায় ? 

উ: 1979 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস – এর অগ্ন্যুৎপাতে প্রাচীন রোম – এর পম্পেই শহর ধ্বংস হয়ে যায় । 

  1. অপসারী পাতসীমানা কাকে বলে ? 

Ans: যেখানে পাতগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাতসীমানা বলে । 

  1. প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে ? 

Ans: 3-4 কোটি বছর আগে সৃষ্ট পর্বতগুলোকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে । 

  1. অভিসারী পাতসীমানা কাকে বলে ? 

Ans: যেখানে পাতগুলো পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাতসীমানা বলে । 

  1. পৃথিবীর উপগ্রহ চাঁদ – এর গঠনে কার বিশেষ ভূমিকা আছে ? 

Ans: পৃথিবীর উপগ্রহ চাঁদ – এর গঠনে অগ্ন্যুৎপাতের বিশেষ ভূমিকা আছে । 

  1. পৃথিবী ছাড়াও সৌরজগতের আর কোথায় অগ্ন্যুৎপাত হয় ?

Ans: পৃথিবী ছাড়াও সৌরজগতের অনান্য গ্রহ মঙ্গল , শুক্র , বৃহস্পতি ও উপগ্রহেও অগ্ন্যুৎপাত হয় ।

  1. বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর কোন মালভূমি সৃষ্টি হয়েছে?

Ans: বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে।

  1. পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ? 

Ans: পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় P তরঙ্গ।

  1. পৃথিবীর গভীরতম খাত কোনটি? 

Ans: পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত।

  1. ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো।

Ans: ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম নারকোণ্ডাম।

  1. কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? 

Ans: রিখটার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।

  1. বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর কোন মালভূমি সৃষ্টি হয়েছে?

Ans: বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে।

  1. পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ? 

Ans: পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় P তরঙ্গ।

  1. পৃথিবীর গভীরতম খাত কোনটি? 

Ans: পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত।

  1. ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। 

Ans: ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম নারকোণ্ডাম।

  1. কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? 

Ans: রিখটার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।

  1. ‘ প্লেট ‘ শব্দটি কোন্ বিজ্ঞানী প্রয়োগ করেন ? 

Ans: 1965 সালে কানাডার ভূপদার্থবিদ J. T. Wilson ‘ প্লেট ‘ শব্দটি প্রয়োগ করেন । 

  1. মহীসম্বরণ তত্ত্বের প্রবক্তা কে ? 

Ans: আলফ্রেড ওয়েগনার । 

  1. পাত সংস্থানের ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী ? 

Ans: 1968 সালে বিজ্ঞানী W. J. Morgan পাত সংস্থানের ব্যাখ্যা দেন ।

  1. পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী ? এটি কোন সাগরে অবস্থিত ?

 Ans: পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম হল ‘ মারিয়ানা খাত ‘ । এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত ।

  1. বিদার অগ্ন্যুৎপাতের ফলে ভারতে কোন্ মালভূমির সৃষ্টি হয়েছে ? 

Ans: দাক্ষিণাত্যের মালভূমি । 

  1. সৌরজগতে সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কী ? 

Ans: সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি হল মঙ্গলগ্রহের অলিম্পাস মনস্।

  1. কত বছর আগে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়েছে ? 

Ans: সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়ে চলেছে ।

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

সংক্ষিপ্ত | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Astito Prithibi SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. হিমালয় পর্বতমালা , আল্পস পর্বতমালার সৃষ্টি হয়েছে কীভাবে ? 

Ans: ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতমালা আর আফ্রিকা ও ইউরেশীয় পাতের সংঘর্ষে আল্পস পর্বতমালার সৃষ্টি হয়েছে ।

  1. ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী ?

 Ans: ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে দুভাগে ভাগ করা হয়েছে । ( 1 ) ভূঅন্তঃস্থ শক্তি ও ( 2 ) ভূবহিস্য শক্তি । 

  1. লাভা কাকে বলা হয় ? 

Ans: ভূঅভ্যন্তরের গলিত , সাম্র পদার্থকে ‘ ম্যাগমা ’ আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয় । 

  1. ভূমিকম্প কাকে বলে ? 

Ans: প্রতি মুহূর্তে পৃথিবী কোথাও না কোথাও কম্পিত হচ্ছে । পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনোকিছু সজ্জিত থাকে , ফলে ভূত্বক কেঁপে ওঠে , একে ভূমিকম্প বলে ।

  1. ভূকম্পন তরঙ্গ কাকে বলে ? 

Ans: ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র , উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে । এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ ।

  1. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা কীসে পরিমাপ করা হয় ? এই স্কেলের মান কত ? 

Ans: ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিখটার স্কেলে । এই স্কেলের মান 0-101 

  1. পৃথিবীর 20 শতাংশ ভূমিকম্প কোথায় ঘটে ? 

Ans: মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর , ভূমধ্যসাগর , আপ্পস , হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয় – এ পৃথিবীর 20 শতাংশ ভূমিকম্প ঘটে ।

  1. অগ্ন্যুদগম কি একটি ভূ – গাঠনিক প্রক্রিয়া ? কেন ?

Ans: হ্যাঁ , অগ্ন্যুদগম একটি ভূ – গাঠনিক প্রক্রিয়া । কারণ অগ্ন্যুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপের সৃষ্টি হয় ।

  1. পৃথিবী বিখ্যাত গাইজার কোন্‌টি ? 

Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়ালোস্টোন ন্যাশনাল পার্কের ‘ Old faithful geyser ‘ ( প্রতি 45 মিনিট অন্তর উৎক্ষিপ্ত হয় ) পৃথিবী বিখ্যাত ।

  1. নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে ? 

Ans: কিছুক্ষেত্রে দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় । ফলে ভূমিকম্প চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয় । এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি , কিছুই হয় না । একে নিরপেক্ষ পাতসীমানা বলে ।

  1. পৃথিবীর প্রধান প্রধান ভঙ্গিল পর্বতমালাগুলির নাম লেখো । 

Ans: পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে । এগুলি হল অ্যাপালেশিয়ান , ইউরাল , আন্দিজ , আরাবল্লী প্রভৃতি। 

  1. প্যানজিয়া কি ?

উত্তর – ৩০ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। এই বিশাল ভূখণ্ডকেই প্যানজিয়া বলে।

13 ‘প্রশান্ত মহাসাগর অগ্নিবলয়’ ভূমিকম্পপ্রবণ কেন? 

Ans: পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে রেখেছে। তাই এই অংশেই পৃথিবীর প্রায় ৭০ শতাংশ ভূমিকম্প হয়।

  1. প্যানথালাসা কি ?

উত্তর – ৩০ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত আর এর চারিদিকে ছিল বিশাল মহাসাগর। এই সমগ্র জলভাগকে প্যান্থালাসা বলা হয়।

  1. ভূমিকম্প বলয়ের প্রধান আগ্নেয়গিরিগুলোর নাম লেখো । 

Ans: ভূমিকম্প বলয়ের প্রধান আগ্নেয়গিরিগুলো হল — ফুজিয়ামা , পিনাটুবো , ক্লাকাতোয়া , সেন্ট হোলেনস্ , পোপোক্যাটিপেটল , কোটোপ্যাক্সি প্রভৃতি ।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Astito Prithibi Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. ‘ aa ‘ ( আ আ ‘ ) কী ? 

Ans: ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র এক প্রকারের লাভা নির্গত হয় , হাওয়াই দ্বীপের ভাষায় একে ‘ আ ‘ লাভা বলা হয় । এই লাভা দ্রুত খুব বেশি দূর প্রবাহিত হয় না । 

  1. ‘ pa hoe hoe ‘ ( ‘ পা হো হো ‘ ) কী ?

 Ans: হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদুর প্রবাহিত হয় । এই লাভাপ্রবাহের উপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দাড়ির মতো দেখতে হয় । হাওয়াই দ্বীপের ভাষায়ই একে বলা হয় ‘ পা হো হো ‘ ।

  1. নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে? উদাহরণ দাও। 

Ans: কখনো কখনো দুটি পাত সংঘর্ষে লিপ্ত না হয়ে পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে, এই ক্ষেত্রে নতুন কোনো পাত সৃষ্টি বা ধ্বংস হয়না। একে নিরপেক্ষ পাতসীমানা বলে। যেমন – ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিজ চ্যুতি এইরকম সীমানার উদাহরণ।

  1. মৃত আগ্নেয়গিরি কাকে বলে? 

Ans: যে আগ্নেয়গিরিগুলিতে সুদূর অতীতে অগ্ন্যুতগম হলেও বর্তমানে বা ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের কোনো সম্ভাবনা নেই, সেই সব আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি হিসাবে পরিচিত। যেমন- মায়ানমারের পোপো।

  1. অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন?

Ans: অপসারী পাত সীমানায় সমুদ্রের তলদেশের দুটি পাত পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যায়, ফলে ভূ-অভ্যন্তরের উত্তপ্ত, গলিত ম্যাগমা সেই ফাঁকা স্থান দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই ম্যাগমা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সেখানে নতুন ভূত্বক গঠন করে। তাই অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়।

  1. গঠনকারী পাতসীমানা কাকে বলা হয় ?

Ans: দুটি মহাসাগরীয় পাত ক্রমশ পরস্পরের থেকে দূরে সরে গেলে , মাঝের ফাটল বরাবর ভূঅভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে আসে এবং শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্যসামুদ্রিক শৈলশিরা তৈরি হয় । একারণে এই ধরনের অপসারী পাতসীমানাকে ‘ গঠনকারী পাতসীমানা ‘ বলা হয় ।

  1. ‘ মরিয়ানা খাত ‘ কী ? 

Ans: মহাসাগরীয় ও মহাদেশীয় পাত – এর পরস্পর অভিমুখী চলনের ফলে , ভারী মহাসাগরীয় পাত , মহাদেশীয় পাতএর নীচে নিমজ্জিত হয় । এর ফলে গভীর সামুদ্রিক খাতের সৃষ্টি হয় । প্রশান্ত মহাসাগরের ‘ মারিয়ানা খাত ’ এরকমই একটি গভীরতম সমুদ্রখাত । 

  1. বিনাশকারী পাতসীমানা কাকে বলা হয় ? 

Ans: নিমজ্জিত পাত – এর কিছু অংশ অ্যাস্থেনোস্ফিয়ারে প্রবেশ করে গলতে শুরু করে । এই গলিত পদার্থ দুটি পাতের সীমানা বরাবর ভূত্বকের বাইরে বেরিয়ে আসে । এই কারণে নিমজ্জিত পাতসীমানার একাধিক আগ্নেয়গিরি এবং আগ্নেয়দ্বীপ সৃষ্টি হয় ।

 ভূত্বকের এই অংশ অস্থিত থাকায় প্রায়শই ভূ – আলোড়ন ও ভূমিকম্প হয় । এই ধরনের পাতসীমানাকে ‘ বিনাশকারী পাতসীমানা ” 

  1. সাত বা আঘের পর্বত কী ? 

Ans: অভ্যুদয়ের সময়ে উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে । এইভাবে বার বার অগ্ন্যুৎপাতের সময়ে আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আবৃত্তির পর্বতের আকার ধারণ করে । সায়কার্যের ফলে তৈরি হয় বলে একে বা আগের পর্বত বলা হয় । 

  1. ভূমিকম্পের সৃষ্টি হয় কীভাবে ?

Ans: পৃথিবীর প্রায় প্রতিটি পাতসীমানা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ আর এজন্যই আগ্নেয়গিরি এবং ভূমিকম্প কেন্দ্রগুলো প্রায়শই একই জায়গায় অবস্থিত হয় । তবে ভূ – আলোড়ন , পাতসঞ্চরণ , অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়াও ভূগর্ভে গহ্বর , খনি , সুড়ঙ্খা খনন , জলাধার নির্মাণ , ধ্বংস , বোমা বিস্ফোরণ ইত্যাদি কারণেও ভূমিকম্পের সৃষ্টি হয় । 

  1. পৃথিবীপৃষ্ঠ কতগুলি পাত্তের সমন্বয়ে গঠিত ? তাদের নাম লেখো । 

Ans: পৃথিবীপৃষ্ঠ 6 টি বড়ো পাত এবং 20 টি ছোটো পাতের সমন্বয়ে গঠিত । বড়ো পাগুলি হল প্রশান্ত মহাসাগরীয় পাত , ইউরেশীয় পাত , আমেরিকান পাত , আফ্রিকান পাত , ভারত – অস্ট্রেলীয় পাত এবং আস্টার্কটিক পাত । 

  1. মধ্য সামুদ্রিক শৈলশিরা কীভাবে তৈরি হয় ? 

Ans: দুটি মহাসাগরীয় পাত ক্রমশ পরস্পরের থেকে দূরে সরে গেলে , মাঝের ফাটল বরাবর ভূঅভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ ( ম্যাগমা ) উঠে আসে এবং শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক ও মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় । 

  1. আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়েছে কীভাবে ? 

Ans: মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর আফ্রিকান এবং আমেরিকান পাত পরস্পরের থেকে দূরে সরে গিয়ে মধ্যবর্তী অঞ্চলে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়েছে । 

  1. ভূতাত্ত্বিক কাল কাকে বলে ? 

Ans: পৃথিবী সৃষ্টির সময় থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত পরিসরকে ভূতাত্ত্বিক কাল বলে । এই কাল বিভিন্ন যুগে বিভক্ত । যেমন — আর্কিয়ান যুগ , প্যালিওজাইক যুগ প্রভৃতি । 

  1. অগ্ন্যুৎপাতকে ভূ – গাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন ? 

Ans: অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠে লাভা সঞ্চয় হয় ফলে লাভা মালভূমি , সমভূমি , আগ্নেয়গিরি এমনকি ভূত্বকের শিলাস্তরের মধ্যে ম্যাগমা সঙ্কিত হয়ে ডাইক , সিল প্রভৃতি ভূমিরূপ তৈরি হয় । তাই অগ্ন্যুৎপাতকে এক ধরনের ভূ – গাঠনিক প্রক্রিয়া বলা যায় ।

  1. মহীসঞ্ঝরন তত্ত্ব থেকে কী জানা যায় ? 

Ans: অ্যালফ্রেড ওয়েগনারের মহীসঞরণ তত্ত্ব থেকে জানা যায় 2300 লক্ষ বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত । পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয় । অর্থাৎ মহাদেশীয় ভূত্বক বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের ওপর ভাসতে ভাসতে বিভিন্ন দিকে অগ্রসর হয় । 

  1. অগ্ন্যুদগম কাকে বলে ? 

Ans: ভূঅভ্যস্তরের গলিত , সান্ত্র ম্যাগয়া , গ্যাস , জলীয়বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্যে দিয়ে যে প্রতিক্রিয়ার মাধ্যমে বিস্ফোরনসহ প্রচন্ড জোরে অথবা ধীর শাস্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে অগ্ন্যুদগম বলে ।

  1. সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে ? 

Ans: যে আগ্নেয়গিরি সৃষ্টি হওয়ার পর থেকেই অবিরামভাবে বা প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে । যেমন — সিসিলির স্ট্রম্বলি , এটনা , হাওয়াই দ্বীপের মৌনালোয়া , ভারতের ব্যারেন প্রভৃতি । 

  1. মৃত আগ্নেয়গিরি কাকে বলে ? 

Ans: যে আগ্নেয়গিরিগুলি অতীতে তীব্র বিস্ফোরণ ঘটিয়েছে । কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা কম তাদের মৃত আগ্নেয়গিরি বলে । যেমন — মেক্সিকোর পারকুটিন । 

  1. সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে ? 

Ans: যে সব আগ্নেয়গিরি একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে । যেমন — জাপানের ফুজিয়ামা , ইতালির ভিসুভিয়াস , ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া । এই ধরনের আগ্নেয়গিরিগুলি অত্যন্ত বিপজ্জনক । যেকোনো সময় এরা জেগে উঠতে পারে । 

  1. কোন্ লাভা এবং কেন শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি গঠন করে ?

 Ans: আম্লিক লাভায় সিলিকার পরিমান বেশি থাকে । এই লাভা বেশি সাম্র তাই বেশি দূর প্রবাহিত হতে পারেনা । এ জাতীয় লাভা খাড়া ঢালবিশিষ্ট শত্রু আকৃতির আগ্নেয়গিরি তৈরি করে । যেমন — মাউন্ট পিলি । 

  1. ক্ষারকীয় লাভা কেন মৃদুচাল বিশিষ্ট শিল্ড এর মতো বিশাল আগ্নেয়গিরি তৈরি করে ?

 Ans: ক্ষারকীয় লাভায় সিলিকার পরিমাণ কম , এটি কম সান্দ্র , তাই এগুলি বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়ে মৃদুঢাল বিশিষ্ট শিল্ড এর মতো বিশাল আগ্নেয়গিরি তৈরি করে । যেমন – মৌনালোয়া । 

  1. ভূমিকম্প কখন ধ্বংসাত্মক হয় ? একটি উদাহরণ দাও । 

Ans: ভূমিকম্পের কেন্দ্র , উপকেন্দ্রের যত বেশি কাছে থাকে , ভূমিকম্প তত ধ্বংসাত্মক হয় । 1995 সালে জাপানের কোবে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল তার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 15 কিমি গভীরে ।

  1. 2004 সালের সুনামির বিবরণ দাও । 

Ans: -26 ডিসেম্বর 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এর কাছে ভারত মহাসাগরের নীচে 8.9 মাত্রায় ভূমিকম্প ও ভয়ংকর জলোচ্ছ্বাস বা সুনামি হয় । এর ফলে ভারতসহ দক্ষিণ – পূর্ব এশিয়ার 11 টি দেশে বহু ক্ষয়ক্ষতি ও 3,00,000 মানুষের প্রাণহানি হয় ।

  1. কাকাতোয়া ও মাউন্ট পিনটোবুর বিস্ফোরণের ফলে কী ঘটেছিল ?

Ans: 1883 সালে ব্রাকাতোয়া ও 1991 সালে মাউন্ট পিনটোবুর বিস্ফোরণে গ্যাসভস্ম ধোঁয়ার বিরাট মেঘ সারা পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে । ফলে সূর্যের আলো ও উত্তাপ পৃথিবীতে পৌঁছাতে বাধা পায় । এর ফলে বেশ কয়েক বছর ধরে পৃথিবীর তাপমাত্রা হ্রাস পায় এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রায় একবছর ধরে রঙিন সূর্যাস্ত দেখা যায় । 

  1. আমাদের দেশের কোন্ অঞ্চল কতটা ভূমিকম্পপ্রবণ ? 

Ans: ভারতের তিনভাগের দুভাগ অঞ্চলই ভূমিকম্পপ্রবণ । ভূমিকম্প প্রবণতার ভিত্তিতে ভারতকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে । ভারতের ভূমিকম্প বলয়টি প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চল এবং গঙ্গা – ব্রহ্মপুত্র উপত্যকায় বিস্তৃত । তবে গত পঞ্চাশ বছরে দাক্ষিণাত্য মালভূমিতেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে ।

  1. কাকে এবং কেন ‘ প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় ‘ বলা হয় ?

 Ans: পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে মালার মতো ঘিরে রেখেছে । এজন্য প্রশান্ত মহাসাগরের দুনিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে ‘ প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় ‘ বলা হয় । পৃথিবীর 70 শতাংশ ভূমিকম্প এই বলয়ে হয়ে থাকে । 

  1. প্রাকৃতিক বিপর্যয় কীভাবে মানুষের জীবনের বিনাশ ঘটায় ? 

Ans: অগ্ন্যুৎগম এবং ভূমিকম্প দুটোই ভূঅভ্যন্তরীন শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ । এর ফলে একদিকে যেমন পৃথিবীর ভূপ্রকৃতি , জলবায়ুর বড়ো পরিবর্তন হতে পারে তেমন জীবন , সম্পত্তি ধ্বংস হয়ে বিপর্যয় ঘটতে পারে । 

  1. আকস্মিক ভূমিকম্পে মানুষের কীভাবে ক্ষয়ক্ষতি হয় ?

 Ans: অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মতো ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিয়ে ক্ষয়ক্ষতির পরিমান কমানোর সুযোগ থাকে না । তাই আকস্মিক ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে , চাপা পড়ে প্রচুর প্রাণহানি হয় । বড়ো বড়ো ধস , ফাটল তৈরি হয়ে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায় । ভূমিকম্প পরবর্তী অগ্নিকাণ্ডে জলপ্লাবনে প্রচুর জীবন ও সম্পানি হয় ।

  1. ভারতের কিছু বিধ্বংসী ভূমিকম্পের উদাহরণ দাও । 

Ans: 1991 উত্তরকাশী ( উত্তরাখণ্ড ) । 1999 চামোলী ( উত্তরাখণ্ড ) । 1993 লাটুর ( মহারাষ্ট্র ) । 2001 ভূজ ( গুজরাট ) । 1997 জব্বলপুর ( মধ্যপ্রদেশ ) , 2005 জম্মু ও কাশ্মীর । 

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Astito Prithibi Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. ভূকম্পন তরঙ্গগুলো ভূপৃষ্ঠে কীভাবে প্রভাবিত হয় ? 

Ans: ভূকম্পন তরঙ্গগুলো হল প্রাথমিক তরঙ্গ , দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ , লাভ তরঙ্গ , পৃষ্ঠ তরঙ্গ ও র‍্যালে তরঙ্গ । প্রাথমিক তর : এই তরঙ্গ সব থেকে দ্রুত ( 6 কিমি / সে ) প্রথম ভূপৃষ্ঠে এসে পৌঁছায় । কঠিন , তরল , গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রমসংকোচন ও প্রসারণের মাধ্যমে এই তরঙ্গ প্রবাহিত হয় । দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ : প্রাথমিক তরঙ্গের পরে এই তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছোয় । বস্তুকণার ওপর নীচে ওঠানামার মাধ্যমে প্রবাহিত এই তরঙ্গ শুধুমাত্র তরল ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে । ভূকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর দুধরণের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে পড়ে । লাভ তরঙ্গ ও র্যালে তরঙ্গ এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে । 

2. চিত্রসহ সিসমোগ্রাফ – এর বিবরণ দাও । এর কাজ পর্যালোচনা করো । 

Ans: সব সিসমোগ্রাফের মূল গঠন এক । শক্ত ফ্রেম থেকে স্প্রিং এর সাহায্যে ভারী ওজন ঝোলানো থাকে , এর সাথে পেন আটকানো থাকে , আর একদিকে বেলনের গায়ে কাগজের রোল জড়ানো থাকে । ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে , বেলনে আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউ এর মতো দাগ পড়ে । একে সিসমোগ্রাফ বলে । ভূপৃষ্ঠে কম্পনের পরিমাণের পরিমাপ সিসমোগ্রাফ বা ভূকম্প ‘ লিখ যন্ত্রে করা যায় । পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপ কেন্দ্র আছে । ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই একাধিক সিসমোগ্রাফ এর তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র , উপকেন্দ্রের অবস্থান , স্থায়িত্ব , তীব্রতা সবই নির্ভুলভাবে জানা যায় ।

সিসমোগ্রাফ
সিসমোগ্রাফ

3. ভূমিকম্পের কারণগুলি লেখো। 

Ans: পৃথিবীর অভ্যন্তরে নিহিত শক্তি হঠাৎ মুক্ত হলে পৃথিবীর উপরিতল বা ভূত্বক কম্পিত হয়, একে ভূমিকম্প বলে। এর কারণগুলি হল-

প্রাকৃতিক কারণ :

পাত সঞ্চালন : এই পৃথিবীর ভূত্বক কতগুলি কঠিন, শক্ত খণ্ডে বিভক্ত এইগুলি পাত নামে পরিচিত। এই পাতগুলি সবসময় সঞ্চালিত হচ্ছে। এরফলে পাতগুলো কখনো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা কখনো একে অন্যের থেকে দূরে সরে যায় ফলে ভূঅভ্যন্তরে নিহিত শক্তি বেরিয়ে এসে ভূকম্প ঘটায়।

অগ্ন্যুৎপাত : আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হবার সময়ে ভূঅভ্যন্তরের ব্যাপক চাপ হ্রাস হয়। ফলে ভূমিকম্প অনুভুত হয়।

মনুষ্য সৃষ্ট কারণ :

পাহাড়ে রাস্তা নির্মাণ : প্রযুক্তির উন্নতির সাথে সাথেই আমরা প্রকৃতিকে নিজেদের ইচ্ছা অনুযায়ী বদলানোর প্রচেষ্টা করেছি। যেমন ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে পাহাড় কেটে রাস্তা নির্মাণ। এরফলে রাস্তা নির্মাণের পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয়।

বোমা বিস্ফোরণ : বিভিন্ন শক্তিশালী মারণ বোমা (যেমন- হাইড্রোজেন বোমা, পরমাণু বোমা ইত্যাদি) বিস্ফোরণের ফলে ভূত্বক কেঁপে ওঠে।

4. পাত কাকে বলে ? পাতসংস্থান তত্ত্বটি আলোচনা করো । 

Ans: সিয়াল ও সিমা সহ পৃথিবীর মহাদেশ ও মহাসাগরীয় তলে অবস্থিত কতকগুলি কঠিন ও অনমনীয় খণ্ডকে পাত বলে । এই খণ্ডগুলি গুরুমন্ডলের ওপর ভাসমান ও চলনশীল অবস্থায় থাকে । আলফ্রেড ওয়েগনারের ‘ মহীসঞ্চরণ তত্ত্ব ’ – এর ওপর ভিত্তি করে 1960 এর দশকে পাত সংস্থান তত্ত্ব – এর মাধ্যমে ভূ বিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে । পিঁচো , উইলসন , ম্যাকেনজি , পার্কার , মর্গান প্রমুখ ভূবিজ্ঞানীগণ এই সম্পর্কে গবেষণা করেন । এই তত্ত্বটি ( I ) মহাদেশসমূহের সঞ্চরণ ও ( ii ) সমুদ্রতলের সম্প্রসারণ এই দুটি মতবাদের পর নির্ভর করে গড়ে উঠেছে । 

এই মতবাদের মূল বিষয়বস্তু হল শিলামন্ডলের উপরিভাগ বা ভূত্বক যা কয়েকটি পাত বা প্লেটের সমন্বয়ে গঠিত । এই পাতগুলি গুরুমণ্ডলের উপরিভাগে অ্যাস্থোনেস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে । 

ভূগর্ভস্থ ম্যাগমার প্রচন্ড চাপ ও তাপের ফলে পরিচলন স্রোতের সৃষ্টি হয় । যার প্রভাবে পাতগুলি চলমান হয় । পাত ভূগাঠনিক তত্ত্বানুসারে পৃথিবীর সমগ্র শিলামন্ডল চটি বৃহৎ পাত এবং 4 টি মাঝারি পাত ও 20 টির অধিক ছোটো পাতে বিভক্ত । পাতগুলি গতিশীল হওয়ার ফলে ভূপৃষ্ঠে বিভিন্ন অবস্থার সৃষ্টি হয় ।

 ( i ) দুটি পাত পরস্পরের থেকে সরে গেলে সেখানে ভূমিকম্প ও পরে অগ্ন্যুৎপাত ঘটে । ( II ) বিপরীতগামী দুটি সামুদ্রিক পাত সরে গেলে সমুদ্রের আয়তন বৃদ্ধি পায় । ( III ) সামুদ্রিক পাত ও মহাদেশীয় পাতের মুখোমুখি সংঘর্ষের ফলে পূর্বত বা দ্বীপপুঞ্জের উৎপত্তি ঘটে । ( iv ) দুটি মহাদেশীয় পাতের মুখোমুখি সংঘর্ষের ফলে তাদের মাঝখানে অবস্থিত সাগর ও উপসাগরের পাললিক শিলান্তর ভাঁজ হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় । 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Geography Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

অষ্টম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 8 Suggestion 2023 – অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩ 

আরোও দেখুন:-

Class 8 Bengali Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 English Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Geography Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 History Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Physical Science Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Life Science Suggestion 2023 Click here

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion 

” অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography Astito Prithibi Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Astito Prithibi Question and Answer / Class 8 Geography Astito Prithibi Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Astito Prithibi Exam Guide / Class 8 Geography Astito Prithibi Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography Astito Prithibi Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Astito Prithibi Suggestion FREE PDF Download) সফল হবে।

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) Class 8 Geography Astito Prithibi Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল 

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) Class 8 Geography Astito Prithibi Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল 

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) Class 8 Geography Astito Prithibi Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography Astito Prithibi 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography Astito Prithibi) – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) | Class 8 Geography Astito Prithibi Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) | অস্থিত পৃথিবী অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Astito Prithibi Question and Answer, Suggestion | Class 8 Geography Astito Prithibi Question and Answer Suggestion | Class 8 Geography Astito Prithibi Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion. 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) । Class 8 Geography Astito Prithibi Question and Answer Suggestion.

WBBSE Class 8th Geography Astito Prithibi Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়)

WBBSE Class 8 Geography Astito Prithibi Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) | Class 8 Geography Astito Prithibi Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 8 Geography Astito Prithibi Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 

Class 8 Geography Astito Prithibi Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Astito Prithibi Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 8 Geography Astito Prithibi Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 8 Geography Astito Prithibi Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Astito Prithibi Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Astito Prithibi Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.অস্থিত পৃথিবী অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 8 Geography Astito Prithibi Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 8 Geography Astito Prithibi Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .

Class Eight VIII Geography Astito Prithibi Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam 

Class 8 Geography Astito Prithibi Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography Astito Prithibi Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer with FREE PDF Download Link

PDF File Name অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Astito Prithibi Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now