মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer
মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

Class 8 Geography Megh Brishti Question and Answer

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer : মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Megh Brishti Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) অষ্টম শ্রেণী (WB Class 8)
বিষয় (Subject) অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography)
পঞ্চম অধ্যায় (Chapter 5) মেঘ বৃষ্টি (Megh Brishti)

[অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Geography Megh Brishti Question and Answer 

MCQ | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Megh Brishti MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. ভূপৃষ্ঠে যা কুয়াশা, আকাশে সেটাই –

(A) শিশির 

(B) বৃষ্টিপাত 

(C) মেঘ 

(D) তুষারপাত 

Ans: (C) মেঘ।

  1. বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে, সেটি হল –

(A) সিরোকিউমুলাস 

(B) অল্টোকিউমুলাস 

(C) স্ট্র্যাটাস 

(D) কিউমুলোনিম্বাস 

Ans: (D) কিউমুলোনিম্বাস।

  1. মেঘের মধ্যে জলকণাগুলির ব্যাস হল –

(A) 2 মিমি 

(B) 0.2 মিমি 

(C) 0.02মিমি 

(D) 0.002 মিমি

Ans: (C) 0.02মিমি।

  1. মাঝারি উচ্চতায় যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়, তা হল –

(A) সিরাস 

(B) সিরোকিউমুলাস 

(C) অল্টোস্ট্র্যাটাস 

(D) স্ট্র্যাটোকিউমুলাস

Ans: (C) অল্টোস্ট্র্যাটাস।

  1. ঠিক জোড়াটি নির্বাচন করো – 

(A) বজ্রপাতসহ প্রবল বৃষ্টি – সিরাস মেঘ 

(B) জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া – বাষ্পীভবন 

(C) বৃষ্টিচ্ছায় অঞ্চল – পর্বতের প্রতিবাত ঢাল 

(D) ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ – ঘূর্ণবাতের চোখ 

Ans: (D) ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ – ঘূর্ণবাতের চোখ।

  1. Bumpy Cloud হল –

(A) সিরোকিউমুলাস 

(B) অল্টোস্ট্র্যাটাস 

(C) কিউমুলোনিম্বাস মেঘ 

(D) স্ট্র্যাটাস।

Ans: (A) সিরোকিউমুলাস।

  1. চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের বলয়ের আকারে অবস্থানকারী মেঘ হল –

(A) সিরোকিউমুলাস 

(B) সিরোস্ট্র্যাটাস 

(C) অল্টোকিউমুলাস 

(D) অল্টোস্ট্র্যাটাস

Ans: (B) সিরোস্ট্র্যাটাস।

  1. সূর্যের তাপে জলের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থার পরিবর্তিত হওয়াকে বলে –

(A) ঘনীভবন 

(B) বাস্পীভবন 

(C) অধঃক্ষেপণ 

(D) পরিচলন 

উত্তর- (B) বাস্পীভবন।

  1. __________ মেঘে আকাশ ছেয়ে থাকলে তাকে ম্যাকারেল আকাশ বলে। 

(A) সিয়াল 

(B) সিরোস্ট্র্যাটাস 

(C) সিরোকিউমুলাস 

(D) কিউমুলোনিম্বাস 

Ans: (C) সিরোকিউমুলাস।

  1. একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল –

(A) শিলং 

(B) দিল্লী 

(C) বর্ধমান 

(D) কোনটিই নয়।

Ans: (A) শিলং।

[আরোও দেখুন:- Class 8 Geography Suggestion Click here]

অতি সংক্ষিপ্ত | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Megh Brishti VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. সাধারণ মেঘের জলকণাগুলোর ব্যাস কত ?

Ans: সাধারণ মেঘের জলকণাগুলির ব্যাস 0.02 মিমি। 

  1. বৃষ্টিপাত কয়প্রকার ও কী কী ? 

Ans: বৃষ্টিপাত তিনপ্রকার , যথা- 

( 1 ) পরিচলন , ( 2 ) শৈলোৎক্ষেপ , ( 3 ) ঘূর্ণবাত ।

  1. ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে কি নামে পরিচিত?

Ans: ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে ‘হ্যারিকেন’ নামে পরিচিত।

  1. সবথেকে উচ্চতম মেঘের উচ্চতা কত ?

Ans: 20,000 ফুট ।

  1. নিম্ন উচ্চতার মেঘের গড় উচ্চতা কত ?

Ans: 6500 ফুট ।

  1. স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম কী ?

Ans: Bumpy cloud ( বাম্পি ক্লাউড ) । 

  1. বায়ুর কোন্ স্তরে মেঘ সৃষ্টি হয় ? 

Ans: বায়ুর টুপোস্ফিয়ার স্তরে মেঘ সৃষ্টি হয় । 

  1. বাষ্পীভবন কী ? 

Ans: জল যখন বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে । 

  1. গ্লিট কী ? 

Ans: জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে গ্লিট বলে । 

  1. কোন্ সময় শিলাবৃষ্টি ঘটে ? 

Ans: পশ্চিমবঙ্গে বসন্তকালে ও গ্রীষ্মকালে শিলাবৃষ্টি ঘটে । 

  1. বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

 Ans: রেনগজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাণ মাপা হয় ।

  1. শিশিরাঙ্ক কাকে বলে ? 

Ans: যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হল ওই বায়ুর শিশিরাঙ্ক । 

  1. ঘনীভবন কী ? 

Ans: জলীয়বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল ঘনীভবন । 

  1. অনুবাত ঢাল কাকে বলে ? 

Ans: যে ঢাল বরাবর বায়ু নীচে নামে তাকে পর্বতের অনুবাত ঢাল বলে । 

  1. চেরাপুঞ্জি ও শিলং -এর মধ্যে দূরত্ব কত ? 

Ans: চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব 56 কিমি । 

  1. চেরাপুঞ্জিতে গড় বৃষ্টিপাত কত হয় ? 

Ans: 11,777 মিমি । 18. শিলং -এর বার্ষিক গড় বৃষ্টিপাত কত ? উঃ 2,207 মিমি । 

  1. পর্বতের কোন্ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটে ?

Ans: পর্বতের প্রতিবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটে । 

  1. বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত দেখা যায় তার নাম কী ?

Ans: সাইক্লোন । 

  1. হ্যারিকেন ঘূর্ণবাত কোন্ অঞ্চলে দেখা যায় ? 

Ans: ক্যারিবিয়ান সাগর অঞ্চলে । 

  1. ঘূর্ণবাতের চোখ কাকে বলে?

Ans: ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে, এই অংশের নাম ঘূর্ণবাতের চোখ বলে।

  1. স্লিট কি?

Ans: জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে।

  1. শিশিরাঙ্ক কাকে বলে?

Ans: যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত তা হল ঐ বায়ুর শিশিরাঙ্ক।

  1. বায়ুমণ্ডলের কোন্‌ স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে?

Ans: বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে।

  1. বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

Ans: বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেনগজের যন্ত্রের সাহায্যে।

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

সংক্ষিপ্ত | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Megh Brishti SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. মেঘ কীভাবে সৃষ্টি হয় এককথায় লেখো । 

Ans: সূর্যের তাপে সমুদ্র , নদী , পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মিশে ধূলিকণা অবলম্বন করে মেঘ সৃষ্টি হয় ।

  1. ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন জায়গায় কী কী নামে পরিচিত ? 

Ans: বঙ্গোপসাগরে সাইক্লোন , ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন আবার চিন সাগরে টাইফুন নামে পরিচিত । 

  1. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ( Drizzle ) কাকে বলে ? 

Ans: 0.5 মিমি এর কম ব্যাসযুক্ত খুব ছোটো ছোটো জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলে ।

  1. প্রতিবাত ঢাল কাকে বলে ? 

Ans: পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালই হল পর্বতের প্রতিবাত ঢাল। 

  1. সিরাস মেঘ কীরুপ দেখতে ? 

Ans: সিরাস মেঘ স্বচ্ছ ও সাদা রঙের এবং দেখতে অনেকটা হালকা পালকের মতো । 

  1. ‘ ম্যাকারেল আকাশ ‘ কাকে বলে ?

Ans: পেঁজা তুলোর মতো দেখতে সিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ‘ ম্যাকারেল , আকাশ ’ বলে । 

  1. অল্টোস্ট্যাটাস মেঘ কীসের পূর্বাভাস দেয় ? 

Ans: অল্টোস্ট্রাটাস মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় ।

  1. তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকলে কী প্রকার অধঃক্ষেপণের সম্ভাবনা থাকে? 

Ans: তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকলে তুষারপাতের সম্ভাবনা থাকে।

  1. শিশির কি?

Ans: ভূমি সংলগ্ন জলীয় বাষ্প, শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু গঠন করে, তাকে শিশির বলে।

  1. 2009 – 2013 সালে কোন্ কোন্ ঘূর্ণবাত , দেখা দিয়েছিল ? এর প্রভাবে কী হয়েছিল ?

Ans: 2009 সালে আয়লা ও 2013 সালে ফাইলিন ঘুর্ণবাত দেখা দিয়েছিল । এর প্রভাবে ভারতের পূর্ব উপকূল তথা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ।

  1. কোন্ মেঘের জন্য বজ্রপাতসহ বৃষ্টিপাত হয় ? এই মেঘের অপর নাম কী ? 

Ans: কিউমুলোনিম্বাস মেঘের জন্য বজ্রপাতসহ বৃষ্টি হয় । এই মেঘের অপর নাম Thunder cloud ‘ থান্ডার ক্লাউড ‘ ।

  1. শৈলোৎক্ষেপ বৃষ্টি কাকে বলে?

Ans: সমুদ্রের জলীয়বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হবার সময়, কোনো পর্বত গাত্রে বাধা পেয়ে যে ধরণের, বৃষ্টি ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে।

  1. সম্পৃক্ত বায়ু কাকে বলে ? 

Ans: কোনো নির্দিষ্ট উন্নতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে ।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Megh Brishti Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. পরিচলন বৃষ্টি কাকে বলে ? 

Ans: যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে কিরণ দেয় এবং জলভাগের বিস্তার বেশি সেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয় । এই জলীয় বাষ্পগুলি ঘনীভবন প্রক্রিয়ায় ছোটো ছোটো জলীয় কণায় পরিণত হয় এবং এই জলকনাগুলি ধূলিকণাকে আশ্রয় করে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে । এই বৃষ্টিপাত অল্প জায়গায় মধ্যে সীমাবদ্ধ থাকে ।

  1. শৈলোংক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে ? 

Ans: সমুদ্রের আর্দ্র জলীয় বাষ্পযুক্ত বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওপরে উঠে যায় এবং ওই বায়ু ক্রমশ প্রসারিত হয়ে ঠান্ডা হতে থাকে । আরও ওপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় , একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে ।

  1. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে ? 

Ans: পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই বৃষ্টি হওয়ার পর বায়ু পর্বতের অনুবাত ঢালে আসে তখন জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং বায়ু যত নীচে নামতে থাকে তার উন্নতা তত বাড়তে থাকে এবং বায়ুর জলীয় বাষ্প বহু ধারণের ক্ষমতা বাড়তে থাকে , ফলে বায়ু অসম্পৃক্ত হয়ে যায় । এইজন্য অনুবাত ঢালে বৃষ্টিপাত কম হয় এবং এই ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে । 

  1. শিশির কাকে বলে ? 

Ans: শরৎ , হেমন্ত ও শীত ঋতুতে মেঘমুক্ত আকাশে রাতে যখন বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে দ্রুত ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হয় , তখন তাকে শিশির বলে । 

  1. শিলাবৃষ্টি কাকে বলে ? 

Ans: ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলি উঁচুতে উঠে যায় , সেখানে জলকণাগুলি ঠান্ডা হয়ে বরফের টুকরোতে পরিণত হয় এবং এই বরফের টুকরোগুলি জলকণার সাথে যুক্ত হয়ে আয়তনে বেড়ে যায় এবং বৃষ্টির সাথে ঝরে পড়ে , একে শিলাবৃষ্টি বলে ।

  1. কুয়াশা কাকে বলে ? 

Ans: ভূ – পৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হয় । এই জলকণাগুলি বায়ুর স্তরে অনেকটা ধোঁয়ার মত ভাসতে থাকে , তাকে কুয়াশা বলে । 

  1. ঘূর্ণবৃষ্টি কীভাবে ঘটে ? 

Ans: স্বল্পপরিসর কোনো স্থানের উন্নতা বেড়ে গেলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় । এই নিম্নচাপের চারিদিকে বায়ুর চাপ বেশি থাকে এবং বায়ু শীতল হয় । উচ্চচাপের এই বায়ু প্রবলগতিতে নিম্নচাপের দিকে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয় । কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উন্ন হয়ে ঘুরতে ঘুরতে ওপরের দিকে ওঠে এবং উর্ধ্বগামী এই বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টিপাত ঘটায় । একে ঘূর্ণবৃষ্টি বলে ।

  1. নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের সৃষ্টি হয়েছে কেন ?

 Ans: নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কারণ এই অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে পড়ে ফলে এখানে গড়ে প্রায় 27 ° C উন্নতা বিরাজ করে । এখানে জলভাগের বিস্তার বেশি এর ফলে বায়ুমণ্ডলেও জলীয়বাষ্পের পরিমাণ বেশি হয় ফলে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বৃষ্টিপাতের পরিমাণও বেশি । ভূমিভাগ সারাবছর আর্দ্র থাকার ফলে বৃক্ষের প্রয়োজনীয় জলের অভাব হয় না । তাই এখানে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে ।

  1. মেঘ কীভাবে সৃষ্টি হয়?

Ans: মেঘ জলীয় বাষ্প দিয়ে তৈরি। সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে। এছাড়াও গাছপালার বাষ্পমোচনের ফলে বাতাসে জলীয় বাষ্প জমা হয়। এই জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা বলে এটি সহজে উপরের দিকে উঠতে থাকে। অপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে এই জলীয়বাষ্প ধারণ ক্ষমতা তত কমে যায়। ধীরে ধীরে ঐ আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। এই সম্পৃক্ত বায়ু আরও শীতল হলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণা বায়ুতে ভাসমান ধূলিকণা, লবণকণাকে অবলম্বন করে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। সাধারণত মেঘের জলকণার ব্যাস হয় ০.০২ মিলিমিটারের। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে মেঘের সৃষ্টি হয়।

  1. বৃষ্টিপাত কীভাবে ঘটে ও কয় প্রকার?

Ans: সূর্যের তাপে নদী, হ্রদ, জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে আকাশে উঠে গিয়ে ধূলিকণাকে আশ্রয় করে মেঘের সৃষ্টি করে, এই মেঘ ক্রমশ ভারী ও ঘনীভূত হয় এবং তা পৃথিবীর আকর্ষণে বৃষ্টির আকারে নেমে আসে। এইভাবে বৃষ্টিপাত ঘটে।

বৃষ্টিপাত মূলত তিন প্রকার – পরিচলন, শৈলোৎক্ষেপ এবং ঘূর্ণ বৃষ্টিপাত।

  1. অধঃক্ষেপণ কাকে বলে?

Ans: পৃথিবীর অভিকর্ষ টানের প্রভাবে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা (তরল বা কঠিন অবস্থায়) ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলে অধঃক্ষেপণ। বৃষ্টিপাত হল প্রধান অধঃক্ষেপণ। সম্পৃক্ত জলকণা মেঘের মধ্যে মিলিত হয়ে আকারে বড় হয়ে ভারী হলে বাতাসে ভেসে থাকতে পারেনা, ফলে প্রথিবির অভিকর্ষ টানের প্রভাবে বৃষ্টির আকারে ঝরে পড়ে।

  1. অধঃক্ষেপণ কাকে বলে ? 

Ans: পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে । আমাদের সবচেয়ে পরিচিত অধঃক্ষেপণ হল বৃষ্টিপাত ।

  1. ‘ ঘূর্ণবাতের চোখ ’ কী ?

Ans: ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধের 5 ° -20 ° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে । এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে । তাই এই অংশের নাম ‘ ঘূর্ণবাতের চোখ ‘ । এখানে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকে ।

  1. তুষারপাত কাকে বলে ?

Ans: শীতপ্রধান দেশে এবং উঁচু পার্বত্য অঞ্চলে জলীয়বাষ্পযুক্ত বায়ু হিমাঙ্কের থেকে কম উন্নতায় ঘনীভূত হলে জলকণার বদলে সরাসরি বরফকণায় পরিণত হয় । এই বরফকণাগুলো পরস্পর যুক্ত হয়ে ছোটো ছোটো বরফ খন্ডে পরিণত হয় , একেই বলে তুষার । এই তুষার মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে তুষারপাত বলে । 

  1. পরিচলন বৃষ্টি প্রভাবিত অঞ্চলগুলির বর্ণনা দাও।

Ans: নিরক্ষীয় অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় এবং জলভাগের বিস্তার বেশি হওয়ায় বায়ুমন্ডলে জলীয় বাষ্পের পরিমান বৃদ্ধি পায় । জলীয়বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন বৃষ্টিপাত ঘটায় । ( ii ) নাতিশীতোয়মন্ডলে গরমকালের শুরুতে এই বৃষ্টিপাত হয় । ( ii ) ক্রান্তীয়মন্ডলে মৌসুমি বায়ু অধ্যুষিত দেশগুলো যেমন — ভারত , বাংলাদেশ , ভিয়েতনাম , মায়ানমারে সাধারণত মৌসুমি বায়ু আসার আগে এবং শরৎকালে পরিচলন বৃষ্টিপাত হয় । 

  1. কিউমুলোনিম্বাস ‘ মেঘের বর্ণনা দাও । 

Ans: এই মেঘ দেখতে অনেকটা গম্বুজের মতো । সাদা , ধূসর ও কালো রঙের হয় । সাধারণ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে নাম 12000 ফুট পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তার । এই মেঘের ওপরদিক চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল । কিউমুলোনিশ্বাস | মেঘে বজ্রপাতসহ ঋড় হয় বলে এর আরেক নাম বজ্রমেঘ । অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হতেও দেখা যায় । 

  1. Bumpy Cloud কাকে বলে এবং কেন ? 

Ans: স্ট্যাটোকিউমুলাস মেঘকে Bumpy Cloud বলে । কারণ এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে জানো থাকে । অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলছে । 

  1. শিশিরাঙ্ক কাকে বলে ? 

Ans: যে অবস্থায় বায়ু আর জলীয় বাষ্প ধারণ করতে পারে না এবং অতিরিক্ত জলীয়বাষ্প শিশির আকারে নামতে থাকে , তাকে শিশিরাঙ্ক বলে । শিশিরাঙ্কে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক 100 % হয় । 

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Megh Brishti Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. বিভিন্ন প্রকার মেঘের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিভিন্ন প্রকার মেঘের বৈশিষ্ট্য আলোচনা কর ।

Ans: 

উঁচু আকাশের মেঘের বিবরণ :- 

উঁচুমেঘ [High Cloud] : সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,১৫০-১২,৩০০ মিটারের মধ্যবর্তী উচ্চতায় বায়ুমণ্ডলে যে মেঘ দেখা যায় তাকে উঁচু মেঘ বলে। বৈশিষ্ট্যানুসারে এই মেঘকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যথা

  1. সিরাস (Cirru s) : ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণা দ্বারা গঠিত এই সাদা মেঘ দেখতে অনেকটা মাছের আঁশের মতো বা পেঁজা হালকা তুলার মতো। এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়ার নির্দেশক।
  2. সিরো-কিউমুলাস (Cirro-Cumulus) : এই মেঘও ক্ষুদ্রক্ষুদ্র তুষারকণা দ্বারা গঠিত এবং সাদা রঙের। এদের দেখতে গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের সারির মতো অথবা ঢেউয়ের মতো।

iii. সিরো-স্ট্যাটাস (Cirro-stratus) : অতি উচ্চে অবস্থিত এই মেঘ দেখতে দুধের মতো সাদা। এই মেঘ অত্যন্ত স্বচ্ছ এবং সূর্যকে কখনও পুরোপুরি ঢেকে ফেলে না। এর মধ্য দিয়ে সূর্যকে যেন একটি মণ্ডলের (Hallo) মধ্য দিয়ে প্রতিভাত বলে মনে হয়। এই মেঘ আসন্ন ঝড়ের আভাস দেয়।

মাঝারি আকাশের মেঘের বিবরণ :-

মাঝারি মেঘ [Medium Cloud] : সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৪৬০ মিটার থেকে ৬,১৫০ মিটারের মধ্যবর্তী বায়ুমণ্ডলে যে মেঘ দেখা যায় তাকে মাঝারি মেঘ বলে। এই মেঘ সাধারণত দু’রকম হয় :

  1. অল্টো-কিউমুলাস (Alto-Cumulus) : এই মেঘ গোলাকার পশমগুচ্ছের মতো ধূসর রঙের। আকাশে এরা সাধারণত বিচ্ছিন্ন ভাবে অবস্থান করে এবং এদের মধ্যে দিয়ে নীল আকাশ দৃষ্টিগোচর হয়। সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়ার সূচনা করে।
  2. অল্টো-স্ট্র্যাটাস (Alto-stratus) বর্ণের এই মেঘ আকাশে ঘন চাদরের মতো অবস্থান করে।

এর মধ্য দিয়ে সূর্যকে ঘষা কাচের মধ্য দিয়ে তাকালে যেমন দেখায়, সেরকম অস্পষ্ট দেখায়। এই মেঘ প্রবল বৃষ্টির সূচনা করে এবং এই বৃষ্টি বহুক্ষণ ধরে চলে।

নীচু আকাশের মেঘের বিবরণ :-

নীচু মেঘ [Low Cloud] : ভূপৃষ্ঠ থেকে ২,৪৬০ মিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে যে মেঘ দেখতে পাওয়া যায় তাকে নীচু মেঘ বলে। নীচু মেঘ প্রধানত তিন রকম। যথা :

  1. স্ট্র্যাটো-কিউমুলাস (Strato-Cumulus) : মধ্যম আকাশের অল্টো-কিউমুলাস মেঘ যখন গাঢ় কালো ও ভারী হয়ে নীচু আকাশে ভেসে আসে তাকে স্ট্র্যাটো-কিউমুলাস মেঘ বলে। এই মেঘ দেখতে গোলাকৃতি, যার একদিকটা উজ্জ্বল ও অপরদিক অন্ধকার। এই মেঘ নাতিশীতোয় অঞ্চলে শীতকালে সমগ্র আকাশ ঢেকে ফেলে প্রবল বৃষ্টিপাত ঘটায়।
  2. স্ট্যাটাস (Stratus) : ভূপৃষ্ঠের কয়েকশো মিটার উচ্চতায় ঘন কুয়াশার মতো ধূসর বর্ণের এই মেঘ সমগ্র আকাশকে চাদরের মতো ঢেকে রাখে। চলাচলের পথের উঁচু-নীচু ভূ-ভাগকে আবৃত রেখে অনেক সময় এই মেঘ পর্বতারোহী এবং ভ্রমণকারীদের বিপদে ফেলে।
  3. নিম্বো-স্ট্র্যাটাস (Nimbo Stratus) : স্ট্যাটাস মেঘ যখন খুব নীচুতে এসে বৃষ্টিপাত ঘটায় তখন তাকে নিম্বো-স্ট্র্যাটাস মেঘ বলে। এই মেঘ ঘন, আকারহীন, এবড়ো-খেবড়ো ও কালো রঙের। এই মেঘে সাধারণত বৃষ্টি হয়।

উল্লম্ব প্রসারিত মেঘের বিবরণ :-

ওপর দিকে প্রসরণশীল মেঘ [Clouds With Vertical Development] : এই মেঘ চাদরের মতো বিস্তৃত না হয়ে গাছের মতো ঊর্ধ্বে প্রসারিত থাকে। এই মেঘ সাধারণত দু’রকমের হয়, যথা—

  1. কিউমুলাস (Cumulus) : এই মেঘের আকৃতি অনেকটা গম্বুজের মতো। জলীয় বাষ্পপূর্ণ বাতাস ওপরে উঠে ঘনীভূত হলে এই ধরনের মেঘের সৃষ্টি হয়। এই মেঘের তলদেশ নীচে থাকলেও এর শীর্ষদেশ অনেক উঁচু হয়। এই মেঘের আশপাশের সাদা গোলাকার বিচ্ছিন্ন অংশগুলি পরিষ্কার আবহাওয়ার নির্দেশক।
  2. কিউমুলো-নিম্বাস (Cumulo-Nimbus) : কিউমুলাস মেঘ যখন খুব বেশি উচ্চতায় উঠে গম্বুজাকৃতি হারিয়ে ফেলে তখন তাকে কিউমুলো-নিম্বাস মেঘ বলে। এই মেঘের পাদদেশ ১,৫০০ মিটার উচ্চতায় থাকলেও শীর্ষদেশ প্রায় ১০-১২ কিমি উচ্চতায় অবস্থান করে। এর শীর্ষদেশ বেশ ছড়ানো এবং দেখতে অনেকটা নেহাই-এর মতো। এই মেঘের রং কালো এবং এতে বজ্র-বিদ্যুৎসহ প্রবল ঝড় ও বৃষ্টি হয়। সময় সময় এই মেঘে শিলাবৃষ্টিও হয়।

2. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কি ? আলোচনা কর?

Ans: সংজ্ঞা : জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহের পথে আড়াআড়িভাবে পাহাড়, পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই পর্বত বা উচ্চভূমিতে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠে প্রসারিত ও শীতল হয়। আরও ওপরে উঠলে সম্পৃক্ত ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতকে বলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত (Orgraphic Rainfall)।

প্রক্রিয়া : সমুদ্র থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহ কোনো পাহাড়, পর্বত বা উচ্চভূমিতে বাধা পেলে, ওই বায়ু ওপরে উঠে যায়। ওপরে উঠলে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রসারিত হয়। বায়ু প্রসারিত হলে তা শীতল হয়ে যায়। সুতরাং জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। পর্বতের যে ঢালে এই বৃষ্টিপাত ঘটে সেই ঢালকে বলে প্রতিবাত ঢাল (Windword Slope)। আর যে ঢাল বেয়ে বায়ু নীচের দিকে নামে সেই ঢালকে বলা হয় অনুবাত ঢাল (Leeward Slope) |প্রতিবাত ঢালে বৃষ্টি হওয়ার পর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। ওই বায়ু প্রতিবাত ঢাল বেয়ে নীচে নেমে সংকুচিত ও উম্ন হয় বলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। ফলে অনুবাত ঢালে বৃষ্টিপাত খুবই কম হয়।  তাই একে বৃষ্টিচ্ছায় অঞ্চল (Rain Shadow) বলা হয়।

উদাহরণ : পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে খুব কম বৃষ্টিপাত অব্দ হয়, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হল বৃষ্টিচ্ছায় অঞ্চল।

3. ঘূর্ণবৃষ্টি কীভাবে ঘটে ?

Ans: স্বল্পপরিসর কোনো স্থানের উন্নতা বেড়ে গেলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় । এই নিম্নচাপের চারিদিকে বায়ুর চাপ বেশি থাকে এবং বায়ু শীতল হয় । উচ্চচাপের এই বায়ু প্রবলগতিতে নিম্নচাপের দিকে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয় । কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উন্ন হয়ে ঘুরতে ঘুরতে ওপরের দিকে ওঠে এবং উর্ধ্বগামী এই বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টিপাত ঘটায় । একে ঘূর্ণবৃষ্টি বলে ।

4. মেঘের সৃষ্টি হয় কীভাবে ? 

Ans: সূর্যের তাপে সমুদ্র , নদী , পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে । এছাড়াও গাছপালার প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে জলীয়বাষ্প বাতাসে যুক্ত হয় । এই জলীয়বাষ্পযুক্ত বায়ু সাধারণ বায়ু অপেক্ষা হালকা হয় এবং সহজে ওপরের দিকে উঠে যায় । ওপরে বায়ুর চাপ কম হওয়ায় জলীয়বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হয় । ওপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্পপূর্ণবায়ু তাড়াতাড়ি শীতল হয় ।

 বায়ু যত শীতল হয় জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা তত কমে যায় । ধীরে ধীরে ওই আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে এসে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে । এই সম্পৃক্ত বায়ু আরো শীতল হয়ে ঘনীভূত হয় এবং ছোটো ছোটো জলকণায় পরিণত হয় । এই জলকণা বায়ুতে ভাসমান ধূলিকণা , লবণকণাও নানাধরণের কঠিন কণিকাকে অবলম্বন করে মেঘ সৃষ্টি করে । 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Geography Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

অষ্টম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 8 Suggestion 2023 – অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩ 

আরোও দেখুন:-

Class 8 Bengali Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 English Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Geography Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 History Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Physical Science Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Life Science Suggestion 2023 Click here

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion 

” মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography Megh Brishti Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Megh Brishti Question and Answer / Class 8 Geography Megh Brishti Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Megh Brishti Exam Guide / Class 8 Geography Megh Brishti Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography Megh Brishti Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Megh Brishti Suggestion FREE PDF Download) সফল হবে।

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) Class 8 Geography Megh Brishti Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল 

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) Class 8 Geography Megh Brishti Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল 

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) Class 8 Geography Megh Brishti Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography Megh Brishti 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography Megh Brishti) – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) | Class 8 Geography Megh Brishti Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) | মেঘ বৃষ্টি অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Megh Brishti Question and Answer, Suggestion | Class 8 Geography Megh Brishti Question and Answer Suggestion | Class 8 Geography Megh Brishti Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion. 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) । Class 8 Geography Megh Brishti Question and Answer Suggestion.

WBBSE Class 8th Geography Megh Brishti Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়)

WBBSE Class 8 Geography Megh Brishti Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) | Class 8 Geography Megh Brishti Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 8 Geography Megh Brishti Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 

Class 8 Geography Megh Brishti Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Megh Brishti Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 8 Geography Megh Brishti Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 8 Geography Megh Brishti Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Megh Brishti Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Megh Brishti Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.মেঘ বৃষ্টি অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 8 Geography Megh Brishti Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 8 Geography Megh Brishti Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .

Class Eight VIII Geography Megh Brishti Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam 

Class 8 Geography Megh Brishti Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography Megh Brishti Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer with FREE PDF Download Link

PDF File Name মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Megh Brishti Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now