শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer
শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer

শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

Class 8 Geography Shila Question and Answer

শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer : শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Shila Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) অষ্টম শ্রেণী (WB Class 8)
বিষয় (Subject) অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography)
তৃতীয় অধ্যায় (Chapter 3) শিলা (Shila)

[অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Geography Shila Question and Answer 

MCQ | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Shila MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. যে শিলা থেকে কালো মাটি সৃষ্টি হয়েছে, তা হল –

(A) গ্রানাইট 

(B) চুনাপাথর 

(C) ব্যাসল্ট 

(D) বেলেপাথর

Ans: (C) ব্যাসল্ট 

  1. লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয়

(A) মার্বেল 

(B) ব্যাসল্ট 

(C) বেলেপাথর 

(D) স্লেট

Ans: (B) ব্যাসল্ট

3. অ্যানথ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় –

(A) গ্রানাইট 

(B) গ্রাফাইট 

(C) কোয়ার্টজাইট 

(D) অ্যাম্ফিবোলাইট

Ans: (B) গ্রাফাইট

4. আগ্নেয় শিলার একটি উদাহরণ হল –

(A) বেলেপাথর 

(B) চুনাপাথর 

(C) মারবেল 

(D) ব্যাসল্ট

Ans: (D) ব্যাসল্ট

5. জীবাশ্ম দেখা যায় যে শিলায়, তা হল –

(A) কাদাপাথর 

(B) নিস 

(C) গ্রানাইট 

(D) ব্যাসল্ট

Ans: (A) কাদাপাথরে।

[আরোও দেখুন:- Class 8 Geography Suggestion Click here]

অতি সংক্ষিপ্ত | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Shila VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. শেল কীভাবে প্লেটে পরিণত হয় ? 

Ans: শেল রূপান্তরের মাধ্যমে প্রচণ্ড চাপে স্নেটে রূপান্তরিত হয় । 

  1. ফিলাইট কী ? 

Ans: ফিলাইট এক ধরনের কাদাপাথর ।

  1. পিট কালা কীসে রূপান্তর হয় ? 

Ans: পিট কয়লা গ্রাফাইটে রূপান্তর হয় । 

  1. ব্ল্যাকবোর্ড লেখার কাজে কোন পাথর ব্যবহৃত হয় ?

Ans: ব্ল্যাকবোর্ড লেখার কাজে রূপান্তরিত শিলা প্লেট পাথর ব্যবহার করা হয় ।

  1. রাস্তাঘাট নির্মাণে কোন শিলা ব্যবহার হয় ? 

Ans: রাস্তাঘাট নির্মাণে রূপান্তরিড শিলা নিস ব্যবহার করা হয় ।

  1. গ্রানাইট শিলা কোথায় দেখা যায় ? 

Ans: রাঁচিসহ সমগ্র ছোটোনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত । 

  1. কোন্ অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় ? 

Ans: চুনাপাথর যুক্ত অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় । 

  1. শিলা গঠনকারী দুটি খনিজের নাম বলো । 

উঃ সিলিকন , অক্সিজেন ।

  1. কোয়ার্টজ কোন কাজে ব্যবহৃত হয় ? 

Ans: গহনা তৈরি , কাচ ও পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহৃত হয় । 

  1. প্লাজিওক্লেজ ফেসপারের মূল রাসায়নিক উপাদান কী ? 

Ans: প্ল্যাজিওক্লেজ ফেন্ডসপারের মুল রাসায়নিক উপাদান সোডিয়াম । 

  1. অর্থোক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান কী ? এটি কী রঙের হয় ?

Ans: পটাশিয়াম । এটি গোলাপি রঙের হয় । 

  1. ফেসপার কী কাজে লাগে ? ‘

Ans: ফেল্ডসপার সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ব্যবহার হয় । 

  1. একটি নরম খনিজের নাম করো । 

Ans: একটি নরম খনিজ হল জিপসাম । 

  1. মোহ স্কেল কী ? 

Ans: খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল মোহ স্কেল । এই স্কেলে 1-10 পর্যন্ত দশটি ভাগ আছে ।

  1. কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়? 

Ans: পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়।

  1. ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

Ans: ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য হল এটি অস্বচ্ছ প্রকৃতির হয়।

  1. একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ লেখো।

Ans: একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হল ব্যাসাল্ট।

  1. গাঙ্গেয় সমভূমিতে কী প্রকার মৃত্তিকা পাওয়া যায়?

Ans: গাঙ্গেয় সমভূমিতে পলি মৃত্তিকা পাওয়া যায়।

  1. গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো। 

Ans: গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম কোয়ার্টজ।

  1. উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ? 

Ans: উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দু – প্রকার । 

  1. একটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো । 

Ans: ব্যাসল্ট ।

  1. একটি উপপাভানিক শিলার নাম লেখো । 

Ans: ডোলেরাইট । 

  1. আগ্নিক শিলায় শতকরা কত ভাগ সিলিকা থাকে ?

Ans: 65 % -এর বেশি সিলিকা থাকে । 

  1. নিঃসারী শিলার দানার ব্যাস কত ? 

Ans: 1 মিলিমিটারের কম । 

  1. ক্ষারকীয় শিলায় ক্ষারকীয় অক্সাইড কত পরিমাণ থাকে ? 

Ans: 55 % -এর বেশি । 

  1. পাতালিক শিলার দানার ব্যাস কত ? 

Ans: 3 মিলিমিটারের বেশি । 

  1. কোন পাথরের প্রবেশ্যতা খুব বেশি ? 

Ans: বেলেপাথরের প্রবেশ্যতা খুব বেশি ।

  1. কোন্ শিলান্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ? 

Ans: সচ্ছিদ্র পাললিক শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় । 

  1. একটি লৌহপ্রস্তর জাতীয় পাললিক শিলার নাম লেখো । 

Ans: হেমাটাইট । 

  1. শিলা কী ?

Ans: শিলা আসলে এক বা একাধিক খনিজের সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ । 

  1. গ্রানাইট শিলা কোন্ কোন্ খনিজ দ্বারা গঠিত ?

 Ans: গ্রানাইট শিলা কোয়ার্টজ , ফেল্ডসপার , মাইকা , হর্নব্লেড প্রভৃতি খনিজ দ্বারা গঠিত ।

  1. ডায়াটম মাটি কী ? 

Ans: জৈবিক উপায়ে গঠিত বালিময় পাললিক শিলা । 

  1. একটি কার্বনসম পাললিক শিলার উদাহরণ দাও ।

 Ans: বিটুমিনাস কয়লা । 

  1. চুনাপাথরের রাসায়নিক নাম কী ? 

Ans: ক্যালশিয়াম কার্বনেট ।

  1. চুনাপাথর কী কী কাজে লাগে ? 

Ans: সিমেন্ট তৈরিতে , লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয় ।

  1. পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ দাও । 

Ans: ভুফ একটি পাইরোফ্লাস্টিক শিনা ।

  1. বিশ্বারলাইট কী ধরনের শিলা ? 

Ans: কিষারলাইট একটি অভিক্ষারকীয় শিলা । 

  1. ব্যাসল্ট গঠনকারী খনিজ ? 

Ans: ব্যাসল্ট গঠনকারী খনিজগুলি হল —– কোয়ার্টজ , ফেসপার , অলিভিন , পাইরঙ্গিন ।

  1. পেরিডোটাইট শিলাচ সিলিকার পরিমাণ কত ? 

Ans: দেরিডোটাইট শিলায় সিলিকার পরিমাণ 45 % -এর কম ।

  1. নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলো সূক্ষ্ম হয় কেন ? 

Ans: এই শিলা দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম ।

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

সংক্ষিপ্ত | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Shila SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. আগ্নেয় শিলার আরেক নাম কী ? কেন ? 

Ans: আগ্নেয় শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা । পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হওয়ায় জন্য এই শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা ।

  1. কোন্‌ ভূমিরূপ দাক্ষিণাত্য মালভূমির ডেকানট্র্যাপ – এর অংশ ?

Ans: মহারাষ্ট্রের পঞ্চগণি , মহাবালেশ্বর অঞ্চলে চ্যাপটা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপই দাক্ষি ভূমি ডেকানট্যাপ – এর অংশ ।

  1. রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলার নাম কী ? 

Ans: রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলা হল রক জিপসাম ।

  1. সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণের একটি পার্থক্য বলো । 

Ans: সমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে । অসমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে । 

  1. পেট্রোলজি কী ? 

Ans: বিজ্ঞানের যে বিশেষ শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি বলা হয় । 

  1. মিনরেলজি কী ? 

Ans: বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মিনরেলজি বলা হয় । 

  1. উদ্‌বেধী আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী ? 

Ans: উদ্‌বেধী আগ্নেয় শিলা দু – রকম । যথা — উপপাতালিক ও পাতালিক শিলা । 

  1. কোন্ কোন্ খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় ? 

Ans: কোয়ার্টজ , টোপ্যাজ , ব্যালসাইট , হিরে প্রভৃতি খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়।

  1. একটি মধ্যবর্তী শিলার উদাহরণ দাও । তাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কত ?

Ans: একটি মধ্যবর্তী শিলা হল অ্যান্ডেসাইট যাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ 45 % -3551 

  1. শিলার প্রবেশ্যতা বলতে কী বোঝ ? 

Ans: শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায় । 

সংক্ষিপ্ত ব্যাখামূলক | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Shila Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয় ?

Ans: বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী , বায়ু , বৃষ্টিপাত , সমুদ্রতরঙ্গ , হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সুক্ষ্ম , শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে । পরে এর সাথে জল , বায়ু ও জৈবপদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে ।

  1. অঞ্চলভেদে কীভাবে শিলার রূপান্তর ঘটে ? 

Ans: প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক বা ব্যাপক রুপান্তর ঘটে । যেমন— প্লেট । স্পর্শ বা তাপের ফলে ছোটো অঞ্চল জুড়ে শিলার স্পর্শ বা স্থানীয় রূপান্তর ঘটে । যেমন- মার্বেল । 

  1. চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয় কেন ? 

Ans: চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয় কারণ নদী বা বৃষ্টির জলের সংস্পর্শে এলে চুনাপাথর দ্রবীভূত হয়ে গিয়ে বাঁধ ভেঙে যেতে পারে । এছাড়া চুনাপাথর যুক্ত অঞ্চলে বহুতল বাড়ি , অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ না করাই শ্রেয় ।

  1. লবণাক্ত মাটি কীভাবে তৈরি হয় ? এই মাটির বৈশিষ্ট্য কী ?

Ans: সমুদ্রের ধারের শিলাচূর্ণ জোয়ারের জলের সংস্পর্শে এসে লবণাস্ত মাটি তৈরি করে । এই মাটিতে অধিক পরিমাণে সামুদ্রিক লবণ মিশে থাকে । পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই মাটি দেখা যায় ।

  1. পাললিক শিলার বিশেষত্বগুলি কী কী ?

Ans: পাললিক শিলার বিশেষত্বগুলি হল- ( i ) এই শিলায় স্তরায়ন ও কাদার চিড় খাওয়া দাগ লক্ষ করা যায় । ( II ) একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায় । ( iii ) এই শিলায় সক্রিয়তা ও ভঙ্গুরতা দেখা যায় । ( iv ) এই শিলার প্রবেশ্যতা বেশি । ( v ) এই শিলার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন হয় । ( vi ) কয়লা , খনিজ তেল , প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা । ( vi ) কঠিন আগ্নেয় শিলার থেকে কম , দারণ , ফাটল বা কেলাসের গঠন থাকে না । 

  1. প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ কী নিয়ে গঠিত ? 

Ans: প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ সিলিকন , অক্সিজেন , লোহা , অ্যালুমিনিয়াম , ম্যাগনেশিয়াম , ক্যালশিয়াম , সোডিয়াম ও পটাশিয়াম এই আটটি মৌল নিয়ে গঠিত । 

  1. আগ্নেয় শিলায় কীভাবে কেলাস গঠিত হয় ? 

Ans: সাধারণত আগ্নেয় শিলা তৈরি হওয়ার সময় তার মধ্যে গরম খনিজ জল থেকে যায় যা শিলার মধ্যে শিরার মতো অবস্থান করে । শিলা ঠান্ডা হলে এই শিরার আকারে খনিজ জলের অণু কেলাস গঠন করে । 

  1. জীবাশ্ম কী ? এটি কোন্ শিলায় দেখা যায় ? 

Ans: স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিস বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায় । পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহাবশেষ ছাপ থেকে যায় , একে বলে জীবাশ্ম । জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায় । জীবাশ্ম

  1. রেগোলিথ কী ? 

Ans: বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন — নদী , বায়ু , বৃষ্টিপাত , সমুদ্রতরঙ্গ , হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিলাচূর্ণ রূপে অবস্থান করে । পরে এর সাথে জল , বায়ু ও জৈবপদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে , এই ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ হল রেগোলিথ ।

  1. গ্রানাইট শিলা চিক চিক করে কেন ? 

Ans: গ্রানাইট শিলার মধ্যে থাকা খনিজগুলির মধ্যে মাইকা অত্যন্ত মসৃণ ও চকচকে । তাই গ্রানাইট শিলায় আলো পড়লে চিকচিক করে । 

  1. ছোটনাগপুরকে খনিজ সম্পদের ভাঙার বলে কেন ? 

Ans: ভারতে ছোটনাগপুর অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন — লোহা , তামা , বক্সাইট , ম্যাঙ্গানিজ , ডলোমাইট , প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ সম্পদের ভাঙার বলে ।

  1. পাললিক শিলা কিভাবে তৈরি হয়?

Ans: বহু বছর ধরে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে, নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি ক্ষয়কারী শক্তির সাথে প্রবাহিত হয়ে সমুদ্র,হ্রদ ইত্যাদির নীচে জমে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে।

  1. জীবাশ্ম কি?

Ans: পলিমাটি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠনের সময় কোনো উদ্ভিদ বা প্রাণী সেই পলির স্তরে চাপা পড়ে গেলে তার দেহের প্রস্তুরীভুত ছাপ থেকে যায় একে জীবাশ্ম বা Fossil বলে।

  1. আগ্নেয় শিলা কাকে বলে?

Ans: পৃথিবী সৃষ্টির সময় ভূত্বকের ওপরে ধীরে ধীরে তাপ বিকিরণ করে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। যেমন- ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি।

  1. রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়? 

Ans: অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলার ভূ-পৃষ্টের চাপ ও অতিরিক্ত তাপে পূর্বের ভৌত ও রাসায়নিক ধর্মের সম্পূর্ণ পরিবর্তন ঘটে, একে রূপান্তরিত শিলা বলে।

  1. আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ? নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ সহ লেখো । 

Ans: আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায় যথা — নিঃসারী শিলা ও উদ্‌বেধী শিলা । ভূ – অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে । যেমন — ব্যাসন্ট । 

  1. কোন্ বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে শিলাগুলিকে পরস্পরের থেকে আলাদা করা যায় ? 

Ans: রং , কাঠিন্য , উজ্জ্বলতা , ভঙ্গুরতা , গঠন ও রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলির ভিত্তি করে । শিলাগুলিকে পরস্পরের থেকে আলাদা করা হয় ।

  1. উদ্‌বেধী আগ্নেয় শিলা কাকে বলে । উদাহরণসহ লেখো ।

Ans: ভূ – অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ – অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে উদ্‌বেধী আগ্নেয় শিলা বলে । যেমন — গ্রানাইট , ডোলেরাইট ।

  1. উদ্‌বেধী আগ্নেয়শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ? পাতালিক ও উপপাতালিক শিলা কাকে বলে উদাহরণ সহ লেখো ।

Ans: উদ্‌বেধী আগ্নেয়শিলাকে দুই ভাগে ভাগ করা হয় । যথা — পাতালিক শিলা ও উপপাতালিক শিলা । যেমন- ম্যাগমা ভূ – অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে । যেমন — গ্রানাইট । ম্যাগমা ভূ – অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে উপপাতালিক শিলা বলে । যেমন – ডোলেরাইট ।

  1. আগ্নেয় শিলা কাকে বলে ? 

Ans: পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে এবং ওপরে যে কঠিন শিলা সৃষ্টি হয়েছে তাকে আগ্নেয় শিলা বলে । 

  1. স্ট্যালাগটাইট কাকে বলে ? 

Ans: চুনাপাথরের গুহার ছাদ থেকে পাথরের মতো দেখতে সূঁচালো জিনিস নীচের দিকে নেমে আসে । এই ধরনের চুনের স্তরকে বলে স্ট্যালাগটাইট । 

  1. ভার ঢল কাকে বলে ?

Ans: পাললিক শিলার স্তরগুলি একটি অপরটির সঙ্গে যে তলে মিলিত হয় সেই সংযোগ তলকে স্তরায়ন তল বলে ।

  1. আগ্নেয় শিলার বিশেষত্বগুলি লেখো । 

Ans: আগ্নেয় শিলার বিশেষত্বগুলি হল – ( I ) এই শিলা শক্ত ও ভারী , ঘনত্ব খুব বেশি হয় । ( II ) এই শিলায় উজ্জ্বল কেলাসের মতো গঠন দেখা যায় । ( iii ) এই শিলায় উল্লম্ব দারন ও ফাটল দেখা যায় তাই এর প্রবেশ্যতা বেশি । ( iv ) এই শিলার রং হালকা থেকে গাঢ় হতে পারে । ( v ) এই শিলায় ভঙ্গুরতা কম ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি । 

  1. কার্স্ট ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয় ? 

Ans: চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোটো বড়ো নানা আকৃতির বৈচিত্র্যময় ভূমিরূপ গর্ভের সৃষ্টি করে । একে বলা হয় কার্স্ট ভূমিরূপ । 

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Shila Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. প্রধান দুটি আগ্নেয় শিলার পরিচয় দাও ।

Ans: গ্রানাইট ও ব্যাসন্ট হল প্রধান দুটি আগ্নেয় শিলা । গ্রানাইট : মহাদেশীয় ভূত্বক এই আগ্নেয়শিলা দ্বারা গঠিত । কোয়ার্টজ , ফেসপার , মাইকা ও হর্নব্রেন্ড খনিজ দ্বারা গঠিত গ্রানাইট শিলা হালকা সাদা , ধূসর থেকে গোলাপি রঙের হয়ে থাকে । এই শিলা অপ্রবেশ্য , খুব ভারী ও শক্ত হওয়ায় ফলে গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি । ভূ – অভ্যন্তরে অতি ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধায় গ্রানাইট শিলার দানাগুলো কিছুটা বড়ো হয় । এই শিলা দ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয় । 

ব্যাসল্ট ঃ মহাসাগরীয় ভূত্বক এই আগ্নেয় শিলা দ্বারা গঠিত । ব্যাসল্ট শিলা গঠনকারী প্রধান খনিজগুলি হল কোয়ার্টজ , ফেল্ডসপার , অলিভিন ও পাইরক্সিন । খুব ভারী ও শক্ত এবং ক্ষয় প্রতিরোধী এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে । ব্যাসন্ট শিলার  উল্লখ দারণ ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবেশ্যতা যথেষ্ট বেশি । খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ার ফলে এই শিলার দানাগুলো বেশ সুক্ষ্ম । এই শিলাদ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয় ।

2. শিলার ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো । 

Ans: মানুষের দৈনন্দিন জীবনে ও অর্থনৈতিক কার্যকলাপে শিলার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ । 

আগ্নেয় শিলার ব্যবহার : ( 1 ) বাড়ি ও তার মেঝে তৈরিতে গ্রানাইট পাথর ব্যবহার করা হয় । ( II ) রাস্তাঘাট , রেল লাইন ও ট্রামলাইনে ব্যাসল্ট শিলার ব্যবহার দেখা যায় । ( III ) জলাধার ও বাঁধ নির্মাণে আগ্নেয় শিলার ব্যবহার হয় । ( iv ) সোনা , রূপা , দত্তা ও সিসা প্রভৃতি খনিজ আগ্নেয় শিলা থেকে সংগৃহীত হয় । ( v ) কৃষিকাজের ক্ষেত্রে ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি কালো মাটিতে তুলো ও গম চাষ ভালো হয় ।

 পাললিক শিলার ব্যবহার : ( i ) প্রাচীনযুগে বিভিন্ন দুর্গ , প্রাসাদ প্রভৃতি নির্মাণ কার্যে বেলেপাথরের ব্যবহার লক্ষ্য করা যায় । ( II ) সিমেন্ট , লৌহ – ইস্পাত , রাসায়নিক শিল্পে এবং গৃহনির্মাণে চুনাপাথর ও ডলোমাইট ব্যবহৃত হয় । ( iii ) পাললিক শিলা থেকে সৃষ্ট পলিমাটি কৃষিকাজের অত্যন্ত উপযোগী । ( iv ) রাসায়নিক তৈরিতে পাললিক শিলা যেমন চিনামাটির ব্যবহার দেখা যায় । ( v ) পাললিক শিলায় কয়লা , খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় । 

রূপান্তরিত শিলার ব্যবহার : ( I ) মার্বেল পাথর থেকে নানা নির্মাণকার্য হয়ে থাকে । পাহাড়ি অঞ্চলে প্লেটপাথর থেকে মেঝে ও ছাদ তৈরি হয় । ( ii ) শিল্পক্ষেত্রে প্রানাইট থেকে পেনসিলের সিস , স্লেটপাথর প্রভৃতি লেখার কাজে ব্যবহার হয় । ( iii ) রূপান্তরিত শিলা থেকে খনিজ সংগৃহীত হয় ।

3. শিলাচক্র কাকে বলে ? 

Ans: আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ , চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় । আবার বহু বছর পর এইসব শিলা ভূ – আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয় , আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয় । আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে । প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিক্ষা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে । এইভাবে ক্রমান্বয়ে তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হল শিলাচক্র ।

4. পাললিক শিলার অপরিহার্যতা আলোচনা করো ।

Ans: প্রায় 30-35 কোটি বছর আগে ভূ – আন্দোলনের ফলে পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায় এবং সেখানকার চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয় । 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানা প্রাণী চাপা পড়ে ও সেখানকার চাপ ও তাপে তাদের দেহাবশেষ হাইড্রোজেন ও কার্বনের দ্রবণে পরিণত হয়ে নিজ তেলের সৃষ্টি হয় । খনিজ তেলের ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায় । একমাত্র সচ্ছিদ্র পাললিক শিলান্তরই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় । 

5. কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দাও । 

Ans: কোয়ার্টজ — গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মূল উপাদান , খুব কঠিন , সাদা , বড়ো ভূজাকৃতি কেলাসাকার । গয়না তৈরি , কাচ ও পাথর কাটতে এটি ব্যবহৃত হয় । 

ফেসপার – সাদা বা গোলাপি রঙের ফেল্ডসপার গ্রানাইট ও ব্যাসন্টের অন্যতম উপাদান । ফেল্ডসপার প্লেটের মতো মসৃণ , সেরামিক শিল্প , কাচ তৈরিতে এর ব্যবহার হয় । অম্ল – চকচকে , পাতলা , মসৃণ ও ভঙ্গুর হয় । তাপ ও বিদ্যুতের কুপরিবাহী , বৈদ্যুতিক সরঞ্জাম , প্রতিমার সাজ ও রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয় । এর উপস্থিতি থাকার ফলে গ্রানাইট শিলা চিকচিক করে । 

জিপসাম – বেশ নরম হালকা হলুদ রঙের হয় । সিমেন্ট শিল্পে , সার তৈরি ও নির্মাণ কার্যে এর ব্যবহার হয় ।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Geography Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

অষ্টম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 8 Suggestion 2023 – অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩ 

আরোও দেখুন:-

Class 8 Bengali Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 English Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Geography Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 History Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Physical Science Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Life Science Suggestion 2023 Click here

শিলা (তৃতীয় অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion 

” শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography Shila Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Shila Question and Answer / Class 8 Geography Shila Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Shila Exam Guide / Class 8 Geography Shila Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography Shila Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Shila Suggestion FREE PDF Download) সফল হবে।

শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) Class 8 Geography Shila Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল 

শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) Class 8 Geography Shila Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

শিলা (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল 

শিলা (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) Class 8 Geography Shila Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography Shila 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography Shila) – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) | Class 8 Geography Shila Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography Shila Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) | শিলা অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Shila Question and Answer, Suggestion | Class 8 Geography Shila Question and Answer Suggestion | Class 8 Geography Shila Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion. 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) । Class 8 Geography Shila Question and Answer Suggestion.

WBBSE Class 8th Geography Shila Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়)

WBBSE Class 8 Geography Shila Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । শিলা (তৃতীয় অধ্যায়) | Class 8 Geography Shila Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 8 Geography Shila Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 

Class 8 Geography Shila Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Shila Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 8 Geography Shila Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 8 Geography Shila Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Shila Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Shila Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.শিলা অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 8 Geography Shila Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 8 Geography Shila Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .

Class Eight VIII Geography Shila Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam 

Class 8 Geography Shila Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography Shila Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer with FREE PDF Download Link

PDF File Name শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।