শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Shila Question and Answer
শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer : শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Shila Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBBSE |
শ্রেণী (Class) | অষ্টম শ্রেণী (WB Class 8) |
বিষয় (Subject) | অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography) |
তৃতীয় অধ্যায় (Chapter 3) | শিলা (Shila) |
[অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Geography Shila Question and Answer
MCQ | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Shila MCQ Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
- যে শিলা থেকে কালো মাটি সৃষ্টি হয়েছে, তা হল –
(A) গ্রানাইট
(B) চুনাপাথর
(C) ব্যাসল্ট
(D) বেলেপাথর
Ans: (C) ব্যাসল্ট
- লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় –
(A) মার্বেল
(B) ব্যাসল্ট
(C) বেলেপাথর
(D) স্লেট
Ans: (B) ব্যাসল্ট
3. অ্যানথ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় –
(A) গ্রানাইট
(B) গ্রাফাইট
(C) কোয়ার্টজাইট
(D) অ্যাম্ফিবোলাইট
Ans: (B) গ্রাফাইট
4. আগ্নেয় শিলার একটি উদাহরণ হল –
(A) বেলেপাথর
(B) চুনাপাথর
(C) মারবেল
(D) ব্যাসল্ট
Ans: (D) ব্যাসল্ট
5. জীবাশ্ম দেখা যায় যে শিলায়, তা হল –
(A) কাদাপাথর
(B) নিস
(C) গ্রানাইট
(D) ব্যাসল্ট
Ans: (A) কাদাপাথরে।
[আরোও দেখুন:- Class 8 Geography Suggestion Click here]
অতি সংক্ষিপ্ত | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Shila VSAQ Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
- শেল কীভাবে প্লেটে পরিণত হয় ?
Ans: শেল রূপান্তরের মাধ্যমে প্রচণ্ড চাপে স্নেটে রূপান্তরিত হয় ।
- ফিলাইট কী ?
Ans: ফিলাইট এক ধরনের কাদাপাথর ।
- পিট কালা কীসে রূপান্তর হয় ?
Ans: পিট কয়লা গ্রাফাইটে রূপান্তর হয় ।
- ব্ল্যাকবোর্ড লেখার কাজে কোন পাথর ব্যবহৃত হয় ?
Ans: ব্ল্যাকবোর্ড লেখার কাজে রূপান্তরিত শিলা প্লেট পাথর ব্যবহার করা হয় ।
- রাস্তাঘাট নির্মাণে কোন শিলা ব্যবহার হয় ?
Ans: রাস্তাঘাট নির্মাণে রূপান্তরিড শিলা নিস ব্যবহার করা হয় ।
- গ্রানাইট শিলা কোথায় দেখা যায় ?
Ans: রাঁচিসহ সমগ্র ছোটোনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত ।
- কোন্ অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় ?
Ans: চুনাপাথর যুক্ত অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় ।
- শিলা গঠনকারী দুটি খনিজের নাম বলো ।
উঃ সিলিকন , অক্সিজেন ।
- কোয়ার্টজ কোন কাজে ব্যবহৃত হয় ?
Ans: গহনা তৈরি , কাচ ও পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহৃত হয় ।
- প্লাজিওক্লেজ ফেসপারের মূল রাসায়নিক উপাদান কী ?
Ans: প্ল্যাজিওক্লেজ ফেন্ডসপারের মুল রাসায়নিক উপাদান সোডিয়াম ।
- অর্থোক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান কী ? এটি কী রঙের হয় ?
Ans: পটাশিয়াম । এটি গোলাপি রঙের হয় ।
- ফেসপার কী কাজে লাগে ? ‘
Ans: ফেল্ডসপার সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ব্যবহার হয় ।
- একটি নরম খনিজের নাম করো ।
Ans: একটি নরম খনিজ হল জিপসাম ।
- মোহ স্কেল কী ?
Ans: খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল মোহ স্কেল । এই স্কেলে 1-10 পর্যন্ত দশটি ভাগ আছে ।
- কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়?
Ans: পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়।
- ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
Ans: ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য হল এটি অস্বচ্ছ প্রকৃতির হয়।
- একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ লেখো।
Ans: একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হল ব্যাসাল্ট।
- গাঙ্গেয় সমভূমিতে কী প্রকার মৃত্তিকা পাওয়া যায়?
Ans: গাঙ্গেয় সমভূমিতে পলি মৃত্তিকা পাওয়া যায়।
- গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো।
Ans: গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম কোয়ার্টজ।
- উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ?
Ans: উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দু – প্রকার ।
- একটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো ।
Ans: ব্যাসল্ট ।
- একটি উপপাভানিক শিলার নাম লেখো ।
Ans: ডোলেরাইট ।
- আগ্নিক শিলায় শতকরা কত ভাগ সিলিকা থাকে ?
Ans: 65 % -এর বেশি সিলিকা থাকে ।
- নিঃসারী শিলার দানার ব্যাস কত ?
Ans: 1 মিলিমিটারের কম ।
- ক্ষারকীয় শিলায় ক্ষারকীয় অক্সাইড কত পরিমাণ থাকে ?
Ans: 55 % -এর বেশি ।
- পাতালিক শিলার দানার ব্যাস কত ?
Ans: 3 মিলিমিটারের বেশি ।
- কোন পাথরের প্রবেশ্যতা খুব বেশি ?
Ans: বেলেপাথরের প্রবেশ্যতা খুব বেশি ।
- কোন্ শিলান্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ?
Ans: সচ্ছিদ্র পাললিক শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ।
- একটি লৌহপ্রস্তর জাতীয় পাললিক শিলার নাম লেখো ।
Ans: হেমাটাইট ।
- শিলা কী ?
Ans: শিলা আসলে এক বা একাধিক খনিজের সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ ।
- গ্রানাইট শিলা কোন্ কোন্ খনিজ দ্বারা গঠিত ?
Ans: গ্রানাইট শিলা কোয়ার্টজ , ফেল্ডসপার , মাইকা , হর্নব্লেড প্রভৃতি খনিজ দ্বারা গঠিত ।
- ডায়াটম মাটি কী ?
Ans: জৈবিক উপায়ে গঠিত বালিময় পাললিক শিলা ।
- একটি কার্বনসম পাললিক শিলার উদাহরণ দাও ।
Ans: বিটুমিনাস কয়লা ।
- চুনাপাথরের রাসায়নিক নাম কী ?
Ans: ক্যালশিয়াম কার্বনেট ।
- চুনাপাথর কী কী কাজে লাগে ?
Ans: সিমেন্ট তৈরিতে , লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয় ।
- পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ দাও ।
Ans: ভুফ একটি পাইরোফ্লাস্টিক শিনা ।
- বিশ্বারলাইট কী ধরনের শিলা ?
Ans: কিষারলাইট একটি অভিক্ষারকীয় শিলা ।
- ব্যাসল্ট গঠনকারী খনিজ ?
Ans: ব্যাসল্ট গঠনকারী খনিজগুলি হল —– কোয়ার্টজ , ফেসপার , অলিভিন , পাইরঙ্গিন ।
- পেরিডোটাইট শিলাচ সিলিকার পরিমাণ কত ?
Ans: দেরিডোটাইট শিলায় সিলিকার পরিমাণ 45 % -এর কম ।
- নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলো সূক্ষ্ম হয় কেন ?
Ans: এই শিলা দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম ।
[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
সংক্ষিপ্ত | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Shila SAQ Short Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
- আগ্নেয় শিলার আরেক নাম কী ? কেন ?
Ans: আগ্নেয় শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা । পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হওয়ায় জন্য এই শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা ।
- কোন্ ভূমিরূপ দাক্ষিণাত্য মালভূমির ডেকানট্র্যাপ – এর অংশ ?
Ans: মহারাষ্ট্রের পঞ্চগণি , মহাবালেশ্বর অঞ্চলে চ্যাপটা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপই দাক্ষি ভূমি ডেকানট্যাপ – এর অংশ ।
- রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলার নাম কী ?
Ans: রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলা হল রক জিপসাম ।
- সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণের একটি পার্থক্য বলো ।
Ans: সমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে । অসমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে ।
- পেট্রোলজি কী ?
Ans: বিজ্ঞানের যে বিশেষ শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি বলা হয় ।
- মিনরেলজি কী ?
Ans: বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মিনরেলজি বলা হয় ।
- উদ্বেধী আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী ?
Ans: উদ্বেধী আগ্নেয় শিলা দু – রকম । যথা — উপপাতালিক ও পাতালিক শিলা ।
- কোন্ কোন্ খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় ?
Ans: কোয়ার্টজ , টোপ্যাজ , ব্যালসাইট , হিরে প্রভৃতি খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়।
- একটি মধ্যবর্তী শিলার উদাহরণ দাও । তাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কত ?
Ans: একটি মধ্যবর্তী শিলা হল অ্যান্ডেসাইট যাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ 45 % -3551
- শিলার প্রবেশ্যতা বলতে কী বোঝ ?
Ans: শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায় ।
সংক্ষিপ্ত ব্যাখামূলক | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Shila Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]
- শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয় ?
Ans: বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী , বায়ু , বৃষ্টিপাত , সমুদ্রতরঙ্গ , হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সুক্ষ্ম , শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে । পরে এর সাথে জল , বায়ু ও জৈবপদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে ।
- অঞ্চলভেদে কীভাবে শিলার রূপান্তর ঘটে ?
Ans: প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক বা ব্যাপক রুপান্তর ঘটে । যেমন— প্লেট । স্পর্শ বা তাপের ফলে ছোটো অঞ্চল জুড়ে শিলার স্পর্শ বা স্থানীয় রূপান্তর ঘটে । যেমন- মার্বেল ।
- চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয় কেন ?
Ans: চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয় কারণ নদী বা বৃষ্টির জলের সংস্পর্শে এলে চুনাপাথর দ্রবীভূত হয়ে গিয়ে বাঁধ ভেঙে যেতে পারে । এছাড়া চুনাপাথর যুক্ত অঞ্চলে বহুতল বাড়ি , অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ না করাই শ্রেয় ।
- লবণাক্ত মাটি কীভাবে তৈরি হয় ? এই মাটির বৈশিষ্ট্য কী ?
Ans: সমুদ্রের ধারের শিলাচূর্ণ জোয়ারের জলের সংস্পর্শে এসে লবণাস্ত মাটি তৈরি করে । এই মাটিতে অধিক পরিমাণে সামুদ্রিক লবণ মিশে থাকে । পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই মাটি দেখা যায় ।
- পাললিক শিলার বিশেষত্বগুলি কী কী ?
Ans: পাললিক শিলার বিশেষত্বগুলি হল- ( i ) এই শিলায় স্তরায়ন ও কাদার চিড় খাওয়া দাগ লক্ষ করা যায় । ( II ) একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায় । ( iii ) এই শিলায় সক্রিয়তা ও ভঙ্গুরতা দেখা যায় । ( iv ) এই শিলার প্রবেশ্যতা বেশি । ( v ) এই শিলার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন হয় । ( vi ) কয়লা , খনিজ তেল , প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা । ( vi ) কঠিন আগ্নেয় শিলার থেকে কম , দারণ , ফাটল বা কেলাসের গঠন থাকে না ।
- প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ কী নিয়ে গঠিত ?
Ans: প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ সিলিকন , অক্সিজেন , লোহা , অ্যালুমিনিয়াম , ম্যাগনেশিয়াম , ক্যালশিয়াম , সোডিয়াম ও পটাশিয়াম এই আটটি মৌল নিয়ে গঠিত ।
- আগ্নেয় শিলায় কীভাবে কেলাস গঠিত হয় ?
Ans: সাধারণত আগ্নেয় শিলা তৈরি হওয়ার সময় তার মধ্যে গরম খনিজ জল থেকে যায় যা শিলার মধ্যে শিরার মতো অবস্থান করে । শিলা ঠান্ডা হলে এই শিরার আকারে খনিজ জলের অণু কেলাস গঠন করে ।
- জীবাশ্ম কী ? এটি কোন্ শিলায় দেখা যায় ?
Ans: স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিস বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায় । পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহাবশেষ ছাপ থেকে যায় , একে বলে জীবাশ্ম । জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায় । জীবাশ্ম
- রেগোলিথ কী ?
Ans: বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন — নদী , বায়ু , বৃষ্টিপাত , সমুদ্রতরঙ্গ , হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিলাচূর্ণ রূপে অবস্থান করে । পরে এর সাথে জল , বায়ু ও জৈবপদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে , এই ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ হল রেগোলিথ ।
- গ্রানাইট শিলা চিক চিক করে কেন ?
Ans: গ্রানাইট শিলার মধ্যে থাকা খনিজগুলির মধ্যে মাইকা অত্যন্ত মসৃণ ও চকচকে । তাই গ্রানাইট শিলায় আলো পড়লে চিকচিক করে ।
- ছোটনাগপুরকে খনিজ সম্পদের ভাঙার বলে কেন ?
Ans: ভারতে ছোটনাগপুর অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন — লোহা , তামা , বক্সাইট , ম্যাঙ্গানিজ , ডলোমাইট , প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ সম্পদের ভাঙার বলে ।
- পাললিক শিলা কিভাবে তৈরি হয়?
Ans: বহু বছর ধরে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে, নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি ক্ষয়কারী শক্তির সাথে প্রবাহিত হয়ে সমুদ্র,হ্রদ ইত্যাদির নীচে জমে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে।
- জীবাশ্ম কি?
Ans: পলিমাটি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠনের সময় কোনো উদ্ভিদ বা প্রাণী সেই পলির স্তরে চাপা পড়ে গেলে তার দেহের প্রস্তুরীভুত ছাপ থেকে যায় একে জীবাশ্ম বা Fossil বলে।
- আগ্নেয় শিলা কাকে বলে?
Ans: পৃথিবী সৃষ্টির সময় ভূত্বকের ওপরে ধীরে ধীরে তাপ বিকিরণ করে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। যেমন- ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি।
- রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়?
Ans: অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলার ভূ-পৃষ্টের চাপ ও অতিরিক্ত তাপে পূর্বের ভৌত ও রাসায়নিক ধর্মের সম্পূর্ণ পরিবর্তন ঘটে, একে রূপান্তরিত শিলা বলে।
- আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ? নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ সহ লেখো ।
Ans: আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায় যথা — নিঃসারী শিলা ও উদ্বেধী শিলা । ভূ – অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে । যেমন — ব্যাসন্ট ।
- কোন্ বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে শিলাগুলিকে পরস্পরের থেকে আলাদা করা যায় ?
Ans: রং , কাঠিন্য , উজ্জ্বলতা , ভঙ্গুরতা , গঠন ও রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলির ভিত্তি করে । শিলাগুলিকে পরস্পরের থেকে আলাদা করা হয় ।
- উদ্বেধী আগ্নেয় শিলা কাকে বলে । উদাহরণসহ লেখো ।
Ans: ভূ – অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ – অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে । যেমন — গ্রানাইট , ডোলেরাইট ।
- উদ্বেধী আগ্নেয়শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ? পাতালিক ও উপপাতালিক শিলা কাকে বলে উদাহরণ সহ লেখো ।
Ans: উদ্বেধী আগ্নেয়শিলাকে দুই ভাগে ভাগ করা হয় । যথা — পাতালিক শিলা ও উপপাতালিক শিলা । যেমন- ম্যাগমা ভূ – অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে । যেমন — গ্রানাইট । ম্যাগমা ভূ – অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে উপপাতালিক শিলা বলে । যেমন – ডোলেরাইট ।
- আগ্নেয় শিলা কাকে বলে ?
Ans: পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে এবং ওপরে যে কঠিন শিলা সৃষ্টি হয়েছে তাকে আগ্নেয় শিলা বলে ।
- স্ট্যালাগটাইট কাকে বলে ?
Ans: চুনাপাথরের গুহার ছাদ থেকে পাথরের মতো দেখতে সূঁচালো জিনিস নীচের দিকে নেমে আসে । এই ধরনের চুনের স্তরকে বলে স্ট্যালাগটাইট ।
- ভার ঢল কাকে বলে ?
Ans: পাললিক শিলার স্তরগুলি একটি অপরটির সঙ্গে যে তলে মিলিত হয় সেই সংযোগ তলকে স্তরায়ন তল বলে ।
- আগ্নেয় শিলার বিশেষত্বগুলি লেখো ।
Ans: আগ্নেয় শিলার বিশেষত্বগুলি হল – ( I ) এই শিলা শক্ত ও ভারী , ঘনত্ব খুব বেশি হয় । ( II ) এই শিলায় উজ্জ্বল কেলাসের মতো গঠন দেখা যায় । ( iii ) এই শিলায় উল্লম্ব দারন ও ফাটল দেখা যায় তাই এর প্রবেশ্যতা বেশি । ( iv ) এই শিলার রং হালকা থেকে গাঢ় হতে পারে । ( v ) এই শিলায় ভঙ্গুরতা কম ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি ।
- কার্স্ট ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয় ?
Ans: চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোটো বড়ো নানা আকৃতির বৈচিত্র্যময় ভূমিরূপ গর্ভের সৃষ্টি করে । একে বলা হয় কার্স্ট ভূমিরূপ ।
রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Shila Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]
1. প্রধান দুটি আগ্নেয় শিলার পরিচয় দাও ।
Ans: গ্রানাইট ও ব্যাসন্ট হল প্রধান দুটি আগ্নেয় শিলা । গ্রানাইট : মহাদেশীয় ভূত্বক এই আগ্নেয়শিলা দ্বারা গঠিত । কোয়ার্টজ , ফেসপার , মাইকা ও হর্নব্রেন্ড খনিজ দ্বারা গঠিত গ্রানাইট শিলা হালকা সাদা , ধূসর থেকে গোলাপি রঙের হয়ে থাকে । এই শিলা অপ্রবেশ্য , খুব ভারী ও শক্ত হওয়ায় ফলে গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি । ভূ – অভ্যন্তরে অতি ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধায় গ্রানাইট শিলার দানাগুলো কিছুটা বড়ো হয় । এই শিলা দ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয় ।
ব্যাসল্ট ঃ মহাসাগরীয় ভূত্বক এই আগ্নেয় শিলা দ্বারা গঠিত । ব্যাসল্ট শিলা গঠনকারী প্রধান খনিজগুলি হল কোয়ার্টজ , ফেল্ডসপার , অলিভিন ও পাইরক্সিন । খুব ভারী ও শক্ত এবং ক্ষয় প্রতিরোধী এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে । ব্যাসন্ট শিলার উল্লখ দারণ ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবেশ্যতা যথেষ্ট বেশি । খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ার ফলে এই শিলার দানাগুলো বেশ সুক্ষ্ম । এই শিলাদ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয় ।
2. শিলার ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো ।
Ans: মানুষের দৈনন্দিন জীবনে ও অর্থনৈতিক কার্যকলাপে শিলার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ।
আগ্নেয় শিলার ব্যবহার : ( 1 ) বাড়ি ও তার মেঝে তৈরিতে গ্রানাইট পাথর ব্যবহার করা হয় । ( II ) রাস্তাঘাট , রেল লাইন ও ট্রামলাইনে ব্যাসল্ট শিলার ব্যবহার দেখা যায় । ( III ) জলাধার ও বাঁধ নির্মাণে আগ্নেয় শিলার ব্যবহার হয় । ( iv ) সোনা , রূপা , দত্তা ও সিসা প্রভৃতি খনিজ আগ্নেয় শিলা থেকে সংগৃহীত হয় । ( v ) কৃষিকাজের ক্ষেত্রে ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি কালো মাটিতে তুলো ও গম চাষ ভালো হয় ।
পাললিক শিলার ব্যবহার : ( i ) প্রাচীনযুগে বিভিন্ন দুর্গ , প্রাসাদ প্রভৃতি নির্মাণ কার্যে বেলেপাথরের ব্যবহার লক্ষ্য করা যায় । ( II ) সিমেন্ট , লৌহ – ইস্পাত , রাসায়নিক শিল্পে এবং গৃহনির্মাণে চুনাপাথর ও ডলোমাইট ব্যবহৃত হয় । ( iii ) পাললিক শিলা থেকে সৃষ্ট পলিমাটি কৃষিকাজের অত্যন্ত উপযোগী । ( iv ) রাসায়নিক তৈরিতে পাললিক শিলা যেমন চিনামাটির ব্যবহার দেখা যায় । ( v ) পাললিক শিলায় কয়লা , খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ।
রূপান্তরিত শিলার ব্যবহার : ( I ) মার্বেল পাথর থেকে নানা নির্মাণকার্য হয়ে থাকে । পাহাড়ি অঞ্চলে প্লেটপাথর থেকে মেঝে ও ছাদ তৈরি হয় । ( ii ) শিল্পক্ষেত্রে প্রানাইট থেকে পেনসিলের সিস , স্লেটপাথর প্রভৃতি লেখার কাজে ব্যবহার হয় । ( iii ) রূপান্তরিত শিলা থেকে খনিজ সংগৃহীত হয় ।
3. শিলাচক্র কাকে বলে ?
Ans: আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ , চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় । আবার বহু বছর পর এইসব শিলা ভূ – আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয় , আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয় । আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে । প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিক্ষা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে । এইভাবে ক্রমান্বয়ে তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হল শিলাচক্র ।
4. পাললিক শিলার অপরিহার্যতা আলোচনা করো ।
Ans: প্রায় 30-35 কোটি বছর আগে ভূ – আন্দোলনের ফলে পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায় এবং সেখানকার চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয় । 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানা প্রাণী চাপা পড়ে ও সেখানকার চাপ ও তাপে তাদের দেহাবশেষ হাইড্রোজেন ও কার্বনের দ্রবণে পরিণত হয়ে নিজ তেলের সৃষ্টি হয় । খনিজ তেলের ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায় । একমাত্র সচ্ছিদ্র পাললিক শিলান্তরই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ।
5. কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
Ans: কোয়ার্টজ — গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মূল উপাদান , খুব কঠিন , সাদা , বড়ো ভূজাকৃতি কেলাসাকার । গয়না তৈরি , কাচ ও পাথর কাটতে এটি ব্যবহৃত হয় ।
ফেসপার – সাদা বা গোলাপি রঙের ফেল্ডসপার গ্রানাইট ও ব্যাসন্টের অন্যতম উপাদান । ফেল্ডসপার প্লেটের মতো মসৃণ , সেরামিক শিল্প , কাচ তৈরিতে এর ব্যবহার হয় । অম্ল – চকচকে , পাতলা , মসৃণ ও ভঙ্গুর হয় । তাপ ও বিদ্যুতের কুপরিবাহী , বৈদ্যুতিক সরঞ্জাম , প্রতিমার সাজ ও রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয় । এর উপস্থিতি থাকার ফলে গ্রানাইট শিলা চিকচিক করে ।
জিপসাম – বেশ নরম হালকা হলুদ রঙের হয় । সিমেন্ট শিল্পে , সার তৈরি ও নির্মাণ কার্যে এর ব্যবহার হয় ।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Geography Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
অষ্টম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
Class 8 Suggestion 2023 – অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩
আরোও দেখুন:-
Class 8 Bengali Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 English Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Geography Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 History Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Mathematics Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Physical Science Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Life Science Suggestion 2023 Click here
শিলা (তৃতীয় অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
Info : শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion
” শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography Shila Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Shila Question and Answer / Class 8 Geography Shila Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Shila Exam Guide / Class 8 Geography Shila Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography Shila Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Shila Suggestion FREE PDF Download) সফল হবে।
শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) Class 8 Geography Shila Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল
শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) Class 8 Geography Shila Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
শিলা (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল
শিলা (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) Class 8 Geography Shila Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography Shila
অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography Shila) – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) | Class 8 Geography Shila Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography Shila Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) | শিলা অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Shila Question and Answer, Suggestion | Class 8 Geography Shila Question and Answer Suggestion | Class 8 Geography Shila Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | শিলা (তৃতীয় অধ্যায়) । Class 8 Geography Shila Question and Answer Suggestion.
WBBSE Class 8th Geography Shila Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়)
WBBSE Class 8 Geography Shila Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । শিলা (তৃতীয় অধ্যায়) | Class 8 Geography Shila Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 8 Geography Shila Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Shila Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Shila Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 Geography Shila Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Shila Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Shila Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Shila Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.শিলা অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 8 Geography Shila Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 8 Geography Shila Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .
Class Eight VIII Geography Shila Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam
Class 8 Geography Shila Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography Shila Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
FILE INFO : শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” শিলা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Shila Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।