মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer : মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBBSE |
শ্রেণী (Class) | অষ্টম শ্রেণী (WB Class 8) |
বিষয় (Subject) | অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography) |
সপ্তম অধ্যায় (Chapter 7) | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (Manuser Karjaboli o poribesher obonomon) |
[অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer
MCQ | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon MCQ Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
- পরিবেশের অবনমনের একটি প্রাকৃতিক কারণ হল –
(A) ভূমিধস
(B) কৃষিকাজ
(C) শিল্প
(D) যানবাহন
Ans: (A) ভূমিধস।
- জাপানের ফুকুসিমাতে কী দুঘটনা ঘটে ?
(A) প্রাকৃতিক
(B) পারমাণবিক
(C) আধা প্রাকৃতিক
(D) এর কোনোটিই নয়
Ans: (B) পারমাণবিক দূর্ঘটনা ঘটে।
- ‘The Environment Protection Act’ চালু হয় –
(A) 1981
(B) 1982
(C) 1984
(D) 1986
Ans: (D) 1986 সালে।
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয়, তা হল –
(A) পর্যাপ্ত উন্নয়ন
(B) পরিবেশ সংরক্ষণ
(C) স্থিতিশীল উন্নয়ন
(D) অর্থনৈতিক উন্নয়ন
Ans: (C) স্থিতিশীল উন্নয়ন।
- 1973 সালে উত্তরাখন্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে বাঁচানোর জন্য যে আন্দোলন করেছিলেন, সেটি হল –
(A) চিপকো আন্দোলন
(B) নর্মদা আন্দোলন
(C) গাড়োয়াল আন্দোলন
(D) কোনটিই নয়
Ans: (A) চিপকো আন্দোলন।
- 1992 সালে আর্থ সামিটটি হয়েছিল –
(A) টোকিওতে
(B) মিলান
(C) প্যারিসে
(D) রিও ডি জেনিরোতে
Ans: (D) রিও ডি জেনিরোতে।
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয়, তা হল –
(A) পর্যাপ্ত উন্নয়ন
(B) পরিবেশ সংরক্ষণ
(C) স্থিতিশীল উন্নয়ন
(D) অর্থনৈতিক উন্নয়ন
Ans: (C) স্থিতিশীল উন্নয়ন।
- ভোপাল গ্যাস দুর্ঘটনা সৃষ্টিকারী গ্যাসটি হল –
(A) মিথাইল আইসো সায়ানাইড
(B) কার্বন মনোক্সাইড
(C) হাইড্রোজেন সালফাইড
(D) ক্লোরোফ্লুরোকার্বন
Ans: (A) মিথাইল আইসো সায়ানাইড।
- একটি বায়ুদূষণ সৃষ্টিকারী গ্যাস হল –
(A) CO
(B) O2
(C) N2
(D) H2
Ans: (A) CO.
- পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায়। একে বলে-
(A) ইউট্রোফিকেশন
(B) হোমিওস্ট্যাটিক ব্যবস্থা
(C) স্থিতিশীল উন্নয়ন
(D) পরিবেশের অবনমন
Ans: (B) হোমিওস্ট্যাটিক ব্যবস্থা।
- কোন্ প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়?
(A) জীববৈচিত্র্য হ্রাস
(B) মৃত্তিকা ক্ষয়
(C) অতিরিক্ত বৃষ্টিপাত
(D) ধস
Ans: (C) অতিরিক্ত বৃষ্টিপাত।
- নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশের অবনমনের সঙ্গে যুক্ত?
(A) জলাধার নির্মাণ
(B) জীববৈচিত্র্য হ্রাস
(C) ধোঁয়াশা
(D) মাছের বাজারে দুর্গন্ধ
Ans: (A) জলাধার নির্মাণ।
[আরোও দেখুন:- Class 8 Geography Suggestion Click here]
অতি সংক্ষিপ্ত | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon VSAQ Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
- ইউক্রেনের কোথায় কত সালে পরমাণু দূর্ঘটনা ঘটে ?
Ans: ইউক্রেনের চেরনোবিলে 1986 সালে পরমাণু দুর্ঘটনা ঘটে ।
- ইউরোপের শিল্পবিপ্লবের সূচনা হয় কোন্ দেশে ?
Ans: ইংল্যান্ডে ।
- কত সালে জাপানের কোথায় পরমাণু দুর্ঘটনা ঘটে ?
Ans: 2011 সালে জাপানের ফুকুসিমাতে পরমাণু দুর্ঘটনা ঘটে ।
- সবুজ বিপ্লবের সাফল্য সব থেকে বেশি কোথায় দেখা গেছে ?
Ans: পাঞ্জাব ও হরিয়ানার গম বলয়ে ।
- ‘ আর্থ সামিট ‘ কবে হয়েছিল ?
Ans: 1992 সালে ‘ আর্থ সামিট ‘ হয়েছিল ।
- ‘ আর্থ সামিট ‘ কোথায় হয়েছিল ?
Ans: ব্রাজিলের রিও – ডি – জেনিরোতে আর্থ সামিট হয়েছিল ।
- আর্থ সামিট ‘ – এ কতজন মানুষ ও কটি দেশ অংশ নেয় ?
Ans: 30 হাজার মানুষ 0178 টি দেশ অংশ নেয় ।
- গৃহীত প্রকল্প টির নাম কী ?
Ans: গঙ্গা অ্যাকশান প্ল্যান ।
- WHO ?
Ans: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
- G – 20- র দেশগুলোর মধ্যে সবচেয়ে দুষিত শহর কটি ?
Ans: সবচেয়ে দূষিত শহর 20 টি ।
- G – 20- র সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে ভারতে অবস্থিত কটি শহর ?
Ans: ভারতে অবস্থিত 13 টি শহর ।
- পরিবেশের অবনমন কী ?
Ans: পরিবেশের গুণমান হ্রাস পাওয়াকে পরিবেশের অবনমন বলে ।
- পরিবেশ দূষণ কী ?
Ans: পরিবেশ দুষণ হল প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যের ফলে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষিত হওয়া ।
- পরিবেশের কোনো অংশের ক্ষতি নিজে থেকে পূরণ হয়ে যাওয়াকে কী বলে ?
Ans: হোমিওস্ট্যাটিক ব্যবস্থা ।
- বিদ্যুৎ উৎপাদন কীভাবে সভ্যতার ক্ষেত্রে ক্ষতিসাধন করছে ?
Ans: বিদ্যুৎ উৎপাদনকালে যে জ্বালানি পোড়ানো হয় তা থেকে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় ।
- জমির উর্বরতা কীভাবে হ্রাস পায় ?
Ans: তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য , ছাই পাশের এলাকার জমিতে জমা হয়ে জমির উর্বরতা হ্রাস করে ।
- মহারাষ্ট্রের কল্পনায় কবে ভূমিকম্প হয় ?
Ans: 1967 সালে মহারাষ্ট্রের কয়নায় ভূমিকম্প হয় ।
- জলসেচ কীভাবে ভূমিকম্প ঘটার ?
Ans: বিশাল জলাধার নীচের শিলাস্তরে চাপ দেয় এবং ভূমিকম্প ঘটায় ।
- ডিনামাইট ফাটিয়ে কী করা হয় ?
Ans: ডিনামাইট ফাটিয়ে পাহাড় ভেঙে সমতলের সঙ্গে যোগাযোগের রাস্তা তৈরি করা হয় ।
- ভোপাল গ্যাস দুর্ঘটনা কৰে ঘটেছিল ?
Ans: 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ।
[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
সংক্ষিপ্ত | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon SAQ Short Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
- ভোপাল গ্যাস দুর্ঘটনায় কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল ?
Ans: 2 লক্ষের ও বেশি লোক কোনো না কোনো ভাবে এই গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ।
- পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ কী ?
Ans: পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হল – শিক্ষার অভাব ও দারিদ্র্য ।
- পরিবেশ সংরক্ষণের ব্যাপারে দেশের সরকারের কী করা উচিত ?
Ans: পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করা উচিত ।
- পরিবেশ বিজ্ঞানীরা কোন বিশেষ ধরনের উন্নয়নের কথা বলেছেন ?
Ans: পরিবেশ বিজ্ঞানীরা স্থিতিশীল উন্নয়নের কথা বলেছেন ।
- কোন রিপোর্টের ভিত্তিতে ভারতের পরিবেশ অবনমনের কথা বলা হয় ?
Ans: ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী ভারতের পরিবেশ অবনমনের কথা বলা হয় ।
- প্রাকৃতিকভাবে পরিবেশ অবনমনের উদাহরণ দাও ।
Ans: ঝড় , খরা , বন্যা , ভূমিকম্প , সুনামি , অগ্নুৎপাত , ধ্বস প্রভৃতি হলা প্রাকৃতিক পরিবেশের অবনমনের উদাহরণ ।
- কৃষি উৎপাদন বাড়াতে কী কী করা হয় ?
Ans: কৃষি উৎপাদন বাড়াতে কীটনাশক , সার ইত্যাদি ব্যবহার করা হয় ।
- কীটনাশক ব্যবহার করলে কী কী ক্ষতি হয় ?
Ans: মাটি ও জলদূষণ ঘটে , ফলে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটায় ।
- মানুষের বাসস্থানের উন্নতির ফলে কী কী ক্ষতিসাধন ঘটছে ?
Ans: মানুষের বাসস্থান উন্নত করতে গিয়ে শব্দদূষণ , বায়ুদূষণ ঘটছে ।
- ‘ চিপকো আন্দোলন কবে ও কোথায় হয়েছিল ? ভারতের অপর একটি পরিবেশ আন্দোলনের নাম লেখো ।
Ans: গাছ বাঁচাও আন্দোলন । খণ্ডের গাড়োয়াল অঞ্চলে এই আন্দোলন শুরু হয়েছিল ।
- ভারতে পরিবেশ অবনমনের জন্য ক্ষতির পরিমাণ কত ?
Ans: ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ক্ষতির পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ।
- পরিবেশ অবনমন বিষয়ে ভারতের স্থান কোথায় ?
Ans: পরিবেশ অবনমন বিষয়ে ভারতের স্থান 126 তম!
সংক্ষিপ্ত ব্যাখামূলক | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]
- আর্থ সামিট ( Earth Summit ) ?
Ans: 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল যা ‘ আর্থ সামিট ‘ নামে পরিচিত । এই সম্মেলনে 178 টি দেশ ও প্রায় 30 ° হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছিল ।
- ভারতের পরিবেশের প্রধান সমস্যাগুলি কী ?
Ans: ভারতের প্রধান পরিবেশ সমস্যাগুলি হল- ( 1 ) অরণ্য ও কৃষিভূমির অবনমন , ( II ) সম্পদের অপব্যবহার , ( ii ) জনসাধারণের স্বাস্থ্যের অবনমন , ( iv ) অপরিকল্পিত উন্নয়ন , ( v ) দারিদ্র্য ও জীববৈচিত্র্য হ্রাস প্রভৃতি ।
- চিপকো আন্দোলন বিখ্যাত কেন ?
Ans: 1973 সালে উত্তরাখন্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে রক্ষার জন্য এক অহিংস আন্দোলন শুরু করেছিল । বনবিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল । হিন্দিতে ‘ চিপকো ’ কথাটির অর্থ হলো জড়িয়ে ধরা । এই আন্দোলন ‘ চিপকো ‘ নামে বিখ্যাত ।
- সবুজ বিপ্লবের নেতিবাচক ফলগুলি কী আলোচনা করো ।
Ans: পাঞ্জাব – হরিয়ানার গম বলয়ে সবুজ বিপ্লবের সাফল্য সবচেয়ে বেশি দেখা গেছে । কিন্তু বর্তমানে তার নেতিবাচক ফলশ্রুতি হিসাবে এখানে পরিবেশের অবনমন ঘটেছে । অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের ফলে মাটিতে লবণের পরিমান বৃদ্ধি পেয়েছে । পরিবেশ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে । এছাড়া এখানে অধিক পরিমাণে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের ফলে তাৎপর্যপূর্ণ জিনগত ত্রুটি ত্বরান্বিত হয়েছে ।
- পূর্ব কলকাতার জলাভূমিতে পরিবেশের অবনমন কীভাবে দেখা গেছে ?
Ans: পূর্ব কলকাতার জলাভূমি বুজিয়ে দিয়ে সেখানে অনেক জায়গায় বহুতল বাড়ি তৈরি হয়েছে । এর ফলে জলতল কমেছে এবং জল ও মাটির লবণতা বৃদ্ধি পেয়েছে । বৃক্ষচ্ছেদন ও চাষের জমিতে বসতি নির্মাণের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়েছে । এছাড়া এখানে শহরের আবর্জনা সঞ্চিত হওয়ার ফলে এখানে জল , মাটি ও বায়ু যথেষ্ট পরিমাণে দূষিত হয়েছে ।
- পরিবেশ দূষণ কাকে বলে?
Ans: পরিবেশের স্বাভাবিক উপাদানগুলির অবস্থা যদি কোনো অবাঞ্ছিত বস্তুর উপস্থিতির কারণে বিঘ্নিত হয় এবং সেই অবস্থা যদি জীবজগতের কাছে ক্ষতিকর হয়, তবে পরিবেশের সেই বিঘ্নিত অবস্থাকেই পরিবেশ দূষণ বলে।
- হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কী ?
Ans: প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো আশে পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায় । একে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে ।
- পরিবেশের অবনমন ঘটলে কী হয় ?
Ans: পরিবেশের অবনমনের ফলে জল , বায়ু , মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক সম্পদ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয় । বাস্তুতন্ত্র ব্যাহত হয় । কোনো কোনো ক্ষেত্রে জীবপ্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় ।
- জলদূষণের প্রধান কারণগুলি কি কি?
Ans: জলের স্বাভাবিক গুণাগুণ যদি কোনো অবাঞ্ছিত বস্তুর উপস্থিতির কারণে বিঘ্নিত হয় এবং সেই অবস্থা যদি জলজ জীবেদের কাছে ক্ষতিকর হয় তবে সেই জলকে দূষিত বলা হয়।
জলদূষণের প্রধান কারণগুলি হল – (i) শহরের নিকাশিব্যবস্থা জলাশয়, নদী, খাল, বিলে পতিত হয়। (ii) গ্রামাঞ্চলে অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশকের প্রয়োগ অনেক সময় বৃষ্টির জলে ধুয়ে গ্রামের জলাশয়ে পতিত হয় ও জলদূষণ ঘটে।
- পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন তা কী বুঝিয়ে লেখো ।
Ans: পরিবেশ দূষণ আর অবনমন এই দুটি বিষয়ই পরিবেশের গুণমান হ্রাসের সঙ্গে যুক্ত । তাই অনেক সময় এই দুটি বিষয়কে এক করে দেখা হয় । কিন্তু বিষয় দুটি কিছুটা আলাদা । দূষণ হল প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানের দুষিত হওয়া । অপরদিকে পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হল পরিবেশের অবনমন । প্রকৃতপক্ষে পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে ।
- ভৌমজলের গুণমান হ্রাস পায় কেন এবং তার ফলে কী হতে পারে ?
Ans: ভৌমজলে আর্সেনিক মিশলে জল দুধিত হবে । দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে ভৌমজলের গুণমান হ্রাস পাবে ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট , ভূমির অবক্ষয় প্রভৃতি সমস্যা প্রবলভাবে দেখা যাবে ।
- পরিবেশের অবনমনের ফলে কী কী দুর্ঘটনা ঘটে লেখো ।
Ans: পরিবেশের অবনমনের ফলে ভূমিকম্প , জলদূষণ , অলাভাব , খরা , জীববৈচিত্র্য হ্রাস , বায়ুদূষণ , মুদ্রাস্ফীতির চাহিদা , যোগানের ভারসাম্য হ্রাস , বন্যা , প্রাকৃতিক সম্পদের হ্রাস , রাসায়নিক দুর্ঘটনা , বিশ্ব উন্নায়ন ও জলবায়ুর পরিবর্তন ঘটে ।
রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]
1. ভারতে কীভাবে পরিবেশের অবনমন ঘটে চলেছে ?
Ans: ভারত একটি দ্রুত উন্নয়নশীল দেশ । দেশের বিভিন্ন প্রাপ্তে শিল্পায়ন , রাস্তা নির্মাণ , নগরায়ন সম্পদ আহরণ প্রভৃতি নানা প্রকল্প রূপায়নের কাজ চলছে । কিন্তু এই উন্নয়নের সাথে সাথেই পরিবেশের অবনমন ও বিপর্যয় ঘটে চলেছে । সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের এক রিপোর্টে জানা গেছে যে ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতিবছরে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ বিলিয়ান ডলার অর্থাৎ প্রায় 480000 কোটি টাকা । পরিবেশের অবনমন বিষয়ে 132 টি দেশের সার্ভে রিপোর্টে ভারতের স্থান 126 তম । আর মানুষের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে ভারত সবচেয়ে শেষে রয়েছে । WHO এর রিপোর্ট অনুসারে G – 20 দেশগুলির মধ্যে সবচেয়ে দূষিত 20 টি শহরের মধ্যে 13 টি ভারতে অবস্থিত ।
2. পরিবেশের অবনমন রোধ করতে আমরা ক্ষুদ্রভাবে হলেও কী কী করতে পারি ?
Ans: নিজেদের স্কুল , বাড়ির চারিদিক পরিষ্কার রাখতে পারি । • রাস্তার ধারেধারে গাছ লাগাতে পারি । • বিদ্যুৎ , জল প্রভৃতি ব্যবহারে সচেতন হতে পারি । দেখতে হবে এই সব সম্পদের যাতে অপচয় না হয় । রেফ্রিজেক্টর , এসি প্রভৃতি ইলেকট্রনিক যন্ত্র , ক্রিম , সেন্ট প্রভৃতি প্রসাধনী সামগ্রী কম ব্যবহার করতে পারি । খনিজ তেল ও কাঠ পোড়ানো কম করতে পারি । • বাড়ির বর্জ্য পদার্থের পরিমাণ কমাতে চেষ্টা করতে পারি । প্লাস্টিক , নাইলন প্রভৃতি পদার্থের ব্যবহার বন্ধ করতে পারি । • মাঝে মধ্যে স্কুল , নিজের এলাকায় পরিবেশ সচেতনতামূলক বিতর্ক , আলোচনা সভা , মিছিলের আয়োজন করে মানুষের সচেতনতা বাড়াবার চেষ্টা করতে পারি ।
3. পরিবেশের অবনমনের দুটি কারন লেখো ।
Ans: পরিবেশের অবনমনের দুটি কারণ হল প্রাকৃতিক কারণ ও মনুষ্যসৃষ্ট কারণ । ( I ) প্রাকৃতিক কারণ : ঝড় , বন্যা , খরা , ভূমিকম্প , অগ্ন্যুৎপাত , সুনামি , ধস্ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূ – প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয় একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমন ঘটে । ( ii ) মনুষ্যসৃষ্ট কারণ : আধুনিক কৃষি , শিল্প , পরিবহন , নানান উন্নয়নমূলক কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে । অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন , শিল্পবর্জ্য , অপরিকল্পিত নগরায়ণ , নদীর স্বাভাবিক গতি রোধ করে জলাধার নির্মাণ , বৃক্ষচ্ছেদন পরিবেশের নানান সমস্যা সৃষ্টি করে তার অবনমন ঘটায় ।
4. উন্নয়ন করে কীভাবে পরিবেশকে বাঁচানো যায় ?
Ans: মানব সভ্যতা পিছিয়ে পড়তে পারে না । উন্নয়নের প্রয়োজনে কৃষি প্রযুক্তি আনতে হবে শিল্প গড়তে হবে । কিন্তু যে পদ্ধতিতে উন্নয়ন চলছে তাতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে । তাই এমন একধরনের পদ্ধতিতে উন্নয়নের কথা ভাবতে হবে যা হবে পরিবেশ বান্ধব । এরজন্য পরিবেশ বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের উন্নয়নের কথা বলেছেন তা হল স্থিতিশীল উন্নয়ন । এই স্থিতিশীল উন্নয়ন হল এমন একধরনের উন্নয়নের পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতের মানবসমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা ।
5. পরিবেশের সুরক্ষার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত তা লেখো ।
Ans: ( 1 ) পরিবেশের অবনমনের অন্যতম কারণ হল শিক্ষার অভাব ও দারিদ্রতা । উন্নয়নশীল দেশগুলিকে পরিকল্পিত ভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে । মানুষকে শিক্ষিত ও সচেতন করতে হবে । ( ii ) উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শপ্তির বেশি ব্যবহার করতে হবে । ( iii ) সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহার যোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে । ( iv ) মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমান কমাতে হবে । উন্নয়নের ক্ষেত্রে জল , বাতাস , মাটি , অরণ্য পরিষ্কার রাখতে হবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে । ( v ) জনসংখ্যা আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে । ( vi ) সরকারি পরিকল্পনা গ্রহণের আগে পরিবেশগত প্রভাব চিহ্নিত করতে হবে । উন্নয়ন পরিকল্পনা যাতে পরিবেশের কোনো রকম ক্ষতি না করে সেদিকে নজর দিতে হবে । ( vii ) জীবমণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ হতে হবে । বিভিন্ন প্রাণী ও উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ দিতে হবে । ( vii ) সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে । পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি গ্রহণ করতে হবে ।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Geography Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
অষ্টম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
Class 8 Suggestion 2023 – অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩
আরোও দেখুন:-
Class 8 Bengali Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 English Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Geography Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 History Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Mathematics Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Physical Science Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Life Science Suggestion 2023 Click here
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
Info : মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion
” মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer / Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Exam Guide / Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion FREE PDF Download) সফল হবে।
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon
অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon) – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer, Suggestion | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Suggestion | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) । Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Suggestion.
WBBSE Class 8th Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়)
WBBSE Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .
Class Eight VIII Geography Manuser Karjaboli o poribesher obonomon Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam
Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
FILE INFO : মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Manuser Karjaboli o poribesher obonomon Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।