ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Oceania Question and Answer
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Oceania Question and Answer : ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Oceania Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Oceania Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Oceania Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Oceania Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBBSE |
শ্রেণী (Class) | অষ্টম শ্রেণী (WB Class 8) |
বিষয় (Subject) | অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography) |
একাদশ অধ্যায় (Chapter 11) | ওশিয়ানিয়া (Oceania) |
[অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Geography Oceania Question and Answer
MCQ | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Oceania MCQ Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
- অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে বলে –
(A) ডাউনস
(B) সাভানা
(C) ভেল্ড
(D) প্রেইরি
Ans: (A) ডাউনস।
- পৃথিবীর বৃহত্তম প্রবাল দ্বীপ হল –
(A) গ্রে আর সেলউইন
(B) সামোয়া
(C) গ্রেট বেরিয়ার রিফ
(D) কার্পেন্টারিয়া সমভূমি
Ans: (C) গ্রেট বেরিয়ার রিফ।
- ওশিয়ানিয়া মহাদেশের দ্বীপের সংখ্যা প্রায় –
(A) ৫ হাজার
(B) ১০ হাজার
(C) ১৫ হাজার
(D) ২০ হাজার
Ans: (B) ১০ হাজার।
- পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
(A) এশিয়া
(B) উত্তর আমেরিকা
(C) ওশিয়ানিয়া
(D) আফ্রিকা
Ans: (C) ওশিয়ানিয়া।
- নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ –
(A) মাউন্ট কুক
(B) মাউন্ট সেন্ট হেলেম
(C) কোসিয়াস্কো
(D) মাউন্ট এল্ব্রুস
Ans: (A) মাউন্ট কুক।
- ওশিয়ানিয়া মহাদেশটি –
(A) সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে
(B) সামান্য অংশ দক্ষিণ গোলার্ধে
(C) প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত
Ans: (A) সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে।
- ওশিনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ –
(A) মাউন্ট উইলহেলম
(B) মাউন্ট কোসিয়াস্কো
(C) মাউন্ট কুক
(D) মাউন্টা এগমন্ট
Ans: (A) মাউন্ট উইলহেলম।
- ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশটি হল –
(A) অস্ট্রেলিয়া
(B) নিউজিল্যান্ড
(C) নাউরু
(D) গুয়াম
Ans: (C) নাউরু।
- ‘নেশিয়া’ কথার অর্থ –
(A) কালো
(B) ক্ষুদ্র
(C) দেশ
(D) দ্বীপ
Ans: (C) দেশ।
- অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী –
(A) গণ্ডার
(B) ক্যাঙারু
(C) হাতি
(D) সিংহ
Ans: (B) ক্যাঙারু।
[আরোও দেখুন:- Class 8 Geography Suggestion Click here]
অতি সংক্ষিপ্ত | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Oceania VSAQ Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
- মারে ডার্নিং অববাহিকার জলবায়ু কী প্রকৃতির ?
Ans: মারে ডালিং নদী অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোয় প্রকৃতির ।
- নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী কোনটি ?
Ans: ওয়াইটাকি নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী ।
- কোন্ শহরকে ‘ রুপার শহর ‘ বলা হয় ?
Ans: ব্রোকেনহিল শহরকে ।
- ওশিয়ানিয়ার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো ।
Ans: ৱুয়াপেহু ।
- পাপুয়া নিউগিনির একটি নদীর নাম করো ।
Ans: ফ্লাই ।
- কোন্ মহাদেশে ক্যাঙ্গারু দেখা যায় ?
Ans: অস্ট্রেলিয়া মহাদেশে ।
- পৃথিবীর গভীরতম খাতটির নাম কী ?
Ans: মারিয়ানা খাত ।
- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কোন্ গোলার্ধে অবস্থিত ?
Ans: দক্ষিণ গোলার্ধে অবস্থিত ।
- ওশিয়ানিয়ার কয়েকটি আগ্নেয় দ্বীপের নাম লেখো ।
Ans: হাওয়াই , সলোমন , ফিজি , তাহিতি ।
- মারে ডার্লিং অববাহিকায় একটি উল্লেখযোগ্য বন্দরের নাম লেখো ।
Ans: অ্যাডিলেড ।
- টাসমানিয়া কোন্ প্রণালী দ্বারা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ?
Ans: বাস প্রণালী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ।
- নিউজিল্যান্ডের হিমবাহ সৃষ্ট বৃহত্তম হ্রদ কোন্টি ?
Ans: নিউজিল্যান্ডের হিমবাহ সৃষ্ট বৃহত্তম হ্রদ তাউপো ।
- ওশিয়ানিয়া মহাদেশের লোকসংখ্যা কত ?
Ans: প্রায় সাড়ে তিন কোটি ।
- ওশিয়ানিয়ার দুটি অন্তবাহিনী নদীর নাম লেখো ।
Ans: কুপার , আয়ার ।
- অস্ট্রেলিয়া কী উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Ans: পশম উৎপাদনে অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করে ।
- ওশিয়ানিয়ার আয়তন কত ?
Ans: 44 লক্ষ বর্গকিমি ।
- ওশিয়ানিয়ার দীর্ঘতম নদীর নাম কী ?
Ans: অস্ট্রেলিয়ার মারে – ডার্লিং ।
- মারে ডার্লিং অববাহিকার প্রধান কৃষিজ ফসলগুলির নাম কী ?
Ans: মারে ডার্লিং অববাহিকার প্রধান কৃষিজ ফসল গম ।
- মারে ডার্লিং অববহিকায় কোন্ কোন্ পশু পালিত হয় ?
Ans: মেরিনো , লিঙ্কন , মার্স প্রভৃতি উৎকৃষ্ট জাতের মেষ ও দুগ্ধ , মাংস প্রদায়ী গবাদি পশু পালিত হয় ।
- অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রবাল প্রাচীরের নাম কী ?
Ans: গ্রেট ব্যারিয়ার রিফ ।
- নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কোন্দিকে অবস্থিত ?
Ans: নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার দক্ষিণ – পূর্বদিকে অবস্থিত ।
- নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
Ans: দক্ষিণ আল্পস পর্বতের মাউন্ট কুক । ( 3764 মিটার )
- কুক প্ৰণালী কোথায় অবস্থিত ?
Ans: উত্তর ও দক্ষিণ দ্বীপের মধ্যস্থ প্রণালীর নাম কুক প্রণালী ।
- নিউজিল্যান্ড দেশটি কারা আবিষ্কার করেন ?
Ans: ওলন্দাজরা নিউজিল্যান্ড দেশটি প্রথম আবিষ্কার করেন ।
- ওশিয়ানিয়ার একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো ।
Ans: মৌনালোয়া ।
- মারে – নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
Ans: মারে – নদী অস্ট্রেলিয়ান আত্মস থেকে উৎপন্ন হয়েছে ।
- মারে ডার্লিং অববাহিকায় কী কী খনিজ সম্পদ পাওয়া যায় ?
Ans: রুপা , সীসা , দস্তা , সোনা , তামা , টিন প্রভৃতি উল্লেখযোগ্য খনিজ সম্পদ পাওয়া যায় ।
- মারে ডার্লিং অববাহিকার আয়তন কত ?
Ans: মারে ডার্লিং অববাহিকার আয়তন প্রায় 9.1 বর্গ কি.মি .।
- অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের মাঝে অবস্থিত মরুভূমিগুলির নাম লেখো ।
Ans: ভিক্টোরিয়া , গিবসন , গ্রেট স্যান্ডি মরুভূমি ।
- ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো । এর উচ্চতা কত ?
Ans: পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম । এর উচ্চতা 4509 মি .।
[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
সংক্ষিপ্ত | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Oceania SAQ Short Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
- জ্যাকোস কী ?
Ans: মারে ডার্লিং অববাহিকার পশুখামারগুলি খুব বড়ো আর যারা এই পশু খামারগুলিতে কাজ করে , তাদের বলে জ্যাকোস ।
- মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে এমন কতগুলি দ্বীপের নাম লেখো ।
Ans: মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে এমন কতগুলি দ্বীপের নাম হল মার্শাল , গিলবার্ট , ক্যারোলাইন ।
- কোন্ কোন্ দ্বীপের সমন্বয়ে নিউজিল্যান্ড গঠিত হয়েছে ?
Ans: উত্তর দ্বীপ , স্টুয়ার্ট , চ্যাথাম এবং আরো কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড গঠিত হয়েছে ।
- নিউজিল্যান্ডের প্রধান নদ – নদীগুলি কী কী ?
Ans: ওয়াইটাকি , ক্লথ , ওয়ানগামই , টায়েরি প্রভৃতি এখানকার প্রধান নদনদী ।
- ডাউনস কাকে বলে ?
Ans: মাঝে ডার্লিং অববাহিকা অঞ্চলে বৃষ্টিপাত কম বলে বিশাল অঞ্চলে তৃণভূমি গড়ে উঠেছে , একে ডাউনস বলে ।
- মারে ডার্লিং অববাহিকার দক্ষিণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কী কী ফলের চাষ হয় ।
Ans: আঙুর , লেবু , আপেল , পিচ , কমলালেবু , ন্যাসপাতি প্রভৃতি ফলের চাষ হয় ।
- কে এবং কত সালে পিটাকেয়ার্স দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ?
Ans: 1739 সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা পিটকেয়ার্স দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ।
- ওশিয়ানিয়া মহাদেশের সীমা আলোচনা করো ।
Ans: উত্তরে 15 ° উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47 ° দক্ষিণ অক্ষাংশ আর পশ্চিমে 114 ° পূর্ব দ্রাঘিমা থেকে 134 ° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত ।
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কী ? এর উচ্চতা কত ?
Ans: নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ । এর উচ্চতা 2230 মিটার ।
- ওশিয়ানিয়াকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী ?
Ans: ওশিয়ানিয়াকে চার ভাগে ভাগ করা হয়েছে । যেমন ( 1 ) অস্ট্রেলেশিয়া , ( 2 ) মাইক্রোনেশিয়া , ( 3 ) মেলানেশিয়া , ( 4 ) পলিনেশিয়া ।
সংক্ষিপ্ত ব্যাখামূলক | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Oceania Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]
- মাইক্রোনেশিয়ার ভৌগোলিক বিবরণ দাও ।
Ans: নিরক্ষরেখার উত্তরে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পশ্চিমের অনেকগুলো ছোটো ছোটো দ্বীপ নিয়ে মাইক্রোনেশিয়া গঠিত । এই অঞ্চলের মারিয়ানা , ক্যারোলিন , মার্শাল , গিলবার্ট ও গুয়াম দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য । সমস্ত দ্বীপগুলোই মূলত প্রবাল দ্বীপ । এখানকার আদিম অধিবাসীদের গায়ের রং কালো । পৃথিবীর গভীরতম সমুদ্রখাত মারিয়ানা খাত এই অঞ্চলেই অবস্থিত ।
- পলিনেশিয়ার ভৌগোলিক বিবরণ দাও ।
Ans: উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম নিউজিল্যান্ড ও দক্ষিণ – পূর্বে ইন্টার দ্বীপপুঞ্জসহ পলিনেশিয়ার | অন্তর্গত । হাওয়াই , তাহিতি , মার্কুইসাস , সামোয়া , সোসাইটি , ফিনিক্স টোঙ্গা প্রভৃতি দ্বীপ ও দ্বীপপুঞ্জ এখানে আছে । এই দ্বীপগুলি | প্রধানত আগ্নেয়গিরির লাভা ও প্রবাল কাঁটের দেহাবশেষ দিয়ে তৈরি । এই অঞ্চলের আদিম অধিবাসীদের গায়ের রং তামাটে । পলিনেশিয়ার হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া ও মাউন্ট কিলাউই দুটি জীবন্ত আগ্নেয়গিরি ।
- ওশিয়ানিয়ার অবস্থান বর্ণনা করো ।
Ans: ওশিয়ানিয়া নিরক্ষরেখার দক্ষিণে সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে অবস্থিত । দক্ষিণ গোলার্ধে অবস্থানের জন্য ওশিয়ানিয়ার আর এক নাম অস্ট্রেলেশিয়া । | এই মহাদেশ উত্তরে প্রায় 3 ° দক্ষিণ অক্ষরেখা থেকে দক্ষিণ 43 ° দক্ষিণ অক্ষরেখার মধ্যে এবং পশ্চিমে প্রায় 113 ° পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 180 পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত ।
- আয়ার রক কী ?
Ans: অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের আয়ার রক একটি দর্শনীয় বস্তু । এটি লাল স্যান্ডস্টোন শিলা দ্বারা গঠিত । | সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে এর রং পরিবর্তন হয় । একে দেখতে কখনো লালচে বাদামি , কখনো হলদে আটিজিয় কৃপ আবার কখনো বা হালকা বেগুনি হয় ।
- মারে ডার্লিং অববাহিকার জলবায়ুর বিবরণ দাও।
Ans: মারে – ডার্লিং অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোয় প্রকৃতির । গ্রীষ্মকালে ও শীতকালে এখানকার গড় তাপমাত্রা থাকে যথাক্রমে 25 ° সেও : 10 ° সে .। এই অববাহিকা গ্রেট ডিভাইডিং রেঙের পশ্চিমে বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হওয়ায় বৃষ্টিপাতের | পরিমাণ এখানে খুবই কম , বছরে মাত্র 50-70 সেমি । দক্ষিণের সমুদ্র উপকূলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় ।
- মারে ডার্লিং অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ ও কৃষির বিবরণ দাও ।
Ans: নাতিশীতোয় জলবায়ু ও কম বৃষ্টিপাতের জন্য মারে ডার্লিং অববাহিকায় ছোটো ছোটো ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায় । এই তৃণভূমি ডাউনস নামে পরিচিত । এই অববাহিকার পূর্বদিকের কয়েকটি স্থানে ওক , ম্যাপল , পপলার প্রভৃতি পর্ণমোচী গাছ দেখা যায় । দক্ষিণের অ্যাডিলেড অঞ্চলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ জন্মায় । মারে – ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষিসমৃদ্ধ অঞ্চল । এই অববাহিকার প্রধান কৃষিজ ফসল হল গম । এখানে উন্নত যন্ত্রের সাহায্যে যব , ভুট্টা , ওট , রাই উৎপাদন করা হয় । অববাহিকার দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর , লেবু , আপেল , পিচ , কমলালেবু , ন্যাসপাতি প্রভৃতি ফলের চাষ হয় ।
- ওশিয়ানিয়া মহাদেশের ক্রান্তীয় তৃণভূমি ও নাতিশীতোয় অরণ্যের বিবরণ দাও ।
Ans: অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড়ো বড়ো ঘাস জন্মায় । অস্ট্রেলিয়ার এই অঞ্চল ‘ পার্কল্যান্ড সাভানা ’ নামে পরিচিত । এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস ও জুরা জাতীয় গাছ দেখা যায় । পূর্ব অস্ট্রেলিয়া , তাসমানিয়া ও নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোয় পর্ণমোচী গাছ দেখা যায় । এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয় । এই অরণ্যের প্রধান প্রধান উদ্ভিদগুলি হল ওক , ম্যাপল , পপলার , এলম প্রভৃতি ।
- ওশিয়ানিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ব্রিটিশ জলবায়ুর বিবরণ দাও ।
Ans: অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পারথ্ ও অ্যাডিলেড অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় । এখানে গ্রীষ্মকাল উয় ও শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় । দক্ষিণ – পূর্ব অস্ট্রেলিয়া , তাসমানিয়া , নিউজিল্যান্ডে , ব্রিটিশ জলবায়ু দেখা যায় । গ্রীষ্মকালে এখানে হালকা উগ্ন ( 14 ° সে ) এবং শীতকালে বেশ ঠান্ডা ( 5 ° সে ) পশ্চিমাবায়ুর প্রভাবে এখানে সারাবছর প্রচুর বৃষ্টিপাত ( 200 সেমি ) হয় ।
- গ্রেট বেরিয়ার রিফ সম্পর্কে সংক্ষিপ্ত ঢীকা লেখো।
Ans: অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের সব থেকে আকর্ষণীয় স্থান গ্রেট বেরিয়ার রিফ। এটি বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপ। অস্ট্রেলিয়ার উপকূল ভাগ থেকে প্রায় 80-200 কিমি দূরত্বে প্রবাল কীট জমে জমে সমুদ্রের মধ্যে যে প্রবাল প্রাচীর সৃষ্টি হয়েছে তা সমুদ্রের উপকূলের সমান্তরালে প্রায় 2000 কিমি প্রসারিত হয়েছে। বিভিন্ন জলযান যেমন জাহাজ ইত্যাদি চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রবাল প্রাচীরকে গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয়।
- অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয় কেন?
Ans: সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া, যার আয়তন 44 লক্ষ বর্গকিমি। ক্ষুদ্রাকৃতি হলেও ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই মহাদেশ ছোটো বড় মিলিয়ে প্রায় ১০০০০ দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। তবে এই মহাদেশের মধ্যে সব থেকে বড় দেশটি হল অস্ট্রেলিয়া, এই ক্ষুদ্র মহাদেশের বুকে এই বৃহৎ দ্বীপটি প্রায় ওশিয়ানিয়ার সিংহভাগ গ্রহণ করে রেখেছে তাই অস্ট্রেলিয়ার বিশালতার সাথে মহাদেশের তুলনা টেনে একে দ্বীপ মহাদেশ বলা হয়।
- ‘মৌনালোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি – ব্যাখ্যা করো।
Ans: হ্যাঁ, প্রশ্নে উক্ত উক্তি সত্য। মৌনালোয়ার উচ্চতা 9170 মিটার, সেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার। সেই দিক থেকে বিচার করলে অবশ্যই মৌনালোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি। কিন্তু এই মৌনালোয়ার মোট উচ্চতার 4170 রয়েছে সমুদ্র গহ্বরে এবং বাকি অংশ বা 5000 মিটার রয়েছে সমুদ্রের ওপরে। এখন পর্বতের উচ্চতা মাপা হয় সমুদ্র পৃষ্ট থেকে, তাই সেই বিচারে মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ।
- মারে – ডার্লিং অববাহিকার কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে আলোচনা করো।
Ans: অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যভাগে মারে ও তার প্রধান উপনদী ডার্লিং সহ একাধিক উপনদীর দ্বারা গঠিত সমভূমিটি মারে – ডার্লিং অববাহিকা নামে খ্যাত। এই মারে – ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার প্রধান কৃষি ও পশুপালনে সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলে গম, যব, ওট, ভুট্টা, রাই ইত্যাদি বিভিন্ন ফসল, এছাড়াও ন্যাসপাতি, পিচ, কমলালেবু, আঙুর ইত্যাদি ফল উৎপাদিত হয়।
পশুপালনে এই স্থান অত্যন্ত উন্নত। পশম উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। ডাউনস তৃণভূমি লিংকন, মার্স ইত্যাদি বহু ভালো জাতের ভেড়া পাওয়া যায়। এছাড়াও কুইন্সল্যান্ড ও নিউ সাউথওয়েলসে মাংস, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়।
- ওশিয়ানিয়া মহাদেশটি কীভাবে গঠিত হয়েছে ?
Ans: অস্ট্রেলিয়া , টাসমানিয়া , নিউজিল্যান্ড প্রভৃতি দ্বীপ এবং সলোমান , ফিজি , নিউ হেব্রিডিস , নিউ ক্যালিডোনিয়া , বিসমার্ক , চেস্টারক্লিড , সান্টাক্রুজ প্রভৃতি দ্বীপপুঞ্জের সমন্বয়ে ওশিয়ানিয়া মহাদেশটি গঠিত হয়েছে ।
- মৌনোলোয়ার উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে বেশি হওয়া সত্ত্বেও এভারেস্ট কে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় কেন ?
Ans: মৌনোলোয়ার মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে 9.170 মিটার । এর মধ্যে 5000 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের নীচে আর বাকি 8.17 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের উপরে । মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8.848 মিটার । তাই মোট উচ্চতার বিচারে মৌনালোয়ার উচ্চতা বেশি । কিন্তু পৃথিবীর উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে । তাই মাউন্ট এভারেস্ট কে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় ।
- ওশিয়ানিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের বর্ণনা দাও ।
Ans: ওশিয়ানিয়া মহাদেশে বিচিত্র প্রাণী ও উদ্ভিদের দেখা পাওয়া যায় । যাদের অন্য কোনো মহাদেশে দেখা যায় না । যেমন — ক্যাঙারু , ওয়ালবি , প্লাটিপাস ( হাঁস ও ছুঁচোর মিশ্রণ ) , গাছে থাকা ছোটো কোয়ালা ভাল্লুক , এমু পাখি , ডানা নেই কিউই পাখি প্রভৃতি । এখানে ইউক্যালিপটাস গাছের জন্ম । এছাড়া জারা , কারি প্রভৃতি চিরহরিৎ গাছ কেবল এই মহাদেশেই দেখা যায় ।
- অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাও।
Ans: ওশিয়ানিয়ার প্রধান স্থলভূমি অস্ট্রেলিয়া । এটি একটি সুবৃহৎ দ্বীপ । আয়তনে এই দ্বীপটি এত বড়ো যে , একে দ্বীপ মহাদেশ বলা হয় । অস্ট্রেলিয়ার আয়তন 77 লক্ষ 25 হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ ভারতের আয়তনের প্রায় আড়াই গুণের সমান । সমগ্র ওশিয়ানিয়া মহাদেশের 87 শতাংশ এলাকাই অস্ট্রেলিয়ার অন্তর্গত ।
- গ্রেট ব্যারিয়ার রিফ কী ?
Ans: অস্ট্রেলিয়ার উত্তর – পূর্বদিকে উপকূলের প্রায় সমান্তরালে কোরাল সাগরে রয়েছে প্রায় 2000 কিলোমিটার লম্বা বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর । একে বলে গ্রেট ব্যারিয়ার রিফ । এটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য । প্রবাল কীট জমে সমুদ্রের মধ্যে এই আশ্চর্য প্রাচীর সৃষ্টি হয়েছে । জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ ।
- মারে ডার্লিং অববাহিকার শিল্পের বিবরণ দাও ।
Ans: মারে ডার্লিং অববাহিকায় খনিজ সম্পদের অভাবে ধাতব শিল্পের সেভাবে বিকাশ ঘটেনি । কৃষিভিত্তিক শিল্পের মধ্যে ময়দা , বেকারি , সুরা খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ গড়ে উঠেছে । পশু সম্পদের উপর নির্ভর করে এখানে পশম , বজ্রবাণ , প্যাকিং ডেয়ারি ও মাংস শিল্প গড়ে উঠেছে । এছাড়া ইন্জিনিয়ারিং ও রাসায়নিক শিল্প এখানে রয়েছে । ব্রোকেনহিল এ রূপা ও লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটেছে ।
রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Oceania Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]
1. নিউজিল্যান্ডের সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাও ।
Ans: এই দেশটি ওশিয়ানিয়ার অন্তর্গত । প্রধানত উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত হলেও দক্ষিণভাগে ক্ষুদ্র স্টুয়ার্ট ও পূর্বভাগে চ্যাথাম দ্বীপ নিউজিল্যান্ডের অন্তর্গত । দক্ষিণ দ্বীপের পশ্চিম দিক বরাবর দক্ষিণ আল্পস পর্বতমালা বিস্তৃত । এর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কুক , 3765 মিটার উচ্চ । মাউন্ট টামথাস ( 3498 মি . ) ও মাউন্ট এস পাইরিং ( 3041 মি . ) দক্ষিণ দ্বীপের অন্যান্য উল্লেখযোগ্য শৃঙ্গ । ওশিয়ানিয়ার অন্যান্য যেসব দ্বীপমালা আছে তাদের অধিকাংশই প্রবাল দ্বারা গঠিত এবং নিমজ্জিত আগ্নেয় পর্বতের অংশবিশেষ । এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর রয়েছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি । দক্ষিণ আল্পস পর্বতে অনেক হিমবাহ দেখা যায় । নিউজিল্যান্ডের প্রধান নদনদীগুলি হল ওয়াইটাকি , কুথ , ওয়ানগামুই , টায়েরি । এগুলি দৈর্ঘ্যে ছোটো এবং খরস্রোতা । নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ আছে । এদের মধ্যে তাউপো হল বৃহত্তম ।
2. ওশিয়ানিয়ার অভিযান সম্পর্কে যা জানো লেখো ।
Ans: ইউরোপীয়দের অভিযানের আগে ওশিয়ানিয়ার দ্বীপগুলিতে বিভিন্ন আদিবাসীরা বসবাস করত । যেমন – অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন্যাল , নিউজিল্যান্ডে মাওরি । ষোড়শ শতাব্দীতে ফার্দিনান্দ ম্যাগেলান তাঁর বিখ্যাত পৃথিবী পরিভ্রমণের সময় ম্যারিনাস সহ কয়েকটি দ্বীপের সন্ধান পান । 1644 সালে ডাচ নাবিক এবেল তাসমান অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড , টোঙ্গা , ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছান । 1770 সালে জোনস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ( সিডনি ) ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে পৌঁছান । 1789 সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা পিটকেয়ার্ন দ্বীপে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন । এরপরে অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড , ফিজিতে ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয় । পরে অন্যান্য ইউরোপীয় শক্তি বিশেষত ফরাসিরা কয়েকটি দ্বীপে আধিপত্য বিস্তার করে । ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলিয়ায় সোনার খনি আবিষ্কার এবং অন্যান্য সম্পদের টানে ইউরোপ থেকে দলে দলে মানুষ এসে সেখানে ভিড় করতে থাকে ।
3. ওশিয়ানিয়ার নদনদীর বিবরণ দাও ।
Ans: এশিয়ানিয়ার মধ্যে অস্ট্রেলিয়া আয়তনে সবচেয়ে বড়ো দেশ হলেও এখানকার পরিবেশ রুক্ষ , শুষ্ক এবং ভূ – প্রাকৃতিক বৈচিত্র্যও কম । ফলে নদ – নদীর সংখ্যাও কম । এখানকার অধিকাংশ নদী গ্রেট ডিভাইডিং রেঞ্জের পূর্ব ও পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে । এর মধ্যে প্রধান হল মারে – ডার্লিং নদী । ভিক্টোরিয়া প্রদেশের অস্ট্রেলিয়ান আল্পস থেকে উৎপন্ন হয়ে মারে নদী এনকাউন্টার উপসাগরে পড়েছে । মারের প্রধান উপনদী ডার্লিং , নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ – পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মারে নদীতে পড়েছে । মারের অপর একটি উপনদী হল মারামবিজি । অস্ট্রেলিয়ার অন্যান্য নদীগুলি হল হান্টার , ফ্রিজয় , ব্রিসবেন , কুপার , আয়ার প্রভৃতি নদী গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে বেরিয়ে পূর্বদিকে প্রশান্ত মহাসাগরে পড়েছে ।। ওশিয়ানিয়া মহাদেশের অন্যান্য নদনদীর মধ্যে নিউজিল্যান্ডের ওয়াইটাকি , ক্লথ , ওয়ানগামুই , পাপুয়া নিউগিনির ফ্লাই , তাসমানিয়ার ডারওয়েন্ট , মকওয়াবি ও গর্ডন উল্লেখযোগ্য ।
4. অস্ট্রেলিয়ার ভূ – প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে কোনো একটি ভাগের বিবরণ দাও ।
Ans: ওশিয়ানিয়ার অন্তর্গত দ্বীপ মহাদেশ অস্ট্রেলিয়া প্রায় আফ্রিকার মতো মালভূমিময় অঞ্চল । এখানে বিভিন্ন অংশের মধ্যে সামান্যই ভূ – প্রকৃতিগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় । প্রকৃতির গঠনের বন্ধুরতা অনুসারে অস্ট্রেলিয়াকে মোটামুটি চারটি প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায় । যেমন ( i ) পূর্বের উচ্চভূমি , ( ii ) পশ্চিমের মালভূমি , ( iii ) মধ্যভাগের সমভূমি , ( iv ) উপকূলের সমভূমি । পূর্বের উচ্চভূমি ঃ এই পার্বত্যভূমি উপকূলের প্রায় সমান্তরালে উত্তরে ইয়র্ক অন্তরীপ থেকে দক্ষিণে ভিক্টোরিয়া পর্যন্ত বিস্তৃত । অস্ট্রেলিয়ার সমগ্র পূর্ব উপকূল জুড়ে গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বতমালা শাখা – প্রশাখা সহ অবস্থিত । এই পর্বতমালার বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন নামে পরিচিত । এটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা । উত্তর – দক্ষিণে এর দৈর্ঘ্য প্রায় 3200 কিমি . এবং উচ্চতা 1000 থেকে 1500 মিটার । এর বিভিন্ন অংশের বিভিন্ন নাম , যেমন – উত্তর – পূর্ব কুইন্সল্যান্ড এর নাম ক্লার্ক রেঞ্জ , ম্যাকফ্যাসন রেঞ্জ ও ডার্লিং ডাউনস । ভিক্টোরিয়ার অস্ট্রেলিয়ান আল্পস , নিউ সাউথ ওয়েলস – এ নিউ ইংল্যান্ড রেঞ্জ , লিভারপুল রেঞ্জ , ও বু রেঞ্জ । আর এর দক্ষিণ সীমান্তে অবস্থিত মাউন্ট কোসিয়াস্কো এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ । ভিক্টোরিয়াতে অবস্থিত মাউন্ট টাউনসেন্ড ( 2213 মিটার ) হল এই দেশের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ।
5. পশ্চিমের মালভূমি বিবরণ দাও ।
Ans: অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নীচু ঢেউ খেলানো মালভূমি দেখা যায় । এখানকার গড় উচ্চতা 200-500 মিটার । এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরানো । পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোটো ছোটো পাহাড় দেখা যায় । আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল । এই মরুভূমির বিভিন্ন জায়গার বিভিন্ন নাম রয়েছে । যেমন — ভিক্টোরিয়া , গিবসন , গ্রেট স্যান্ডি মরুভূমি । মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ প্রায়া ও মরূদ্যান দেখা যায় ।
6. মধ্যভাগের সমভূমি বিবরণ দাও ।
Ans: পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমির মাঝের অঞ্চলটি সমতল । গ্রে ও সেলউইন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে তিনভাগে ভাগ করেছে । দক্ষিণে রয়েছে মারে – ডার্লিং নদীর অববাহিকা , বা রিভেরিনা সমভূমি , মাঝে আয়ার ভূগোল হ্রদের অববাহিকা । আর উত্তরে কার্পেন্টারিয়া নিম্নভূমি । কাপেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই যে কুপ খুঁড়লে মাটির নীচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে । এই ধরনের কূপকে আটিজিও কূপ বলে ।
7. উপকূলের সমভূমি বিবরণ দাও ।
Ans: অস্ট্রেলিয়ার চারপাশের উপকূলেই সমভূমি রয়েছে । তবে বেশিরভাগ সমভূমিই খুব সংকীর্ণ । উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর ও দক্ষিপে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া । আর উত্তর – পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরালে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ । গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য । অস্ট্রেলিয়ার উত্তর – পূর্ব উপকূল থেকে 80-205 কিমি . দূরত্বে প্রবাল কাঁট জমে সমুদ্রের মধ্যে এক আশ্চর্য প্রাচীর সৃষ্টি হয়েছে । এই প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে 2000 কিমি প্রসারিত হয়েছে । জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ ।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Geography Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
অষ্টম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
Class 8 Suggestion 2023 – অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩
আরোও দেখুন:-
Class 8 Bengali Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 English Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Geography Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 History Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Mathematics Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Physical Science Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Life Science Suggestion 2023 Click here
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
Info : ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion
” ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography Oceania Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Oceania Question and Answer / Class 8 Geography Oceania Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Oceania Exam Guide / Class 8 Geography Oceania Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography Oceania Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Oceania Suggestion FREE PDF Download) সফল হবে।
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) Class 8 Geography Oceania Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) Class 8 Geography Oceania Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) Class 8 Geography Oceania Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography Oceania
অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography Oceania) – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) | Class 8 Geography Oceania Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography Oceania Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) | ওশিয়ানিয়া অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Oceania Question and Answer, Suggestion | Class 8 Geography Oceania Question and Answer Suggestion | Class 8 Geography Oceania Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) । Class 8 Geography Oceania Question and Answer Suggestion.
WBBSE Class 8th Geography Oceania Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়)
WBBSE Class 8 Geography Oceania Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) | Class 8 Geography Oceania Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 8 Geography Oceania Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Oceania Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Oceania Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 Geography Oceania Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Oceania Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Oceania Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Oceania Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.ওশিয়ানিয়া অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 8 Geography Oceania Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 8 Geography Oceania Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .
Class Eight VIII Geography Oceania Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam
Class 8 Geography Oceania Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography Oceania Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
FILE INFO : ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Oceania Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Oceania Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Oceania Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Oceania Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।