উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer
উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

Class 8 Geography Uttar America Question and Answer

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer : উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Uttar America Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) অষ্টম শ্রেণী (WB Class 8)
বিষয় (Subject) অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography)
নবম অধ্যায় (Chapter 9) উত্তর আমেরিকা (Uttar America)

[অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Geography Uttar America Question and Answer 

MCQ | উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Uttar America MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে প্রবল তুষারপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈগা জলবায়ুর উদ্ভিদগুলি-

(A) নরম ধরনের 

(B) শঙ্কু আকৃতির 

(C) চাঁদোয়া সৃষ্টি করে 

(D) কাঁটাযুক্ত হয়ে থাকে

Ans: (B) শঙ্কু আকৃতির।

  1. পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টিজলের হ্রদ হল –

(A) মিশিগান 

(B) হুরন 

(C) সুপিরিয়র 

(D) অন্টারিও 

Ans: (C) সুপিরিয়র।

  1. যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তা হল –

(A) মিসিসিপি – মিসৌরি 

(B) সেন্ট লরেন্স 

(C) টেনেসি 

(D) কলোরাডো 

Ans: (A) মিসিসিপি – মিসৌরি।

  1. উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমদিকে থাকা পর্বতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দক্ষিণে অবস্থিত?

(A) আলাস্কা রেঞ্জ 

(B) কোস্ট পর্বত 

(C) ব্রুকস রেঞ্জ 

(D) সিয়েরানেভাদা পর্বত 

Ans: (D) সিয়েরানেভাদা পর্বত সবচেয়ে দক্ষিণে অবস্থিত।

  1. ‘আমি উত্তর আমেরিকার সূদীর্ঘ মরু পথে অবস্থিত। আমার দৈর্ঘ্য 446 মিটার, আমি 1600 মিটারের অধিক গভীরতা যুক্ত পৃথিবীর গভীরতম গিরিখাত” – আমি কে?

(A) মৃত্যু উপত্যকা 

(B) গ্র্যান্ড ক্যানিয়ন 

(C) কর্ডিলেরা 

(D) মরু সাগর

Ans: (B) গ্র্যান্ড ক্যানিয়ন

  1. পঞ্চহ্রদ অঞ্চলের যে নদীটি অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে তা হল –

(A) মিসিসিপি – মিসৌরি 

(B) কলোরাডো 

(C) সেন্ট লরেন্স 

(D) ম্যাকেঞ্জি 

Ans: (C) সেন্ট লরেন্স।

  1. কোনো স্থানে বড়ো শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য কোনটি আবশ্যিক নয়?

(A) বিদ্যুতের পর্যাপ্ত যোগান 

(B) কাঁচামালের প্রাপ্যতা 

(C) উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা 

(D) নদী তীরবর্তী অবস্থান 

Ans: (D) নদী তীরবর্তী অবস্থান

আবশ্যিক নয়।

  1. প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি যা হাডসন উপসাগরকে কেন্দ্র করে অবস্থিত তা হল –

(A) নিউ ইংল্যান্ড উচ্চভূমি 

(B) কানাডীয় শিল্ড অঞ্চল 

(C) ব্রাজিল উচ্চভূমি অঞ্চল 

(D) গিয়ানা উচ্চভূমি অঞ্চল

Ans: (B) কানাডীয় শিল্ড অঞ্চল।

  1. উত্তর আমেরিকা মহাদেশের কোন্‌ পর্বতশৃঙ্গটি আলাস্কা পর্বতে অবস্থিত এই মহাদেশের সর্বোচ্চ স্থান –

(A) মাউন্ট লোগান 

(B) মাউন্ট ম্যাককিনলে 

(C) মাউন্ট এলবার্ট 

(D) ব্ল্যাঙ্ক পিক 

Ans: (B) মাউন্ট ম্যাককিনলে পর্বতশৃঙ্গটি আলাস্কা পর্বতে অবস্থিত।

  1. উত্তর আমেরিকা 1501 খ্রিস্টাব্দে আবিস্কার করেন–

(A) ভাস্কো- দা – গামা 

(B) কলম্বাস 

(C) আমেরিগো ভেসপুচি 

(D) ওয়াশিংটন

Ans: (C) আমেরিগো ভেসপুচি।

  1. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করে রেখেছিল যে সংকীর্ণ ভূখণ্ড তা হল –

(A) বেরিং প্রণালী 

(B) পানামা যোজক 

(C) পানামা খাল 

(D) পানামা সিটি

Ans: (C) পানামা খাল সংযুক্ত করে রেখেছিল।

  1. কোনো স্থানে বড়ো শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য কোনটি আবশ্যিক নয়?

(A) বিদ্যুতের পর্যাপ্ত যোগান 

(B) কাঁচামালের প্রাপ্যতা 

(C) উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা 

(D) নদী তীরবর্তী অবস্থান 

Ans: (D) নদী তীরবর্তী অবস্থান

আবশ্যিক নয় ।

[আরোও দেখুন:- Class 8 Geography Suggestion Click here]

অতি সংক্ষিপ্ত | উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Uttar America VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. ‘ শিল্ড ‘ কথার অর্থ কী ? 

Ans: ‘ শিল্ড ‘ কথাটির অর্থ হল শক্ত পাথুরে ভরষ্পায়িত প্রাচীন ।

  1. আমেরিকার কোথায় সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়।

Ans: ডাকোটা অঞ্চলে ।

  1. প্রেইরি অঞ্চলে হিমাগার গড়ে উঠেছে কেন ? 

Ans: দুধ ও দুগ্ধজাত শিল্প দ্রব্য সংরক্ষণের জন্য ।

  1. কোন নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে । 

Ans: সেন্ট লরেন্স নদীর ওপর ইরি ও আন্টারিও হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে । 

  1. পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয় ? 

Ans: শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় ।

  1. পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় ? 

Ans: বাফালো শহর ।

  1. পৃথিবীর রবারের রাজধানী কাকে বলা হয় ?

Ans: অ্যাক্রন শহরটি কে পৃথিবীর রণারের রাজধানী বলা হয় ।

  1. পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র কোন্‌টি ?

Ans: ডেট্রয়েট শহর । 

  1. গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় দেখা যায় ? 

Ans: কলরাডো নদীর গিরিখাতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায় । 

  1. বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ? 

Ans: টেনেসি নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে । 

  1. মিসিসিপি নদীর প্রধান উপনদী কোনটি ? 

Ans: মিসৌরি । 

  1. গ্রেইরি ভূপভূমি অঞ্চলে কী কী গাছ জন্মায় ? 

Ans: হে , ক্লোভার , আলফা আলফা তৃণ ও ভুটা জন্মায় । 

  1. প্রেইরি তৃণভূমি অঞ্চলকে কী বলা হয় ? 

Ans: পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় । 

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহের খনি কোন্‌টি ? 

Ans: মেসারি । 

  1. কাকে ডেয়ারি রাজ্য বলা হয় ? 

Ans: মিচিগান ও সুপিরিয়র হ্রদ সংলগ্ন উইসকনসিন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয় ।

  1. পৃথিবীতে মোট কটি শিল্ড অঞ্চল আছে । 

Ans: পৃথিবীতে মোট 11 টি শিল্ড অঞ্চল আছে । 

17 কলোরাডো নদী কোন্ অঞ্চলকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে ?

Ans: মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে ।

  1. শ্যাবর্তন কাকে বলে ? 

Ans: একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে পর্যায়ক্রমে চাষ করাকে শস্যাবর্তন বলে । 

  1. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোথায় অবস্থিত ?

Ans: টিমিনিসে অবস্থিত ।

  1. কে কবে আমেরিকা আসার জলপথ আবিষ্কার করেন ?

Ans: 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা – আসার জলপথ আবিষ্কার করেন ।

  1. কার নামে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় ? 

Ans: আমেরিগো ভেসপুচির নামে ।

  1. যোজক কাকে বলে ?

Ans: দুটি মহাদেশকে সংযুক্ত করলে যে স্বাধীন ভূখণ্ড সৃষ্টি হয় , তা হল যোজক । 

  1. কবে পানামা খাল কাটা হয় ? 

Ans: 1914 সালে পানামা খাল কাটা হয় । 

  1. উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কী ? 

Ans: মিসিসিপি – মিসৌরি । 

  1. উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কী ? এর উচ্চতা কত ? 

Ans: আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাক্‌কিনলে । এর উচ্চতা 6,195 মিটার । 

  1. উত্তর আমেরিকার প্রধান প্রধান শহরগুলি কী কী ? 

Ans: ওয়াশিংটন ডিসি , নিউইয়র্ক , ক্যালিফোর্নিয়া , মেক্সিকো সিটি , শিকাগো , টরেন্টো ইত্যাদি ।

  1. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ? 

Ans: সুপিরিয়র হ্রদ । 

  1. সুপিরিয়র , মিচিগান , ছুরন , ইরি , অন্টারিও – এই পাঁচটি হ্রদকে একত্রে সৌর কী ধরনের বদ্বীপ সৃষ্টি করেছে ? 

Ans: পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি করেছে । 

  1. পূর্বের ভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? 

Ans: পূর্বের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল অ্যাপালাশিয়ানের গুরিজ পর্বতের মাউন্ট মিশেল । 

  1. কানাডার শিল্ড অঞ্চলে কী কী হ্র রয়েছে ? 

Ans: উইনিপেগ , গ্রেট বিয়ার , আথাবান্ধা , গ্রেট প্লেড ইত্যাদি । 

  1. পৃথিবীর বিখ্যাত গিরিখাত কোনটি ? 

Ans: গ্রান্ড ক্যানিয়ন । 

  1. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? 

Ans: গ্রিনল্যান্ড । 

  1. পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি ? 

Ans: আটলান্টা । 

  1. পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি ? 

Ans: স্যাডবেরি । 

  1. পৃথিবীর বৃহত্তম স্বর্ণখনি কোন্‌টি ? 

Ans: টিমিনিস । 

  1. কানাডার শিল্ড অঞ্চলের প্রধান প্রধান নদীগুলি কী কী ? 

Ans: কানাডার শিল্ড অঞ্চলের প্রধান নদীগুলি হল ম্যাকেঞ্জি , চার্চিল , নেলসন প্রভৃতি ।

  1. কানাডার শিল্ড অঞ্চলের কী কী চাষ করা হয় ? 

Ans: গম , যব , আলু , ওট , বিট , চাষ করা হয় । 

  1. কানাডার শিল্প অঞ্চলটি কোন্ শিলা দ্বারা গঠিত ? 

Ans: এই অঞ্চলটি প্রধানত গ্রানাইট , নিস দ্বারা গঠিত । 

  1. কানাডার শিল্ডের আকৃতি কেমন , এর অপর নাম কী ? 

Ans: কানাডার শিল্ড অঞ্চল ‘ ‘ আকৃতির । এর অপর নাম হল লরেণীয় , মালভূমি । 

  1. পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কি?

Ans: উত্তর আমেরিকা।

  1. উত্তর আমেরিকা মহাদেশের আয়তন কত?

Ans:24709000 বর্গকিলোমিটার।

  1. উত্তর আমেরিকা মহাদেশের আয়তন ভারতের আয়তনের কতগুণ?

Ans: প্রায় ছয় গুণ।

  1. উত্তর আমেরিকা মহাদেশ কে কবে আবিষ্কার করেন?

Ans:ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস, 1492 খ্রীঃ।

  1. কার নাম অনুসারে আমেরিকার নামকরণ হয়েছে?

Ans: আমেরিগো ভেসপুচি।

  1. উত্তর আমেরিকা মহাদেশে মোট কতগুলি দেশ আছে?

Ans: 23টি।

  1. উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম কি?

Ans:কানাডা।

  1. উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি?

Ans:সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

  1. উত্তর আমেরিকা মহাদেশের অক্ষাংশগত বিস্তার লেখ?

Ans: 7° উত্তর অক্ষাংশ থেকে 84° উত্তর অক্ষাংশ পর্যন্ত।

  1. উত্তর আমেরিকা মহাদেশের দ্রাঘিমাংশগত বিস্তার লেখ?

Ans: 20° পশ্চিম দ্রাঘিমা থেকে 173° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত।

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

সংক্ষিপ্ত | উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Uttar America SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. কানাডীয় শিল্প বলতে কী বোঝ ? 

Ans: কানাড়া মহাদেশের উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই সুবিস্তীর্ণ উচ্চভূমি অবস্থিত । এই উচ্চভূমিকে কানাডীয় শিশু বলা হয় ।

  1. ফর শিল্প কী এবং তা কোথায় দেখা যায় ? 

Ans: শিশু অঞ্চলের সর্বত্রই এই ফার শিল্প গড়ে উঠেছে । দীর্ঘ লোমযুক্ত চামড়া ( ফার ) থেকে শীতের পোশাক তৈরি করা হয় ।

  1. কানাডার শিশু অঞ্চলে কী কী জীবজন্তু দেখা যায় ? 

Ans: বলগা হরিণ , বিভাগ , বনবিড়াল , লোমশ কুকুর দেখতে পাওয়া যায় । প্রচন্ড ঠান্ডার জন্য এদের শরীর বড়োবড়ো লোমযুক্ত হয় ।

  1. উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম লেখ।

Ans: উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম ম্যাককিনলে।

  1. উত্তর আমেরিকার কোন তৃণভূমি ও জলবায়ুতে আলফা – আলফা ঘাসের প্রাধ্যান্য দেখা যায়? 

Ans: উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি ও জলবায়ুতে আলফা – আলফা ঘাসের প্রাধ্যান্য দেখা যায়।

  1. আকৃতি অনুসারে উত্তর আমেরিকাকে দেখতে কিসের মতো লাগে? 

Ans: আকৃতি অনুসারে উত্তর আমেরিকাকে দেখতে অল্টানো ত্রিভুজের মতো লাগে।

  1. উত্তর আমেরিকার একটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে?

Ans: উত্তর আমেরিকার একটি পশ্চিমবাহিনী নদীর নাম হল কলোরাডো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে।

  1. ‘পৃথিবীর কসাইখানা’ কাকে বলা হয়?

Ans: ‘পৃথিবীর কসাইখানা’ শিকাগোকে বলা হয়।

  1. কাকে ‘বরফ খাদক’ বলা হয়?

Ans: চিনুককে বরফ খাদক বলে।

  1. যোজক কী? 

Ans: যোজক হল দুটি মহাদেশকে সংযুক্ত করে যে সংকীর্ণ ভূভাগ।

  1. বিশ্বের বৃহত্তম নদী উপত্যাকা পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে?

Ans: বিশ্বের বৃহত্তম নদী উপত্যাকা পরিকল্পনার নাম টেনেসি নদীর উপর গড়ে উঠেছে।

  1. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

Ans: পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Uttar America Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. শিকাগো শহরকে ‘ পৃথিবীর কসাইখানা ‘ বলা হয় কেন ? 

Ans: মিচিগান নদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে বিখ্যাত । শিকাগোতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু ষধ করা হয় । পৃথিবীর কোনো স্থানে এত বেশি সংখ্যক পশু হত্যা করা হয় না । এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় । 

  1. উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে পশুপালনে উন্নতির কারণগুলি কী কী ? 

Ans: যে সকল কারণে হ্রদ অঞ্চলের পশুপালনে উন্নতি সেগুলি হল- ( i ) প্রচুর পরিমাণে ভুট্টা , হে , ক্লোভার ঘাস জন্মায় , যা পশুখাদ্যের পর্যাপ্ত জোগান দেয় ( ii ) হ্রদ অঞ্চলের পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায় ( iii ) বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুদের অগাধ বিচরণের সুবিধা ( iv ) এই অঞ্চলের শীতল জলবায়ুর জন্য দুধ ও দুগ্ধজাত দ্রব্য এবং মাংস প্রভৃতি পচনশীল উপাদানের সহজ সংস্করণ করা যায় । 

  1. কানাডার শিশু অঞ্চলের কাগজ শিল্পের বিবরণ দাও । 

Ans: কাগজ শিল্পে কানাডা বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে । কাগজ , কাগজের মন্ড ও নিউজ প্রিন্ট উৎপাদনে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে । কানাডার শিল্ড অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি । এই বনভূমির কাঠই হলো কাগজ শিল্পের প্রধান কাঁচামাল । এই বনভূমির কাঠ নরম প্রকৃতির হওয়ায় তার থেকে সহজেই কাগজ ও কাগজের মন্ড উৎপাদন করা যায় । এই অঞ্চলের কাগজ শিল্পকেন্দ্রগুলি হল উইনিপেগ , মট্রিন , টোরেন্টো , ভ্যাঙ্কুবার প্রভৃতি । 

  1. কে , কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ? 

Ans: 1492 খ্রিস্টাব্দে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন । তিনি বর্তমান উত্তর আমেরিকা মহাদেশের পূর্বদিকের দ্বীপপুঞ্জে উপস্থিত হন । ওই দ্বীপপুঞ্জগুলিকেই তিনি ভারতীয় দ্বীপপুঞ্জ বলে মনে করেন । 

  1. কে . কবে আমেরিকা মহাদেশের নামকরণ করেন ? 

Ans: 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি নামে আর এক পোর্তুগিজ নাবিক কলম্বাসের পথ অনুসরণ করে উত্তর আমেরিকা মহাদেশের মুখ ঘুরে এসে উপস্থিত হন । তিনি বুঝতে পারেন এটি ভারতবর্ষ নয় । তিনি নিজের নাম অনুসারে এই দেশের নামকরণ করেন আমেরিকা মহাদেশ।

  1. কোন্ দ্বীপগুলিকে কে ভারতীয় দ্বীপপুঞ্জ নামকরণ করেছিলেন ?

Ans: কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে বর্তমান উত্তর আমেরিকা মহাদেশের পূর্বদিকের দ্বীপপুঞ্জে উপস্থিত হয়ে ওই দ্বীপগুলোকে ভারতীয় দ্বীপপুঞ্জ বলে অভিহিত করেন । 

  1. পানামা খাল কাটায় কী কী সুবিধা হয়েছে ?

Ans: 1914 সালে পানামা যোজকটিকে কেটে পানামা খাল পথ তৈরি করা হয় । এর ফলে উত্তর আমেরিকার পূর্ব উপকূল ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের নৌ – যোগাযোগ অনেক সহজ হয়েছে । 

  1. হ্রদ অঞ্চলে কৃষির উন্নতির কারণগুলি লেখো ।

Ans: হ্রদ অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম কৃষি উন্নত অঞ্চল । এই অঞ্চলে কৃষির উন্নতির কারণগুলি হল— ( 1 ) বিস্তীর্ন তরঙ্গায়িত সমতল ভূমি ( ii ) আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুবিধা ( ii ) শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ ( iv ) হ্রদগুলি থেকে জলসেচের মাধ্যমে পর্যাপ্ত জল সহজেই পাওয়া যায় । ( v ) এখানকার উন্নত চার্নোজেম মৃত্তিকা কৃষিকার্যের পক্ষে আদর্শ । ( vi ) ঘনবসতির জন্য কৃষি ফসলের ব্যাপক চাহিদা ( vii ) নাতিশীতোয় ও আর্দ্র জলবায়ু , যে কারণে পরিমিত বৃষ্টিপাত ও উন্নতা ।

  1. কানাডা কান্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন ? 

Ans: এখানে দক্ষিণ ও দক্ষিণ – পূর্ব অংশে প্রচুর সরলবর্গীয় অরণ্য রয়েছে । আয়তনে এই বনভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম । এই বনভূমির প্রচুর নরম প্রকতির কাঠই হল কান্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল । শিল্ড অধ্যলের খরস্রোতা নদীগুলি থেকে উন্নত জলবিদ্যুৎ , দক্ষ শ্রমিকের জোগান , প্রচুর মূলধনের জোগান সহ সহযোগিতা । এই বনভূমির কাঠ যা থেকেই সহজেই কাগজ ও কাগজের মণ্ড উৎপাদন করা যায় । এছাড়া অন্য যে কারণগুলি এই দুই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে তা হল শীতকালে এখানের নদীগুলি জমে বরফ হয়ে যায় , তখন গাছ কেটে বরফের নদীতে ফেলে রাখা হয় , গরমকালে বরফ গলে বলে কাঠগুলো চেরাইকলে পৌঁছে যায় । 

  1. কানাডার শিন্ড অঞ্চল শিল্পে উন্নত কেন ?

Ans: কানাডার শিল্ড অঞ্চল শিল্পে উন্নত হওয়ার কারণগুলি হল- ( i ) এখানে পর্যাপ্ত বনভূমিতে বন্যপশুর লোমশ চামড়া ও প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায় । ( ii ) কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরী দক্ষতার সহায়তা পাওয়া যায় । ( iii ) স্থানীয় শীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তির প্রাপ্যতা । ( iv ) শিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথের কারণে শিশু অঞ্চল শিল্পে উন্নত হয়েছে । 5. মধ্যভাগের সমভূমি অঞ্চল বৃহৎ সমভূমি নামে পরিচিত কেন ? Ans: পশ্চিমে পার্বত্য অঞ্চল ও পূর্বভাগের উচ্চভূমি অঞ্চলের মাঝখানে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত এক বিশাল অঞ্চল জুড়ে মধ্যভাগের সমভূমি অঞ্চল অবস্থান করছে তাই একে বৃহৎ সমভূমি বলে ।

  1. মৃত্যু উপত্যকা ‘ কী ? 

Ans: পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নীচু । তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না । তাই এই গভীর উপত্যকা ‘ মৃত্যু উপত্যকা ‘ নামে পরিচিত । 

  1. গ্রেইরি তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি ‘ বলা হয় কেন ? 

Ans: প্রেইরি তৃণভূমি অঞ্চল জুড়ে প্রচুর পরিমানে গম উৎপন্ন হয় । এই অঞ্চলের উত্তরাংশে উঘ্ন চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয় । এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত । এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় , বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম ‘ পৃথিবীর রুটির ঝুড়ি ‘ । 

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Uttar America Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. ভূমিহূপের বৈচিত্র্য অনুসারে উত্তর আমেরিকা মহাদেশের সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয় এবং তাদের বর্ণনা দাও । 

Ans: ভূমিরূপের বৈচিত্র্য অনুসারে এখানের সমভূমিকে চারটি ভাগে ভাগ করা যায়ঃ 

সেন্ট লরেন্স নদীর অববাহিকার সমভূমি : এটি পূর্বের উচ্চভূমি অঞ্চল ও কানাডিয়ান শিল্ড অঞ্চলের মধ্যবর্তী অংশে । 

হ্রদ অঞ্চলের সমভূমি : পঞ্চ হ্রদ – সুপিরিয়র , মিচিগান , হুরন , ইরি , অন্টারিও ও দক্ষিণ তীরের এলাকা এর অন্তর্গত । সুপিরিয়র হল পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ।

প্রেইরি সমভূমি : মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সমভূমি অবস্থিত । এখানকার সমভূমি মূলত তৃণভূমি প্রধান । তাই একে প্রেইরি তৃণভূমি অঞ্চলও বলা হয় ।  

 মিসিসিপি – মিসৌরি অববাহিকার সমভূমি : পূর্বদিকের উচ্চভূমি ও পশ্চিমের পার্বত্য অঞ্চলের মধ্যবর্তী অংশ । এই সমভূমির দক্ষিণে পাখির পায়ের মতো মিসিসিপি – মিসৌরি নদী বদ্বীপ সৃষ্টি করেছে ।

2. কানাডীয় শিল্ড অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও । 

Ans: কানাডীয় শিল্ড অঞ্চলের সামগ্রিক জলবায়ু অতি শীতল মহাদেশীয় প্রকৃতির । শিন্ড অঞ্চলের উত্তরাংশে অতি শীতল তুলা জলবায়ু দেখা যায় । বছরের সাত মাস এখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকায় সমগ্র অঞ্চলটি বরফাচ্ছন্ন থাকে । গ্রীষ্মকাল এখানে স্বল্পস্থায়ী , তাপমাত্রা গড়ে 10 ° সে .। মোট বৃষ্টিপাতের পরিমাণ বছরে 40 সেমির কম । শিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণপূর্বের অংশটির জলবায়ু উদ্বু প্রকৃতির । শিল্ড অঞ্চলের উত্তরে অতি শীতল জলবায়ুর জন্য শৈবাল , গুল্ম ও ঔষধি গাছ ছাড়া কোনো বড়ো গাছ জন্মায় না । শিল্প অঞ্চলের দক্ষিণে ও দক্ষিণ পূর্বে প্রচুর পরিমাণে পাইন , ফার , বর্গ , ম্যাপল প্রভৃতি সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায় । এই কাঠের প্রাচুর্যতার কারণে কানাডা কান্ঠশিল্পে বেশ উন্নত । কানাডীয় শিল্ড অঞ্চলের দক্ষিণ পূর্বাংশে ওক , এলম , সাদা সিডার , পাইন প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদ ও সরলবর্গীয় উদ্ভিদের মিশ্র বনভূমি দেখা যায় ।

3. ভূ – প্রকৃতির তারতম্য অনুসারে উত্তর আমেরিকা মহাদেশকে কয় ভাগে ভাগ করা হয় লেখো এবং একটি ভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও । 

Ans: ভূ – প্রকৃতির তারতম্যের ভিত্তিতে উত্তর আমেরিকা মহাদেশকে তিনটি ভাগে ভাগ করা হয় । যথা- ( i ) পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা । ( ii ) মধ্যভাগের সমভূমি অঞ্চল । ( iii ) কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি । পশ্চিমে পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরাঃ এই অঙ্গটি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর উত্তরে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত । এই কর্ডিলেরা আরও দক্ষিণ দিকে আদি নামে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রসারিত হয়েছে । এই পার্বত্য অঞ্চলটি হিমালয় পার্বত্য অঞ্চলের মতোই নবীন ভঙ্গিল পর্বত । প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর পাত এবং উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের অভিসারী সীমানা বরাবর সংঘর্ষের ফলে এই নবীন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে । এর মধ্যভাগ চওড়া ও দুটিগ্রান্ত ক্রমশ সরু হয়েছে । এখানকার প্রধান প্রধান পর্বতশ্রেণি কোস্ট রেঞ্জ , আলাস্কা রেঞ্জ , ব্রুকস রেঞ্জ । এদের মধ্যে আলাস্কা রেখের মাউন্ট ম্যাককিনলে ( 6 , 195 মি ) , এই পার্বত্য অঞ্চল তথা উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ । এখানকার প্রবাহিত প্রধান নদীগুলি হল- ইউকন , কলোরাডো , কলম্বিয়া , ফ্রেজার ইত্যাদি । এগুলি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে । 

4. উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিবরণ দাও । 

Ans: মধ্যভাগের সমভূমি অঞ্চল : এই সমভূমি একটি বৃহৎ সমভূমি বা Great plain নামে পরিচিত । কারণ , পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্ব ভাগের উচ্চভূমি অঞ্চলের মাঝখানে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত এক বিশাল অঞ্চল জুড়ে এটি অবস্থান করছে । এখানকার উল্লেখযোগ্য নদীগুলি হল ম্যাকেঞ্জি , সেন্ট লরেন্স , মিসিসিপি – মিসৌরি প্রভৃতি । এখানে প্রচুর মালভূমি , টিলা ও নিম্ন মালভূমি রয়েছে । সব মিলিয়ে অঞ্চলটিকে তরঙ্গায়িত বলা যায় । এই সমভূমির উত্তর দিকে হাডসন উপসাগরকে বেষ্টন করে , কানাডিয়ান শিল্ড অবস্থান করছে । দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্য চলার ফলে এই অঞ্চলটি যায় সমভূমিতে পরিণত হয়েছে । এটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশবিশেষ । এখানের উল্লেখযোগ্য হ্রদগুলি হল উইনিপেগ , ছোট বিয়ার , আথাবাস্কা , গ্রেট স্নেভ ইত্যাদি । এখানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পাঁচটি বৃহৎ হ্রদের সৃষ্টি হয়েছে । এগুলি হল সুপিরিয়র , মিচিগান , হুরন , ইরি ও অন্টারিও । এই পাঁচটি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ ও বলা হয় ।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Geography Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

অষ্টম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 8 Suggestion 2023 – অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩ 

আরোও দেখুন:-

Class 8 Bengali Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 English Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Geography Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 History Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Physical Science Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Life Science Suggestion 2023 Click here

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion 

” উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography Uttar America Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Uttar America Question and Answer / Class 8 Geography Uttar America Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Uttar America Exam Guide / Class 8 Geography Uttar America Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography Uttar America Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Uttar America Suggestion FREE PDF Download) সফল হবে।

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | উত্তর আমেরিকা (নবম অধ্যায়) Class 8 Geography Uttar America Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল 

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উত্তর আমেরিকা (নবম অধ্যায়) Class 8 Geography Uttar America Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল 

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | উত্তর আমেরিকা (নবম অধ্যায়) Class 8 Geography Uttar America Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography Uttar America 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography Uttar America) – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | উত্তর আমেরিকা (নবম অধ্যায়) | Class 8 Geography Uttar America Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) | উত্তর আমেরিকা অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Uttar America Question and Answer, Suggestion | Class 8 Geography Uttar America Question and Answer Suggestion | Class 8 Geography Uttar America Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion. 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | উত্তর আমেরিকা (নবম অধ্যায়) । Class 8 Geography Uttar America Question and Answer Suggestion.

WBBSE Class 8th Geography Uttar America Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়)

WBBSE Class 8 Geography Uttar America Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । উত্তর আমেরিকা (নবম অধ্যায়) | Class 8 Geography Uttar America Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 8 Geography Uttar America Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 

Class 8 Geography Uttar America Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Uttar America Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 8 Geography Uttar America Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 8 Geography Uttar America Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Uttar America Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Uttar America Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.উত্তর আমেরিকা অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 8 Geography Uttar America Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 8 Geography Uttar America Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .

Class Eight VIII Geography Uttar America Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam 

Class 8 Geography Uttar America Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography Uttar America Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer with FREE PDF Download Link

PDF File Name উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” উত্তর আমেরিকা (নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Uttar America Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।