ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর
Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali
ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Question and Answer নিচে দেওয়া হল। এই ” ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali ” প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali থেকে বিভিন্ন রকম ভাবে উপকৃত হবে।
তোমরা যারা ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ( Short Question and Answer / SAQ ) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali
- পশ্চিমবঙ্গের ডুয়ার্সের কোন বনভূমি বেশি দেখা যায়?
Ans: পশ্চিমবঙ্গের ডুয়ার্সের চিরহরিৎ বনভূমি বেশি দেখা যায়।
- সামাজিক বনসৃজন কাকে বলে?
Ans: সাধারণ মানুষ যখন সম্মিলিতভাবে বনভূমি সৃষ্টি ও রক্ষা করে তখন তাকে সামাজিক বনসৃজন বলে।
- রডোডেনড্রন ______ উদ্ভিদ।
Ans: রডোডেনড্রন আল্পীয় উদ্ভিদ।
- ভারতের পর্ণমোচী অরণ্য এর উল্লেখযোগ্য বৃক্ষ গুলো কি কি?
Ans: শাল, সেগুন ,শিমুল, জারুল, মহুয়া, শিরীষ আম,জাম, বট ,নিম প্রভৃতি ভারতের পর্ণমোচী অরণ্য এর উল্লেখযোগ্য বৃক্ষ।
- চির জাতীয় বৃক্ষের উদাহরণ দাও?
Ans: শিশু, গর্জন, তুন, রবার প্রভৃতি চির জাতীয় বৃক্ষ।
- পশ্চিমবঙ্গের শীতকাল বৃষ্টিপাত কম হয় বলে বেশির ভাগ জায়গায় ________ উদ্ভিদ লক্ষ্য করা যায়।
Ans: পশ্চিমবঙ্গের শীতকাল বৃষ্টিপাত কম হয় বলে বেশির ভাগ জায়গায় পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়।
- ______ গাছ জন্মায় পর্ণমোচী অরণ্য।
Ans: চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্য।
- পান্থপাদপ গাছ কোথায় বেশি দেখা যায়?
Ans: পান্থপাদপ গাছ বেশি দেখা যায় থর মরুভূমিতে।
- সামাজিক বনসৃজন শুরু হয় কত সালে?
Ans: সামাজিক বনসৃজন শুরু হয় 1976 সালে।
- পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ কি প্রকৃতির?
Ans: পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ আদ্র পর্ণমোচী প্রকৃতি।
- জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়?
Ans: জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে।
- ভারতের অন্যতম ম্যানগ্রোভ অরণ্য হল?
Ans: ভারতের অন্যতম ম্যানগ্রোভ অরণ্য হল ভিতরকণিকা।
- পশ্চিমবঙ্গের কোনদিকে সুন্দরবন অবস্থিত?
Ans: পশ্চিমবঙ্গের দক্ষিনে সুন্দরবন অবস্থিত।
- বনভূমির পরিমাণ কোন রাজ্যে সবচেয়ে বেশি?
Ans: বনভূমির পরিমাণ মধ্য প্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি।
- নদী তীরবর্তী অঞ্চলে উদ্ভিদ কে কি বলে?
Ans: নদী তীরবর্তী অঞ্চলে উদ্ভিদ কে Riparian Tree বলে।
- কোথায় সর্বাধিক শাল গাছ দেখা যায়?
Ans: মধ্যপ্রদেশে সর্বাধিক শাল গাছ দেখা যায়।
- চন্দন গাছ কোথায় সর্বাধিক দেখা যায়?
Ans: চন্দন গাছ কর্ণাটকে সর্বাধিক দেখা যায়।
- ম্যানগ্রোভ অরণ্যের আচ্ছাদন কত বর্গকিমি বৃদ্ধি পেয়েছে?
Ans: ম্যানগ্রোভ অরণ্যের আচ্ছাদন 23.34 বর্গকিমি বৃদ্ধি পেয়েছে।
- অরণ্য কাকে বলা হয়?
Ans: হেক্টরপ্রতি 5% গাছ থাকলে তাকে অরণ্য বলা হয়।
- ভারতীয় অরন্যের প্রথম শ্রেণীবিভাগ করেন?
Ans: ভারতীয় অরন্যের প্রথম শ্রেণীবিভাগ করেন আবহাওয়া বিজ্ঞানী চ্যাম্পিয়ন।
- আন্দামান-নিকোবর এ কোন বনভূমি রয়েছে?
Ans: আন্দামান-নিকোবর এ ক্রান্তীয় চিরসবুজ বনভূমি রয়েছে।
- রবার গাছ কি ধরনের উদ্ভিদ?
Ans: রবার গাছ ক্রান্তীয় চিরসবুজ ধরনের উদ্ভিদ।
- বছরের 200 সেমির বেশি বৃষ্টিপাত হয় সেখানে কোন বনভূমি জন্মায়?
Ans: বছরের 200 সেমির বেশি বৃষ্টিপাত হয় সেখানে চিরহরিৎ বনভূমি জন্মায়।
- কোন উদ্ভিদের গাছের বর্ষবলয় ভালোভাবে বোঝা যায়?
Ans: ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের গাছের বর্ষবলয় ভালোভাবে বোঝা যায়।
- ভারতে কোন ধরনের বনভূমির কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?
Ans: ভারতে ক্রান্তীয় পর্ণমোচী ধরনের বনভূমির কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
- ফনিমনসা কি জাতীয় উদ্ভিদ?
Ans: ফনিমনসা মরু জাতীয় উদ্ভিদ।
- কোন জাতীয় উদ্ভিদ থেকে দেশলাই তৈরি করা হয়?
Ans: সরলবর্গীয় উদ্ভিদ থেকে দেশলাই তৈরি করা হয়।
- কোন উদ্ভিদে শ্বাসমূল থাকে?
Ans: লম্বনাম্বু উদ্ভিদে শ্বাসমূল থাকে।
- পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?
Ans: পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ভারতের সুন্দরবন অঞ্চল।
- ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার টি কোথায় অবস্থিত?
Ans: ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার টি দেরাদুনে অবস্থিত।
- পৃথিবীর মোট ভূমি ভাগের কত শতাংশের মতো ভারতে আছে?
Ans: পৃথিবীর মোট ভূমি ভাগের এক শতাংশের মতো ভারতে আছে।
- সরকারি আয়ের কত শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়?
Ans: সরকারি আয়ের 2 শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়।
- ভারতের ক্ষেত্রমান মধ্যে বনভূমির পরিমাণ কত শতাংশ?
Ans: ভারতের ক্ষেত্রমান মধ্যে বনভূমির পরিমাণ 24.01 শতাংশ।
- খ্রিস্টপূর্ব 3000 বছর আগে ভারতের ____ শতাংশ বনাবৃত ছিল।
Ans: খ্রিস্টপূর্ব 3000 বছর আগে ভারতের 80 শতাংশ বনাবৃত ছিল।
- কৃষি বনসৃজন কাকে বলে?
Ans: কৃষির সাথে বনভূমি গড়ে তোলাকে কৃষি বনসৃজন বলে।
- তামিলনাড়ুর কাবেরী নদীর মোহনায় কোন অরণ্য দেখা যায়?
Ans: তামিলনাড়ুর কাবেরী নদীর মোহনায় point calimere wildlife and bird sanctuary অরণ্য দেখা যায়।
- ভারতের মরু অঞ্চলের উদ্ভিদ কি নামে পরিচিত?
Ans: ভারতের মরু অঞ্চলের উদ্ভিদ জেরোফাইট নামে পরিচিত।
- হিমালয় 4000 মিটার বেশি উচ্চতায় ______ বনভূমি দেখা যায়।
Ans: হিমালয় 4000 মিটার বেশি উচ্চতায় আল্পীয় বনভূমি দেখা যায়।
- ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখ?
Ans: ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।
- ________ সালে জাতীয় বননীতি গ্রহণ করা হয়।
Ans: 1952 সালে জাতীয় বননীতি গ্রহণ করা হয়।
- বাবলা একটি ______ উদ্ভিদের উদাহরণ।
Ans: বাবলা একটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ।
- কোন গাছে রেশম কীট পালন করা হয়?
Ans: তুঁত গাছে রেশম কীট পালন করা হয়।
- দাবানল কাকে বলে?
Ans: বৃক্ষে বৃক্ষে ঘর্ষণজাত ও অরণ্য দহনকারী আগুনকে দাবানল বলে।
- কোন গাছের নাম অনুসারে সুন্দরবন নামকরণ হয়েছে?
Ans: সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবন নামকরণ হয়েছে।
- সবাই ঘাস ____ পর্ণমোচী বনভূমিতে জন্মায়।
Ans: সবাই ঘাস শুষ্ক পর্ণমোচী বনভূমিতে জন্মায়।
- মৌসুমী অরণ্য কাকে বলে?
Ans: ভারতের পর্ণমোচী অরণ্য মৌসুমী অরণ্য নামে পরিচিত।
- ভারতের কোন অঞ্চলে সাভানা উদ্ভিদ জন্মায়?
Ans: ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে সাভানা উদ্ভিদ জন্মায়।
- ভারতের একমাত্র ভাসমান অরণ্যভূমি কোথায় অবস্থিত?
Ans: ভারতের একমাত্র ভাসমান অরণ্যভূমি মনিপুরের কইবুল লামযাও।
- ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এর অধিকাংশ গাছের পাতা ________ পাতা ঝরে যায়।
Ans: ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এর অধিকাংশ গাছের পাতা শীতকালে পাতা ঝরে যায়।
- রাজস্থান মরু অঞ্চলে _______ শ্রেণীর উদ্ভিদের শিকড় সুদীর্ঘ হয়।
Ans: রাজস্থান মরু অঞ্চলে জেরোফাইট শ্রেণীর উদ্ভিদের শিকড় সুদীর্ঘ হয়।
- ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষ গুলি কত মিটার পর্যন্ত লম্বা হয়?
Ans: ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষ গুলি 60 মিটার পর্যন্ত লম্বা হয়।
- অন্ধ্রপ্রদেশ ও কেরালা রাজ্যে অরণ্য নষ্ট হয়ে গেছে মূলত _________ ও _______ গাছের জন্য।
Ans: অন্ধ্রপ্রদেশ ও কেরালা রাজ্যে অরণ্য নষ্ট হয়ে গেছে মূলত ইউক্যালিপ্টাস ও রাবার গাছের জন্য।
- Forest research institute’ অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans: ‘Forest research institute- অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত।
- ‘Institute of Arid zone forestry research’ – অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans: ‘Institute of Arid zone forestry research’ – অরণ্য গবেষণাগার যোধপুরে অবস্থিত।
- ‘Institute of rain and moist deciduous forest’ অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans: ‘Institute of rain and moist deciduous forest’ – অরণ্য গবেষণাগার জোরহাটে অবস্থিত।
- ‘Institute of wood science and technology’ অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans: Institute of wood science and technology-অরণ্য গবেষণাগার বেঙ্গালুরুতে অবস্থিত।
- ‘Tropical forestry research institute’ অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans: ‘Tropical forestry research institute’ অরণ্য গবেষণাগার জব্বলপুরে অবস্থিত।
- ‘Institute of forest genetics and tree Breeding’ অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans: ‘Institute of forest genetics and tree Breeding’ অরণ্য গবেষণাগার কোয়েম্বাটুরে অবস্থিত।
- ‘Temperate forest research centre’ অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans: Temperate forest research centre- অরণ্য গবেষণাগার সিমলাতে অবস্থিত।
- ‘Centre for forest productivity’ অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans: Centre for forest productivity- অরণ্য গবেষণাগার রাঁচিতে অবস্থিত।
- ‘Centre for social forestry and environment’ অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans: Centre for social forestry and environment – অরণ্য গবেষণাগার এলাহাবাদে অবস্থিত।
- কৃষি বনসৃজন কাকে বলে?
Ans: কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি কৃষক যখন কাঠ ,জৈব সার ,ফলমূল, ওষুধ পাওয়ার জন্য কৃষি জমির মাঝেমাঝে জমির সীমানা বরাবর অথবা অনাবাদি পতিত জমিতে প্রয়োজনীয় গাছ লাগিয়ে বনভূমি গড়ে তোলেন তখন তাকে কৃষি বনসৃজন বলে ।
Geography SAQ Short Question and Answer in Bengali
3000 Geography SAQ Short Question and Answer in Bengali Click Here
INFO : ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali
” ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, 10, Madhyamik, Class 11, 12, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WB Govt Job, Central Job, UPSC, WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস [ ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ | Natural Vegetation of India (Geography) SAQ / Short Question and Answer / ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) কুইজ | Natural Vegetation of India (Geography) Quiz / ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali QNA / ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali FREE PDF Download ] পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali PDF FREE Download
File Details:
PDF File Name | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link | Click Here To Download |
ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর
ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর : ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।
ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali
ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) with Question and Answer in Bengali | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali. ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali দেওয়া হয়েছে।
ভারতের স্বাভাবিক উদ্ভিদ – ভূগোল প্রশ্নউত্তর | Natural Vegetation of India – Geography SAQ in Bengali
ভারতের স্বাভাবিক উদ্ভিদ – ভূগোল প্রশ্নউত্তর | Natural Vegetation of India – Geography SAQ : ভারতের স্বাভাবিক উদ্ভিদ – ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) with SAQ in Bengali | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) SAQ in Bengali. ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।
ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India Question and Answer in Bengali
ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India Question and Answer in Bengali : ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India Question and Answer in Bengali | ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India Question and Answer in Bengali. ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Question and Answer in Bengali ।
Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর
Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।
ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali PDF
ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Shot Question and Answer in Bengali PDF : এই বিষয়ে PDF ফাইলের লিঙ্ক উপরে দেওয়া হয়েছে। এছাড়াও স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক , গ্রাজুয়েশনের সমস্ত বিষয় এবং বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য স্টাডি ম্যাটেরিয়াল নোটস প্রদান করা হয়।
ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Natural Vegetation of India (Geography) Short Question and Answer in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।