HS Education Question Paper 2024
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪
HS Education Question Paper 2024 | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ : HS Education Question Paper 2024 | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS Education Question Paper 2024 – উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ মধ্যে MCQ, SAQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হয়েছে। আপনারা যারা HS Education Question Paper 2024 | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া HS Education Question Paper 2024 – উচ্চমাধ্যমিক বাংলা ২০২৪ প্রশ্নপত্র গুলো ভালো করে পড়তে পারেন।
উচ্চমাধ্যমিক বাংলা 2024 পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম প্রশ্নপত্র বা উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ – HS Education Question Paper 2024 নিচে দেওয়া রয়েছে।
West Bengal Higher Secondary (WBCHSE Class 12th) / HS Education Question Paper 2024 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪
সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট ( প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য )
Full Marks : ৮০ (80)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24
(i) শিখনের শেষ স্তর হলো—
(a) জ্ঞানার্জন
(b) পুনরুদ্রেক
(c) ধারণ বা সংরক্ষণ
(d) প্রত্যভিজ্ঞা।
Ans: প্রত্যভিজ্ঞা
(ii) ‘g’ উপাদান প্রয়োজন হয়—
(a) কেবলমাত্র শিক্ষামূলক কাজে
(b) কেবলমাত্র গাণিতিক কাজে
(c) সব ধরনের কাজে
(d) কোনো কোনো কাজে ৷
Ans: (c) সব ধরনের কাজে
(iii) ‘বহুউপাদান’ তত্ত্বের প্রবক্তা হলেন—
(a) থর্নডাইক
(b) থার্স্টোন
(c) স্পীয়ারম্যান
(d) কোহলার
Ans: (b) থার্স্টোন
(iv) R-type অনুবর্তনটির নামকরণ করেছেন—
(a) স্কিনার
(b) প্যাভলভ
(c) থর্নডাইক
(d) ভার্নন।
Ans: (a) স্কিনার
(v) ‘প্রচেষ্টা ও ভুল’ শিখন তত্ত্বের প্রবক্তা হলেন—
(a) প্যাভলভ
(b) স্কিনার
(c) থর্নডাইক
(d) কফকা
Ans: (a) প্যাভলভ
(vi) অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত: সম্ভব হয়—
(a) অনুশীলনের দ্বারা
(b) বুদ্ধির দ্বারা
(c) অনুবর্তনের দ্বারা
(d) মনোযোগের দ্বারা।
Ans: (a) অনুশীলনের দ্বারা
(vii) (10 – 14) -এর শ্রেণি ব্যবধান হলো—
(a) 4
(b) 5
(c) 6
(d) এদের কোনোটিই নয় ।
Ans: (b) 5
(viii) রাশিবিজ্ঞানে ‘∑’ চিহ্নটি……………. -কে প্রকাশ করে।
(a) যোগফল
(b) ভাগফল
(c) গুণফল
(d) বিয়োগফল।
Ans: (a) যোগফল
(ix) 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির গড় হলো—
(a) 12
(b) 13
(c) 14
(d) 16
Ans: (b) 13
(x) ভারতের সংবিধানের কত নং ধারায় 14 বৎসর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে ?
(a) 16 নং ধারা
(b) 46 নং ধারা
(c) 45 নং ধারা
(d) 28 নং ধারা।
Ans: (c) 45 নং ধারা
(xi) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো—
(a) ভারতীয় শিক্ষা কমিশন
(b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(c) মাধ্যমিক শিক্ষা কমিশন
(d) হান্টার কমিশন।
Ans: (b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(xii) মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল ?
(a) 1948 সালে
(b) 1949 সালে
(c) 1953 সালে
(d) 1952 সালে।
Ans: (d) 1952 সালে।
(xiii) ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ?
(a) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান
(b) ডঃ ডি. এস. কোঠারী
(c) জে. পি. নায়েক
(d) শ্রী অনাথ নাথ বসু।
Ans: (b) ডঃ ডি. এস. কোঠারী
(xiv) ‘স্বশাসিত মহাবিদ্যালয়ের’ কথা নিম্নলিখিত কোন্ কমিশন / কমিটিতে বলা হয়েছে ?
(a) রাধাকৃষ্ণান কমিশন
(b) রামমূর্তি কমিটি
(c) জাতীয় শিক্ষানীতি, 1986
(d) কোঠারী কমিশন।
Ans: (c) জাতীয় শিক্ষানীতি, 1986
(xv) নিম্নলিখিত কোটি রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ ?
(a) অপারেশন ব্ল্যাকবোর্ড
(b) + 2 স্তর
(c) গ্রামীণ বিশ্ববিদ্যালয়
(d) বহুমুখী বিদ্যালয়
Ans: (c) গ্রামীণ বিশ্ববিদ্যালয়
(xvi) বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো—
(a) UGC
(b) CABE
(c) AICTE
(d) NCTE
Ans: (c) AICTE
(xvii) ‘প্রোগ্রাম অব্ অ্যাকশন্’ কত সালে গঠিত হয় ?
(a) 1986 সালে
(b) 1992 সালে
(c) 1990 সালে
(d) 1985 সালে।
Ans: (b) 1992 সালে
(xviii) ‘কমন্ স্কুল’-এর কথা উল্লেখ করা হয়েছে—
(a) রাধাকৃষ্ণান কমিশনে
(b) মুদালিয়ার কমিশনে
(c) কোঠারী কমিশনে
(d) রামমূর্তি কমিটিতে।
Ans: (c) কোঠারী কমিশনে
(xix) ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়—
(a) 15 ই এপ্রিল
(b) 15 ই মাৰ্চ
(c) 10 ই মার্চ
(d) 3 রা ডিসেম্বর।
Ans: (b) 15 ই মাৰ্চ
(xx) শিক্ষায় ‘স্ক্রিন রিডার’ যন্ত্র ব্যবহৃত হয়-
(a) দৃষ্টিহীন শিশুদের জন্য
(b) মূক ও বধির শিশুদের জন্য
(c) মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য
(d) অনগ্রসর শ্রেণির শিশুদের জন্য।
Ans: (a) দৃষ্টিহীন শিশুদের জন্য
(xxxi) বয়স্ক শিক্ষাকে ‘সামাজিক শিক্ষা’ বলে অভিহিত করেন—
(a) এ. পি. জে. আব্দুল কালাম
(b) মৌলানা আবুল কালাম আজাদ
(c) রাজেন্দ্র প্রসাদ
(d) সর্বপল্লী রাধাকৃষ্ণান।
Ans: (b) মৌলানা আবুল কালাম আজাদ
(xxii) ‘Delors কমিশন’ গঠিত হয়—
(a) 1996 সালে
(b) 1896 সালে
(c) 1993 সালে
(d) 1998 সালে।
Ans: (c) 1993 সালে
(xxiii) কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো—
(a) ROM
(b) CAL
(c) RAM
(d) CAI
Ans: (a) ROM
(xxiv) একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো—
(a) অডিও ক্যাসেট
(b) দূরদর্শন
(c) রেডিও
(d) টেলিফোন।
Ans: (b) দূরদর্শন
( সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি )
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1×16=16
(i) পরিনমনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
Ans: পরিণমন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য হল–
(১) বিকাশের প্রক্রিয়া– পরিণমন হল একটি বিকাশমুখী প্রক্রিয়া যার ফলে ব্যক্তির আচরণ ধারার মধ্যে পরিবর্তন
আসে এবং ব্যক্তি নতুন নতুন কর্মদক্ষতা লাভ করে।
(২) স্বাভাবিক প্রক্রিয়া– পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোন উদ্দীপক পরিস্থিতির নিয়ন্ত্রন ছাড়াই পরিণমন প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে শিশুর মধ্যে সংগঠিত হয়।
(৩) নির্দিষ্ট বয়স ভিত্তিক প্রক্রিয়া– পরিণমন একটি নির্দিষ্ট বয়স ভিত্তিক প্রক্রিয়া । অর্থাৎ, পরিণমন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যক্তির মধ্যে সংগঠিত হয়।
অথবা, মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারকের উল্লেখ করো।
Ans: মনোযোগের দুটি অভ্যন্তরীণ বা ব্যক্তিগত নির্ধারক হলো—
(১) অভ্যাসঃ অভ্যাস হল মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক। কারণ অভ্যাস সহজে মনোযোগকে আকর্ষণ করে। উদাহরণস্বরূপ বলা যায়- ঘুম থেকে ওঠার পর অভ্যাসবশত আমরা মুখ ধোয়ার জন্য জলের প্রতি মনোযোগী হই।
(২) আগ্রহঃ আগ্রহ হল মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক। আগ্রহ ছাড়া কোনো বিষয় বা বস্তুর প্রতি মনোযোগী হওয়া কখনোই সম্ভব নয়। তাই ম্যাকডুগাল বলেছেন আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল সক্রিয় অনুরাগ।
(ii) স্পীয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে ‘S’ factor কী ?
(iii) অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝো ?
অথবা, গেস্টাল্ট কথাটির অর্থ কী ?
(iv) রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয়, তবে নিম্ন স্কোর কত হবে ?
(v) যখন রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 14, তখন তার ট্যালি চিহ্ন উল্লেখ করো।
অথবা, আয়তলেখ (Histogram) আঁকার সময় পরিসংখ্যাগুলি শ্রেণিব্যবধানের কোথায় স্থাপন করতে হয় ?
(vi) জাতীয় নারীশিক্ষা পরিষদ কত সালে গঠিত হয় ?
অথবা, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন্ তালিকাভুক্ত ?
(vii) U.P.E.-এর পূর্ণরূপটি লেখো।
অথবা, ভারতের সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে ?
(viii) কোঠারী কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি লেখো।
(ix) মুদালিয়ার কমিশনের সময়সীমা উল্লেখ করো।
অথবা, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল উল্লেখ করো।
(x) ‘নবোদয় বিদ্যালয়ে’র কথা কোন্ শিক্ষা নীতিতে বলা হয়েছে ?
(xi) স্টাইলাস্ কি ?
অথবা, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো।
(xii) প্রাথমিক শিক্ষায় অপচয় বলতে কি বোঝো ?
(xiii) DIET-এর পূর্ণরূপটি লেখো।
অথবা, NLM-এর পূর্ণরূপটি লেখো।
(xiv) ডাকার সম্মেলনের বিষয় কি ছিলো ?
অথবা, IGNOU-এর পূর্ণরূপটি লেখো।
(xv) দূর শিক্ষা কী ?
অথবা, ‘ট্রেজার উইদিন্’-এর অর্থ কী ?
(xvi) CAL-এর পূর্ণরূপটি লেখো।
অথবা, LED-এর পূর্ণরূপটি লেখো।
( বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি )
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(a) বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো ? বয়স্ক শিক্ষার যে-কোনো দুটি লক্ষ্য আলোচনা করো। 2+2
(b) মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। 4
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(a) ‘কর্মের জন্য শিক্ষা’-এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 4
(b) কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। 4
5. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2=16
(a) মনোযোগ বলতে কী বোঝো ? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। 2+6
(b) প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো ? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। 3+5
(c) গড় (Mean) কাকে বলে ? নিম্নলিখিত পরিসংখ্যা বণ্টনটির গড় নির্ণয় করো :
6. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2 = 16
(a) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। 8
(b) মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারী কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। 8
(c) কারিগরি শিক্ষা কাকে বলে ? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। 2+6
◆ উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
HS WhatsApp Groups | Click Here to Join |
HS Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
HS Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Education Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Education Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Philosophy Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Education Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Education Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Sociology Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS All Subjects Suggestion 2025 Click here
HS Education Question Paper 2024 | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪
File Details:
PDF File Name | WB HS Education Question Paper 2024 | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ |
Board | WBCHSE |
Download Link | Click Here To Download |
Download PDF | Click Here To Download |
Info : West Bengal HS Education Question Paper 2024 | WBCHSE Class 12th HS Education Question Paper 2024
HS Education Question Paper 2024 download with Sure Common in Examination. West Bengal HS 2024 Bengali Question Paper and new question pattern. WBCHSE 12th Class Board Exam suggestive questions. HS Bengali Question Paper PDF Download. Important questions for WB HS 2024 Bengali Subject. West Bengal Council of Higher Secondary Education HS 2024 Model Question Paper Download.
West Bengal HS Bengali Question Paper 2024 Download. WBCHSE HS Bengali short question Question Paper 2024 . HS Education Question Paper 2024 download. HS Question Paper Bengali. WB HS 2024 Bengali Question Paper and important questions. HS Question Paper 2024 pdf.পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের প্রশ্নপত্র ডাউনলোড। উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।
Get the HS Education Question Paper 2024 by BhugolShiksha.com
West Bengal HS Education Question Paper 2024 prepared by expert subject teachers. WB HS Bengali Question Paper with 100% Common in the Examination 2024.