Courses after HS Science: উচ্চমাধ্যমিকের পর সায়েন্সের ছাত্রছাত্রীরা কোন কোন কোর্সে পড়তে পারবেন?
Courses after HS Science: উচ্চমাধ্যমিকের পর সায়েন্সের ছাত্রছাত্রীরা কোন কোন কোর্সে পড়তে পারবেন?

Courses after HS Science

উচ্চমাধ্যমিকের পর সায়েন্সের ছাত্রছাত্রীরা কোন কোন কোর্সে পড়তে পারবেন

Courses after HS Science Students in Bengali : ছাত্র জীবন হল ভবিষ্যৎ গড়ার মূল সময়। আর ছাত্র জীবনের প্রথম অধ্যায় শুরু হয় স্কুলের হাত ধরে। স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার পরে কোনো কোনো ছাত্র-ছাত্রী আর্টস কেউ সায়েন্স কেউবা কমার্স শাখায় পড়াশুনা শুরু করে। তবে ছাত্র বা ছাত্রীরা যে শাখাতেই পড়াশোনা শুরু করুক না কেন তারা যদি প্রফেশনাল কোনো কোর্স নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যায় তাহলে  তাদের চাকরি পাওয়া অনেকটাই সুনিশ্চিত হয়ে দাঁড়াবে। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করব যে উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করা ছাত্র বা ছাত্রীরা স্নাতকস্তরে কি বিষয় নিয়ে পড়াশোনা করলে তাদের চাকরি পেতে সুবিধা হবে। 

HS এ Science নিয়ে পাশ করে কি কি নিয়ে পড়া যায় :

সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের কাছে  সকল সময় মনে প্রশ্ন জেগেছে যে কোন বিষয় নিয়ে তারা পড়াশোনা করলে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ থাকে। যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা উচ্চমাধ্যমিকে সায়েন্স শাখায় পড়াশোনা করেছেন তারা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, বা অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন করতে পারবেন। আবার মেয়েরা বিএসসি নার্সিং পড়েও ভবিষ্যতে ভালো গভ:মেন্টের চাকরি পেতে পারবে। 

ইঞ্জিনিয়ারিং – Engineering :

যে সকল ছাত্র-ছাত্রীরা পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন অর্থাৎ  তাদের উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টটি মেইন সাবজেক্ট হিসেবে থাকে তারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং  বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স অথবা অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া যায়। 

ফার্মাসিস্ট – Pharmacist :

বিফার্ম এর কোর্স করার জন্য শিক্ষার্থীদের জাতীয় ও রাজ্যস্তরের বিভিন্ন এন্ট্রাস পরীক্ষা দিতে হয়। বি.ফার্মা কোর্সে ভর্তি হতে গেলে উচ্চমাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টটি মেইন বিষয় হিসেবে ছাত্র ছাত্রীদের থাকতে হবে। জয়েন্ট এন্ট্রান্স এর র‌্যাঙ্ক অনুযায়ী ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়।

ডাক্তার – Doctor :

সায়েন্স নিয়ে ছাত্রছাত্রীরা যখন উচ্চমাধ্যমিক কে পড়াশুনা শুরু করে তখন তাদের প্রথম স্বপ্ন থাকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া। ডাক্তার হওয়ার জন্য উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষার্থীদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয়টি মেইন সাবজেক্ট হিসেবে থাকতে হবে। ডাক্তার হওয়ার জন্য জাতীয় স্তরের জয়েন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষায় যদি ভাল ফল হয় তবে তারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলিতে পড়াশোনার সুযোগ পাবে। 

বি.এস.সি, এম.এস.সি এবং পি.এইচ.ডি – B.Sc, M.Sc and Ph.D :

তবে এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করেছেন তারা অ্যানিমেল এন্ড ফিসারি সায়েন্স, মেয়েরা বিএসসি নার্সিং করে ভবিষ্যৎ জীবনের স্বনির্ভর হতে পারবেন। এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং বায়োলজিক্যাল সায়েন্স এর যে কোনো সাবজেক্টে ছাত্রছাত্রীরা অনার্স করেও পরবর্তীকালে এমএসসি এবং পিএইচডি করতে পারবেন।

HS এ Science নিয়ে পাশ করলে আরোও বিভিন্ন কোর্স :

উচ্চমাধ্যমিকে যদি আপনাদের Science থাকে তাহলে আপনারা এই কোর্সগুলি করতে পারবেন।

  • Bachelor অফ মেডিসিন এবং Bachelor 
  • অফ সার্জারি (এমবিবিএস)
  • Bachelor অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (BAMS)
  • বায়োইনফর্মেক্স
  • জৈবপ্রযুক্তি
  • বিদেশী বিজ্ঞান
  • Bachelor অফ হোমিওপ্যাথিক মেডিসিন
  • অ্যান্ড সার্জারি (BHMS)
  • ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি Bachelor (BUMS)
  • নার্সিং
  • পরিবেশ বিজ্ঞান
  • Bachelor অফ ফিজিওথেরাপি (BPT)
  • কৃষিতে B.Sc
  • ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমেল
  • হাজব্যান্ড হ্যাজব্যান্ড গ্র্যাজুয়েশন (B.V.Sc. & AH)
  • জেনেটিক্স
  • বি ফার্মা
  • মাইক্রো Biology
  • Bachelor অফ ডেন্টাল সার্জারি (BDS)
  • এক্স-রে প্রযুক্তিতে B.Sc
  • Bachelor অফ অকুপেশনাল থেরাপি
  • Medical রেকর্ড টেকনোলজিতে B.Sc
  • অডিওলজি এবং স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজিতে Bachelor অফ সায়েন্স (BSALP)
  • Medical ইমেজিং টেকনোলজিতে B.Sc
  • ডায়ালাইসিস প্রযুক্তিতে B.Sc
  • B.Sc ইন এমএলটি (Medical ল্যাব টেকনোলজি)
  • চক্ষু প্রযুক্তিতে B.Sc
  • অপটোমেট্রিতে B.Sc
  • B.Sc. OTT (অপারেশন থিয়েটার প্রযুক্তি)
  • অ্যানেস্থেশিয়া প্রযুক্তিতে B.Sc
  • অডিওলজি এবং স্পিচ থেরাপিতে B.Sc
  • রেডিওগ্রাফিতে B.Sc
  • বি.টেক
  • পাইলট
  • Bachelor অফ আর্কিটেকচার (B.Arch)
  • B.Sc
  • Railway Apprentice Exam
  • Bachelor অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA)
  • মার্চেন্ট নেভি (B.Sc. নটিক্যাল সায়েন্স)
  • এনডিএ (NDA)

উচ্চ মাধ্যমিক (High Secondary Exam) পাশে কোন কোন চাকরি করা যায় :

  • SSC-CHSL
  • GDS
  • রাজ্য পুলিশ কনস্টেবল
  • স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
  • রেলওয়ে
  • ডাটা এন্ট্রি অপারেটর
  • মাল্টি টাস্কিং স্টাফ
  • ইন্সপেক্টর
  • ভারতীয় সেনা
  • ভারতীয় বিমানবাহিনী
  • জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
  • আদালত কেরানি
  • সহকারী লোকো পাইলট
  • ভারতীয় নৌবাহিনী
  • গ্রুপ সি, ডি ক্লার্ক

আরোও দেখুন:-

উচ্চমাধ্যমিক পাশ শিক্ষার্থীরা পাবে ১২ হাজার টাকা Click here

আরোও দেখুন:-

পশ্চিমবঙ্গ সরকারের ফ্রি টেবলেট প্রকল্প Click here

আরোও দেখুন:-

নারায়ণ ভান্ডার প্রকল্পে প্রত্যেক ব্যক্তিকে 2000 টাকা করে দেবে সরকার Click here

আরোও দেখুন:-

শিক্ষাশ্রী প্রকল্প – Sikshashree Scheme in Bengali Click here

Courses after HS Science: উচ্চমাধ্যমিকের পর সায়েন্সের ছাত্রছাত্রীরা কোন কোন কোর্সে পড়তে পারবেন?

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Courses after HS Science: উচ্চমাধ্যমিকের পর সায়েন্সের ছাত্রছাত্রীরা কোন কোন কোর্সে পড়তে পারবেন?  ” পােস্টটি পড়ার জন্য। Courses after HS Science: উচ্চমাধ্যমিকের পর সায়েন্সের ছাত্রছাত্রীরা কোন কোন কোর্সে পড়তে পারবেন? in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই Courses after HS Science: উচ্চমাধ্যমিকের পর সায়েন্সের ছাত্রছাত্রীরা কোন কোন কোর্সে পড়তে পারবেন? পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now