Cast Certificate New Rule : কাস্ট সার্টিফিকেট নিয়ে বড়ো জলঘোলা! নতুন নিয়ম জারি করল হাইকোর্ট
Cast Certificate New Rule : কাস্ট সার্টিফিকেট নিয়ে বড়ো জলঘোলা! নতুন নিয়ম জারি করল হাইকোর্ট

Cast Certificate New Rule : কাস্ট সার্টিফিকেট নিয়ে বড়ো জলঘোলা! নতুন নিয়ম জারি করল হাইকোর্ট

Cast Certificate New Rule : কিছুদিন আগেই কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে ২০১১ সালের পর থেকে ইস্যু করা সমস্ত OBC কাস্ট সার্টিফিকেট বাতিল করা হবে। এই বিষয় নিয়ে রাজ্যে শুরু হয় শোরগোল, সোশ্যাল মিডিয়া হয় তোলপাড়। এবারে আবারো কাস্ট সার্টিফিকেট নিয়ে নয়া নিয়ম জারি করেছে হাইকোর্ট। কি সেই নিয়ম? জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে। আপনারও যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন।

কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে মামলা :

সম্প্রতি কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে। এক ব্যক্তি ভিন্ন কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে স্থানান্তরিত হলে আগের রাজ্যের কাস্ট সার্টিফিকেট এই রাজ্যে গ্রাহ্য বলে মানা হয় না, এই বিষয় নিয়েই করা হয়েছিল মামলা। রাজস্থানের তপশিলি উপজাতির এক ব্যক্তি কাজের সূত্রে ছত্তিশগড় রাজ্যে গিয়ে কাস্ট সার্টিফিকেট দেখলে ছত্তিশগড় রাজ্যের সরকার সেই কাস্ট সার্টিফিকেট কে অবৈধ বলে মনে করেন। এরপর ওই ব্যক্তি হাইকোর্টে এই বিষয়ে মামলা করেন। পরবর্তীতে হাইকোর্ট এই মামলা খারিজ করে দেয়।

[আরও দেখুন, GP Birla Scholarship : এবারে রাজ্যের পড়ুয়ারা পাবেন ৬০,০০০ পর্যন্ত স্কলারশিপ! আজই করুন আবেদন]

কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের নয়া নিয়ম :

এই মামলা হাইকোর্টে উঠলে হাইকোর্ট এই বিষয়ে নয়া নিয়ম জারি করে। হাইকোর্টের নিয়ম অনুসারে এক রাজ্যের বাসিন্দাকে তার অর্থসমাজিক অবস্থা এবং শিক্ষাগত অবস্থার সাথে অন্যান্য দিক বিচার করে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়। তাই এবার থেকে এক রাজ্যের তরফ থেকে ইস্যু করা কাস্ট সার্টিফিকেট অন্য রাজ্যে বৈধ বলে মনে করা হবে  না। হাইকোর্টের এই সিদ্ধান্ত নিয়ে ফের জলঘোলা রাজ্যে। এখন দেখার পালা শেষমেষ এই বিষয়ে আরো কিছু মন্তব্য করেন কি না হাইকোর্ট।

[আরও দেখুন, গীতাঞ্জলি আবাস যোজনা – Gitanjali Awas Yojana in Bengali

আরও দেখুন, যুবশ্রী প্রকল্প – Yuvashree Scheme in Bengali

আরও দেখুন, WBMDFC Police Coaching : বিনামূল্যে পুলিশ পরীক্ষার কোচিং দেবে সরকার!]

Cast Certificate New Rule : কাস্ট সার্টিফিকেট নিয়ে বড়ো জলঘোলা! নতুন নিয়ম জারি করল হাইকোর্ট

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Cast Certificate New Rule : কাস্ট সার্টিফিকেট নিয়ে বড়ো জলঘোলা! নতুন নিয়ম জারি করল হাইকোর্ট  ” পােস্টটি পড়ার জন্য। Cast Certificate New Rule : কাস্ট সার্টিফিকেট নিয়ে বড়ো জলঘোলা! নতুন নিয়ম জারি করল হাইকোর্ট পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই Cast Certificate New Rule : কাস্ট সার্টিফিকেট নিয়ে বড়ো জলঘোলা! নতুন নিয়ম জারি করল হাইকোর্ট পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now