GP Birla Scholarship : এবারে রাজ্যের পড়ুয়ারা পাবেন ৬০,০০০ পর্যন্ত স্কলারশিপ! আজই করুন আবেদন
GP Birla Scholarship : এবারে রাজ্যের পড়ুয়ারা পাবেন ৬০,০০০ পর্যন্ত স্কলারশিপ! আজই করুন আবেদন

GP Birla Scholarship : এবারে রাজ্যের পড়ুয়ারা পাবেন ৬০,০০০ পর্যন্ত স্কলারশিপ! আজই করুন আবেদন

GP Birla Scholarship : রাজ্যের দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাহায্যের জন্য একাধিক বৃত্তি প্রকল্পের ঘোষণা করছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। তবে সরকারের পাশাপাশি এইসমস্ত দরিদ্র শ্রেণীর ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন একাধিক বেসরকারি সংস্থা। আজকের প্রতিবেদনে আমরা নয়া এক বৃত্তি প্রকল্প নিয়ে হাজির হয়েছি। এই প্রকল্পের ঘোষণা করেছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন। এই বৃত্তি প্রকল্পের নাম জিপি বিড়লা স্কলারশিপের (GP Birla Scholarship)। আজকের প্রতিবেদনে আমরা জানাবো এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভাবে।

GP Birla Scholarship-এর বিস্তারিত তথ্য :

রাজ্যের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্যই মূলত এই জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship) প্রকল্পের ঘোষণা করা হয়। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ভালো ফল করা ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় আসতে পারে। এই জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship) প্রকল্পের আওতায় পড়াশোনার যাবতীয় খরচ যেমন টিউশন ফি এবং হোস্টেল ফি সহ সমস্ত খরচ হিসেবে ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। এছাড়া প্রথম বর্ষের বই কেনার জন্য শিক্ষার্থীদের ৭,০০০ টাকা করে দেওয়া হয়। সর্বোচ্চ ৪ বছরের জন্য এই স্কলারশিপ পেতে পারে রাজ্যের পড়ুয়ারা।

GP Birla Scholarship-এর আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা :

জিপি বিড়লা স্কলারশিপে (GP Birla Scholarship) আবেদনের জন্য পড়ুয়াদের নির্দিষ্ট কিছু যোগ্যতার প্রয়োজন। কি কি যোগ্যতার প্রয়োজন টা জানাবো বিস্তারিত ভাবে।

  • ‌পড়ুয়াদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ‌পড়ুয়াদের ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮৫ % নম্বর কিংবা তার বেশি পেতে হবে।
  • ‌পড়ুয়াদের আইএসসি/ সিবিএসই পরীক্ষায় ৯০% কিংবা তার বেশি নম্বর পেতে হবে।
  • ‌পড়ুয়াদের বারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।

GP Birla Scholarship-এর আবেদনের পদ্ধতি :

জিপি বিড়লা স্কলারশিপে (GP Birla Scholarship) অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আবেদনের নির্দিষ্ট লিংকে গিয়ে নিজের সমস্ত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে সাবমিট করলেই কাজ শেষ। অফলাইনে আবেদনের ক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিতে হবে।

GP Birla Scholarship-এর আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশন ৭৮. সৈয়দ আমীর আলি এভিনিউ, কলকাতা-৭০০ ০১৯ (ল্যান্ডমার্ক: কলকাতা আইস স্কেটিং রিঙ্ক)। জিপি বিড়লা স্কলারশিপের আবেদন করার জন্য শেষ তারিখ হলো ১৫ ই আগস্ট ২০২৪।

GP Birla Scholarship-এর আবেদনের শেষ তারিখ :

জিপি বিড়লা স্কলারশিপের (GP Birla Scholarship) আবেদন করার জন্য শেষ তারিখ হলো ১৫ ই আগস্ট ২০২৪।

GP Birla Scholarship-এর প্রয়োজনীয় লিঙ্ক :

🌐  অফিশিয়াল ওয়েবসাইট www.gpbirlaedufoundation.com
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF Download Now

[আরও দেখুন, গীতাঞ্জলি আবাস যোজনা – Gitanjali Awas Yojana in Bengali

আরও দেখুন, যুবশ্রী প্রকল্প – Yuvashree Scheme in Bengali

আরও দেখুন, কর্মসাথী প্রকল্প – Karma Sathi Scheme in Bengali]

বিঃদ্রঃ: BhugolShiksha.com কোনও চাকরিপ্রার্থী থেকে চাকরির জন্য কোনও ধরনের অর্থপ্রদান করে না, যদি কেউ আমাদের নাম ব্যবহার করে অর্থপ্রদানের জন্য জিজ্ঞাসা করে তবে সতর্ক থাকুন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অবিলম্বে আমাদের জানান ।

GP Birla Scholarship : এবারে রাজ্যের পড়ুয়ারা পাবেন ৬০,০০০ পর্যন্ত স্কলারশিপ! আজই করুন আবেদন

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” GP Birla Scholarship : এবারে রাজ্যের পড়ুয়ারা পাবেন ৬০,০০০ পর্যন্ত স্কলারশিপ! আজই করুন আবেদন  ” পােস্টটি পড়ার জন্য। GP Birla Scholarship : এবারে রাজ্যের পড়ুয়ারা পাবেন ৬০,০০০ পর্যন্ত স্কলারশিপ! আজই করুন আবেদন পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই GP Birla Scholarship in Bengali : এবারে রাজ্যের পড়ুয়ারা পাবেন ৬০,০০০ পর্যন্ত স্কলারশিপ! আজই করুন আবেদন পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now