WB School Second Summative | দ্বিতীয় মূল্যায়নের পরীক্ষা নিয়ে শিক্ষা দপ্তরের নতুন আপডেট
WB School Second Summative | দ্বিতীয় মূল্যায়নের পরীক্ষা নিয়ে শিক্ষা দপ্তরের নতুন আপডেট

WB School Second Summative | দ্বিতীয় মূল্যায়নের পরীক্ষা নিয়ে শিক্ষা দপ্তরের নতুন আপডেট

WB School Second Summative : চরম বিভ্রান্তির মুখে রাজ্যের স্কুল, মূল্যায়নের গরমিলে তোলপাড় নেটদুনিয়া! মূল্যায়ন নিয়ে বড়ো বিপাকে রাজ্যের মাধ্যমিক স্তরের স্কুলগুলি। পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত প্রতিটি ক্লাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নেওয়া হবে ৫০ নম্বরের। কিন্তু এই নীতি মানছেন না বর্তমান শিক্ষা পর্ষদ। শিক্ষা পর্ষদের মতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ৩০ নম্বরের হতে হবে। এই বিষয়ে আরও কি জানিয়েছে শিক্ষা দপ্তর? জানবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে নেবেন।

 পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে দ্বিতীয় মূল্যায়নের নম্বর (৫০ নম্বর) পরিবর্তন নিয়ে বর্তমানে কোনো নির্দেশিকা নেই। সুতরাং জানা যাচ্ছে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হতে চলেছে ৩০ নম্বরের এবং নম্বর কমলেও সিলেবাস একই থাকবে। এই বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন রাজ্যের বিভিন্ন স্কুল। তারা জানিয়েছেন যে পর্ষদের আগেই জানানো দরকার ছিল যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ৩০ নম্বরের হবে। কারণ অধিকাংশ স্কুলই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ৫০ নম্বরের প্রশ্নপত্র আগে থেকে বানিয়ে রেখেছে। এইমুহুর্তে প্রশ্নপত্র পরিবর্তন করতে প্রচুর সময় লাগবে।

 শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে বর্তমান শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে একটি নয়া নিয়ম। নিয়মটি হল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের হলিস্টিক পেশ করা হবে রিপোর্ট কার্ডের মাধ্যমে। এর ফলে শুধুমাত্র বিষয় ভিত্তিক নয়, পুরো বছর কি সার্বিক উন্নয়ন করেছে তার উপরেও দেওয়া হবে নম্বর। এমনি নির্দেশিকা জারি করেছে পর্ষদ। এই অনুসারেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর ৩০, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর ৫০ এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর ৭০ ধার্য করা হয়। কিন্তু এই রিপোর্ট কার্ড প্রকাশের আগেই অনেক স্কুলে হয়ে গেছে ১৫ নম্বরের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। পরবর্তীকালে পর্ষদের নির্দেশে রিপোর্ট কার্ডে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর দ্বিগুণ করে লেখা হয়।

[আরও দেখুন, Class 5 All Unit Test Question and Answer (1st 2nd 3rd)

আরও দেখুন, Class 6 All Unit Test Question and Answer (1st 2nd 3rd)

আরও দেখুন, Class 7 All Unit Test Question and Answer (1st 2nd 3rd)

আরও দেখুন, Class 8 All Unit Test Question and Answer (1st 2nd 3rd)

আরও দেখুন, Class 9 All Unit Test Question and Answer (1st 2nd 3rd)

আরও দেখুন, Class 10 All Unit Test Question and Answer (1st 2nd 3rd)]

WB School Second Summative | দ্বিতীয় মূল্যায়নের পরীক্ষা নিয়ে শিক্ষা দপ্তরের নতুন আপডেট

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” WB School Second Summative | দ্বিতীয় মূল্যায়নের পরীক্ষা নিয়ে শিক্ষা দপ্তরের নতুন আপডেট  ” পােস্টটি পড়ার জন্য। WB School Second Summative | দ্বিতীয় মূল্যায়নের পরীক্ষা নিয়ে শিক্ষা দপ্তরের নতুন আপডেট পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই WB School Second Summative | দ্বিতীয় মূল্যায়নের পরীক্ষা নিয়ে শিক্ষা দপ্তরের নতুন আপডেট পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now