চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য - সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer
চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য - সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য

সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer : চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 7th Bengali Chirodiner Question and Answer, Suggestion, Notes | সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seven VII Bengali Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) সপ্তম শ্রেণী (WB Class 7th)
বিষয় (Subject) সপ্তম শ্রেণীর বাংলা (Class 7 Bengali)
কবিতা (Kobita) চিরদিনের (Chirodiner)
লেখক (Writer) সুকান্ত ভট্টাচার্য

[সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 7th Bengali Chirodiner Question and Answer 

MCQ | চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 7 Bengali Chirodiner MCQ Question and Answer :

  1. ঢেঁকিকে নাচায় পায়ে—

(A) গ্রাম্যবধূ

(B) কৃষক-বধূরা

(C) গ্রামের কৃষকেরা

(D) ঠাকুমা

Ans: (B) কৃষক-বধূরা

  1. ঠাকুমা গল্প শোনায়—

(A) শিশুদের

(B) নাতনিকে

(C) নাতিকে

(D) পাড়াপড়শিকে

Ans: (B) নাতনিকে

  1. এখানে সকাল ঘোষিত হয়—

(A) কোকিলের কলতানে

(B) পাখির গানে

(C) ঝিঁঝির ডাকে

(D) মেঘের ডাকে

Ans: (B) পাখির গানে।

  1. সুবর্ণ যুগ আসে—

(A) সোনালি ধানে 

(B) নব দিগন্তে

(C) নীল আকাশে 

(D) সবুজ ফসলে

Ans: (D) সবুজ ফসলে।

  1. চিরদিনের কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থের অন্তর্গত—

(A) ছাড়পত্র  

(B) ঘুম নেই 

(C) পূর্বাভাস 

(D) মিটে কড়া

Ans: (B) ঘুম নেই।

  1. বাংলা সাহিত্যে কিশোর কবি হলেন— 

(A) দ্বিজেন্দ্রলাল রায় 

(B) সুকান্ত ভট্টাচার্য

(C) জীবনানন্দ দাশ 

(D) সুকুমার রায়

Ans: (B) সুকান্ত ভট্টাচার্য।

  1. ‘চিরদিনের’ কবিতাটির রচয়িতা হলেন—

(A) নজরুল ইসলাম 

(B) সুকুমার রায়

(C) রবীন্দ্রনাথ ঠাকুর 

(D) সুকান্ত ভট্টাচার্য

Ans: (D) সুকান্ত ভট্টাচার্য

  1. জোড়া দিঘির পাড়ে যে গাছের সারি—

(A) খেজুরের  

(B) বটের 

(C) শটিবনের

(D) তালের 

Ans: (D) তালের।

  1. ‘নীরব এখানে অমর _________।’— শূন্যস্থানে সঠিক শব্দটি বসাও।

(A) জেলে পাড়া 

(B) কিষাণপাড়া 

(C) কুমোর পাড়া

(D) তাঁতি পাড়া

Ans: (B) কিষাণপাড়া।

  1. ‘বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে’- এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে?

(A) অহংকারী মশার 

(B) কিষাণের

(C) জোড়া দিঘির 

(D) মজা নদীর

Ans: (D) মজা নদীর।

  1. ‘চিরদিনের’ কবিতায় যে সময়ের

দুর্ভিক্ষের কথা এসেছে-

(A) ১৯৪৩ খ্রিঃ 

(B) ১৯৪৪ খ্রিঃ

(C) ১৯৫০ খ্রিঃ 

(D) ১৯৭৬ খ্রিঃ

Ans: (A) ১৯৪৩ খ্রিঃ

অতি সংক্ষিপ্ত | চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 7 Bengali Chirodiner SAQ Question and Answer :

  1. রাত্রিকে কীভাবে স্বাগত জানানো হয় ?

Ans: সান্ধ্য শাঁখে রাত্রিকে স্বাগত জানানো হয় ৷

  1. কোথায় জনমত গড়ে ওঠে ?

Ans: বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে।

  1. ঠাকুমা কাকে, কখন গল্প শোনান ?

Ans: ঠাকুমা নাতনিকে, রাত্রি হলেই গল্প শোনান।

  1. কোন্ গল্প তিনি বলেন ?

Ans: গতবারের আকালে দিশাহারা লোকের দিকে দিকে চলে যাবার গল্প তিনি শোনান।

  1. সকালের আগমন কীভাবে ঘোষিত হয় ?

Ans: পাখির ডাকে সকালের আগমন ঘোষিত হয়।

  1. কবিতায় কোন্ কোন্ জীবিকার মানুষের কথা আছে?

Ans: কবিতায় কৃষক, কামার, কুমোর, তাঁতি প্রভৃতি জীবিকার মানুষের কথা আছে।

  1. ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে ?

Ans: ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে গিয়ে থেমে গেছে।

  1. তালের সারি কোথায় রয়েছে ?

Ans: জোড়া দিঘির পাড়েতে তালের সারি রয়েছে।

  1. কিষাণপাড়া নীরব কেন ?

Ans: কিষাণপাড়ার নীরবতার কারণ পচা জল আর মশার অহংকার।

  1. বর্ষায় কে বিদ্রোহ করে ?

Ans: গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে।

  1. কে গোয়ালে ইশারা পাঠায় ?

Ans: সবুজ ঘাস গোয়ালে ইশারা পাঠায়।

ব্যাখ্যাভিত্তিক | চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 7 Bengali Chirodiner Short Question and Answer :

  1. “সারাটা দুপুর……বিচিত্র ধ্বনি ওঠে”।

Ans: গ্রামের চাষিরা সকালে কাজে যান সারা দুপুর তারা খেতে কাজ করেন। তারা যখন একটানা কাজ করেন তখন কাজের সময় তৈরি হওয়া নানান চেনা-বিচিত্র শব্দ তাদের কানে বাজতে থাকে।

  1. “সবুজ ফসলের সুবর্ণযুগ আসে”।

Ans: সাম্যবাদী কবি সোনার ফসলের স্বপ্ন বুনে কবিতাটি শেষ করতে চেয়েছেন। আজও গ্রাম বাংলার জীবন যেহেতু কৃষির ওপর নির্ভরশীল তাই চাষবাসকে ঘিরেই গড়ে ওঠে তাদের জীবন সংগ্রাম। আর সোনার ফসলের আগমনে সে সংগ্রামে আসে জয়।

  1. “এখানে বৃষ্টিমুখর ….. ঘড়ির কাঁটা”।

Ans: পল্লিবাংলায় শহুরে ব্যস্ততা নেই। কাজের জন্য মানুষকে এখানে যন্ত্রের মতো ছুটতে হয় না। ঋতুচক্রের সাবলীল পরিক্রমণে পল্লিসুন্দর, আর তাই সে উদ্ধত নয় লাজুক।

  1. “এ গ্রামের পাশে….. বিদ্রোহ বুঝি করে”।

Ans: গ্রামের পাশে ছোট্ট নদী, এ বাংলার অতিপরিচিত চিত্র। বর্ষার জলে পুষ্ট নদীগুলি অন্য সময় মজে থাকলেও বর্ষাকালে তারা প্রবল আকার ধারণ করে, দেখে মনে হয় তারা যেন বিদ্রোহ ঘোষণা করেছে।

  1. “দুর্ভিক্ষের আঁচল….কাজ করে”।

Ans: খরা, বন্যা, মহামারি গ্রামে লেগেই থাকে। এই সব ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বারবার গ্রামবাংলাকে বিপর্যস্ত করে। এখানে পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে গ্রামের মানুষ যে প্রবল জীবন সংগ্রামের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল তার কথা এসেছে।

বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 7 Bengali Chirodiner Question and Answer : 

1. কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবিটি পাও তা নিজের ভাষায় বর্ণনা করো।

Ans: কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘চিরদিনের’কবিতাটিতে পল্লি বাংলার চিরায়ত পরিবেশে সাধারণ শ্রমজীবী কৃষিজীবী মানুষের জীবনযাপনের ছবিও নিপুণ ভাবে আঁকা হয়েছে। পল্লি-বাংলার মানুষের জীবন যেন নিজস্ব সুর ও ছন্দে বয়ে চলে। পাখির কলকাকলিতে তাদের দিন শুরু হয়। সারাদিন কৃষকেরা খেতে সোনার ফসল উৎপাদনে ব্যস্ত থাকে। কামার, কুমোর, তাঁতি প্রত্যেকেই নিজ নিজ কাজ ধারাবাহিক ভাবে করে যান। গ্রামের বধূরাও একদিকে পায়ে পায়ে ঢেঁকি নাচান, তারপর শাঁখের শব্দে, দীপের আলোয় রাত্রিকে স্বাগত জানান। সন্ধ্যাবেলায় বুড়ো বটতলায় জড়ো হন গ্রামের মানুষ, সেখানেই গড়ে ওঠে জনমত। আকাল, দুর্ভিক্ষ তাদের বারবার বিপর্যস্ত করলেও সোনার ফসলের স্বপ্ন তাদের প্রাণ স্পন্দন কেড়ে নিতে পারে না ।

2. আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনীশক্তি কীভাবে বিজয়ী হয়েছে, কবিতাটি অবলম্বনে তা বুঝিয়ে দাও।

Ans: গ্রামবাংলার মানুষের বুকে আজও অনুরণিত হয় পঞ্চাশের মন্বন্তরের হাহাকার। সেই পটভূমি উঠে এসেছে কবি সুকান্ত ভট্টাচার্যের ‘চিরদিনের’ কবিতাটিতে। কিন্তু সাম্যবাদী কবি হাহাকারেই কবিতা শেষ করেননি, মানুষের সম্মিলিত শ্রম আর জীবনীশক্তিকে অবলম্বন করে মুক্তিপথের অনুসন্ধান করেছেন। তাইতো চরম বিপর্যয়ের পরও কিষান লাঙল হাতে

মাঠে নামে। কাজে যায় কামার, কুমোর, তাঁতি। আর তাদের সম্মিলিত উদ্যোগেই পল্লি-বাংলা নতুন প্রাণ ফিরে পায়।

3. এই কবিতায় বাংলার পল্লি প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো।

Ans: সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘চিরদিনের’ কবিতায় বাংলার পল্লি প্রকৃতির নিপুণ চিত্র বর্ণিত হয়েছে। পল্লিপ্রকৃতির আপাত সুন্দর রূপেই কবি সীমাবদ্ধ থাকেননি, তার অসুন্দর, তার লড়াইয়ের ছবিও কবি তুলে ধরেছেন। সেখানে শহুরে ব্যস্ততা নেই, বৃষ্টিমুখর লাজুক তার রূপ। পাকা রাস্তা না থাকলেও সবুজ মাঠের বুকে পায়ে পায়ে তৈরি হয় পথ। জোড়া দিঘির পাড়ে তালের সারি, দূরে বাঁশঝাড় পল্লিপ্রকৃতিকে মোহময় করে তোলে। বর্ষার আগমনে পল্লিপ্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার হয়, মজা নদী নতুন করে ফুলে ফেঁপে ওঠে। চারিদিকে সবুজের সমারোহ নতুনের বার্তা বয়ে আনে। এই পল্লিপ্রকৃতিতে পচা জল, মশার উৎপাত, আকাল দুর্ভিক্ষও আছে কিন্তু তা পল্লিজীবনের স্পন্দনকে স্তব্ধ করতে পারে না। সবুজ ফসলে পল্লিবাংলার মানুষ তাই সোনা যুগের আহ্বান শুনতে পায় ৷

4. “কোনো বিশেষ সময়ের নয়, বরং আবহমান কালের বাংলাদেশ তার প্রকৃতি ও মানুষকে নিয়ে জীবনের যে জয়গান গেয়ে চলেছে, এই কবিতায় তারই প্রকাশ দেখতে পাই।”—উপরের উদ্ধৃতিটির সাপেক্ষে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো।

Ans: সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘চিরদিনের’ কবিতাটির ছত্রে ছত্রে চিরন্তন গ্রাম বাংলার আবহমান রূপ ধরা পড়েছে। পল্লিপ্রকৃতির সুন্দর-অসুন্দরের বিন্যাসে কৃষক-শ্রমজীবী মানুষের জীবনের চিরাচরিত ছবি। দুর্ভিক্ষ-আকালের মতো বিপর্যয়ও সেখানে কড়া নাড়ে কিন্তু গ্রাম বাংলার মানুষের অফুরন্ত জীবনীশক্তি তাকে পরাস্ত করে নতুন জীবনের গান বয়ে আনে। আর সেই ইতিহাস বিধৃত থাকে ঠাকুমা-দিদিমার গল্পে যা বংশ পরম্পরায় ধাবিত হয়। আর সে কারণেই কবিতাটির নামকরণ সার্থক।

5. তোমার দেখা একটি গ্রামের কথা ডায়েরিতে লেখো। গ্রামটি কোথায়, সেখানে কোন্ কোন্ জীবিকায় কতজন মানুষ থাকেন ইত্যাদি জানিয়ে গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজনের জীবনযাপন পদ্ধতি, বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা লেখো। গ্রামটির উন্নতি সাধনে যদি তোমার কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই সে-কথা লিখবে।

Ans: উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একটি গ্রাম নয়নপুর। সেখানে ১২২ জন চাষি, ৯০ জন কুমোর, ৯৩ জন ছুতোর, ৪২ জন তাঁতি এবং ৩০ জন কামার থাকে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। শীতকালে গ্রামের মাঠ সরষে ফুলে ভরে থাকে। মাঠের পাশে আছে তালগাছের সারি যুক্ত পুকুর। পুকুরে নারকেল কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করা ঘাট। বেশ কিছুটা দূরে দূরে অবস্থিত খড়ের চাল যুক্ত মাটির বাড়ি। কিছু টালি ও টিনের চালসহ পাকাবাড়িও রয়েছে।

সেখানকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত সাদামাটা। ভোর হবার আগে গৃহস্থ বাড়ির মেয়ে-বউরা উঠে পড়ে। তারা তাদের স্বামীরা মাঠে যাবার আগে যাতে কিছু খেয়ে যেতে পারে তার প্রস্তুতি নেয়। বাড়ির পুরুষেরা ভোরবেলায় উঠে মাঠে অথবা যার যার কাজে বেড়িয়ে যায়। একটু বেলা বাড়লেই কামারশালা থেকে হাতুড়ি পেটার আওয়াজ শোনা যায়। তাঁতির বাড়ি থেকে তাঁতের খটাখট শব্দ ভেসে আসে। তারপর বেলায় বাড়ির বউরা ছেলেমেয়েকে ইস্কুলে পাঠিয়ে দিয়ে তাদের স্বামীদের জন্য ভাত নিয়ে মাঠে যায়। সন্ধেবেলা ঘরে ঘরে শাঁখের আওয়াজ শোনা যায়।

ব্যাকরণ | চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 7 Bengali Chirodiner Question and Answer : 

শব্দার্থ : 

» বৃষ্টিমুখর— বৃষ্টিপতনের ধ্বনিপূর্ণ। ঘোষিত— প্রচারিত। 

» আত্মদান— পরার্থে জীবন দান। 

» ঢেঁকি— শস্য ভানবার বা কুটবার যন্ত্রবিশেষ। 

» মজা নদী— বুজে যাওয়া নদী। 

» দাওয়া— বারান্দা, রোয়াক। 

» সান্ধ্য— সন্ধ্যাকালীন। 

» আকাল— দুর্ভিক্ষ, দুঃসময়। 

» কিষাণ— কৃষাণ, কৃষক, চাষি। 

» দিশাহারা— দিগ্‌ভ্রান্ত, কিংকর্তব্যবিমূঢ়। 

» জনমত— সাধারণ বা অধিকাংশ

লোকের অভিমত। 

» ধ্বনি— শব্দ, রব।

  1. নীচের শব্দগুলির অন্তত দুটি অর্থ লেখো এবং দুটি পার্থক্য বাক্যে প্রয়োগ করো :

Ans: 

  • কাঁটা :

(A) গাছের কাঁটা— গোলাপ গাছে কাঁটা থাকে বলেই গোলাপ ফুল এত সুন্দর।

(B) পুলক/রোমাঞ— ভূতের গল্প শুনলে অনেকেরই গায়ে কাঁটা দেয়।

  • তাল :

(A) গাছবিশেষ—তালগাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে।

(B) দলা বা পিণ্ড—একতাল কাদা শিল্পীর হাতের ছোঁয়ায় মূর্তি হয়ে ওঠে।

  • জোড়া :

(A) যুগল/দুটি—মানিক বাবু আজ একজোড়া ইলিশ মাছ নিয়ে ফিরেছেন।

(B) যুক্ত/আঠা—আঠা ভালো হলে কাঠের সঙ্গে কাচও জোড়া লাগে।

  • সারি :

(A) শ্রেণি/পক্তি—সারি সারি সৈন্য গ্রামে ঢুকেছে।

(B) মাঝি মাল্লাদের গান বিশেষ—আজও বাংলার বহু গ্রামে সারি গান শোনা যায়।

  • মজা :

(A) আনন্দ— পুজোর সময় মজা করার জন্য রিঙ্কু মুখিয়ে আছে।

(B) বদ্ধ— মজা পুকুরের জলে স্নান করা উচিত নয়।

  • পাশ :

(A) নৈকট্য—স্বার্থপর লোকেরা বিপদের দিনে বন্ধুদের পাশ কাটিয়ে যায়।

(B) সাফল্য—মাধ্যমিক পাশ করার পর মা আমাকে হাতঘড়ি উপহার দিল।

  1. নীচের শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করে দুটি আলাদা বাক্য তৈরি করো :

Ans: 

» কাঁটা (কণ্টক) : চুলের কাঁটা মহিলাদের অলংকার বিশেষ ।

» কাটা (ছেদন করা) : নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

» পার (কিনারা) : (১) নদীর পারে বসে সূর্যাস্ত দেখতে ভালো লাগে। (২) নদীর পারে কাশবন।

» পার (উদ্ধার) : এবার চালাকি করে পার পাওয়া যাবে না।

» পাড় (বস্ত্রের প্রান্ত) : পাড়ওয়ালা ধুতি পরতে শৌখিন লোকেরা পছন্দ করে।

» জড়ো (জমায়েত) : মিছিলের জন্য চারহাজার মানুষ জড়ো হয়েছে।

» জড় (প্রাণহীন) : জীব ও জড়ের বৈচিত্র্যে প্রকৃতি অপরিসীম সুন্দর।

» সব (সমস্ত) : ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে।’

» শব (মৃতদেহ) : রাজুর শব ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

» দীপ (বাতি) : সন্ধ্যা বেলায় দীপ জ্বালা গ্রামবাংলার রেওয়াজ ।

» দ্বীপ (প্রাকৃতিক জলবেষ্টিত স্থান) : আন্দামান দ্বীপপুঞ্জে বেড়াতে যাব।

  1. ঠিক বানানটি বেছে নাও :

Ans: 

» ব্যাস্ত/ব্যস্ত ✓         » দূর্ভিক্ষ / দুর্ভিক্ষ ✓

» ✓ ধ্বনি / ধনি       » ✓ সান্ধ্য/সান্ধ

» বধু / বধূ ✓           » সুবর্ন / সুবর্ণা ✓

  1. নীচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ বাছাই করে আলাদা দুটি স্তম্ভে সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো।

(লাজুক, ব্যস্ত, মাঠ, সন্ধ্যা, গ্রাম, ঘর, ঘোষিত, চাষি)

বিশেষ্য          বিশেষণ

  মাঠ               মেঠো।

সন্ধ্যা               সান্ধ্য।

গ্রাম                 গ্রাম্য

চাষি             চাষযোগ্য।

ঘর                 ঘরোয়া।

ফসল             ফসলি।

বিশেষণ            বিশেষ্য

লাজুক               লাজ।

ব্যস্ত                  ব্যস্ততা।

ঘোষিত              ঘোষণা।

জলীয়                  জল

  1. বিপরীতার্থক শব্দ লেখো :

Ans: 

» মুখর— মৌন।  » অহংকারী— অহংকারহীন। 

» অন্ধকার— আলো।  » একটানা— বিশ্রাম।

» বিচিত্র— সরল।

  1. ঘড়ির কাঁটা’— এখানে ‘ঘড়ি’ আর ‘কাঁটা’, এই দুটি শব্দের মধ্যে সম্বন্ধ তৈরি করেছে ‘র’ বিভক্তিটি, ‘ঘড়ির কাঁটা’কে তাই আমরা বলব সম্বন্ধ পদ। এই কবিতায় এই রকম আরো ক’টি উদাহরণ খুঁজে পাচ্ছ লেখো।একটি করে দেওয়া হল—তালের সারি।

Ans: ঘড়ির কাঁটা, দুর্ভিক্ষের আঁচল, দাওয়ার অন্ধকার, পাখির গান, ক্ষেতের (খেতের) চাষি।

  1. সন্ধিবিচ্ছেদ করো :

Ans: 

» বৃষ্টি— বৃষ্ + তি,

» স্বাগত— সু + আগত,

» অহংকার— অহম্ + কার,

» পরস্পর— পরঃ + পর,

» দুর্ভিক্ষ— দুঃ + ভিক্ষ।

  1. নিম্নরেখ পদগুলির কারক-বিভক্তি নির্ণয় করো :

(i) রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে

Ans: করণ কারকে ‘এ’ বিভক্তি।

(ii) এখানে সকাল ঘোষিত পাখির গান ।

Ans: অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি।

(iii) এ গ্রামের পাশে মজা নদী বারো মাস

Ans: অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি।

(iv) ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে

Ans: কর্মকারকে ‘কে’ বিভক্তি।

(v) কৃষক-বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে ।

Ans: কর্তৃকারকে শূন্য বিভক্তি।

  1. বাক্য বাড়াও :

(i) চলে গেল লোক। (কখন ? কেন ? কোথায় ?)

Ans: 

» (কখন ?)— চলে গেল লোক সকালে। 

» (কেন ?)— চলে গেল লোক আকালেতে।

» (কোথায় ?)— চলে গেল লোক দিকে দিকে ভ্রমে।

(ii) আজ বিদ্ৰোহ বুঝি করে। (কে? কখন ?)

Ans: 

» (কে ?)— মজা নদী আজ বিদ্রোহ বুঝি করে।
» (কখন ?)— বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে।

(iii) ঘোমটা তুলে দেখে নেয় কোনোমতে। (কে? কী ? কোথায় ?)

Ans: 

» (কে ?)— কৃষক বধূ ঘোমটা তুলে দেখে নেয় কোনোমতে। 

» (কী ?)— ঘোমটা তুলে দেখে নেয় কোনোমতে, সুবর্ণ যুগ আসে। 

» (কোথায় ?)— ঘোমটা তুলে দেখে নেয় কোনোমতে, সবুজ ফসলে।

(iv) এ গ্রাম সবুজ ঘাঘরা পরে। (কেমন ? কীসের ?)

Ans: 

» (কেমন ?)— এ গ্রাম নতুন সবুজ ঘাঘরা পরে। 

» (কীসের ?)— সবুজ ঘাসের এ গ্রাম সবুজ ঘাঘরা পরে।

(v) দীপ জ্বলে। (কোথায় ? কখন ?)

Ans: 

» (কোথায় ?)— গ্রামে দীপ জ্বলে। 

» (কখন ?)— প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে।

সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7th Bengali Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

সপ্তম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 7 Suggestion 2024 – সপ্তম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 7 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 7 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 7 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 7 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 7 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 7 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 7 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 7 All Subjects Suggestion 2024 Click here

FILE INFO : চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer with FREE PDF Download Link

PDF File Name চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

[বিঃদ্রঃ এই পিডিফ ফাইলটি ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের এই নম্বরে 9476288780 WhatsApp করুন।]

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 7 Bengali Suggestion | West Bengal WBBSE Class Seven VII (Class 7th) Bengali Question and Answer Suggestion 

” চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seven VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন / সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 7 Bengali Suggestion / Class 7 Bengali Chirodiner Question and Answer / Class 7 Bengali Suggestion / Class 7 Pariksha Bengali Suggestion / Bengali Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 7 Bengali Suggestion / West Bengal Seven VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th Bengali Suggestion / Class 7 Bengali Chirodiner Question and Answer / Class 7 Bengali Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 Bengali Exam Guide / Class 7 Bengali Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2030 / Class 7 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন ও উত্তর 

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – প্রশ্ন ও উত্তর | চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য Class 7 Bengali Chirodiner Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন ও উত্তর।

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর বাংলা 

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য MCQ প্রশ্ন ও উত্তর | চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য Class 7 Bengali Chirodiner Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য MCQ প্রশ্ন উত্তর।

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির বাংলা 

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য Class 7 Bengali Chirodiner Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য MCQ প্রশ্ন উত্তর – সপ্তম শ্রেণি বাংলা | Class 7 Bengali Chirodiner 

সপ্তম শ্রেণি বাংলা (Class 7 Bengali Chirodiner) – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – প্রশ্ন ও উত্তর | চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য | Class 7 Bengali Chirodiner Suggestion সপ্তম শ্রেণি বাংলা – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer Question and Answer, Suggestion 

সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য | সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য | পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য | সপ্তম শ্রেণীর বাংলা সহায়ক – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – প্রশ্ন ও উত্তর । Class 7 Bengali Chirodiner Question and Answer, Suggestion | Class 7 Bengali Chirodiner Question and Answer Suggestion | Class 7 Bengali Chirodiner Question and Answer Notes | West Bengal Class 7th Bengali Question and Answer Suggestion. 

সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Bengali Question and Answer, Suggestion 

সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য । Class 7 Bengali Chirodiner Question and Answer Suggestion.

WBBSE Class 7th Bengali Chirodiner Suggestion | সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য

WBBSE Class 7 Bengali Chirodiner Suggestion সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য | Class 7 Bengali Chirodiner Suggestion সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 7 Bengali Chirodiner Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য | সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর 

Class 7 Bengali Chirodiner Question and Answer সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 7 Bengali Chirodiner Question and Answer সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 7 Bengali Chirodiner Suggestion | সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 7 Bengali Chirodiner Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য MCQ প্রশ্ন ও উত্তর । Class 7 Bengali Chirodiner Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 7 Bengali Suggestion Download WBBSE Class 7th Bengali short question suggestion . Class 7 Bengali Chirodiner Suggestion download Class 7th Question Paper Bengali. WB Class 7 Bengali suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 7 Bengali Chirodiner Question and Answer by Bhugol Shiksha .com

Class 7 Bengali Chirodiner Question and Answer prepared by expert subject teachers. WB Class 7 Bengali Suggestion with 100% Common in the Examination .

Class Seven VII Bengali Chirodiner Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Exam 

Class 7 Bengali Chirodiner Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Seven VII Bengali Suggestion is provided here. Class 7 Bengali Chirodiner Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” চিরদিনের (কবিতা) সুকান্ত ভট্টাচার্য – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 7 Bengali Chirodiner Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now