শিক্ষাগত দর্শনের অর্থ - একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer
শিক্ষাগত দর্শনের অর্থ - একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer

শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer

শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer : শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBCHSE Class 11th Education Sikha Goto Dorson er Ortho Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th Eleven XI Education Examination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBCHSE, West Bengal
শ্রেণী (Class) একাদশ শ্রেণী (WB Class 11th)
বিষয় (Subject) একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান (Class 11 Education)
অধ্যায় (Chapter) শিক্ষাগত দর্শনের অর্থ (Sikha Goto Dorson er Ortho)

[একাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal WBCHSE Class 11th Education Sikha Goto Dorson er Ortho Question and Answer 

MCQ | শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 11 Education Sikha Goto Dorson er Ortho MCQ Question and Answer :

  1. সমস্ত বিষয়বস্তুর উপর ভিত্তি করে যে নির্যাস জীবন ও জগৎকে এক ও অখন্ড করে রেখেছে- তাই-ই হল-

(A) দর্শন

(B) বিজ্ঞান

(C) ন্যায়

(D) নীতি।

Ans: (A) দর্শন

  1. দর্শনকে শিক্ষার তাত্ত্বিক দিক বলেছেন-

(A) জন অ্যাডাম্স

(B) জন ডিউই

(C) ফিক্টে

(D) পেস্তালৎসি।

Ans: (B) জন ডিউই

  1. “প্রতিটি মানুষই জন্মগতভাবে দার্শনিক।” (Every man is a born philosopher) – এই কথাটি বলেছেন-

(A) কমেনিয়াস

(C) পেস্তালৎসি

(B) হার্বার্ট স্পেনসার

(D) সোপেন হাওয়ার।

Ans: (D) সোপেন হাওয়ার।

  1. “শিক্ষা হল একটি প্রয়োগমূলক দর্শন” (Education is a practical philosophy)-এই কথাটি বলেছেন

(A) জন ডিউই

(B) রাসেল

(C) পার্সি নান

(D) ফিটে।

Ans: (C) পার্সি নান

  1. দর্শন পরম সত্যের নিরিখে জীবনের

(A) মান নির্ণয় করে

(B) লক্ষ্য নির্ণয় করে

(C) প্রাপ্তি নির্ণয় করে

(D) নীতি নির্ণয় করে।

Ans: (B) লক্ষ্য নির্ণয় করে

  1. জীবনচর্চার উপযোগী বিভিন্ন মূল্যবোধের সমষ্টি গড়ে তোলে

(A) সমাজবিজ্ঞান

(B) মনোবিজ্ঞান

(C) দর্শন

(D) নীতিবিদ্যা।

Ans: (C) দর্শন

  1. জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষের বিকাশপ্রক্রিয়া কার উপজীব্য বিষয়?

(A) শিক্ষার

(B) রাষ্ট্রবিজ্ঞানের

(C) সমাজবিজ্ঞানের

(D) ন্যায়ের।

Ans: (A) শিক্ষার

  1. শিক্ষার প্রয়োজন বেরিয়ে আসে-

(A) রাষ্ট্রের প্রয়োজন থেকে

(B) জীবনের প্রয়োজন থেকে

(C) নীতিবিজ্ঞানের প্রয়োজন থেকে

(D) আধ্যাত্মিকতার প্রয়োজন থেকে।

Ans: (B) জীবনের প্রয়োজন থেকে

  1. শিক্ষার লক্ষ্য, পাঠক্রম, পদ্ধতি, শিক্ষাপরিকল্পনা যার দ্বারা নির্ধারিত হয়, তা হল-

(A) জীবনের উন্নতি

(B) জীবনের মান

(C) জীবনের নীতি

(D) জীবনের লক্ষ্য।

Ans: (D) জীবনের লক্ষ্য।

  1. শিক্ষাকে বলা হয়

(A) নৈতিক দর্শন

(B) জীবনদর্শন

(C) প্রায়োগিক দর্শন

(D) সামাজিক দর্শন।

Ans: (C) প্রায়োগিক দর্শন

  1. শিক্ষামূলক পদ্ধতিগুলি কাকে অনুসরণ করে পরিচালিত হয়?

(A) জীবনের আশা-আকাঙ্ক্ষা

(B) জীবনের নীতি

(C) সমাজের উন্নতি

(D) জীবনের লক্ষ্য।

Ans: (D) জীবনের লক্ষ্য।

  1. দর্শন ও শিক্ষার ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরে গড়ে উঠেছে – 

(A) শিক্ষণ বিদ্যা

(B) শিখন

(C) শিক্ষামূলক দর্শন

(D) শিক্ষা মনোবিদ্যা।

Ans: (C) শিক্ষামূলক দর্শন

  1. প্রাচীন ভারতে বেদ-উপনিষদের যুগে আত্মমুক্তিকে যা হিসেবে প্রচার করা হয়েছে, তা হল

(A) পরাবিদ্যা

(B) অপরাবিদ্যা

(C) ন্যায়দর্শন

(D) যোগদর্শন।

Ans: (A) পরাবিদ্যা

  1. প্রাচীন ভারতে বেদ-উপনিষদের যুগে ব্যাবহারিক জীবনের প্রেক্ষিতে মূল্য দেওয়া হয়েছে-

(A) অথর্ব বেদকে

(B) পরাবিদ্যাকে

(C) অপরাবিদ্যাকে

(D) ন্যায়দর্শনকে।

Ans: (C) অপরাবিদ্যাকে

  1. বুদ্ধদেবের নির্দেশিত দর্শনের মূল নির্যাস যে শিক্ষাপরিকল্পনায় ব্যক্ত হয়েছে, তা হল-
  2. a) পুথিকেন্দ্রিক শিক্ষাপরিকল্পনা

(B) রাষ্ট্রভিত্তিক শিক্ষাপরিকল্পনা

(C) তাত্ত্বিক শিক্ষাপরিকল্পনা

(D) সংঘভিত্তিক শিক্ষাপরিকল্পনা।

Ans: (D) সংঘভিত্তিক শিক্ষাপরিকল্পনা।

  1. প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস তাঁর সক্রেটিক মেথডের মধ্য দিয়ে যে বিষয়টি বোঝাতে চেয়েছিলেন, তা হল-

(A) অপরকে জানা ও জ্ঞান আহরণ করা

(B) রাষ্ট্রকে জানা ও জ্ঞান আহরণ করা

(C) নিজেকে জানা ও জ্ঞান আহরণ করা

(D) a ও c উভয়ই ঠিক।

Ans: (C) নিজেকে জানা ও জ্ঞান আহরণ করা

  1. দার্শনিক সক্রেটিসের ভাবশিষ্য ছিলেন –

(A) হার্বার্ট স্পেনসার

(B) প্লেটো

(C) পেস্তালৎসি

(D) রুশো।

Ans: (B) প্লেটো

  1. ষোড়শ শতকে কোন্ অভিজ্ঞতাবাদী দার্শনিক সংবেদনভিত্তিক শিক্ষাপ্রণালীর কথা বলেন?

(A) হবস

(B) কার্ল মার্কস

(C) জন লক্

(D) কান্ট।

Ans: (C) জন লক্

  1. সর্বাধিক জ্ঞানভিত্তিক পাঠক্রম অথবা Encyclopaedic knowledge -এর জন্ম হয়েছে কোন্ দার্শনিকের দর্শনচিন্তা থেকে?

(A) কমেনিয়াস

(B) রুশো

(C) অ্যারিস্টট্ল

(D) পেস্তালৎসি।

Ans: (A) কমেনিয়াস

  1. দার্শনিক রুশো ছিলেন-

(A) ভাববাদী

(B) প্রয়োগবাদী

(C) বাস্তববাদী

(D) প্রকৃতিবাদী।

Ans: (D) প্রকৃতিবাদী।

  1. যাঁর প্রভাবে শিশুকেন্দ্রিক শিক্ষাভাবনা গড়ে উঠেছে, তিনি হলেন দার্শনিক-

(A) কান্ট

(B) ফ্রয়েবেল

(C) বুশো

(D) হার্বার্ট স্পেনসার।

Ans: (C) বুশো

  1. রুশোর অনুগামী ছিলেন দার্শনিক –

(A) হেগেল

(B) কান্ট

(C) হার্বার্ট স্পেনসার

(D) পেস্তালৎসি।

Ans: (D) পেস্তালৎসি।

  1. পেস্তালৎসির মনোস্তাত্ত্বিক চিন্তাভাবনা থেকে

 শিক্ষায় যে বিষয়টির প্রতিফলন ঘটেছে, তা হল-

(A) সমাজবিজ্ঞান

(B) মনোবিজ্ঞান

(C) শুধুমাত্র দর্শন

(D) রাষ্ট্রবিজ্ঞান।

Ans: (B) মনোবিজ্ঞান

  1. দার্শনিক হার্বার্ট যে দেশের মানুষ ছিলেন সেটি হল-

(A) জার্মান

(B) রাশিয়া

(C) আমেরিকা

(D) ফ্রান্স।

Ans: (A) জার্মান

  1. দার্শনিক হার্বার্ট শিক্ষাক্ষেত্রে যে পদ্ধতিটির পরিবেশন করেছিলেন, সেটি হল –

(A) শিক্ষাদানের সামাজিক পদ্ধতি

(B) শিক্ষাদানের ব্যক্তিতান্ত্রিক পদ্ধতি

(C) শিক্ষাদানের শিশুকেন্দ্রিক পদ্ধতি

(D) শিক্ষাদানের মনস্তাত্ত্বিক পদ্ধতি।

Ans: (D) শিক্ষাদানের মনস্তাত্ত্বিক পদ্ধতি।

  1. শিক্ষাদানের মনস্তাত্ত্বিক পদ্ধতির মূল দার্শনিক নীতি হল মনের-

(A) বিচ্ছিন্নতাধর্মী ক্ষমতা

(B) সমন্বয়ধর্মী ক্ষমতা

(C) এককেন্দ্রিক ক্ষমতা

(D) a ও c উভয়ই ঠিক।

Ans: (B) সমন্বয়ধর্মী ক্ষমতা

  1. জার্মান দার্শনিক ফ্রয়েবেল শিক্ষাক্ষেত্রে আত্মবিকাশ ধর্মের ক্ষেত্রে তুলে ধরেছিলেন বিশ্বপ্রকৃতির –

(A) নীতিকে

(B) জ্ঞানকে

(C) অখণ্ড ঐক্যতত্ত্বকে

(D) খণ্ডিত চিত্রকে।

Ans: (C) অখণ্ড ঐক্যতত্ত্বকে

  1. ফ্রয়েবেল প্রবর্তন করেছিলেন

(A) মন্তেসরি পদ্ধতির

(B) ডালটন পদ্ধতির

(C) জ্ঞানমূলক পদ্ধতির

(D) কিন্ডারগার্টেন পদ্ধতির।

Ans: (D) কিন্ডারগার্টেন পদ্ধতির।

  1. ব্রিটিশ দার্শনিক হার্বার্ট স্পেনসার-এর উপযোগিতাতত্ত্ব শিক্ষাজগতে উপহার দিয়েছে –

(A) বিজ্ঞানভিত্তিক পাঠক্রমের

(চ) সমাজভিত্তিক পাঠক্রমের

(C) তত্ত্বভিত্তিক পাঠক্রমের

(D) ধর্মীয় পাঠক্রমের।

Ans: (A) বিজ্ঞানভিত্তিক পাঠক্রমের

  1. শিশুশিক্ষায় মন্তেসরি পদ্ধতির উদ্ভাবক হলেন

(A) ফ্রয়েবেল

(B) রুশো

(C) মাদাম মারিয়া মন্তেসরি

(D) হার্বার্ট স্পেনসার।

Ans: (C) মাদাম মারিয়া মন্তেসরি

  1. শিক্ষামূলক দর্শন মূলত

(A) বস্তুধর্মী

(B) সমাজধর্মী

(C) রাষ্ট্রধর্মী

(D) মননধর্মী।

Ans: (D) মননধর্মী।

  1. দর্শন যদি তত্ত্বকথা হয় তবে শিক্ষা হয় তার –

(A) বাস্তবতা

(B) ধর্মকথা

(C) অলংকার

(D) সবগুলি ঠিক।

Ans: (A) বাস্তবতা

  1. শিক্ষা হল দর্শনের-

(A) তাত্ত্বিক দিক

(B) গতিশীল দিক

(C) সামাজিক দিক

(D) সৃষ্টিশীল দিক।

Ans: (B) গতিশীল দিক

  1. শিক্ষার প্রকৃতি এবং উদ্দেশ্যকে বোঝার একটি ভিত্তি প্রদান করে

(A) শিক্ষণবিদ্যা

(B) শিক্ষাতত্ত্ব

(C) শিক্ষাদর্শন

(D) শিক্ষণপ্রণালী।

Ans: (C) শিক্ষাদর্শন

  1. শিক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা প্রশ্নগুলির বিবেচনা করে –

(A) শিক্ষানীতি

(B) শিক্ষণবিদ্যা

(C) শিক্ষাতত্ত্ব

(D) শিক্ষাদর্শন।

Ans: (D) শিক্ষাদর্শন।

  1. শিক্ষাদর্শনের অন্যতম কাজ হল-

(A) শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ানো

(B) তাত্ত্বিক জ্ঞান সরবরাহ করা

(C) শিক্ষার গতিশীলতাকে হ্রাস করা

(D) কোনোটিই নয়।

Ans: (A) শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ানো

  1. শিক্ষাদর্শনের উপর ভিত্তি করে শিক্ষার পদ্ধতি হিসেবে ডালটন পদ্ধতির প্রবর্তন করেন কে?

(A) পেস্তালৎসি

(B) জন ডিউই

(C) হেলেন পার্কহার্স্ট

(D) হার্বার্ট স্পেনসার।

Ans: (C) হেলেন পার্কহার্স্ট

  1. কত সালে ডালটন পদ্ধতির উদ্ভব হয়?

(A) 1911

(B) 1913

(C) 1915

(D) 1919

Ans: (D) 1919

  1. দার্শনিক তথা শিক্ষাবিদ জন ডিউই এর দ্বারা প্রবর্তিত শিক্ষণ পদ্ধতিটি হল –

(A) সমস্যাসমাধান পদ্ধতি

(B) প্রকল্প পদ্ধতি

(C) ডালটন পদ্ধতি

(D) কিন্ডারগার্টেন পদ্ধতি।

Ans: (B) প্রকল্প পদ্ধতি

  1. মনে করা হয়, পৃথিবীর সকল মহান শিক্ষাবিদগণ প্রাথমিকভাবে ছিলেন আশ

(A) দার্শনিক

(B) বিজ্ঞানী

(C) মনোস্তত্ত্ববিদ

(D) সমাজবিদ।

Ans: (A) দার্শনিক

  1. দর্শনকে শিক্ষার তত্ত্ব হিসেবে সংজ্ঞায়িত করেছেন-

(A) কান্ট

(B) রাসেল

(C) জন ডিউই

(D) পেস্তালৎসি।

Ans: (C) জন ডিউই

  1. শিক্ষাকে অন্যান্য মানবিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত করে-

(A) শিক্ষাদর্শন

(B) শিক্ষাতত্ত্ব

(C) মনোবিজ্ঞান

(D) ন্যায়শাস্ত্র।

Ans: (A) শিক্ষাদর্শন

  1. দার্শনিকদের মতে, শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –

(A) দৈহিক বৃদ্ধিতে

(B) শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান গঠনে

(C) সংস্কৃতির সঞ্চালনে

(D) সবকটি ঠিক।

Ans: (C) সংস্কৃতির সঞ্চালনে

  1. সংস্কৃতি ও অপসংস্কৃতির মধ্যে পার্থক্য বুঝতে শিক্ষা মানুষের মধ্যে কোন্ ক্ষমতা জাগ্রত করে?

(A) নির্দেশদানের

(B) বিচারকরণের

(C) নীতিবোধের

(D) সমস্যা সমাধানের।

Ans: (B) বিচারকরণের

  1. দর্শনের বিভিন্ন শাখা থেকে বেশ কিছু বিষয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের মধ্যে সাঙ্গীকরণ করে সমৃদ্ধতর হয়েছে

(A) শিক্ষাতত্ত্ব

(B) শিক্ষাদর্শন

(C) শিক্ষা মনোবিদ্যা

(D) সমাজবিদ্যা।

Ans: (B) শিক্ষাদর্শন

  1. দর্শন হল বিশ্বব্র‍্যান্ড সম্বন্ধে

(A) আংশিক জ্ঞান

(B) মৌলিক জ্ঞান

(C) সামগ্রিক জ্ঞান

(D) তাত্ত্বিক জ্ঞান।

Ans: (C) সামগ্রিক জ্ঞান

  1. বাংলা ‘দর্শন’ শব্দটি কোন্ ধাতু থেকে উৎপন্ন হয়েছে?

(A) দৃশ্

(B) গম্

(C) ভূ

(D) পচ্।

Ans: (A) দৃশ্

  1. ‘দৃশ্’ কথাটির অর্থ হল-

(A) যাওয়া

(B) দেখা

(C) কাজ করা

(D) শোনা।

Ans: (B) দেখা

  1. ইংরেজি Philosophy’ শব্দটি কোন্ শব্দ থেকে এসেছে?

(A) ল্যাটিন

  1. b) ফার্সি

(C) আরবি

(D) গ্রিক।

Ans: (D) গ্রিক।

  1. ক-টি গ্রিক শব্দের সমন্বয়ে ‘Philosophy’ শব্দটি সৃষ্টি হয়েছে?

(A) 2 টি

(B) 3 টি

(C) 4 টি

(D) 5 টি।

Ans: (A) 2 টি

  1. ‘Philos’ কথাটির অর্থ হল-

(A) ঘৃণা

(B) ভালোবাসা

(C) জ্ঞান

(D) মূর্ত।

Ans: (B) ভালোবাসা

  1. ‘Sophia’ শব্দের অর্থ হল-

(A) মূর্ততা

(B) বিমূর্ততা

(C) জ্ঞান

(D) অনুসন্ধান।

Ans: (C) জ্ঞান

  1. ইংরেজি ‘Philosophy’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল – 

(A) জ্ঞানের প্রতি ভালোবাসা

(B) জ্ঞানের প্রতি অনীহা

(C) জ্ঞানের অনুসন্ধান

(D) জ্ঞানের চাহিদা।

Ans: (A) জ্ঞানের প্রতি ভালোবাসা

  1. “Philosophy is an unceasing effort to discover the general truth that lies behind the particular facts, to discover also the realities that lies behind appearence”- কথাটি বলেছেন

(A) রেমন্ট

(B) প্লেটো

(C) অ্যারিস্টটল

(D) রুশো।

Ans: (A) রেমন্ট

  1. “যে ব্যক্তির সকল প্রকারের জ্ঞানের প্রতি আসক্তি আছে এবং যাঁর জ্ঞানপিপাসা কোনোদিনই পরিতৃপ্ত হয় না, তিনিই প্রকৃত অর্থে দার্শনিক।”- এই কথাটি বলেছেন-

(A) কমেনিয়াস

(B) প্লেটো

(C) রুশো

(D) সক্রেটিস।

Ans: (B) প্লেটো

  1. “In India philosophy stood on its own legs, and all other studies looked to it for inspiration and support. It is the the master science guiding other sciences without which they tend to become empty and foolish.”- কথাটি বলেছেন-

(A) স্বামী বিবেকানন্দ

(B) গান্ধিজি

(C) রাধাকৃষ্ণন

(D) অরবিন্দ।

Ans: (C) রাধাকৃষ্ণন

  1. বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যার পিছনে রয়েছে বিভিন্ন –

(A) ভৌগোলিক দৃষ্টিভঙ্গি

(B) রাজনৈতিক দৃষ্টিভঙ্গি

(C) দার্শনিক দৃষ্টিভঙ্গি

(D) a ও c উভয়ই ঠিক।

Ans: (C) দার্শনিক দৃষ্টিভঙ্গি

  1. জীবনের মূল উৎস ও উদ্দেশ্যকে খুঁজে বের করাই হল-

(A) দর্শনের কাজ

(B) সমাজতত্ত্বের কাজ

(C) মনোস্তত্ত্বের কাজ

(D) নৃতত্ত্বের কাজ।

Ans: (A) দর্শনের কাজ

  1. “সত্যের সন্ধান ও সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হল দর্শন”। এই মতটি দেন-

(A) অ্যারিস্টট্ল

(B) সক্রেটিস

(C) কমেনিয়াস

(D) রুশো।

Ans: (B) সক্রেটিস

  1. দর্শনের লক্ষ্য হল

(A) শিক্ষাদান করা

(B) পুথিগত জ্ঞান সরবরাহ করা

(C) শুধুমাত্র দৈহিক বিকাশ ঘটানো

(D) জীবনের প্রকৃত অর্থ অন্বেষণ করা।

Ans: (D) জীবনের প্রকৃত অর্থ অন্বেষণ করা।

  1. “দার্শনিক হলেন তাঁরাই যাঁরা সত্যের পূজারি” (Philosophy are those who are lovers of the vision of the truth) – এই মতটি দিয়েছেন

(A) প্লেটো

(B) অ্যারিস্টট্ল

(C) পেস্তালৎসি

(D) সক্রেটিস।

Ans: (D) সক্রেটিস।

  1. সকল বিজ্ঞানের জননী বলা হয়-

(A) মনোবিজ্ঞানকে

(B) দর্শনকে

(C) জ্যোতির্বিজ্ঞানকে

(D) সমাজবিজ্ঞানকে।

Ans: (B) দর্শনকে

  1. ‘দর্শন হল সকল বিজ্ঞানসম্মত জ্ঞানের সমষ্টি।’ (Philosophy is the sum total of all scientific knowledge)- কথাটি বলেছেন

(A) রুশো

(B) পলসন

(C) সক্রেটিস

(D) অ্যারিস্টট্ল।

Ans: (B) পলসন

  1. “বিভিন্ন বিজ্ঞানলব্ধ জ্ঞানকে একটি সুসামঞ্জস্য সমগ্রতায় একীভূত করে থাকে দর্শন।” (Philosophy is the unification of all knowledge obtained by the special sciences in a consistence whole) – কথাটি বলেছেন

(A) উন্ড

(B) কিলপ্যাট্রিক

(C) রাধাকৃয়ন

(D) রুশো।

Ans: (A) উন্ড

  1. “দর্শন হল প্রকৃতির বিষয়ে এক সামগ্রিক দৃষ্টিলাভের অনুসন্ধান।” (Philosophy is the search for a comprehensive view of nature, an attempt at a universal explanation of things)- কথাটি বলেছেন –

(A) ব্রাইটম্যান

(B) সক্রেটিস

(C) ওয়েবার

(D) মারভিন।

Ans: (C) ওয়েবার

  1. “Philosophy is a point of view, outlook on life” – এ কথা বলেছেন-

(A) সক্রেটিস

(B) মারভিন

(C) রুশো

(D) কিলপ্যাট্রিক।

Ans: (D) কিলপ্যাট্রিক।

  1. “শিক্ষা হল দর্শনের ফলিত ও গতিশীল দিক।” (Education as dynamic aspect of philosophy) – এই মতটি দেন

(A) জন ডিউই

(B) জন অ্যাডাম্স

(C) জেম্স

(D) কমেনিয়াস।

Ans: (B) জন অ্যাডাম্স

  1. “শিক্ষা হল দর্শনের পরীক্ষানির্ভর পটভূমি, দর্শনের সত্য ও তত্ত্বকে যাচাই করার জন্য শিক্ষাই হল পথ।” এ কথা বলেছেন-

(A) শিক্ষাতত্ত্ব

(B) শিক্ষাদর্শন

(C) শিক্ষা মনোবিদ্যা

(D) সমাজবিদ্যা।

Ans: (C) শিক্ষা মনোবিদ্যা

  1. “দর্শন ও শিক্ষা একই মুদ্রার দুই দিক। প্রথমটি হল ভাবনার দিক এবং পরেরটি হল ভাবনার সক্রিয় বিষয়।” এই কথাটি বলেছেন

(A) রাসেল

(B) পেস্তালৎসি

(C) ওয়েবার

(D) জেম্স রস।

Ans: (D) জেম্স রস।

  1. শিক্ষা হল ব্যক্তির জীবনবিকাশের

(A) প্রক্রিয়া

(B) অধ্যায়

(C) পরিমাপ

(D) মান।

Ans: (A) প্রক্রিয়া

  1. Education is the manifestation of the perfection already in man.” – কথাটি বলেছেন

(A) গান্ধিজি

(B) অরবিন্দ

(C) বিবেকানন্দ

(D) রাধাকৃষ্ণন।

Ans: (C) বিবেকানন্দ

  1. “শিক্ষা হল ভবিষ্যৎ জীবনযাপনের প্রস্তুতি।” (Preparation for complete living in the future) –এ কথাটি বলেছেন

(A) হার্বার্ট স্পেনসার

(B) পেস্তালৎসি

(C) রুশো

(D) জন অ্যাডাম্স।

Ans: (A) হার্বার্ট স্পেনসার

  1. “সুপ্ত শক্তিগুলি প্রস্ফুটিত হয়ে পূর্ণতালাভ করার বিষয়টি হল শিক্ষা।” – এ কথা বলেছেন

(A) রুশো

(B) হার্বার্ট স্পেনসার

(C) পেস্তালৎসি

(D) কমেনিয়াস।

Ans: (C) পেস্তালৎসি

  1. ‘Groundwork of Educational Theory’ গ্রন্থের লেখক হলেন –

(A) জন অ্যাডাম্স

(B) জেম্স রস

(C) হার্বার্ট স্পেনসার

(D) পেস্তালৎসি।

Ans: (B) জেম্স রস

  1. দর্শন হল শিক্ষামূলক অনুশীলনের

(A) পথ প্রদর্শক

(B) নিয়ন্ত্রক

(C) গবেষক

(D) a ও c উভয়ই ঠিক।

Ans: (A) পথ প্রদর্শক

  1. “শিক্ষা হল দর্শনের গবেষণাগার যেখানে দার্শনিক সতোর বৈধতা যাচাই করা হয়।” (Education is the laboratory of philosophy where the validity of philosophical truth is tested)- এ কথা বলেছেন-

(A) পেস্তালৎসি

(B) হার্বার্ট স্পেনসার

(C) রুশো

(D) জন ডিউই।

Ans: (D) জন ডিউই।

  1. শিক্ষা হল জীবনের আদর্শ উপলব্ধির ব্যাবহারিক উপায় এবং দর্শনের-

(A) গতিশীল দিক

(B) গতিহীন দিক

(C) অপ্রচলিত দিক

(D) একক দিক।

Ans: (A) গতিশীল দিক

  1. যতদিন পর্যন্ত সমস্ত দার্শনিক প্রশ্নের স্পষ্টকরণ না হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষার ছুটি কাটানোর কোনো সময় নেই।”- এই কথাটি বলেছেন- 

(A) পেস্তালৎসি

(B) হার্বার্ট স্পেনসার

(C) ডিউই

(D) রস।

Ans: (B) হার্বার্ট স্পেনসার

  1. “দর্শন ছাড়া শিক্ষার কথা কখনও সম্পূর্ণ স্পষ্টতা পেতে পারে না।”-এ কথা বলেছেন

(A) ডিউই

(B) কমেনিয়াস

(C) ফিক্টে

(D) স্পেনসার।

Ans: (C) ফিক্টে

  1. শিক্ষা হল বিকাশশীল বিজ্ঞান এবং দর্শন তাকে জোগায়

(A) বৌদ্ধিক ও অযৌক্তিক ভিত্তি

(B) বৌদ্ধিক ও নৈতিক ভিত্তি

(C) বৌদ্ধিক ও সামাজিক ভিত্তি

(D) বৌদ্ধিক ও যৌক্তিক ভিত্তি।

Ans: (D) বৌদ্ধিক ও যৌক্তিক ভিত্তি।

  1. “দর্শনকে শিক্ষার তত্ত্ব হিসেবে সংজ্ঞায়িত করা যায়।” – এই মতটি দেন 

(A) প্লেটো

(B) হেগেল

(C) ডিউই

(D) পেস্তালৎসি।

Ans: (C) ডিউই

  1. “যথার্থ শিক্ষা কেবল যথার্থ দার্শনিকদের দ্বারা অনুশীলনযোগ্য ও প্রয়োগযোগ্য।” এ কথা বলেন

(A) ফ্রয়েবেল

(B) হার্বার্ট স্পেনসার

(C) ডিউই

(D) রাসেল।

Ans: (B) হার্বার্ট স্পেনসার

  1. শিক্ষাদর্শন হল শিক্ষা প্রক্রিয়ার ধারণা, বিবৃতি ও বিতর্কের সক্রিয় ও বিশ্লেষণাত্মক পদ্ধতির

(A) প্রশ্নকরণের দিক

(B) তাত্ত্বিক দিক

(C) অনুশীলনের দিক

(D) প্রায়োগিক দিক।

Ans: (D) প্রায়োগিক দিক।

  1. শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যা সারাজীবন ধরে চলে।” (Education is a process that goes on throughout life)- এ কথা বলেছেন 

(A) ম্যাকেঞ্জি

(B) অ্যাডাম্স

(C) স্পেনসার

(D) মন্তেসরি।

Ans: (A) ম্যাকেঞ্জি

  1. কোন্ দার্শনিক বলেছেন (Knowledge is power)?⭑ “জ্ঞানই হল শক্তি।” 

(A) ফ্রয়েবেল

(B) মন্তেসরি

(C) ফ্রান্সিস বেকন

(D) ডিউই।

Ans: (C) ফ্রান্সিস বেকন

  1. শিক্ষার প্রকৃতি এবং উদ্দেশ্য বোঝার জন্য একটি ভিত্তি প্রদান করে-

(A) সমাজবিজ্ঞান

(B) নীতিশাস্ত্র

(C) ন্যায়শাস্ত্র

(D) শিক্ষাদর্শন।

Ans: (D) শিক্ষাদর্শন।

  1. পাঠ্যপুস্তক নির্বাচন, শিক্ষণপদ্ধতি, বিদ্যালয় পরিচালনা, শিক্ষাক্ষেত্রে সমস্যাসমাধান ইত্যাদি নানা বিষয়ের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়-

(A) গণিত

(B) পৌরবিজ্ঞান

(C) সমাজবিজ্ঞান

(D) শিক্ষাদর্শন।

Ans: (D) শিক্ষাদর্শন।

  1. পরিবর্তনশীল জীবন পরিবেশে নিজের আচরণধারার পরিবর্তন ঘটিয়ে অভিযোজন করতে পারাই হল –

(A) দর্শন

(B) শিক্ষা

(C) সমাজতত্ত্ব

(D) নির্দেশনা।

Ans: (B) শিক্ষা

  1. শিশুর জন্মগত আচরণধারার পরিবর্তন ও পরিবর্ধনের গতি কোন্ দিকে পরিচালিত হবে সে বিষয়ে যথাযোগ্য সিদ্ধান্ত গ্রহণের জন্য শিক্ষাবিজ্ঞানীকে নির্ভর করতে হয় –

(A) শুধুমাত্র শিক্ষাবিজ্ঞানের উপর

(B) সমাজবিজ্ঞানের উপর

(C) নীতিশাস্ত্রের উপর

(D) দর্শনশাস্ত্রের উপর।

Ans: (D) দর্শনশাস্ত্রের উপর।

  1. দার্শনিক তত্ত্বগুলিকে বাস্তবে প্রয়োগ করার জন্য পরীক্ষা-নিরীক্ষা করার কাজটি করে

(A) শিক্ষাবিজ্ঞান

(B) মনোবিজ্ঞান

(C) সমাজবিজ্ঞান

(D) নৃবিজ্ঞান।

Ans: (A) শিক্ষাবিজ্ঞান

  1. দর্শনশাস্ত্র ব্যক্তিজীবন বিকাশের দিক নির্ণয় করে, শিক্ষাবিজ্ঞান সেই বিকাশের-

(A) সীমাবদ্ধতা নির্ধারণ করে

(B) মান নির্ধারণ করে

(C) গতি নির্ধারণ করে

(D) পরিধি নির্ধারণ করে।

Ans: (C) গতি নির্ধারণ করে

  1. শিক্ষা এবং দর্শন উভয়েরই আলোচ্য বিষয়বস্তু হল-

(A) প্রকৃতি

(B) তত্ত্বকথা

(C) জীবনাদর্শ

(D) তর্কবিদ্যা।

Ans: (C) জীবনাদর্শ

  1. দর্শনশাস্ত্রে যেমন জীবনের আদর্শগত দিক সম্পর্কে আলোচনা করা হয় তেমনি শিক্ষাবিজ্ঞানে জীবনাদর্শের কোন্ দিকটি সম্পর্কে আলোচনা করা হয়?

(A) ক্রিয়াশীল দিক

(B) তাত্ত্বিক দিক

(C) সামাজিক দিক

(D) মানবিক দিক।

Ans: (A) ক্রিয়াশীল দিক

  1. ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা হলেন-

(A) হার্বার্ট স্পেনসার

(B) রুশো

(C) জন ডিউই

(D) পেস্তালৎসি।

Ans: (C) জন ডিউই

  1. দার্শনিকদের দ্বারা নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে যে বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়, তাকে বলে

(A) পাঠ্যসূচি

(B) পাঠপরিকল্পনা

(C) পাঠদানের কৌশল

(D) পাঠক্রম।

Ans: (D) পাঠক্রম।

  1. যে জীবনাদর্শকে শিক্ষার লক্ষ্য হিসেবে নির্বাচন করা হয়েছে স্বাভাবিকভাবে সেই জীবনাদর্শের প্রতিফলন, কীসের মধ্যে হওয়া বাঞ্ছনীয়?

(A) বিদ্যালয় প্রাঙ্গণেd)

(B) বিদ্যালয়কক্ষে

(C) পাঠক্রমোপাতকী

(D) তর্কবিদ্যায়।

Ans: (C) পাঠক্রমোপাতকী

  1. জন অ্যাডার্সের মতে, শিক্ষা হল দর্শনের-

(A) ফলিত ও গতিশীল দিক

(B) ফলিত ও গতিহীন দিক

(C) ফলিত ও সামাজিক দিক

(D) ফলিত ও মনোবৈজ্ঞানিক দিক।

Ans: (A) ফলিত ও গতিশীল দিক

  1. “শিক্ষা দর্শন ভিন্ন কখনোই সম্পূর্ণ ও সাবলীল স্বচ্ছতা লাভ করতে পারে না।”- এই কথাটি বলেছেন-

(A) জন অ্যাডাম্স

(C) কমেনিয়াস

(B) রুশো

(D) ফিক্টে।

Ans: (D) ফিক্টে।

  1. যুক্তিবাদী দর্শন শিক্ষার কোন্ শৃঙ্খলার প্রবর্তন করেছে?

(A) অনিয়ন্ত্রিত শৃঙ্খলা

(B) নিয়মতান্ত্রিক শৃঙ্খলা

(C) নিয়মবহির্ভূত শৃঙ্খলা

(D) একনায়কতান্ত্রিক শৃঙ্খলা।

Ans: (B) নিয়মতান্ত্রিক শৃঙ্খলা

  1. দর্শনের দেখা কেবল চোখ দিয়ে দেখা নয়, কেবল যুক্তি বুদ্ধি দিয়ে বোঝা নয়- তার সঙ্গে এর কাজ হল –

(A) সমগ্র অন্তর দিয়ে দেখা

(B) সমগ্র সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা

(C) প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে দেখা

(D) নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা।

Ans: (A) সমগ্র অন্তর দিয়ে দেখা

Class 11th All Semester Question and Answer – একাদশ শ্রেণীর সমস্ত সেমিস্টার প্রশ্নউত্তর

আরোও দেখুন:-

Class 11 All Subjects 1st Semester Question and Answer Click here

আরোও দেখুন:-

Class 11 All Subjects 2nd Semester Question and Answer Click here

Class 11 Suggestion 2025 (Old) – একাদশ শ্রেণীর সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

Class 11 Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 11 English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 11 Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 11 History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 11 Political Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 11 Education Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 11 Philosophy Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 11 Sociology Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 11 Sanskrit Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 11 All Subjects Suggestion 2025 Click here

একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal Class 11th Education Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

FILE INFO : শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer with FREE PDF Download Link

PDF File Name শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link  Click Here To Download
Download PDF Click Here To Download

শিক্ষাগত দর্শনের অর্থ – অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 11 Education Suggestion | West Bengal WBCHSE Class Eleven XI (Class 11th) Education Question and Answer Suggestion 

” শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eleven XI / WB Class 11 / WBCHSE / Class 11 Exam / West Bengal Council of Higher Secondary Education – WB Class 11 Exam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন / একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class-11 Education Suggestion / Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer / Class 11 Education Suggestion / Class-11 Pariksha Education Suggestion / Education Class 11 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Education Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 11 Education Suggestion / West Bengal Eleven XI Question and Answer, Suggestion / WBCHSE Class 11th Education Suggestion / Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer / Class 11 Education Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Education Exam Guide / Class 11 Education Suggestion 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030 / Class 11 Education Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class-11 Education Suggestion FREE PDF Download) সফল হবে।

শিক্ষাগত দর্শনের অর্থ – প্রশ্ন ও উত্তর 

শিক্ষাগত দর্শনের অর্থ – প্রশ্ন ও উত্তর | শিক্ষাগত দর্শনের অর্থ – Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – প্রশ্ন ও উত্তর।

শিক্ষাগত দর্শনের অর্থ – MCQ প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান 

শিক্ষাগত দর্শনের অর্থ – MCQ প্রশ্ন ও উত্তর | শিক্ষাগত দর্শনের অর্থ – Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – MCQ প্রশ্ন উত্তর।

শিক্ষাগত দর্শনের অর্থ – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান 

শিক্ষাগত দর্শনের অর্থ – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | শিক্ষাগত দর্শনের অর্থ – Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

শিক্ষাগত দর্শনের অর্থ – MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান | Class 11 Education Sikha Goto Dorson er Ortho 

একাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান (Class 11 Education Sikha Goto Dorson er Ortho) – শিক্ষাগত দর্শনের অর্থ – প্রশ্ন ও উত্তর | শিক্ষাগত দর্শনের অর্থ – | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Suggestion একাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান – শিক্ষাগত দর্শনের অর্থ – প্রশ্ন উত্তর।

একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – প্রশ্ন উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Question and Answer, Suggestion 

একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সহায়ক – শিক্ষাগত দর্শনের অর্থ – প্রশ্ন ও উত্তর । Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer, Suggestion | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Suggestion | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Notes | West Bengal Class 11th Education Question and Answer Suggestion. 

একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 11 Education Question and Answer, Suggestion 

একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | শিক্ষাগত দর্শনের অর্থ – । Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Suggestion.

WBCHSE Class 11th Education Sikha Goto Dorson er Ortho Suggestion | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ –

WBCHSE Class 11 Education Sikha Goto Dorson er Ortho Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । শিক্ষাগত দর্শনের অর্থ – | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 

Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 11 Education Sikha Goto Dorson er Ortho Suggestion | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিক্ষাগত দর্শনের অর্থ – MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Suggestion একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 11 Education Suggestion Download WBCHSE Class 11th Education short question suggestion . Class 11 Education Sikha Goto Dorson er Ortho Suggestion download Class 11th Question Paper Education. WB Class 11 Education suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer by Bhugol Shiksha .com

Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer prepared by expert subject teachers. WB Class 11 Education Suggestion with 100% Common in the Examination .

Class Eleven XI Education Sikha Goto Dorson er Ortho Suggestion | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 Exam 

Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer, Suggestion Download PDF: West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 Eleven XI Education Suggestion is provided here. Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” শিক্ষাগত দর্শনের অর্থ – একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Education Sikha Goto Dorson er Ortho Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now