ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা - বাংলা রচনা | Dengue - Bangla Rachana
ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা - বাংলা রচনা | Dengue - Bangla Rachana

ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা

Dengue – Bangla Rachana

ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা | Dengue – Bangla Rachana : আজকের এই পোস্টে ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা | Dengue – Bangla Rachana নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এই ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনাDengue – Bangla Rachana আগামী দিনের West Bengal Board  Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই বাংলা রচনা কমন আসার সম্ভাবনা খুব বেশি । আপনারা যারা ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা | Dengue – Bangla Rachana খুঁজে চলেছেন, তারা ভালো করে পড়তে পারেন।

   পশ্চিমবঙ্গ বোর্ডের পরীক্ষার জন্য Dengue – Bangla Rachana | ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা নিচে দেওয়া রয়েছে।

বোর্ড (Board) WBBSE, WBCHSE, West Bengal
শ্রেণী (Class) সমস্ত শ্রেণী (WB Class 5th to 12th All)
বাংলা রচনা (Bangla Rachana) ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা (Dengue)

[বাংলা রচনা সমগ্র Click Here]

ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা | Dengue – Bangla Rachana

ডেঙ্গু – ভূমিকা:

পরিকল্পনাহীন নগরায়ণ ও সার্বিক, সচেতনতার অভাবে, এবং, পরিবেশে আদ্রতার কারণে অতি সম্প্রতি বর্ষাকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ডেঙ্গু তথা অজানা জ্বরের আক্রমণে জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে, শুধু শহরে নয় গ্রামেও। আমরা যতই, বলি না কেন, কত হাতি, গেল তল, মশা বলে কত জল-‘ এই মেশা-ই আজ আমাদের কাছে সাক্ষাৎ যমদূত হয়ে হাজির হয়েছে। মশা, নানা বেশে তার আগমনকে, সূচিত করাছে – কখনো ম্যালেরিয়া, কখনো কালাজ্বর, কখনো চিকুনগুনিয়া কখনো ফাইলেরিয়া, এনকেফেলাইটিস, কখনো বা ডেঙ্গু রূপে। অন্নদাশংকরও ঠাটা করে লিখেছিলেন, দেশান্তরী, করলে আমায় কেশনগরের মশায়’। এ বছর পরিবেশজাত ভারসাম্যহীনতার কারণে ও মানুষের অবহেলায় ডেঙ্গু শহর ও গ্রামে ব্যাপক আকার ধারণ করেছে, হয়তো রা-তা সর্বকালীন রেকর্ড সৃষ্টি করবে। তবুও মানুষের কোনো হেলদোল) চোখে পড়ছে, না এবং ডেলির আঁতুড়ঘর বেড়েই চলেছে।

ডেঙ্গু কী? 

ডেঙ্গু হল মশাবাহিত রোগ। এই, মশা হল ‘এডিস ইজিপ্টাই। যেমন: ম্যালেরিয়া রোগের দশা হল আয়নোফিলিস জাতীয় স্ত্রী মশা। ডেঙ্গুর চারটি ভাইরাস রয়েছে –ডে ওয়ান, জেন টু, ডেন থ্রি এবং ডেন ফোর। তার মধ্যে ডেন টু এবং ডেন ফোর বেশি মারাত্মক। এই দুধরনের  ভাইরাসে,হেমারেজিক ফিভার  হয়। এমনকি একবার ডেঙ্গু হলে বারবার হওয়ারও, সম্ভাবনা থাকে। এবছর, ডেন-টু কিছুটা প্রভাব ফেলায় মৃত্যুর হার বেড়েছে।

 ডেঙ্গুর বাহক :

ডেঙ্গু রোগের বাহক এডিস ইজিপ্টাই’ মশা । এই মশার ইতিহাসে হল এরকম-কে) এই মশার তিনজোড়া পায়ের প্রতিটিতে থাকে সাদা, ফুটকি। (খ) মাথায়-ও-পিঠে থাকে, যারা উল্কি। (গ) মানুষের চামড়ার উপর এই মশা সমান্তরালভাবে বসে। ঘ), একনাগাড়ে ১০০ মিটার উড়ে যারা ক্ষমতা রাখে।এই মশা। (ঙ) এই মশা আমৃত্যু রোগ বয়ে বেড়ায় ও রোগ ছড়াতে পারে। (চ)বংশানুক্রমিকভাবে রোগ ছড়াতে পারে। (ছ) দিনের- বেলায় এই মশা মানুষকে কামড়ায়, মানুষ কে কামড়েই চলে যায় ঘরের বাইরে ।জ) ঘরের মধ্যে অন্ধকার ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ  করে এরা। (ক) চৌবাচ্চার পরিষ্কার স্বচ্ছ জলে ডিম পাড়তে এরা ভালোবাসো 

ডেঙ্গু রোগের লক্ষণ: 

এই রোগের প্রাথমিক লক্ষণগুলি হলঃ (ক) হঠাৎ করে প্রচন্ড জ্বর ১০২-১৩ত ডিগ্রি বা তার বেশি। জ্বর ধীরে ধীরে বাড়বো (খ) জ্বর থাকবে অন্তত ৫ থেকে ৬ দিন। (গ) শুরু থেকেই মারাত্মক গা-হাত-পা ব্যথা ও গায়ে র‍্যাশ যা সাধারণ ইনফ্লুয়েঞ্জার চেয়ে বহুগুণ বেশি। (ঘ) সাধারণভাবে কাশি-সর্দির কোন লক্ষণ থাকে না। (ঙ) তৃতীয় চতুর্থ দিনে জ্বর কমলেও ফের তা বাড়বো রোগ জটিল হতে থাকলে জ্বর এক ঝটকায় স্বাভাবিক তাপমাত্রার নীচে ৯৬৹ পর্যন্ত নেমে যেতে পারেন (চ) বমিও অস্বস্তি ভাব থাকবে। থাকরে ক্ষুধামান্দ্য ও রক্তে প্লেটলেট কমে যায়  এই রোগের মারাত্মক অবস্থার লক্ষণ হলঃ (ক) পেটে একনাগাড়ে অসহ্য যন্ত্রণা। (খ) জ্বরের সঙ্গে রক্তক্ষরণ বা হেমারেজিক ফিভার। (গ) নাক, মুখ, মাড়ি বা চামড়া ফেটে রক্তপাতা (ঘ) ঘন ঘন বমি, রক্ত বমিও হতে পারে। (ঙ) আলকাতরার মতো আলো পায়খানা হতে পারে। (চ) সবসময়ে জল তেষ্টার ভার। (ছ) চোখ-মুখ বসে যাওয়া, গা ঠাণ্ডা হয়ে যাওয়া, দুর্বলতা ইত্যাদি।

ডেঙ্গু হলে কী করণীয়: 

ডেঙ্গুর উপসর্গ সমেত জ্বর হলেই রক্ত পরীক্ষা করা বাঞ্ছনীয় (প্রথম এদিন থেকেই নিজের ডাক্তারি না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। রুটিন রক্ত পরীক্ষা করা বাঞ্ছনীয়। তা করালে দেখা যাবে ডব্লিউ বি সি কাউন্ট এবং প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে। জ্বরের চার্ট বানাতে হবে। জল ও তরল খাবার বেশি-করে খেতে হবে। নতুন কোন উপসর্গ দেখা দিচ্ছে কি মা-খেয়াল রাখা এবং তা সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানানো। চোখ বা মুখের ভিতরে লাল ভাব, গায়ে লাল র‍্যাশ বা চাকা কাশি বা পায়খানা বা প্রসাবের সঙ্গে রক্ত বা হঠাৎ করে শরীরের তাপমাত্রা স্বভাবিকের নীচে নেমে গেলে দেরি না করে হাসপাতালে ভর্তি হতে হবে। 

ডেঙ্গুর প্রতিকার:

রোগের কারণ জানা থাকলে প্রতিকার করা সহজ হয়ে পড়ে। মশার কামড় যেহেতু এই রোগের কারণ, তাই। মশা থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। এই মশা যেহেতু দিনে কামড়ায় তাই দিনের বেলা সাবধানে খাকতে হবে। বাড়িতে মশার উপদ্রব থাকলে জানলায় নেট লাগাতে হবে। মশা মারার ধূপ ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে মুখ ছাড়া শরীরের খোলা অংশে মশা তাড়ানোর ক্রিম ব্যবহার করতে হবে। বাইরে বের হলে শরীরের খোলা অংশে ঢেকে রাখতে হবে। এই রোগের মশা। যেহেতু পরিষ্কার জমা জলেই’ বংশবৃদ্ধি করে, তাই। বাড়ির মধ্যে এই ধরনের পরিষ্কার জল জমিয়ে রাখা যাবে না। এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটরের জমা জল প্রতিদিন খালি করে দিতে হবে। ফুলদানি, ফুলের টব, ফেলে দেওয়া ডাব, নারকেলের খোলা, টায়ার, পরিত্যক্ত প্লাস্টিক ইত্যাদিতে জল জমতে দেওয়া উচিত হবে না। এই রোগের উপসর্গ থাকলে অ্যাসপিরিন জাতীয় ঔষধ খাওয়া যাবে না। রোগীকে মশারির মধ্যে রাখতে হবে। তবে এই রোগ ছোঁয়াচে নয়।

ডেঙ্গু সংক্রমণ ও বিস্তার: 

পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়িয়েছে বিভিন্ন জেলায়। ১৯৯৬ সালে ডেঙ্গু ভারতে মারাত্মক রূপ নিয়েছিল, যখন আক্রান্ত হয়েছিলেন ১৬৫১৭ জন মানুষ এবং মারা গিয়েছিলেন ৫৪৫ জন। এবারের আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, বাঁকুড়া ও কলকাতা মহানগরীতে জ্বরে আক্রান্ত মানুষের মধ্যে চার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত। এবছর মূলত সচেতনতার অভাব, প্রস্তুতির অভাব, জোরালো বৃষ্টি না হওয়া, রোদ ও বৃষ্টির লুকোচুরি, বর্ষাকালে বেশ গরমভাব থাকায় মশার বংশবৃদ্ধি ঘটেছে দ্রুত। বিশেষ করে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে, ছাদের ট্যাংক ঢাকা না থাকায়, পরিত্যক্ত বাড়িতে এবং ভিন্ন রাজ্য থেকে আগত লোকজনের মাধ্যমে ডেঙ্গু রোগের প্রকোপ ছড়িয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, প্রাথমিক অবস্থায় ডেন ওয়ান ভাইরাসের সংক্রমণ ঘটছে। সেই সংক্রমণের ধাক্কা রোগী কাটিয়ে উঠতে না উঠতেই আবার ভাইরাসের সংক্রমণ ঘটছে। এবার ডেন টু-র সংক্রমণ ঘটেছে। এমনকি ডেঙ্গু-র প্রতিষেধক ইন্দোনেশিয়াতে প্রয়োগ করার পর দেখা গেছে তা অন্যদিক থেকে বিপদ ডেকে এনেছে। কেননা, প্রথমবার ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর প্রতিযোধকে অ্যান্টিবডি সৃষ্টির পর দ্বিতীয়বার ডেঙ্গু আক্রমণে তা আরো মারাত্মক রূপ নিয়েছে। ডেঙ্গির ভয়াবহতা এবার বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি এবং পূজোর সময় তা আরও বেড়েছে বলে বিশেষজ্ঞদের অনুমান। সেজন্য প্রয়োজন সার্বিক সচেতনতা ও তার যথাযথ বাস্তব প্রয়োগ।

উপসংহার

ডেঙ্গুর জন্য আতঙ্ক ছড়িয়ে লাভ হবে না, লাভ হবে না রাজনীতির আসর সরগরম করে। কারণ তাতে মশা বংশবৃদ্ধি করবে ও অকালে ছিনিয়ে নিয়ে যাবে মানুষের অমূল্য জীবন। সুখের কথা সরকারি প্রচার, প্লাস্টিকের ব্যবহার সীমিত করা, স্বাস্থ্য পরিষেবার দ্রুততা ও সহজলভ্যতা, বিনামূল্যে রক্ত পরীক্ষা, স্কুল কলেজে সচেতনতা বৃদ্ধির প্রচার এই রোগের ব্যাপ্তিকে অনেকাংশে প্রশমিত করতে পারে। সরকারি প্রচেষ্টার সঙ্গে সঙ্গে চাই সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা ও সচেতনতা। তা না হলে সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথাতেই বলতে হয়-“আহা মশা সুন্দরী।গান গাও রক্ত খাও, জীবন অতিষ্ঠ করো। করো।তবু তুমি ভাল। নেতা অথবা বক্তা।তার চেয়ে তুমি শ্রেষ্ঠ।কারণ তোমাকে চিনি।ওরা আজও অচেনা। বিধাতার অপূর্ব রচনা।”

FILE INFO : ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা | Dengue – Bangla Rachana PDF Download

PDF File Name ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা | Dengue – Bangla Rachana PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link  Click Here To Download
Download PDF Click Here To Download

সমস্ত বাংলা রচনা | Bangla Rachana FREE PDF 

আরও দেখুন, বিজ্ঞান ও মানবসভ্যতা – বাংলা রচনা | Bigyan o Manob Sovvota

আরও দেখুন, ১০০০ বাংলা রচনা – 1000 Bangla Rachana

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, মাধ্যমিক সকল বিষয়ের সাজেশন – Madhyamik Suggestion

আরও দেখুন, উচ্চমাধ্যমিক সকল বিষয়ের সাজেশন – HS Suggestion

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা মাধ্যমিক বাংলা – বাংলা রচনা | Dengue – Bangla Rachana

” ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (West Bengal Class 1 to Class 12  / WBBSE Class 5 to 10  Exam / WBCHSE Class 11 Class 12 ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা । Dengue / Dengue Bengali Rachana  / Dengue Rachana  / Dengue Bangla Rachana PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা  – বাংলা রচনা (Dengue / Dengue – Bangla Rachana FREE PDF Download) সফল হবে।

ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা | Dengue – Bangla Rachana

ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা – Dengue – Bangla Rachana : ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা  Dengue – Bangla Rachana. দশম শ্রেণীর ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা।

বাংলা রচনা – ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা | Bangla Rachana – Dengue

ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা | ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা Dengue – Bangla Rachana Suggestion – বাংলা রচনা  । ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা রোচনা ।

Dengue – Bangla Rachana | ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা 

Dengue – Bangla Rachana | ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা । Dengue – Bangla Rachana | ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা। 

West Bengal Class 1 to 12  Bengali Rachana  Download WBBSE Class 1 to 10th Bengali and WBCHSE Class 11 & 12th Bangla Rachana  . Dengue – Bangla Rachana pdf. পশ্চিমবঙ্গ প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা রচনা ডাউনলোড। বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ বাংলা রচনা।

Get the Class 1 to 12 Bengali Dengue – Bangla Rachana by Bhugol Shiksha .com

Class 1 to 9, 10, 11 & 12 Bengali Dengue – Bangla Rachana prepared by expert subject teachers. This Bangla Rachana will be 100% Common in the Examination . 

ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা | Dengue – Bangla Rachana 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ডেঙ্গু: স্বরূপ ও সমস্যা – বাংলা রচনা | Dengue – Bangla Rachana  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now