Madhyamik History Suggestion

মাধ্যমিক ইতিহাস সাজেশন

Madhyamik History Suggestion (মাধ্যমিক ইতিহাস সাজেশন – উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) – অষ্টম অধ্যায় (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik History Suggestion (মাধ্যমিক  ইতিহাস সাজেশন) – উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

Madhyamik History Suggestion – মাধ্যমিক ইতিহাস সাজেশন | উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) (অষ্টম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর

বিভাগ-ক : উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন – Madhyamik History Suggestion

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)

১। ভারতের বিসমার্ক’ কাকে বলা হয় ?

(ক) বাহাদুর শাহকে (খ) বল্লভভাই প্যাটেলকে (গ) জওহরলাল নেহরুকে (ঘ) নেতাজিকে

উত্তরঃ (খ) বল্লভভাই প্যাটেলকে

২। হরি সিং কে ছিলেন?

(ক) কাশ্মীরের মন্ত্রী (খ) কাশ্মীরের রাজা (গ) মেবারের রাজা (ঘ) ভূপালের রাজা

উত্তরঃ (খ) কাশ্মীরের রাজা

৩। দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির দলিলটির নাম কী ?

(ক) Instrument of Accession (খ) Bill of Accession (গ) Deed of Accession (ঘ) Code of Contract

উত্তরঃ (ক) Instrument of Accession

৪। নেহরু-লিয়াকৎ আলি চুক্তি’ (দিল্লী চুক্তি) কবে স্বাক্ষরিত হয়?

(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে (খ) ১৯৫২ খ্রিস্টাব্দে (গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯৫০ খ্রিস্টাব্দে

৫। হায়দ্রাবাদের শাসককে কী বলা হয় ?

(ক) রাজা (খ) সুলতান (গ) নিজাম (ঘ) নবাব

উত্তরঃ (গ) নিজাম

৬। দণ্ডকারণ্য প্রকল্প গ্রহণ করে কোন রাজ্য ?

(ক) রাজস্থান (খ) আসাম (গ) পাঞ্জাব (ঘ) পশ্চিমবঙ্গ

উত্তরঃ (ঘ) পশ্চিমবঙ্গ

৭। ভাষাগত রাজ্য কমিশন গঠিত হয় কার নেতৃত্বে?

(ক) এস কে দর-এর (খ) জে এন চৌধুরীর (গ) বল্লভভাই প্যাটেলের (ঘ) গান্ধীজির

উত্তরঃ (ক) এস কে দর-এর

৮। স্বাধীন ভারতে প্রথম সেনাপ্রধান ছিলেন।

(ক) জে এন রায় (খ) গ্যাড়গিল (গ) কৃপাল সিং (ঘ) জে এন চৌধুরী

উত্তরঃ (ঘ) জে এন চৌধুরী

৯। ভাষার ভিত্তিতে সর্বপ্রথম কোন্ রাজ্যটি গঠন করা হয় ?

(ক) বিহার (খ) গুজরাট (গ) অন্ধ্রপ্রদেশ (ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ

১০। চন্দননগর কবে ভারতের সঙ্গে যুক্ত হয় ?

(ক) ১৯৫৪ খ্রিস্টাব্দে (খ) ১৯৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৯৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৬৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯৫৪ খ্রিস্টাব্দে

১১। গোয়া, দমন ও দিউ কাদের উপনিবেশ ছিল?

(ক) ইংরেজদের (খ) ফরাসিদের (গ) পর্তুগীজদের (ঘ) ওলন্দাজদের

উত্তরঃ (গ) পর্তুগীজদের

১২। কবে পৃথক নাগাল্যান্ড রাজ্যটি গঠিত হয়?

(ক) ১৯৬৩ খ্রিস্টাব্দে (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৬৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৬৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯৬৩ খ্রিস্টাব্দে

১৩। রাজ্য পুনর্গঠন কমিশন-এর সভাপতি কে ছিলেন?

(ক) এস কে দর (খ) ফজল আলি (গ) হৃদয়নাথ কুঞ্জর (ঘ) কে এস পানিক্কর

উত্তরঃ (খ) ফজল আলি

১৪। রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে (গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

১৫। কোন ভাষাভিত্তিক অঞ্চল নিয়ে মহারাষ্ট্র রাজ্য গঠিত হয়?

(ক) মারাঠা (খ) তামিল (গ) কোঙ্কন (ঘ) কুর্গ

উত্তরঃ (ক) মারাঠা

১৬। পাঞ্জাবকে দু-টুকরো করে ১৯৬৬ খ্রিস্টাব্দে পাঞ্জাব ছাড়া কোন রাজ্য গঠন করা হয়?

(ক) হরিয়ানা (খ) চণ্ডীগড় (গ) দিল্লী (ঘ) রাজস্থান

উত্তরঃ (ক) হরিয়ানা

১৭। ১৯৫৬ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ক-টি ছিল ?

(ক) ২,৩৩৭টি (খ) ১,৪৪৬টি (গ) ১,৭৩৮টি (ঘ) ১,৯৩৯টি

উত্তরঃ (খ) ১,৪৪৬টি

১৮। ভারতের নবগঠিত রাজ্যটি হল

(ক) সিকিম (খ) ঝাড়খণ্ড (গ) তেলেঙ্গানা (ঘ) ছত্তিশগড়

উত্তরঃ (গ) তেলেঙ্গানা

১৯। এ ট্রেন টু পাকিস্তান’ লিখেছেন।

(ক) জওহরলাল নেহরু (খ) ভি পি মেনন (গ) খুশবন্ত সিং(ঘ) সলমন রুশদি

উত্তরঃ (গ) খুশবন্ত সিং

২০। বর্তমানে ভারতের সংবিধানে ক-টি ভাষা স্বীকৃতি পেয়েছে?

(ক) ২৬টি (খ) ১৯টি (গ) ২২টি (ঘ) ২০টি

উত্তরঃ (গ) ২২টি

[আরোও দেখুন:- Madhyamik History Suggestion 2025 Click here]

বিভাগ-খ : উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন Madhyamik History Suggestion

অতিসংক্ষিপ্ত প্রশ্ন(প্রতিটি প্রশ্নের মান-১)

১। পেশোয়ার এক্সপ্রেস’ গ্রন্থটি কার লেখা?

উত্তরঃ কৃষণ চন্দর

২। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী ?

উত্তরঃ সর্দার বল্লভভাই প্যাটেল

৩।‘লৌহমানব’ কাকে বলা হয়?

উত্তরঃ সর্দার বল্লভভাই প্যাটেলকে

৪। স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত ছিল?

উত্তরঃ ৫৬৫টি

৫। ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়?

উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ জুলাই

৬। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ ক্লিমেন্ট এটলি

৭। হরি সিং কে?

উত্তরঃ কাশ্মীরের রাজা

৮। হায়দ্রাবাদের শেষ নিজামের নাম কী?

উত্তরঃ ওসমান আলি খাঁ

৯। “ছেড়ে আসা গ্রাম’ কার আত্মজীবনী?

উত্তরঃ দক্ষিণারঞ্জন বসুর

১০। কার দায়িত্বে দেশীয় রাজ্যদফতর গঠিত হয়?

উত্তরঃ বল্লভভাই প্যাটেলের

১১। ভাষাভিত্তিক প্রদেশ কমিটির অপর নাম কী?

উত্তরঃ JVP কমিটি

১২। উদ্বাস্তু’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তরঃ হিরন্ময় বন্দ্যোপাধ্যায়

১৩। দেশভাগের ফলে কোন্ দুটি রাজ্য ভাগ হয়?

উত্তরঃ বাংলা, পাঞ্জাব

১৪। মেহেরচাঁদ মহাজন কে?

উত্তরঃ দেশীয় রাজ্য কাশ্মীরের প্রধানমন্ত্রী

১৫। সংবিধানে কোন ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?

উত্তরঃ হিন্দিকে

১৬। গোয়াতে কবে পর্তুগীজ শাসনের অবসান ঘটে?

উত্তরঃ ১৯৬১ খ্রিস্টাব্দে

১৭। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?

উত্তরঃ ১৯৫৩ খ্রিস্টাব্দে

১৮। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কবে গঠন করা হয়?

উত্তরঃ ১৯৫৩ খ্রিস্টাব্দের ১ অক্টোবর

১৯। পট্টি শ্রীরামালু কে ছিলেন?

উত্তরঃ অপ্রদেশের গান্ধিবাদী নেতা

২০। গুজরাট রাজ্যটি কবে গঠন করা হয়?

উত্তরঃ ১৯৬০ খ্রিস্টাব্দে

২১। হায়দ্রাবাদ কবে ‘ভারতভুক্তির দলিল’-এ স্বাক্ষর করে?

উত্তরঃ ১৯৪৯ খ্রিস্টাব্দে

২২। গোয়ার সেনা অভিযানে কে নেতৃত্ব দেন?

উত্তরঃ জেনারেল জয়ন্তনাথ চৌধুরী

২৩। কাশ্মীরে কার নেতৃত্বে জরুরি শাসনব্যবস্থা চালু হয়?

উত্তরঃ শেখ আবদুল্লার নেতৃত্বে

ঠিক বা ভুল নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। গোয়া ছিল ফরাসি উপনিবেশ।[F]

২। এস কে দর রাজ্যগঠন কমিশনের প্রধান নেতা ছিলেন।[F]

৩। ১৯৫২ খ্রিস্টাব্দে অন্ত্র রাজ্য গঠন করা হয়।[F]

৪। ১৯৫২ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়।[F]

৫। সাঁওতালি, নেপালি, মৈথিলি ভাষা সংবিধানে স্বীকৃতি লাভ করেনি।[F]

৬। দেশভাগের সময় ভারতের দেশীয় রাজ্য ছিল ৫৫০টিরও বেশি। [F]

৭। বল্লভভাই প্যাটেলকে ভারতের ‘লৌহমানব’ বলা হয়।[T]

৮। হায়দ্রাবাদের শাসককে নিজাম বলা হয়।[T]

ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

1.

ক’ স্তম্ভ খ’ স্তম্ভ
(i) ১৯৪৭ খ্রিস্টাব্দযোগদান (ক) রাজ্য পুনর্গঠন আইন
(iv) ১৯৫৬ খ্রিস্টাব্দ (খ) রাজ্য পুনর্গঠন কমিশন
(ii) ১৯৫৩ খ্রিস্টাব্দ (গ) ভাষাগত রাজ্য কমিশন
(ii) ১৯৫৩ খ্রিস্টাব্দ (ঘ) কাশ্মীরের ভারতে

উত্তরঃ ১। (ক)—(iv), (খ)—(iii), (গ)—(ii), (ঘ)(i)

2.

ক’ স্তম্ভ খ’ স্তম্ভ
(ক) হায়দ্রাবাদ (i) হরি সিং
(খ) কাশ্মীর (ii) নিজাম
(গ) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী (iii) ভি পি মেনন
(ঘ) ভারতের স্বরাষ্ট্রসচিব (iv) বল্লভভাই প্যাটেল

উত্তরঃ ২। (ক)-(ii), (খ) (i), (গ)—(iv), (ঘ)—(iii)

3.

ক’ স্তম্ভ খ’ স্তম্ভ
(ক) ভারতের স্বাধীনতার আইন (i) ১৯৬১ খ্রিস্টাব্দ
(খ) হায়দ্ (ii) ১৯৪৭ খ্রিস্টাব্দ
(গ) দিল্লী চুক্তি (iii) ১৯৪৯ খিস্টাব্দ
(ঘ) গোয়া, দমন, দিউ-এর (iv) ১৯৫০ খ্রিস্টাব্দ

উত্তরঃ ৩। (ক)-(ii), (খ)—(iii), (গ)—(iv), (ঘ)—(i)

4.

ক’ স্তম্ভ খ’ স্তম্ভ
(ক) অন্ধ্র রাজ্য গঠন (i) ১৯৬০ খ্রিস্টাব্দ
(খ) গুজরাট রাজ্য গঠন (ii) ১৯৫৩ খ্রিস্টাব্দ
(গ) পাঞ্জাব রাজ্য গঠন (iii) ১৯৬৩ খ্রিস্টাব্দ
(ঘ) নাগাল্যান্ড রাজ্য গঠন। (iv) ১৯৬৬ খ্রিস্টাব্দ

উত্তরঃ ৪। (ক)-(ii), (খ)—(i), (গ)—(iv), (ঘ)(iii)

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। পুনর্গঠিত রাজ্যগুজরাট, পাঞ্জাব, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু

২। গোয়া, পণ্ডিচেরী, চন্দননগর

৩। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, সিকিম, কোচবিহার, জুনাগড়, কাশ্মীর-এর এলাকা।

নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো(প্রতিটি প্রশ্নের মান-১)

১। বিবৃতি : ১৯৫৬ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়।

ব্যাখ্যা ১: ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য।

ব্যাখ্যা ২: পাঞ্জাব রাজ্য পুনর্গঠনের জন্য।

ব্যাখ্যা ৩: আসাম রাজ্যটি গঠনের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ২

২। বিবৃতি : ভারতের স্বাধীনতা লাভের পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের যুগ।

ব্যাখ্যা ১: কারণ এই সময় স্বাধীনতা সংগ্রামীদের পুনর্বাসন দেওয়া হয়।

ব্যাখ্যা ২ : কারণ এই সময় দেশভাগের ফলে উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়া হয়।

ব্যাখ্যা ৩: এই সময় বিদেশিদের ভারতে পুনর্বাসন দেওয়া হয়।

উত্তরঃ ব্যাখ্যা ১

বিবৃতি : দেশীয় রাজ্যগুলিকে স্বাধীনতার পর ভারতভুক্তি করা হয়।

ব্যাখ্যা ১: ভারতের সীমানা বৃদ্ধির জন্য।

ব্যাখ্যা ২ : বিদেশি প্রভাব দূর করার জন্য।

ব্যাখ্যা ৩ : জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও দেশীয় রাজাদের অনুশাসন দূর করার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ৩

[◆ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।

Madhyamik WhatsApp Groups Click Here to Join

আরোও দেখুন:- Madhyamik All Subjects Suggestion 2025 Click here]

বিভাগ-গ : উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন Madhyamik History Suggestion

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)

১। ভারতভুক্তির দলিলটির নাম কী ?কোন্ রাজ্য এই দলিলে প্রথম স্বাক্ষর করে?

২। ভারতের ফরাসি উপনিবেশগুলির নাম লেখো। এগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয়?

৩। স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত ছিল?

৪। কাকে, কেন ‘ভারতের বিসমার্ক’ বলা হয়?

৫। পৃথক অন্ত্র রাজ্যটির উৎপত্তি কীভাবে হয়?

৬। বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত?

৭। কবে, কার নেতৃত্বে ‘রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়?

৮। সম্পত্তি ও জনবিনিময় নীতি কী?

৯। কবে, কাদের মধ্যে দিল্লী চুক্তি স্বাক্ষরিত হয়?

১০। পশ্চিমবাংলার দুটি উদ্বাস্তু শিবিরের নাম লেখো।

১১। উদ্বাস্তু’ কাদের বলা হয় ?

১২। দণ্ডকারণ্য প্রকল্প কী?

১৩। জুনাগড় রাজ্য কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় ?

১৪। হায়দ্রাবাদ কবে, কীভাবে ভারতে যুক্ত হয় ?

১৫। স্বাধীন ভারতে যোগদানের প্রশ্নে কোন্ তিনটি রাজ্য গঠিত হয়?

বিভাগ-ঘ : উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন – Madhyamik History Suggestion 

বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)

১। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির প্রশ্নে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখো।

২। দেশীয় রাজ্যগুলি কে, কী উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে?

৩। উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখো।

৪। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেয়?

৫। উদ্বাস্তু পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা আলোচনা করো।

৬। উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের শরণার্থীর মধ্যে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কি এক ছিল তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও।

৭। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে ভারত সরকারের উদ্যোগগুলি লেখো।

৮। স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে?

৯। ভাষাভিত্তিক রাজ্য গঠনের কারণগুলি লেখো।

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik All Subjects Suggestion 2025 Click here

Info : Madhyamik History Suggestion | West Bengal WBBSE Madhyamik History Qustion and Answer Suggestion

মাধ্যমিক ইতিহাস সাজেশন | দশম শ্রেণীর ইতিহাস – উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) প্রশ্ন উত্তর সাজেশন

” মাধ্যমিক  ইতিহাস –  উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) MCQ প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা  (Madhyamik / WB Madhyamik  / MP Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / WBBSE Class X / Madhyamik Pariksha) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik History Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE History Suggestion / Madhyamik Class 10th History Suggestion / Class X History Suggestion / Madhyamik Pariksha History Suggestion / History Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik History Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস  মাধ্যমিক (দশম শ্রেণী) ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik History Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE History Suggestion/ Madhyamik Class 10th History Suggestion  / Class X History Suggestion  Madhyamik Pariksha itihas Suggestion/ Madhyamik History Exam Guide / Madhyamik History Suggestion / Madhiyamik itihas Saggesson  Madhyamik History Suggestion MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Madhyamik History Suggestion FREE PDF Download) সফল হবে।

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik History Suggestion 2021 – উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now