Madhyamik Mathematics Suggestion
মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
Madhyamik Mathematics Suggestion (মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Mathematics Suggestion (মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন) – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগামী West Bengal Madhyamik Mathematics Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক / গণিত সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর অঙ্ক / গণিত পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Mathematics Suggestion – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
- বার্ষিক 5% গড় হারে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে
(a) 512.50 টাকা (b) 515.50 টাকা (c) 510.50 টাকা (d) 52050 টাকা
Ans. (a)
- চক্রবৃদ্ধি ঘুদের ক্ষেত্রে প্রতি বছরের সুদের হার হবে
(a) সর্বদা সমান (b) সর্বদাই অসমান (c) সমান বা অসমান দুই-ই হতে পারে (d) কোনোটিই নয়
Ans. (a)
- কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে, সুদের হার হবে
(a) 5% (b) 8% (c) 9% (d) 10%
Ans. (d)
- চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে-
(a) প্রতি বছর আসলের কোনো পরিবর্তন হয় না
(b) প্রতি বছর আসল পরিবর্তিত হয়
(c) প্রতি বছর আসল এক থাকতে পারে অথবা নাও থাকতে পারে
(d) এদের কোনোটিই নয়
Ans. (b)
- নিদিষ্ট আসলের ওপর 2 বছরের সরল সুদ, এবং এক বছর পর্বর্বিশিষ্ট 2 বছরের চক্রবৃদ্ধি সুদ
[আরোও দেখুন:- Madhyamik Mathematics Suggestion 2025 Click here]
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
- চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের ওপর সুদ দেওয়া হয়। [T]
- চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে সংযুক্ত হওয়ার দরুন আসল ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। [T]
- সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত কমবে । [T]
- ব্যাংক সাধারণত সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দুটিই দিয়ে থাকে। [F]
- কোনো নির্দিষ্ট সময়ে সরল সুদের পরিমাপ চক্রবৃদ্ধি সুদের থেকে বেশি হয়। [F]
- চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিটি পর্বের সুদের হার সর্বদা একই হতে হয়। [F]
শূন্যস্থান পূরন করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
- কোনো যন্ত্র বেশিদিন চললে তার মূল্য বাড়ে।
Ans. অবচয়
- বার্ষিক ______% হার সুদে 1000 টাকার 2 বছরের সুদমূল 1210 টাকা।
Ans. 10%
- চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে বার্ষিক সুদের হার ________ হয় ।
Ans. সমান বা অসমান উভয়ই
- সুদের হার যত বাড়বে চক্রবৃদ্ধি সুত তত________ ।
Ans. কমবে
- সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে কমে যাওয়াকে ________ বলে।
Ans. সমহার হ্রাস বা অবচয়
- সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে ।
Ans. সমহার
[◆ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
Madhyamik WhatsApp Groups | Click Here to Join |
আরোও দেখুন:- Madhyamik All Subjects Suggestion 2025 Click here]
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 2) Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
- চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 6%এবং দ্বিতীয় বছর ৪% হলে 22000 টাকার2 বছরের সবৃদ্ধিমূল কত হবে ?
- বার্ষিক 10% হার সুদে 50000 টাকার 22 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
- 6 মাস অন্তর s হার 20000 দেয় বার্ষিক % সুদে টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো।
- একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়। বর্তমান মূল্য 162000 টাকা হলে 2 বছর আগে মূল্য কত ছিল?
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নোত্তর: (মান – 5) Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
- বার্ষিক নিদিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, কত বছরে 4 গুণ হবে তা লিখি ।
- যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 30 টাকা হয়, তবে ঐ টাকার পরিমাণ কত হিসাব করে লিখি ।
- 3 মাস অন্তর দেয় বার্ষিক 8 চক্রবৃদ্ধি সুদের হারে 10000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো
- 40000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যখন প্রথম,দ্বিতীয় ও তৃ্তীয় বছরের বার্ষিক সুদের হার যথাক্রমে 4%,5% ও 6% ?
- 6 মাস অন্তর দেয় এ সুদে টাকার বাৰ্ষিক 4% কত সময়ে 250 চক্রবৃদ্ধি সুদমূল। 6632.55 টাকা হাৰে ?
- বার্ষিক 8% চক্ৰবৃদ্ধি হার সুদে কত বছরে 40000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46656 টাকা হবে, তা নির্ণয় করি ।
- কোনো মূলধনের দুই বছরের ও তিন বছরের শেষে চক্রবৃদ্ধি যথাক্রমে 880 টাকা এবং 968 টাকা। মূলধনের পরিমাণ কত তা নির্ণয় করো ।
Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
Madhyamik Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Life Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Mathematics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Physical Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik All Subjects Suggestion 2025 Click here
Info : Madhyamik Mathematics Suggestion | West Bengal WBBSE Madhyamik Mathematics Qustion and Answer Suggestion
মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন | দশম শ্রেণীর অঙ্ক / গণিত – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্ন উত্তর সাজেশন
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্ন উত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।