Madhyamik Physical Science Question Paper 2020
Madhyamik Physical Science Question Paper 2020

Madhyamik Physical Science Question Paper 2020

মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০

Madhyamik Physical Science Question Paper 2020 | মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ : Madhyamik Physical Science Question Paper 2020 | মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Physical Science Question Paper 2020মাধ্যমিক  ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ MCQ, SAQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন গুলি West Bengal Madhyamik Physical Science Examination 2020 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2020 সালের পরীক্ষার হয়েছে। আপনারা যারা Madhyamik Physical Science Question Paper 2020 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik Physical Science Question Paper 2020 – মাধ্যমিক ভৌত বিজ্ঞান ২০২০ প্রশ্নপত্র গুলো ভালো করে পড়তে পারেন। 

   মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2020 পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম প্রশ্নপত্র বা মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ – Madhyamik Physical Science Question Paper 2020 নিচে দেওয়া রয়েছে।

West Bengal Madhyamik (WBBSE Class 10th) Physical Science Question Paper 2020 with Answer | মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০

সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট ( প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ) 

Full Marks : ৯০ (90)

ক-বিভাগ

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে ।যেটি ঠিক সেটি লেখঃ

1.1 নীচের কোন গ্যাসটি ওজনস্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না ?

(a) NO

(b) NO2

(c) CFC

(d) CO2

Ans: (d) CO2

1.2 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান –

(a) 2RT

(b) RT

(c ) 0.5RT

(d) 11.2RT

Ans: (c ) 0.5RT ।

1.3 নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 +2O2 → CO2 + 2H2O , 10 মোল CH4 পোড়াতে STP –তে কত আয়তন O2 লাগবে ?

(a) 448 L

(b) 224 L

(c ) 44.8 L

(d) 22.4L

Ans: (a) 448 L ।

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

1.4 নীচের পদার্থ গুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক

(a) রূপা

(b) হীরা

(c) তামা

(d) অ্যালুমিনিয়াম

Ans: (b) হীরা ।

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

1.5 একটি লাল ও বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপাতিত হয়ে জথক্রমে r ও v প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নীচের কোনটি ঠিক ?

(a) r = v

(b) r = 1/v

(c ) r > v

(d) r < v

Ans: (c) r > v  ।

1.6 একটি বিন্দু আলোক উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল । এই উৎস থেকে দর্পণে আপাতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হল

(a) 0°

(b) 180°

(c) 90°

(d) 360°

Ans: (a) 0° ।

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

1.7 তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের

(a) একটি বিন্দু , একটি গোলাকৃতি

(b) দুটিই গোলাকৃতি

(c ) একটি বিন্দু , অন্যটি বিস্তৃত

(d) দুটিই বিন্দু

Ans: (d) দুটিই বিন্দু  ।

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

1.8 ফিউজ তারের বৈশিষ্ট্য হল-

(a) রোধ উচ্চ , গলনাঙ্ক উচ্চ

(b) রোধ নিম্ন , গলনাঙ্ক নিম্ন

(c ) রোধ নিম্ন , গলনাঙ্ক উচ্চ

(d) রোধ উচ্চ , গলনাঙ্ক নিম্ন

Ans: (d) রোধ উচ্চ , গলনাঙ্ক নিম্ন।

1.9 α কণায় উপস্থিত

(a) একটি প্রোটন , একটি নিউট্রন

(b) একটি প্রোটন

(c ) দুটি প্রোটন , দুটি নিউট্রন

(d) একটি ইলেকট্রন

Ans: (c ) দুটি প্রোটন , দুটি নিউট্রন।

1.10 নীচের কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয় ?

(a) ঘনত্ব

(b) গলনাঙ্ক

(c ) স্ফুটনাঙ্ক

(d) তেজস্ক্রিয়তা

Ans: (d) তেজস্ক্রিয়তা ।

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

1.11 নীচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই ?

(a) হাইড্রোজেন ক্লোরাইড

(b) ক্যালসিয়াম অক্সাইড

(c) মিথেন

(d)  অ্যামোনিয়া

Ans: (b) ক্যালসিয়াম অক্সাইড ।

1.12 Cu তরিৎদ্বার ব্যবহার করে CuSo4  দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক ?

(a) ক্যাথোডের ভর কমে

(b ) অ্যানোডের ভর বাড়ে

(c ) দ্রবণে CuSo4 এর গারত্ব কমে

(d) দ্রবণে CuSo4 এর গারত্ব অপরিবর্তিত থাকে

Ans: (d) দ্রবণে CuSo4 এর গারত্ব অপরিবর্তিত থাকে।

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

1.13 সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রঙ উৎপন্ন হয় ?

(a) বেগুনি

(b) কমলা

(c ) গাড় নীল

(d) সবুজ

Ans: (a) বেগুনি ।

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

1.14 লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হল –

(a) FeO

(b) Fe2O3

(c ) Fe3O4

(d) FeCO3

Ans: (b) Fe2O3

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

1.15 নীচের কোন যৌগটির সঙ্গে NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয় ?

(a ) CH3CH2OH

(b) CH3CHO

(c ) CH3COCH3

(d) CH3COOH

Ans: (d) CH3COOH

খ – বিভাগ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষয়ণীয় )ঃ

2.1 কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় ?

Ans: মিথেন ।

অথবা

বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়ালে বিশ্ব উষ্ণায়ন ঘটে ।

Ans: CO2

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

2.2 একটি শক্তি উৎসের নাম লেখ যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায় ।

Ans: বায়ুশক্তি ।

2.3 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখঃ

নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অনুগুলির বেগ সমান ।

Ans: সত্য ।

2.4 চার্লসের সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী ?

Ans: মূলবিন্দু গামী সরল রৈখিক ।

2.5  নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখঃ

তামা , ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন ।

Ans: মিথ্যা ।

অথবা

আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী ?

Ans: আয়তন প্রসারণ গুণাঙ্কের একক S.I পদ্ধতিতে – K -1 এবং C.G.S পদ্ধতিতে °C-1

2.6 গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায় ?

Ans: কোনো গোলীয় দর্পনের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয় ।

2.7 X –রশ্মির ব্যবহার লেখ ।

Ans: কেলাসিত পদার্থের গঠন জানার জন্য ।

2.8 এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ।

Ans: বৈদ্যুতিক মোটর ।

2.9 গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ?

Ans: নিউট্রাল এবং আর্থ ।

2.10 পারমাণবিক চুল্লিতে কোন-ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় ?

Ans: ্নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ।

অথবা

একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও ।

Ans: ইউরেনিয়াম ।

2.11  বামপক্ষের সঙ্গে ডানপক্ষের সামঞ্জস্য বিধান করঃ

বামপক্ষ ডানপক্ষ
2.11.1 একটি ইউরেনিয়ামোত্তর মৌল

2.11.2 একটি অভিজাত মৌল

2.11.3 ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়

2.11.4 ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি  

(a) ক্রিপটন

(b) নেপচুনিয়াম

(c ) কপার

(d) জিঙ্ক

Ans:

বামপক্ষ ডানপক্ষ
2.11.1 একটি ইউরেনিয়ামোত্তর মৌল

2.11.2 একটি অভিজাত মৌল

2.11.3 ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়

2.11.4 ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি  

(b) নেপচুনিয়াম

(a) ক্রিপটন

(d) জিঙ্ক

(c ) কপার  

2.12  ক্লোরোফর্ম  ও সোডিয়াম ক্লোরাইড –এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ?

Ans: ক্লোরোফর্ম ।

2.13 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম কর ।

Ans: আলুমিনিয়াম ।

অথবা

পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি ?

Ans:  সিলভার ।

2.14 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ?

Ans: তড়িৎ শক্তি  ।

2.15 উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও  যে অ্যামোনিয়ার জলীয় দ্রবন ক্ষারীয় প্রকৃতির ।

Ans:  লাল লিটমাসের সাহায্যে দেখানো যায় যে অ্যামোনিয়ার জলীয় দ্রবন ক্ষারীয় প্রকৃতির ।

অথবা

শূন্যস্থান পূরণ কর :

NaOH + H2S  ——- + H2O

উত্তর : NaHS

2.16 ইউরিয়ার একটি ব্যবহার লেখ ।

Ans: সার হিসেবে ব্যবহার করা হয় ।

2.17 প্রপানোন –এর গঠন সংকেত লেখ ।

 Ans:

অথবা

ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন । জৈব যৌগটি কি ?

Ans: ইউরিয়া ।

2.18   একটি বায়োডিগ্রেডেবেল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও ।

Ans: স্টার্চ ।

গ – বিভাগ

3. নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয় )ঃ

3.1 বায়ুমন্ডলের স্তর গুলির মধ্যে কোনটির চাপ সবচেয়ে বেশি কারণসহ লেখ ।

Ans: বায়ু মণ্ডলের স্তর গুলির মধ্যে ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি কারণ এই স্তরে বায়ু মণ্ডলের প্রায় ৭৫% গ্যাসীয় উপাদান যেমন N2 ,O2, CO2 এবং প্রায় ৯৯% জলীয় বাস্প এই স্তরে থাকে ,ফলে এই স্তরে বায়ুর ঘনত্ব অন্যান্য স্তরের চেয়ে বেশি হয় ।

3.2 27°C উষ্ণতায় 700mmHg চাপে 32g O2 ও 44g CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো । (C= 12 , O = 16 )

উত্তর– এক্ষেত্রে , T=  27°C = (27+273)K = 300K

P = 700 mmHg

O2 এর আণবিক গুরুত্ব = (16✕2) =32

∴ O2 এর মোল সংখ্যা (n) = 32/32 = 1

এখন PV = nRT

∴ 700✕V = 1✕R✕300

∴ V = 3R/7

 আবার , CO2 এর আণবিক গুরুত্ব = (12+32)=44

∴ CO2 এর মোল সংখ্যা (n) = 44/44 = 1

এখন PV = nRT

∴ 700✕V = 1✕R✕300

বা, V = 3R/7

∴ গ্যাস দুটির আয়তনের অনুপাত =  3R/7 : 3R/7 = 1:1 ।

অথবা

 নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উষ্ণতায় 520 cm3 আয়তন অধিকার করে । চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700cm3 হয় । গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস ।

সমাধানঃ  এক্ষেত্রে  T1 = (-13+273)K = 260K

V1 =520cm3

V2 = 700cm3

এখন চার্লস –এর সূত্র থেকে পাই ,

বা, T2 = 350

∴ 350K = (350-273)°C = 77°C

∴ গ্যাসটির অন্তিম উষ্ণতা 77°C ।

3.3 একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

Ans: একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য – সদ , অবশীর্ষ , খর্বকায় ।

অথবা

অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কতৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে ? প্রতিবিম্বের একটি  বৈশিষ্ট্য  উল্লেখ করো ।

Ans: অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কতৃক গঠিত প্রতিবিম্ব ফোকাসে গঠিত  হবে ।

প্রতিবিম্বটির বৈশিষ্ট্য –   সদ , অবশীর্ষ , অত্যন্ত ক্ষুদ্র  বা বিন্দু সদৃশ ।

3.4 তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ কর ।

Ans: সাদৃশ্য – তরিৎচ্চালক বল ও বিভব প্রভেদ উভয়েরই একক ভোল্ট ।

বৈসাদৃশ্য– বর্তনী খোলা থাকলে তড়িৎ-কোশের দুই মেরুর বিভব-প্রভেদকে কোশের তড়িচ্চালক বল বলে ।

বর্তনী সংযোগ করলে তড়িৎ-কোশের দুই মেরুর মধ্যে বিভব-প্রভেদকে কোশের বিভব-প্রভেদ বলে ।

3.5 একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করেনা ।

CuSO4 ® Cu2++ SO4 2-

Cu2+ এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d9.

Cu2+ এর সর্বশেষ কক্ষে উপস্থিত  ইলেকট্রনের সংখ্যা 17 টি যা 8 অপেক্ষা বেশি অর্থাৎ CuSO4 যৌগ অষ্টক নিয়ম মেনে চলে না ।                                          

অথবা

সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা কর ।

Ans: সোডিয়াম ক্লোরাইড হল আয়নীয় যৌগ এবং গ্লুকোজ হল সমযোজী যৌগ ।NaCl-এর গলনাঙ্ক  গ্লুকোজের গলনাংকের চেয়ে বেশি হয় কারণ – (i) NaCl এর পরমাণুর মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি , গ্লুকোজের পরমানুর মধ্যে বন্ধন শক্তি অপেক্ষা বেশি থাকে । (ii) NaCl এর পরমাণু সমূহ ধনাত্মক ও ঋণাত্মক আধান যুক্ত হয় । এই আধান অনু গঠনের সময় ত্রিমাত্রিক ভাবে সুবিন্যস্ত হয়ে জ্যামিতিক কাঠামো গঠন করে, ফলে NaCl এর একটি ক্যাটায়ন নির্দিস্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং একটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেস্টিত থাকে , এর ফলে  NaCl এর অনুতে আন্তঃ আণবিক আকর্ষণ বল অনেক বেশি হয় এবং এই অনুকে ভাঙতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয় । সেই কারণে  সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি হয় ।

3.6 দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে Na এর সঙ্গে , কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে । (H,Fও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ,9 ও 11 )

Ans: Na পরমাণুর ইলেকট্রন বিন্যাসঃ K =2 ,L=8 ,M=1 এবং F পরমাণুর ইলেকট্রন বিন্যাসঃ K =2 , L=7

একটি Na পরমাণু যখন একটি F পরমাণুর সাথে রাসায়নিক বিক্রিয়ায়  অংশগ্রহন করে , তখন Na পরমাণুটি তার সর্ব বহিঃস্থ কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ ক্যাটায়নে পরিণত হয় ও নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল Ne এর ইলেকট্রন বিন্যাস (k=2 ,L=8) লাভ করে অন্য দিকে F পরমাণু Na পরমাণু দ্বারা বর্জিত একটি ইলেকট্রন গ্রহন করে F- অ্যানায়নে পরিণত হয় ও  নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল Ne এর ইলেকট্রন বিন্যাস লাভ করে । এর পর বিপরীতধর্মী Na+ ও F- স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে আয়নীয় যৌগ NaF গঠন করে ।

HF অনু গঠনের সময় H ও F পরমাণুর (2,7) যোজ্যতা – কক্ষ থেকে 1 টি করে ইলেকট্রন এসে 1 টি ইলেকট্রন জোড় গঠিত হয় । এই ইলেকট্রন জোড়কে উভয় পরমাণুই সমভাবে ব্যবহার করে । ফলে H পরমাণু , He পরমাণুর এবং F পরমাণু , Ne পরমাণুর সুস্থিত ইলেক্ট্রন বিন্যাস লাভ করে । H ও F পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে HF অনু গঠন করে ।

3.7 1100°C উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ ।

Ans: 1100°C উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড (CaNCN) ও কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয় , যাকে নাইট্রোলিম বলে ।

3.8 থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখ । এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো ।

Ans: থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণটি হল –

Fe2O3 + 2Al → 2Fe (গলিত ) + Al2O3

দ্বিতীয় অংশঃ এই পদ্ধতিটির একটি প্রয়োগ – এই পদ্ধতিতে রেল লাইন , ট্রাম লাইন , বড় বড় লোহার 

অথবা

CuSo4 এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির রাসায়নিক সমীকরণ লেখ । এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে Cu ও Fe এর আপেক্ষিক অবস্থান সম্মন্ধে কী জানা যায় ?

Ans: CuSo4 এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির রাসায়নিক সমীকরণ –

CuSO4 + Fe → FeSO4 +Cu ↓

দ্বিতীয় অংশঃ এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে Cu ও Fe এর আপেক্ষিক অবস্থান হল-   Fe সক্রিয়তা শ্রেণিতে Cu এর ওপরে অবস্থান করে, ফলে  Fe , Cu কে প্রতিস্থাপিত করে  । 

3.9 নীচের যৌগগুলি থেকে একটি সমগনীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের উর্দ্ধক্রমে সাজাওঃ

CH3COOH , CH3CH2OH, CH3OCH3, CH3OH,C2H4,C2H6 , CH3CH2CH2OH , C3H4  

Ans: সমগনীয় শ্রেণীর সদস্য গুলি হল – CH3CH2OH , CH3OH , CH3CH2CH2OH

এই যৌগ গুলিকে উর্দ্ধক্রমে সাজালে হয়

CH3OH , CH3CH2OH , CH3CH2CH2OH

অথবা

কার্যকরী গ্রুপ বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখ ।

Ans:  কার্যকরী গ্রুপ – যেসব সক্রিয় পরমাণু বা পরমানপুঞ্জ (মূলক) জৈব যৌগের অনুতে উপস্থিত থেকে প্রধানত যৌগ গুলির প্রকৃতি ও রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রন করে , তাদের কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলক বলে ।

উদাঃ – অ্যালকোহল শ্রেণীর যৌগে –OH ( হাইড্রক্সিল )  মূলক থাকে ।

ঘ – বিভাগ

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয় )ঃ

4.1  অ্যাভোগ্যাড্রো সূত্রটি বিবৃত করো ।

কোনো নির্দিস্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন (V/n) প্রায় সমান এবং STP তে এর সীমান্ত মান 22.4 L mol-1 । এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগ্যাড্রো সূত্রে উপনীত হওয়া যায় ?

Ans: একই চাপ ও উষ্ণতায় সমআয়তন বিশিষ্ট সকল গ্যাসেই ( মৌলিক বা যৌগিক ) সমান সংখ্যক অণু বর্তমান ।

মনে করি , একই চাপ p এবং তাপমাত্রা T তে V আয়তনের তিনটি পৃথক পাত্রে তিনটি গ্যাস , যেমন H2 ,O2 ও CO2 আছে । V আয়তন H2 গ্যাসে যদি x টি অণু থাকে তাহলে V আয়তন O2 ও V আয়তন CO2 তেও x টি করেই অণু থাকবে ।

নির্দিস্ট উষ্ণতা ও চাপে V আয়তন কোনো গ্যাসে n সংখ্যক অনু বর্তমান থাকলে V ∝ n বা V = Kn , যেখানে K একটি ধ্রুবক ।

দ্বিতীয় অংশঃ (V/n) –এর STP তে এর সীমান্ত মান 22.4 L mol-1   ( প্রায় ) ।

অর্থাৎ, STP –তে 1 mol যেকোনো গ্যাসের আয়তন = 22.4 L ।

STP তে 22.4 L আয়তনের যেকোনো গ্যাসে 1 mol অণু থাকবে । অর্থাৎ , একই তাপমাত্রায় ও চাপে একই আয়তনের যেকোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে ।

4.2 A ও B পরস্পর বিক্রিয়া করে নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে

2A +B = 2C , A,B ও C যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত । A ও B এর বাস্পঘনত্ব জথাক্রমে 32 ও 16 । C এর বাস্পঘনত্ব নির্ণয় কর ।

সমাধানঃ A ও B এর বাস্পঘনত্ব জথাক্রমে 32 ও 16 ।

∴ Aও B এর আণবিক ভর যথাক্রমে 64 এবং 32 । যেহেতু কোনো পদার্থের  আণবিক গুরুত্ব তার বাস্পঘনত্বের দ্বিগুন ।

ধরি , C গ্যাসীয় পদার্থের বাস্প ঘনত্ব x ।

∴ C এর আণবিক ভর 2x

যেহেতু , 2A +B = 2C

∴ 2✕64 =128 গ্রাম A গ্যাসের সঙ্গে 32 গ্রাম B গ্যাস মিশ্রিত হয়ে 4x গ্রাম C গ্যাস উৎপন্ন হয় ।

∴ 128+32 = 4x

বা, 4x = 160

বা, x = 160/4

বা, x = 40

∴ C গ্যাসের বাস্প ঘনত্ব 40 ।

অথবা

নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী

2ZnS +3O2 → 2ZnO +2SO2

100 মোল ZnS থেকে

(i) কত গ্রাম ZnO এবং

(ii) কত মোল SO2 উৎপন্ন হবে ?

(Zn =65.5 ,S =32,O =16)

Ans: (i) 2ZnS +3O2 →2ZnO +2SO2

∴ 2 মোল ZnS থেকে পাওয়া যায় 2 মোল ZnO

∴ 100 মোল ZnS থেকে পাওয়া যায় 100 মোল ZnO

1 মোল ZnO = (65.5+16) = 81.5 গ্রাম ZnO

∴ 100 মোল ZnO = (100✕81.5 ) গ্রাম ZnO = 8150 গ্রাম ZnO

∴ 100 মোল ZnO থেকে পাওয়া যায় 8150 গ্রাম ZnO ।

(ii) 2ZnS +3O2 → 2ZnO +2SO2

∴ 2 মোল ZnS থেকে পাওয়া যায় 2 মোল SO2

∴ 1 মোল ZnS থেকে পাওয়া যায় 1 মোল SO2

∴ 100 মোল ZnS থেকে পাওয়া যায় 100 মোল SO2

4.3 তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও ।

একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 K উষ্ণতায় A1 Sq m ও T2K উষ্ণতায় A2 Sq m । ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গানিতিক রূপটি একক সহ লেখো ।

Ans: তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ হল- তাপ প্রয়োগ করলে থার্মোমিটার -এর মধ্যে থাকা পারদের প্রসারণ হয় ।

দ্বিতীয় অংশ: একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 K উষ্ণতায় A1 Sq m ও T2 K উষ্ণতায় A2 Sq m ।

ধরি , T> T1  

∴ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক = °C-1 (C.G.S) বা K-1 (SI)

অথবা

কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লেখো

Ans: কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন যে যে বিষয়ের উপর নির্ভর করে তা হল – পদার্থের বেধ , প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল , উপাদান –এর ওপর ,যদি সময় অপরিবর্তিত থাকে ।

পদার্থের বেধ – কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন ওই পদার্থের বেধের সাথে ব্যাস্তানুপাতিক ।

প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল – কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন ওই পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক ।

উপাদান- একক সময়ে কোনো পদার্থের মধ্য দিয়ে কতটা তাপ প্রবাহিত হবে তা নির্ভর করে ওই পদার্থের উপাদানের ওপর । অর্থাৎ কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক ওই পদার্থের উপাদানের ওপর নির্ভরশীল ।

4.4 আলোকের বিচ্ছুরণ কী ? একটি কাচফলকের ওপর 45° কোণে আপাতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কী ?

Ans:  আলোর বিচ্ছুরণ –  সাদা বর্ণের যৌগিক আলোর বর্ণালীর ৭ টি রঙে (বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা, লাল) বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে আলোর বিচ্ছুরণ বলে। বিজ্ঞানী স্যার আইজাক নিউটন সর্বপ্রথম এটি আবিষ্কার করে। তিনি প্রমাণ করেন যে সাদা আলো যৌগিক এবং তা প্রিজম এর মধ্য দিয়ে যাওয়ার সময় ৭ টি বর্ণে বিভক্ত হয়।

দ্বিতীয় অংশ :  হ্যাঁ । একটি কাচফলকের ওপর 45° কোণে আপাতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে ।

4.5 একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ । ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30° কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45° কোণে নির্গত হয় তাহলে চ্যুতি কোণ কত ?

Ans: 

প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ ।

∴ A = 60°

আপাতন কোণ (  i1 ) = 30°, প্রতিসরণ কোণ ( i2) = 45° 

চ্যুতি কোণ  = ( i1 + i2) –A = 30°+45°-60° = 15°

অথবা

 বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 Å হলে 1.5 প্রতিসারঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে ?

Ans: বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ( l) = 6000Å

 অপর একটি মাধ্যমের প্রতি সারঙ্ক (µ ) = 1.5

ধরাযাক ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য = l1 Å

সূত্রানুসারে ,

বা, v = 2✕108

∴ ওই মাধ্যমে আলোর বেগ 2 ✕ 108 মিটার / সেকেন্ড ।

4.6 সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী A ও B এর রোধাঙ্ক যথাক্রমে 1.6✕10 -8 ohm m এবং 3.2 ✕ 10-8 ohm m । পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হল । এদের প্রস্থচ্ছেদের অনুপাত কী হলে এদের প্রত্যেকটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে ?

Ans: 

ধরি , পরিবাহী দুটির প্রতিটির বিভব প্রভেদ = V ভোল্ট

এবং প্রতিটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা = I অ্যাম্পিয়ার এবং প্রতিটির দৈর্ঘ্য = l মিটার ।

এখন প্রথম পরিবাহীর ক্ষেত্রে,  V = IR1 এবং দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে V = IR2

∴ IR1 = IR2

⇒R1 = R2

∴ প্রস্থচ্ছেদের অনুপাত 1:2 হলে প্রবাহমাত্রা সমান হবে ।

অথবা

দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সাথে সমান্তরালে যোগ করা হল। অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো ।

Ans:

এক্ষেত্রে R1 = 10 ohm , R2 = 10 ohm এবং R3 = 20 ohm

R1 এবং R2 রোধ দুটি শ্রেণি সমবায় যুক্ত আছে ।

∴ তুল্য রোধ (R4) = R1+R2 =(10+10) ohm =20 ohm

R3 এবং  R4 সমান্তরাল সমবায় যুক্ত আছে এবং এদের তুল্য রোধ R হলে

∴ অন্তিম সমবায়ের তুল্য রোধ 10 ohm

4.7 তড়িৎক্ষমতা বলতে কী বোঝায় ? একটি বাল্বের রেটিং লেখা আছে 220V – 100W –এর অর্থ কী ?

Ans: তড়িৎক্ষমতা –  কোন তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎক্ষমতা বলে ।

দ্বিতীয় অংশ :  একটি বাল্বের রেটিং লেখা আছে 220V – 100W –এর অর্থ হল – বাল্বটির দু- প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট হলে বাল্বটি সবচেয়ে উজ্জ্বল্ভাবে জ্বলবে এবং বাল্বটি প্রতি সেকেন্ডে 100 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে ।

4.8 তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় ? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক ।

Ans: তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে ।

দ্বিতীয় অংশ:  তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে ভেদন ক্ষমতা সর্বাধিক –  গামা রশ্মির ও আয়নায়ন ক্ষমতা সর্বাধিক –  আলফা রশ্মির  ।

4.9 হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করো ।

Ans: হাইড্রজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের বৈসাদৃশ্য হল –

          গ্রুপ 1 মৌল     হাইড্রোজেন
সাধারণ উষ্ণতায় কঠিন মৌল । সাধারণ উষ্ণতায় গ্যাসীয় মৌল ।

হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্য হল-

          গ্রুপ 17 মৌল       হাইড্রোজেন
তড়িৎ – ঋনাত্বক মৌল  । তড়িৎ – ধনাত্বক মৌল ।
সর্ববহিস্থ কক্ষে 7 টি করে ইলেকট্রন থাকে । একমাত্র কক্ষে 1 টি করে ইলেকট্রন থাকে ।

 

অথবা

নির্দেশমতো সাজাও:

(a)  দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 1 এর অন্তর্গত  Na (11) , K (19) , Li (3) , Rb (37) কে পরমাণু ব্যাসার্ধের নিম্নক্রম অনুযায়ী ।

(b) )  দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 16 এর অন্তর্গত  S (16) , O (8) , Te (52) , Se (34) কে তড়িৎ ঋনাত্বকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী ।

(c) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 2 এর অন্তর্গত  Ca (20) , Be (4) , Sr (38) , Mg (12)  কে বিজারণ ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী ।

( মৌলগুলির চিহ্নের পাশে প্রথম ব্র্যাকেটের মধ্যে মৌলগুলির পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে  )

Ans: (a) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 1 এর অন্তর্গত  Na (11) , K (19) , Li (3) , Rb (37) কে পরমাণু ব্যাসার্ধের নিম্নক্রম অনুযায়ী সাজিয়ে পাই্ ,

Rb > K > Na > Li

(b) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 16 এর অন্তর্গত  S (16) , O (8) , Te (52) , Se (34) কে তড়িৎ ঋনাত্বকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই,

Te < Se < S <  O

(c) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 2 এর অন্তর্গত  Ca (20) , Be (4) , Sr (38) , Mg (12)  কে বিজারণ ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী সাজিয়ে পাই,

Sr > Ca > Mg > Be

4.10 কীসের ভিত্তিতে তড়িৎবিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু  তড়িৎবিশ্লেষ্য হিসেবে শ্রেণিবিভাগ করা হয়েছে ? তীব্র তড়িৎবিশ্লেষ্যের একটি উদাহরণ দাও ।

Ans: তড়িৎ পরিবাহিতার মাত্রা অনুযায়ী তড়িৎবিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু  তড়িৎবিশ্লেষ্য হিসেবে শ্রেণিবিভাগ করা হয়েছে । অর্থাৎ , গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অধিকাংশ অণুই আয়নে বিয়োজিত হয়ে বেশি মাত্রায় তড়িৎ পরিবহন করে তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে । গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সামান্য সংখ্যক অণুই আয়নে বিয়োজিত হয় এবং বেশির ভাগ অণুই অবিয়োজিত অবস্থায় থাকে তাদের মৃদু  তড়িৎবিশ্লেষ্য বলে ।

দ্বিতীয় অংশঃ তীব্র তড়িৎবিশ্লেষ্যের একটি উদাহরণ হল – NaCl ( সোডিয়াম ক্লোরাইড) ।

4.11 অ্যামোনিয়া কে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখো । বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণও লেখো ।

Ans: শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া এবং ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণ কে (1: 7.5 আয়তন অনুপাতে) 5-7 বায়ুমন্ডলীয় চাপে ও 700 -800 °C উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম – রেডিয়াম ধাতু সঙ্কর নির্মিত তারজালির মধ্য দিয়ে অতি ধ্রুত প্রবাহিত করা হয় । অনুঘটক ও গ্যাস মিশ্রনের সংস্পর্শ কাল 0.0014 সেকেন্ডের বেশি হওয়া বাঞ্ছনীয় নয় । এর ফলে অ্যামোনিয়া  বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড (NO) উৎপাদন করে । বিক্রিয়াটি উভমুখী ও তাপ উৎপাদক ।

দ্বিতীয় অংশঃ বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ –

4NH3(g) + 5O2 (g) ⇌ 4NO(g) +6H2O + 216kcal

4.12 দুটি ভিন্ন জৈব যৌগ A ও B একই আণবিক সংকেত , C2H6O সম্পন্ন । A ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু B ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না । A ও B যৌগ দুটির গঠন সংকেত লেখো । A এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরন লেখো ।

Ans: A ও B উভয় যৌগের একই আণবিক সংকেত C2H6O । সুতরাং A যৌগটি হবে ইথাইল অ্যালকোহল (CH3CH2OH) ও B যৌগটি হবে ডাইমিথাইল ইথার (CH3OCH3) ।  এদের গঠন সংকেত হল –

ছবি হবে

দ্বিতীয় অংশঃ A যৌগ অর্থাৎ ইথাইল অ্যালকোহল এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি হল –

2CH3CH2OH + 2Na → 2CH3CH2ONa + H2 (g)

অথবা

ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো । বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো । সি এন জি (CNG) এর একটি ব্যবহার উল্লেখ করো ।

Ans: ইথিলিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত – সাধারণ চাপ ও উষ্ণতায় প্ল্যাটিনাম , প্যালাডিয়াম বা র‍্যানি নিকেল অনুঘটকের উপস্থিতিতে বা 200 -300 °C উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন , ইথিলিনের সঙ্গে যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন উৎপন্ন হয় ।

দ্বিতীয় অংশঃ বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ –

তৃতীয় অংশঃ  সি এন জি (CNG) এর ব্যবহার – (i)  CNG এর তাপন মূল্য অন্যান্য জ্বালানির থেকে অনেক বেশি হওয়ায় উৎকৃষ্ট জ্বালানি রূপে ব্যবহৃত হয় ।

(ii) যন্ত্রচালিত পরিবহন শিল্পে CNG ব্যবহার করলে পরিবেশ দূষণের মাত্রা সবচেয়ে কম হয় । তাই বাস , ট্যাক্সি , অটোরিকশা  সহ বিভিন্ন গনপরিবহন ব্যবস্থায় জ্বালানি রূপে CNG ব্যবহৃত হয় । 

◆ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।

Madhyamik WhatsApp Groups Click Here to Join

Madhyamik Question Paper 2020 | মাধ্যমিক প্রশ্নপত্র ২০২০

আরোও দেখুন:-

Madhyamik Bengali Question Paper 2020 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Question Paper 2020 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Question Paper 2020 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Question Paper 2020 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Question Paper 2020 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Question Paper 2020 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Question Paper 2020 Click here

আরোও দেখুন:-

Madhyamik All Subject Question 2020 Click here

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik All Subjects Suggestion 2025 Click here

Madhyamik Physical Science Question Paper 2020 | মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০

File Details: 

PDF File Name WB Madhyamik Physical Science Question Paper 2020 | মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০
Board WBBSE
Download Link Click Here To Download
Download PDF Click Here To Download

Info : West Bengal Madhyamik Physical Science Question Paper 2020 | WBBSE Class 10th Madhyamik Physical Science Question Paper 2020

Madhyamik Physical Science Question Paper 2020 download with Sure Common in Examination. West Bengal Madhyamik 2020 Physical Science Question Paper and new question pattern. WBBSE 10th Class Board Exam suggestive questions. Madhyamik Physical Science Question Paper PDF Download. Important questions for WB Madhyamik 2020 Physical Science Subject. West Bengal Board of Secondary Education Madhyamik 2020 Model Question Paper Download.

West Bengal Madhyamik  Physical Science Question Paper 2020 Download. WBBSE Madhyamik Physical Science short question Question Paper 2020 . Madhyamik Physical Science Question Paper 2020  download. Madhyamik Question Paper  Physical Science. WB Madhyamik 2020 Physical Science Question Paper and important questions. Madhyamik Question Paper 2020 pdf.পশ্চিমবঙ্গ মাধ্যমিক  ভৌত বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের প্রশ্নপত্র ডাউনলোড। মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Get the Madhyamik Physical Science Question Paper 2020 by BhugolShiksha.com

 West Bengal Madhyamik Physical Science Question Paper 2020  prepared by expert subject teachers. WB Madhyamik  Physical Science Question Paper with 100% Common in the Examination 2020.

Madhyamik Physical Science Question Paper 2020 – মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০

Madhyamik Physical Science Question Paper 2020 Download good quality Question Papers for Madhyamik 2020 Physical Science Subject prepared by Expert Physical Science subject teachers. Get the WBBSE Madhyamik 2020 Physical Science Question Paper. মাধ্যমিক 2020 ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র. his Madhyamik Physical Science Question Paper 2020 will help you to find out your Madhyamik 2020 preparation.

West Bengal class 10th Physical Science Board Exam 2020 details info

West Bengal Board of Secondary Education (WBBSE) Madhyamik 2020 Exam Question Paper download for Physical Science subject. West Bengal Madhyamik 2020 Examination will be started from February. Students who are currently studying in Class 10th, will seat for their first Board Exam Madhyamik. West Bengal Board of Secondary Education will organize this Examination all over West Bengal. WBBSE Madhyamik 2020 Physical Science Question Paper download.

West Bengal Board of Secondary Education (WBBSE) Physical Science Exam 2020

West Bengal Board of Secondary Education (WBBSE) will organize Madhyamik (10th) Board Examination 2020. Students who are currently studying in Class 10 standard, will have to seat for their first Board Exam Madhyamik 2020. Physical Science is the first language for many students in the exam.

Madhyamik Physical Science Syllabus 2020

West Bengal Board of Secondary Education (WBBSE) Madhyamik Physical Science Syllabus with all the important chapters and marks distribution. Download the Madhyamik 2020 Physical Science Syllabus and Question Paper. 

Questions on the Physical Science exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

Madhyamik 2020 Physical Science Question Paper Marks Details

The total marks for this Examination will be 100, out of which 90 marks for the written exam and 10 marks for viva voce. The question pattern and Marks distribution of Madhyamik Physical Science Question Paper are given below.

West Bengal Madhyamik Physical Science Question Paper 2020 FREE PDF

West Bengal Madhyamik 2020 Physical Science Question Paper Download in Physical Science version. WBBSE Madhyamik Physical Science Question Paper 2020 pdf version. Get the complete Madhayamik Physical Science Question Paper 2020 with 100% Common in Examination. Madhyamik 2020 Physical Science Question Paper pdf download. Madhyamik Scientific Question Paper. WBBSE Class 10th Physical Science exam 2020 notes and Important questions.

Madhyamik Physical Science Question Paper 2020

 This Madhyamik 2020 Physical Science Question Paper prepared by expert subject teachers. Hope this will help you on your first Board Examination. First, read your textbooks carefully and then practice this Question Paper. In this Question Paper, all the questions are mentioned, which are important for the Madhyamik 2020 Physical Science exam.

Madhyamik Physical Science Question Paper 2020 FREE PDF Download

Madhyamik Physical Science Question Paper 2020 PDF Download : This Question Paper prepared on the basis of all the important questions for this year’s Examination. This is not a complete study material, never depends upon only this Question Paper. Read your textbooks carefully first.
This is the complete list of Question Papers and other information of West Bengal Madhyamik 2020 Examination.  Share this page to help your friends.

© BhugolShiksha.com

West Bengal Madhyamik Physical Science Question Paper 2020 | WB Madhyamik Physical Science Question Paper 2020 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০

     মাধ্যমিক  ভৌত বিজ্ঞান পরীক্ষা 2020 (Madhyamik 2020 / WB Madhyamik 2020 / MP Exam 2020 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2020 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2020 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং প্রশ্নপত্র (Madhyamik Physical Science Question Paper / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Question Paper / Madhyamik Class 10th Physical Science Question Paper 2020 / Class X Physical Science Question Paper / Madhyamik Pariksha Physical Science Question Paper / Physical Science Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question Paper / Madhyamik Physical Science Question Paper 2020 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস  মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষা 2020 / দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পরীক্ষা 2020 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ / দশম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ (Madhyamik Physical Science Question Paper 2020 / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Question Paper 2020 / Madhyamik Class 10th Physical Science Question Paper 2020 / Class X Physical Science Question Paper 2020 / Madhyamik Pariksha Physical Science Question Paper 2020 / Madhyamik Physical Science Exam Guide 2020 / Madhyamik Physical Science MCQ , Short , Descriptive  Type Question Paper 2020 / Madhyamik Physical Science Question Paper 2020 FREE PDF Download) সফল হবে।

Madhyamik Physical Science Question Paper 2020 | মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Physical Science Question Paper 2020 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই  BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now