বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা
List of First Indian in various Fields in Bengali PDF in Bengali
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা | List of First Indian in various Fields in Bengali PDF in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা – List of First Indian in various Fields in Bengali । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (WBPSC, WBCS, WBP SI Constable, SSC, School Service, Railway exam etc) এটি খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা | List of First Indian in various Fields in Bengali পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা | List of First Indian in various Fields in Bengali খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা | List of First Indian in various Fields in Bengali
ক্রমিক নং |
|
ব্যক্তির নাম | |
১. | প্রধানমন্ত্রী | জওহরলাল নেহেরু (১৯৪৭-৬৪) | |
২. | রাষ্ট্রপতি | ড: রাজেন্দ্র প্রসাদ | |
৩. | উপ-প্রধানমন্ত্রী | সর্দার বল্লভভাই প্যাটেল | |
৪. | উপ-রাষ্ট্রপতি | ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন | |
৫. | মহাকাশচারী | রাকেশ শর্মা (১৯৮৪) | |
৬. | ভারতরত্ন প্রাপক | চক্রবর্তী রাজা গোপালাচারী | |
৭. | টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন | সি.কে. নাইডু(১৯৩২) | |
৮. | টেস্ট সেঞ্চুরি | লালা অমরনাথ (১৯৩৩-৩৪) | |
৯. | রাজ্যসভার চেয়ারম্যান | ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন | |
১০. | মুখ্য নির্বাচন আধিকারিক | সুকুমার সেন (১৯৫০-৫৮) | |
১১. | প্রধান বিচারপতি | হীরালাল জে. কানিয়া (১৯৫০-৫১) | |
১২. | বিমান বাহিনীর প্রধান | স্যার থমাস অ্যালমহারেস্ট (১৯৪৭-৫০) | |
১৩. | নৌ সেনা প্রধান | আর. ডি. কাটারী (১৯৫৮-৬২) | |
১৪. | কমান্ডার ইন চিফ | কে. এম. কারিয়াপ্পা (১৯৪৯-৫৩) | |
১৫. | ১ থেকে ১০ সব পজিশনে ব্যাট করেছেন | ভিনু মানকড় | |
১৬. | বিদেশে নৃত্য প্রদর্শন | উদয় শংকর | |
১৭. | চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী | এম. জি. রামচন্দ্রন (তামিলনাড়ু ১৯৭৭) | |
১৮. | স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী | আর. কে. সম্মুগম চেট্টি (১৯৪৭) | |
১৯. | আই. সি. এস. অফিসার | সত্যেন্দ্রনাথ ঠাকুর | |
২০. | জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি | সরোজিনী নাইডু (১৯২৫) | |
২১. | জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী | জি. শংকর কুরুপ (১৯৬৫) | |
২২. | অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন | ফু দোরজি (১৯৮৪) | |
২৩. | দক্ষিন মেরু পৌঁছান | জে. কে. বাজাজ | |
২৪. | ইংলিশ চ্যানেল অতিক্রম করেন | মিহির সেন (১৯৬৬) | |
২৫. | অলিম্পিক মেডেল জয়ী | কে. ডি. যাদব (কুস্তিতে, ১৯৫২) | |
২৬. | বিশ্ব ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর | গৌতম কাজী (১৯৯৫) | |
২৭. | ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য | দাদাভাই নৌরজি (১৮৬২) | |
২৮. | নিশান-ই-পাকিস্তান পুরস্কার প্রাপক | মোরারজী দেশাই | |
২৯. | অস্কার জয়ী | ভানু আথাইয়া (১৯৮২) | |
৩০. | নোবেলজয়ী | রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩) | |
৩১. | বৈমানিক | জে. আর. ডি. টাটা | |
৩২. | নৌ-চালক | ওয়াই নে সি (১৯৪১) | |
৩৩. | জাতি সংঘে হিন্দিতে ভাষণ দেন | অটল বিহারী বাজপেয়ী (১৯৭৭) | |
৩৪. | টেস্টে হ্যাট্রিককারী ক্রিকেটার | চেতন শর্মা (১৯৮৭) | |
৩৫. | বিদেশ যাত্রী | রাজা রামমোহন রায় | |
৩৬. | ম্যাগসেসাই পুরস্কারজয়ী | আচার্য বিনোবা ভাবে | |
৩৭. | শিশু চলচ্চিত্র শিল্পী | দাদা সাহেব ফালকের পুত্র ভালচন্দ্রা | |
৩৮. | শিশু মহিলা চলচ্চিত্র শিল্পী | দাদা সাহেব ফালকের কন্যা মন্দাকিনী | |
৩৯. | ডাকটিকিটে জাতীয় নেতার ছবি | মহাত্মা গান্ধী | |
৪০. | জাতীয় কংগ্রেসের সভাপতি | উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় | |
৪১. | চলচ্চিত্র পরিচালক | দাদা সাহেব ফালকে | |
৪২. | হাইকোর্টের বিচারপতি | রমাপ্রসাদ রায় | |
৪৩. | বিদেশে অভিনয়ে খ্যাতি লাভ | শিশির ভাদুড়ি | |
৪৪. | টেস্ট ক্রিকেট খেলোয়াড় | রঞ্জিত সিংজি | |
৪৫. | গভর্নর | লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ | |
৪৬. | বিমানবাহিনীর প্রধান | সুব্রত মুখার্জী | |
৪৭. | ব্যারিস্টার | জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর |
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা প্রশ্ন ও উত্তর | List of First Indian in various Fields in Bengali Question and Answer in Bengali:
1: আটলান্টিক সনদ কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans: যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড।
2: সিমলা চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন?
Ans: শ্রীমতি ইন্দিরা গান্ধী।
3: ডেটন চুক্তির ফলে কী ঘটে?
Ans: বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধের অবসান।
4: জেনেভা কনভেনশনে অংশগ্রহণকারী দেশ কয়টি?
Ans: ৫টি।
5: ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন?
Ans: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
6: এনপিটি চুক্তির উদ্দেশ্য কী?
Ans: পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ।
7: কোন কোন দেশ এখনও সিটিবিটি অনুমোদন করেনি?
Ans: রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন।
8: ‘মলোটভ রিবেনথ্রোপ’ কী?
Ans: স্ট্যালিন ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি।
9: ইরান-রাশিয়া পারমাণবিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
Ans: ২৫ ডিসেম্বর, ২০০২।
10: ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির উদ্দেশ্য কী?
Ans: ২৫ বছর মেয়াদী মৈত্রী, শান্তি ও সহযোগিতা।
11: ফেলুদার স্রষ্টা কে?
Ans: সত্যজিৎ রায়।
12: ব্যোমকেশ বক্সীর স্রষ্টা কে?
Ans: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
13: ‘বনলতা সেন’ কবিতার রচয়িতা কে?
Ans: জীবনানন্দ দাশ।
14: ভিটামিন A-এর রাসায়নিক নাম কী?
Ans: রেটিনল।
15: ভিটামিন C-এর অভাবে কোন রোগ হয়?
Ans: স্কার্ভি।
16: ভিটামিন D-এর কাজ কী?
Ans: অস্থি গঠনে সাহায্য করা।
17: ‘টোডা’ উপজাতি কোথায় পাওয়া যায়?
Ans: নীলগিরি পর্বতে।
18: ‘গারো’ উপজাতির প্রধান বসবাস কোথায়?
Ans: অসম ও মেঘালয়।
19: ‘লেপচা’ উপজাতি প্রধানত কোন রাজ্যে বাস করে?
Ans: সিকিম।
20: বাংলাদেশের রাজধানী ও মুদ্রা কী?
Ans: ঢাকা, টাকা।
21: চীনের রাজধানী ও মুদ্রা কী?
Ans: বেইজিং, ইউয়ান।
22: ইংল্যান্ডের রাজধানী ও মুদ্রা কী?
Ans: লন্ডন, পাউন্ড।
23: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
Ans: জওহরলাল নেহেরু।
24: স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
Ans: ড. রাজেন্দ্র প্রসাদ।
25: প্রথম ভারতীয় মহাকাশচারী কে?
Ans: রাকেশ শর্মা (১৯৮৪)।
◆ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি, বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
Govt Exam Groups | Click Here to Join |
FILE INFO : বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা | List of First Indian in various Fields in Bengali PDF in Bengali Download
PDF File Name | বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা | List of First Indian in various Fields in Bengali PDF in Bengali |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link | Click Here To Download |
Download PDF | Click Here To Download |
[Call : 9476288780 / আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন Follow Now]
আরোও দেখুন:-
পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here
আরোও দেখুন:-
দেশ এবং তাদের সীমানা | Countries and their Borders – GK Click Here
আরোও দেখুন:-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা | List of First Indian in various Fields in Bengali in Bengali Click Here
আরোও দেখুন:-
সমস্ত জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – List of First Indian in various Fields in Bengali Click Here
List of First Indian in various Fields in Bengali | বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা
” বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা থেকে অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা / বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা প্রশ্ন ও উত্তর / বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা কুইজ / বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা প্রশ্ন ও উত্তর / বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা জিকে / বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা / বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা MCQ / বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা PDF (List of First Indian in various Fields in Bengali / List of First Indian in various Fields in Bengali Bangla / List of First Indian in various Fields in Bengali PDF / List of First Indian in various Fields in Bengali quiz / common List of First Indian in various Fields in Bengali questions and answers / List of First Indian in various Fields in Bengali Question and Answer / List of First Indian in various Fields in Bengali PDF in Bengali Download / List of First Indian in various Fields in Bengali questions and answers pdf) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা | List of First Indian in various Fields in Bengali PDF in Bengali) সফল হবে।
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা | জেনারেল নলেজ | List of First Indian in various Fields in Bengali PDF
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা | List of First Indian in various Fields in Bengali Bangla PDF ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, এছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন ও উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।