Class 7 Geography Second Unit Test Question : সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র
Class 7 Geography Second Unit Test Question : সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র

Class 7 Geography Second Unit Test Question 2025

সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৫

Class 7 Geography Second Unit Test Question : সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র : Class 7 Geography Second Unit Test Question | সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিচে দেওয়া হলো। এই WBBSE Class 7 Geography Second Unit Test Question with Answer, Notes, Suggestion | Class 7 Geography Second Unit Test Question – সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7 Geography 2nd Unit Test – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা Class 7 Geography Second Unit Test Questionসপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

West Bengal Class 7 Geography Second Unit Test Question Answer | WBBSE Class 7th Geography 2nd Unit Test Suggestion | সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র

Class 7 Geography Second Unit Test Question and Answer – এখানে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।

শ্রেণী (Class) পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণী (West Bengal Class 7th)
পরীক্ষা (Exam) দ্বিতীয় ইউনিট টেস্ট (2nd / Second Unit Test) 
বিষয় (Subject) ভূগোল (Geography)
পূর্ণমান (Marks) ২৫ নম্বর (25 Marks)
সময় (Time) ৫০ মিনিট (50 Minute)

Set: 1 | Class 7 Geography Second Unit Test Question and Answer

(A) ঠিক উত্তর নির্বাচন করাে : (1×5=5)

  1. গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর / মার্বেল শিলায় স্তর থাকে।

Ans: চুনাপাথর শিলায় স্তর থাকে।

  1. আফ্রিকার পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত।

Ans: উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত।

  1. কঙ্গো নদী আফ্রিকার পূর্ব / উত্তর / দক্ষিণ / পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।

Ans: কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।

  1. গ্রস্ত উপত্যকা ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত পর্বতে দেখা যায়।

Ans: গ্রস্ত উপত্যকা ভঙ্গিল পর্বতে দেখা যায়।

  1. নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হলাে – জলপ্রপাত/ প্লাবনভূমি / অশ্বক্ষুরাকৃতি হ্রদ / বদ্বীপ।

Ans: নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হল — জলপ্রপাত

(B) এক কথায় উত্তর দাও : (1×5=5)

  1. আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম করাে।

Ans: আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম — কিলিমান্জারো।

  1. গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়?

Ans: গ্রস্ত উপত্যকা আফ্রিকার পূর্ব দিকে দেখা যায়।

  1. ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখাে।

Ans: ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম — আরাবল্লী।

  1. শাখানদী সাধারণত নদীর কোন প্রবাহে দেখা যায় ?

Ans: শাখানদী সাধারণত নদীর উপপ্রবাহে দেখা যায়।

  1. মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখাে।

Ans: মাটি সৃষ্টির একটি উপাদানের নাম — জলবায়ু।

(C) অনধিক ৩০ শব্দে উত্তর দাও : (2×2=4)

  1. জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে কী ঘটনা ঘটবে?

Ans: জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে দুটি নদীর মধ্যে সংযোগ স্থাপিত হয় এবং একটি নদীর জল অন্য নদীতে চলে যেতে পারে।

  1. মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ কেন বলা হয়?

Ans: মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ বলা হয় কারণ এর শীর্ষভাগ সমতল এবং টেবিলের মতো চওড়া ও সমান।

(D) অনধিক ৫০ শব্দে উত্তর দাও : (3×2=6)

  1. সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কী অবস্থা হত?

Ans: সাহারা মরুভূমি যদি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হত, তবে দক্ষিণ আফ্রিকার আবহাওয়া অত্যন্ত শুষ্ক হয়ে পড়ত এবং কৃষিকাজ ও বসবাসের সমস্যা সৃষ্টি হত।

  1. শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয়?

Ans: শিলার উপর জল, বায়ু ও তাপমাত্রার প্রভাবে ধীরে ধীরে ভাঙন হয়। শিলা চূর্ণ হয়ে ছোট ছোট কণায় পরিণত হয় এবং পরে এগুলো জমে মাটি তৈরি করে।

(E) অনধিক ৮০ শব্দে উত্তর দাও : (5×1=5)

  1. নদী কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তােমার অঞ্চলের কোনাে নদীর উদাহরণ দিয়ে আলােচনা করাে।

Ans: নদী মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পানীয় জল সরবরাহ করে, কৃষির জন্য সেচের কাজ করে, বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে এবং মৎস্য চাষের সুযোগ দেয়। যেমন — আমাদের অঞ্চলের হুগলি নদী কৃষিকাজ, যোগাযোগ ও ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদী আমাদের অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।

Set: 2 | Class 7 Geography Second Unit Test Question and Answer :

(A) সঠিক উত্তরটি নির্বাচন করো: (5×1=5)

  1. নীলনদের বদ্বীপ অংশে- (নিরক্ষীয় / মৌসুমি / ভূমধ্যসাগরীয়) জলবায়ু দেখা যায়।

Ans: নীলনদের বদ্বীপ অংশে — ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়।

  1. কঙ্গো নদী আফ্রিকার- (পূর্ব / উত্তর / দক্ষিণ / পশ্চিম) দিকে প্রবাহিত হয়েছে।

Ans: কঙ্গো নদী আফ্রিকার — পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।

  1. গ্রস্ত উপত্যকা দেখা যায়- (ভঙ্গিল পর্বতে / স্তূপ পর্বতে / আগ্নেয় পর্বতে / ক্ষয়জাত পৰ্বতে )।

Ans: গ্রস্ত উপত্যকা দেখা যায় — ভঙ্গিল পর্বতে

  1. পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো- আটাবারা বাঁধ / উচ্চ আসোয়ান বাঁধ / সেনার বাঁধ।

Ans: পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো — উচ্চ আসোয়ান বাঁধ

  1. (গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর / মার্বেল) শিলায় স্তর থাকে।

Ans: স্তর থাকে — চুনাপাথর শিলায়।

(B) শূন্যস্থান পূরণ করো : (2×1=2)

  1. এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে __________ সাগর।

Ans: এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে — লাল সাগর

  1. ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের __________ অঞ্চলে।

Ans: ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের — দাক্ষিণাত্য (ডেকান মালভূমি) অঞ্চলে।

(C) এক কথায় উত্তর দাও : (3×1=3)

  1. মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী কোনটি?

Ans: কায়রো।

  1. মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো।

Ans: জলবায়ু।

  1. ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।

Ans: আরাবল্লী।

(D) অনধিক দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি) : (2×2=4)

  1. মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন?

Ans: মালভূমির ওপরভাগ সমতল ও বিস্তৃত, ঠিক টেবিলের মতো। তাই একে টেবিল ল্যান্ড বলা হয়।

  1. লাভাগঠিত মালভূমি কাকে বলে?

Ans: আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা ছড়িয়ে পড়ে ও ঠান্ডা হয়ে মালভূমি গঠন করে। একে লাভাগঠিত মালভূমি বলে।

(E) নীচের প্রশ্নগুলির উত্তর দাও (অনধিক ছ-টি বাক্যে) : (3×2=6)

  1. সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে?

Ans: সাহারায় অত্যন্ত শুষ্ক ও গরম জলবায়ু বিরাজ করে। ফলে কৃষিকাজ কঠিন, জল সংকট প্রবল এবং যাযাবর জীবনধারা দেখা যায়। মানুষ মরুদ্যানের আশেপাশে বসতি স্থাপন করে।

  1. জলপ্রপাত কাকে বলে? উদাহরণ দাও।

Ans: নদীর জল কোনো খাড়া বা উঁচু স্থানে হঠাৎ নিচে পড়লে তাকে জলপ্রপাত বলে। যেমন — জগনাথ জলপ্রপাত।

(F) নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (অনধিক দশটি বাক্যে) : (5×1=5)

  1. অশ্ব আকৃতি হ্রদ বলতে কী বোঝো?

Ans: নদী যখন গতিপথ পরিবর্তন করে এবং বাঁকা হয়ে ছিন্ন হয়, তখন নদীর পুরাতন অংশটি আলাদা হয়ে পড়ে এবং ঘোড়ার খুরের মতো দেখতে একটি হ্রদ তৈরি হয়, একে অশ্ব আকৃতি হ্রদ বলে।

  1. নদীর ক্ষয়ের ফলে গঠিত যে-কোনো দুটি ভূমিরূপ আলোচনা করো।

Ans: নদীর ক্ষয়ের ফলে জলপ্রপাত এবং ভাঙ্গন তট গঠিত হয়। জলপ্রপাত নদীর দ্রুতগতিতে নিচে পড়ার ফলে তৈরি হয়। ভাঙ্গন তট নদীর গতিপথের পাশে ক্ষয়ের ফলে সৃষ্টি হয়।

Set: 3 | WBBSE Class 7 Geography 2nd Unit Test Suggestion (Chapter wise) Question and Answer:

শিলা ও মাটি :

  1. দুটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও।

Ans: মার্বেল (চুনাপাথর থেকে), নীস (গ্রানাইট থেকে)।

  1. পাললিক শিলার বৈশিষ্ট্য ও দুটি ব্যবহার লেখো।

Ans: বৈশিষ্ট্য: স্তরযুক্ত, নরম, বিভিন্ন কণার সমাহারে গঠিত।

ব্যবহার: নির্মাণকাজে এবং কৃষির জন্য উর্বর মাটির উৎস।

  1. শিলা কাকে বলে? শিলা কয় প্রকার ও কি কি?

Ans: ভূত্বকের কঠিন আবরণকে শিলা বলে।

শিলা তিন প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা।

  1. রূপান্তরিত শিলা কাকে বলে?

Ans: তাপ, চাপ ও রাসায়নিক পরিবর্তনে মূল শিলার গঠন ও প্রকৃতি পরিবর্তিত হলে তাকে রূপান্তরিত শিলা বলে।

  1. মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

Ans: নিয়ন্ত্রকগুলি: শিলার প্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ ও প্রাণীজীব, ভূমিরূপ এবং সময়।

  1. পাললিক শিলা কিভাবে তৈরী হয়?

Ans: নদী, বায়ু বা হিমবাহ দ্বারা পরিবাহিত কণাগুলি জমে স্তরিত হয়ে পাললিক শিলা তৈরি হয়।

  1. আগ্নেয় ও পাললিক শিলার দুটি প্রধান পার্থক্য লেখো।

Ans: আগ্নেয় শিলা: লাভা থেকে তৈরি; স্তরহীন।
পাললিক শিলা: কণার স্তর জমে তৈরি; স্তরযুক্ত।

ভূমিরূপ : 

  1. মানবজীবনে সমভূমির প্রভাব কেমন আলোচনা করো।

Ans: সমভূমি কৃষি, বসতি, শিল্প ও পরিবহনের জন্য উপযোগী ভূমিরূপ। সভ্যতার বিকাশে সমভূমির ভূমিকা অপরিসীম।

  1. পর্বতগ্রন্থি ও পর্বতশ্রেণীর মধ্যে প্রধান পার্থক্য কী?

Ans: পর্বতগ্রন্থি: বহু পর্বতশ্রেণীর সমষ্টি (যেমন হিমালয়)।

পর্বতশ্রেণী: সারিবদ্ধভাবে অবস্থিত একাধিক পর্বতচূড়া (যেমন ধৌলাধার পর্বতশ্রেণী)।

  1. হামাদ কাকে বলে?

Ans: সাহারা মরুভূমির পাথুরে বা শিলাময় অঞ্চলকে হামাদ বলে।

  1. যে কোনো তিন ধরণের সমভূমির সংজ্ঞা ও উদাহরণ দাও।

Ans: নদী সমভূমি: নদীর গঠিত সমভূমি (উদা: গঙ্গা সমভূমি)।

উপকূলীয় সমভূমি: সমুদ্রতটের কাছাকাছি সমভূমি (উদা: পূর্ব উপকূলীয় সমভূমি)।
হিমবাহ সমভূমি: হিমবাহের দ্বারা গঠিত সমভূমি (উদা: ইউরোপের কিছু অঞ্চল)।

  1. উৎপত্তি অনুসারে মালভূমির শ্রেণী বিভাগ করে পর্বত বেষ্ঠিত মালভূমির উৎপত্তি আলোচনা করো।

Ans: মালভূমি উৎপত্তি অনুসারে: আগ্নেয়, ভঙ্গিল ও ক্ষয়জাত।

পর্বতবেষ্টিত মালভূমি পার্শ্ববর্তী পর্বতগুলির দ্বারা ঘেরা, সাধারণত ভঙ্গনের মাধ্যমে বা আগ্নেয় প্রক্রিয়ায় গঠিত হয় (যেমন — তিব্বত মালভূমি)।

  1. পর্বত, মালভুমি ও সমভূমির মধ্যে তুলনা করো।

Ans: পর্বত: উচ্চতম ভূমিরূপ, ঢালু খাড়া।

মালভূমি: মাঝারি উচ্চতা, উপরিভাগ সমান।

সমভূমি: সর্বনিম্ন উচ্চতা, সমান ভূমি।

নদী :

  1. উচ্চপার্বত্য অঞ্চলে নদী ক্ষয়কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো।

Ans: গিরিখাত এবং জলপ্রপাত। (গিরিখাত: সংকীর্ণ ও গভীর উপত্যকা; জলপ্রপাত: জল হঠাৎ নিচে পড়ে)।

  1. নদীর মধ্যপ্রবাহের ভূমিরূপগুলি আলোচনা করো।

Ans: বাঁক, অশ্বাকৃতি হ্রদ, প্লাবনভূমি ইত্যাদি মধ্যপ্রবাহের বৈশিষ্ট্য।

  1. নদী কোন গতিতে কিভাবে গিরিখাতের সৃষ্টি করে?

Ans: নদীর দ্রুত প্রবাহ উপত্যকাকে গভীর করে কেটে গিরিখাত তৈরি করে।

  1. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে?

Ans: নদীকে বিভিন্ন কাজে (সেচ, জলবিদ্যুৎ, মৎস্যচাষ ইত্যাদি) ব্যবহারের জন্য পরিকল্পনাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে।

  1. জলবিভাজিকা কাকে বলে?

Ans: দুটি নদীর জলরাশি পৃথক করে যে উচ্চভূমি দাঁড়ায়, তাকে জলবিভাজিকা বলে।

  1. আন্তর্জাতিক নদী কাকে বলে?

Ans: যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাকে আন্তর্জাতিক নদী বলে (যেমন — গঙ্গা)।

  1. নদীর উচ্চপ্রবাহের কাজ ও সৃষ্টি হওয়া প্রধান ভূমিরূপগুলি আলোচনা করো।

Ans: উচ্চপ্রবাহে নদী প্রধানত ক্ষয় কাজ করে। এতে গিরিখাত, জলপ্রপাত, খাড়া উপত্যকা ইত্যাদি গঠন হয়।

আফ্রিকা মহাদেশ :

  1. মিশরকে নীলনদের দান বলা হয় কেন?

Ans: নীলনদ মিশরে জল সরবরাহ করে, কৃষিক্ষেত্র উর্বর করে এবং জীবনধারাকে টিকিয়ে রাখে।

  1. আফ্রিকা মহাদেশকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হয় কেন?

Ans: ভূগোলগত অজানা ও অনাবিষ্কৃত থাকার কারণে প্রাচীনকালে আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হত।

  1. আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের তিনটি কারণ লেখো।

Ans: বিস্তৃত ভৌগোলিক বিস্তার, উচ্চতার তারতম্য এবং সামুদ্রিক স্রোতের প্রভাব।

  1. আফ্রিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে লেখো।

Ans: আফ্রিকায় নিরক্ষীয়, উষ্ণ মরু, ভূমধ্যসাগরীয় ও সাভান্না জলবায়ু বিদ্যমান।

  1. সাহারা মরুভূমির ভূমিরূপ ও জলবায়ুর বিবরণ দাও।

Ans: সাহারার ভূমিরূপে বালিয়াড়ি, হামাদ ও গিরি গঠিত হয়। জলবায়ু অত্যন্ত গরম, শুষ্ক ও বৃষ্টিহীন।

WB Class 7th All Subjects Second Unit Test Question and Answer – সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র

আরোও দেখুন:-

Class 7 Bengali Second Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 English Second Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 Geography Second Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 History Second Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 Mathematics Second Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 Science Second Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 All Subjects Second Unit Test Question Click here

Class 7 All Unit Test Question and Answer 2025 | অষ্টম শ্রেণীর সমস্ত ইউনিট টেস্টের প্রশ্ন ও উত্তর

  • Class 7 All Unit Test Question and Answer 2025 Click here

Class 7 Suggestion 2025 – সপ্তম শ্রেণীর সাজেশন ২০২৫ 

আরোও দেখুন:-

Class 7 Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 7 English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 7 Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 7 History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 7 Life Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 7 Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 7 Physical Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Class 7 All Subjects Suggestion 2025 Click here

◆ সপ্তম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের Channel or Group গুলোতে Join হয়ে যাও।

Class 7 WhatsApp/Telegram Groups Click Here to Join

Info : Class 7 Geography Second Unit Test Question  | West Bengal WBBSE Class Seven VII (Class 7th) Geography Question and Answer 2nd Unit Test Question 

সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর   

” Class 7 Geography Second Unit Test Question | সপ্তম শ্রেণীর  ভূগোল – প্রশ্ন উত্তর  “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seven VII Second Unit Test Question / WB Class 7  Second Unit Test Question / WBBSE  / West Bengal Board of 2ndary Education – WB Class 7 Exam / Class 7 Second Unit Test Question / Class 7th Second Unit Test Question / WB Class VII Second Unit Test Question / Class 7 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 7 Geography Second Unit Test Question / Class 7 Geography Question and Answer / Class VII Geography Second Unit Test Question / Class 7 Pariksha Geography Second Unit Test Question  / Geography Class 7 Exam Guide  / Class 7th Geography MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 7 Geography Second Unit Test Question  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 7 Geography Second Unit Test Question / Class 7 Geography 2nd Unit Test Question / West Bengal Seven VII Question and Answer, Second Unit Test Question / WBBSE Class 7th Geography Second Unit Test Question / Class 7 Geography Question and Answer  / Class VII Geography Second Unit Test Question  / Class 7 Pariksha Second Unit Test Question  / Class 7 Geography Exam Guide  / Class 7 Geography Second Unit Test Question, 2024, 2025 / Class 7 Geography Second Unit Test Question  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Class 7 Geography Second Unit Test Question  FREE PDF Download) সফল হবে।

Get the Class 7 Geography Second Unit Test Question by BhugolShiksha.com

West Bengal Class 7 Geography Question and Answer prepared by expert subject teachers. WB Class 7  Geography Second Unit Test Question with 70% Common in the Examination .

Class 7th Geography Second Unit Test Syllabus

West Bengal Board of 2ndary Education (WBBSE) Class 7th Geography Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 7th Geography Syllabus and Question Paper. Questions on the Geography exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

WB Class 7th Geography Syllabus Free Download Link Click Here

Class Seven VII Geography Second Unit Test Question | West Bengal WBBSE Class 7 Exam Second Unit Test Question

Class 7 Geography Question and Answer, Second Unit Test Question Download PDF: WBBSE Class 7 Seven VII Geography Second Unit Test Question  is provided here. Class 7 Geography Second Unit Test Questions Answers PDF Download Link in Free has been given below.

Class 7 Geography Second Unit Test Question PDF Download

Class 7 Geography Second Unit Test Question Question and Answer free pdf download | West Bengal WBBSE Class 7 Geography Question and Answer Second Unit Test Question  Class 7 Geography Second Unit Test Question with pdf file free download.

Class 7 Geography Second Unit Test Question  | West Bengal Class 7th Geography Board Model Question Paper and Answer

Class 7 Geography Second Unit Test Question West Bengal Class 7 Geography Board Model Question Paper and Answer । Class 7 Geography Second Unit Test Question Question and Answer. Class 7 Geography Second Unit Test Question.

West Bengal Class 7  Geography Second Unit Test Question  Download. WBBSE Class 7th Geography short question 2nd Unit Test Question . Class 7 Geography Second Unit Test Question download. Class 7th Question Paper  Geography. WB Class 7  Geography Second Unit Test Question and important question and answer. Class 7 Second Unit Test Question pdf.পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর  ভূগোল পরীক্ষার সম্ভাব্য দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Class 7 Geography Second Unit Test Question – সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন ও উত্তর

Class 7 Geography Second Unit Test Question – সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Second Unit Test Question MCQ or Multiple Choice Question and Answer |  সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন উত্তর।

Class 7 Geography Second Unit Test Question – সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 7 Geography Second Unit Test Question – সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Second Unit Test Question Short Question and Answer |  Class 7 Geography Second Unit Test Question  – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

Class 7th Geography Second Unit Test Question – সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র DTQ বড়ো প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণী ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র 

Class 7th Geography Second Unit Test Question – সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর | Class 7th Geography Second Unit Test Question  West Bengal Class 7th Geography Second Unit Test Question  – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর।

Class 7 Second Unit Test Geography Question | পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণির ভূগোল  দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ইউনিট টেস্টের প্রশ্নপত্র  

Class 7 Geography Second Unit Test Question | পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Second Unit Test Question – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণির ভূগোল  দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন উত্তর। সপ্তম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন । সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন।

Class 7 Geography Second Unit Test Question | West Bengal Class 7 Geography Question and Answer, 2nd Unit Test Question – সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 7 Geography Second Unit Test Question – | Class 7 Geography 2nd Unit Test Question – | পশ্চিমবঙ্গ Class 7 Geography Second Unit Test Question – | সপ্তম শ্রেণীর ভূগোল সহায়ক প্রশ্ন ও উত্তর । Class 7 Geography Question and Answer, Second Unit Test Question | Class 7 Geography 2nd Unit Test Question  | Class 7 Geography Question and Answer Notes  | West Bengal Class 7th Geography Question and Answer Second Unit Test Question. Class-7 Geography Second-Unit-Test Question | Class 7 Second Unit Test Geography Question Paper Class 7 Second Unit Test Geography Suggestion Class 7 Unit Test Geography Question Paper Class-7 Geography Second-Unit-Test Suggestion WBBSE Class 7 Model Question Paper Unit Test Question Paper Geography Class VII Geography Second Unit Test Question Paper pdf Download Class Seven Geography Suggestion Class-7 Geography Second Unit Test Suggestion Class-7 Geography Second-Unit-Test Question-2023.

Class 7 Geography Second Unit Test Question | সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Class 7 Geography Second Unit Test Question | সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now