সুন্দর পিচাই এর জীবনী
Sundar Pichai Biography in Bengali
সুন্দর পিচাই এর জীবনী – Sundar Pichai Biography in Bengali : বিল গেটস বা স্টিভ জোবসের মতো হয়তো একডাকে তাঁকে চেনেন না সকলে। কিন্তু, গুগ্লের সিইও হিসাবে সুন্দর পিচাই (Sundar Pichai) এর নাম সামনে আসতেই প্রচারের আলোর কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ৪৩ বছরের সুন্দর পিচাই (Sundar Pichai)।
গুগলের সিইও সুন্দর পিচাই এর একটি সংক্ষিপ্ত জীবনী । সুন্দর পিচাই এর জীবনী – Sundar Pichai Biography in Bengali বা সুন্দর পিচাই এর আত্মজীবনী বা (Sundar Pichai Jivani Bangla. A short biography of Sundar Pichai. Sundar Pichai Birth, Place, Life Status, Life Style, Life Story, Life History, Biography in Bengali) সুন্দর পিচাই এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
সুন্দর পিচাই কে ? Who is Sundar Pichai ?
সুন্দর পিচাই (Sundar Pichai) একজন প্রযুক্তি নির্বাহী ও গুগল ইনকর্পোরেটেডে পণ্য প্রধান। তিনি ‘সুন্দর পিচাই (Sundar Pichai)‘ নামেই অধিক পরিচিত। ২০১৫ সালের ১০ আগস্ট সুন্দর পিচাইকে (Sundar Pichai) গুগলের পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়।
গুগলের সিইও সুন্দর পিচাই এর জীবনী – Google CEO Sundar Pichai Biography in Bengali :
নাম (Name) | পিচাই সুন্দারারাজান বা সুন্দর পিচাই (Sundar Pichai) |
জন্ম (Born) | ১০ জুন ১৯৭২ (10th June 1972) |
জন্মস্থান (Birthplace) | মাদুরাই, তামিলনাড়ু, ভারত |
পিতামাতা (Parents) | রঘুনাথ পিচাই (বাবা),
লক্ষ্মী পিচাই (মা) |
দাম্পত্য সঙ্গী (Spouse) | অঞ্জলি পিচাই (পত্নী/স্ত্রী/বউ) |
জন্মসূত্রে | ভারতীয় |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা (Occupation) | গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা |
নিয়োগকারী | গুগল ইনকর্পোরেটেড |
শিক্ষা | বি.টেক, এমএস, এমবিএ |
সুন্দর পিচাই এর জন্ম – Sundar Pichai Birthday :
১৯৭২ সালের ১২ জুলাই দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন সুন্দর পিচাই (Sundar Pichai)। সুন্দর পিচাই (Sundar Pichai) এর পুরো নাম পিচাই সুন্দররাজন হলেও সংক্ষেপিত ‘সুন্দর পিচাই’ নামেই তিনি অধিক পরিচিত।
সুন্দর পিচাই এর পিতামাতা – Sundar Pichai Parents :
সুন্দর পিচাই (Sundar Pichai) এর বাবা রঘুনাথ পিচাই একটি ব্রিটিশ সংস্থায় তড়িৎ প্রকৌশলী হিসেবে কাজ করতেন। অন্যদিকে সুন্দর পিচাই (Sundar Pichai) এর জন্মের পূর্বে মা লক্ষ্মী পিচাই ছিলেন শ্রুতিলেখক। ছোট এ সংসারে পিচাইয়ের অপর সঙ্গী ছিলো তাঁর ছোট ভাই। শিক্ষিত পরিবারটি আর্থিকভাবে খুব যে স্বচ্ছল ছিল, তা-ও বলা যাবে না। দুই রুমের ছোট্ট এক ফ্ল্যাট বাড়িতে থাকতেন তাঁরা।
সুন্দর পিচাই এর শৈশবকাল – Sundar Pichai Childhood :
সুন্দর পিচাই (Sundar Pichai) ছিলেন ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী। ছোটবেলায় বাড়ির ল্যান্ডফোনে একবার ডায়াল করা যেকোনো নম্বরই হুবহু মনে রেখে বাবা-মাকে চমকে দিতেন সুন্দর।
সুন্দর পিচাই এর শিক্ষাজীবন – Sundar Pichai Education Life :
পিচাই চেন্নাইয়ে বড় হয়ে এবং জহর বিদ্যালয়-এ পড়াশোনা করেন। সুন্দর পিচাই (Sundar Pichai) ভানা বাণী বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী শেষ করেন। এরপরে ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করেন। পিচাইয়ের অধ্যাপক সুপারিশ করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য কিন্তু তিনি এর পরিবর্তে এমএস এবং এমবিএ ডিগ্রী পশ্চাদ্ধাবন করার সিদ্ধান্ত নেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উপাদান বিজ্ঞান ও প্রকৌশল এর উপর এমএস করেন এবং বহার্তন স্কুল অফ দি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া থেকে এমবিএ করেন।
সুন্দর পিচাই এর কর্মজীবন – Sundar Pichai Work Life :
পিচাই ফলিত সামগ্রীতে প্রকৌশল ও পণ্য পরিচালনা এবং ম্যাকিনসে ও কোম্পানির ব্যবস্থাপনা পরামর্শে কাজ করেন।
সুন্দর পিচাই (Sundar Pichai) এপ্রিল ২০১১ থেকে জুলাই ২০১৩ পর্যন্ত জাইভ সফটওয়্যারের পরিচালক ছিলেন। সুন্দর পিচাই (Sundar Pichai) ২০১৩ সালের ১৩ মার্চ অ্যান্ড্রয়েডকে গুগল পণ্যতে যোগ করেন। যদিও তখন অ্যান্ড্রয়েড অ্যান্ডি রুবিন দ্বারা পরিচালিত ছিল।
সুন্দর পিচাই গুগল এর সিইও – Sundar Pichai CEO of Google :
সুন্দর পিচাইকে (Sundar Pichai) ২০১৫ সালের ১০ আগস্ট মাসে গুগলের সিইও হিসেবে নিযুক্ত করা হয়। ২০১৯ সালের ডিসেম্বরে সুন্দর পিচাই (Sundar Pichai) ওয়েব সার্চ জায়ান্টের পেরেন্ট সংস্থা অ্যালফাবেটেরও সিইও পদে অভিষিক্ত হন।
সুন্দর পিচাই এর বিবাহ জীবন – Sundar Pichai Marriage Life :
এমএস করতে আমেরিকায় হাজির হয়ে গেলেন সুন্দরের প্রেমিকা অঞ্জলি। তখনই বিয়েটা সেরে নিয়েছিলেন তাঁরা।
এরপর পামার বৃত্তি নিয়ে ২০০২ সালে পেনিসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ারটন স্কুল থেকে এমবিএ করেন তিনি।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
সুন্দরপিচাই এর আয় – Sundar Pichai Income :
সুন্দর পিচাই (Sundar Pichai) এর বাৎসরিক আয় প্রায় ২০ লক্ষ মার্কিন ডলার যা ভারতীয় টাকায় 15,01,59,000.00 টাকা।
ব্যাক্তিগত জীবনে সুন্দর :
আইআইটিতে পড়াকালীন প্রেম করেছিলেন যার সাথে, তাঁকে বিয়ে করে আগেই সফল প্রেমিকের খাতায় নাম লেখানো সফল কর্মজীবী সুন্দর এখন এক কন্যা ও এক পুত্রের জনক। তাঁর সাফল্যমণ্ডিত উত্থানে স্ত্রীর রয়েছে বিশাল অবদান। মাইক্রোসফট, ইয়াহু ও টুইটারে মোটা অঙ্কে সিইও হবার অফার পেয়েও গুগলে থেকে যাবার সিদ্ধান্ত সুন্দর নিয়েছিলেন স্ত্রী অঞ্জলির অনুপ্রেরণাতেই।
সুন্দর পিচাই এর জীবনী – Sundar Pichai Biography in Bengali FAQ :
- সুন্দর পিচাই কে ?
Ans: সুন্দর পিচাই হলেন গগলের সিইও ।
- সুন্দর পিচাই এর পিতার নাম কী ?
Ans: সুন্দর পিচাই এর পিতার নাম রঘুনাথ পিচাই ।
- সুন্দর পিচাই এর মাতার নাম কী ?
Ans: সুন্দর পিচাই এর মাতার নাম লক্ষ্মী পিচাই ।
- সুন্দর পিচাই কবে জন্মগ্রহণ করেন?
Ans: সুন্দর পিচাই ১০ জুন ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন।
- সুন্দর পিচাই এর স্ত্রীর নাম কী ?
Ans: সুন্দর পিচাই এর স্ত্রীর নাম অঞ্জলী পিচাই ।
- সুন্দর পিচাই গুগলে আসার আগে কোন কোম্পানিতে ছিলেন?
Ans: সুন্দর পিচাই (Sundar Pichai) এপ্রিল ২০১১ থেকে জুলাই ২০১৩ পর্যন্ত জাইভ সফটওয়্যারের পরিচালক ছিলেন।
- কত সালে সুন্দর পিচাই গুগলের সিইও হোন ?
Ans: ২০১৫ সালের ১০ আগস্ট সুন্দর পিচাই গুগলের সিইও হোন ।
- সুন্দর পিচাই কত সালে এম বি এ করেন ?
Ans: সুন্দর পিচাই ২০০২ সালে এম বি এ করেন ।
- সুন্দর পিচাই জন্ম সূত্রে কি?
Ans: সুন্দর পিচাই জন্ম সূত্রে ভারতীয়।
- সুন্দর পিচাই এর নাগরিকত্ব কী ?
Ans: সুন্দর পিচাই এর নাগরিকত্ব আমেরিকান ।
[আরও দেখুন, এ.পি.জে. আবদুল কালাম এর জীবনী – A.P.J. Abdul Kalam Biography in Bengali
আরও দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী – Sourav Ganguly Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
আরও দেখুন, শচীন টেন্ডুলকারের জীবনী – Sachin Tendulkar Biography in Bengali]
সুন্দর পিচাই এর জীবনী – Sundar Pichai Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” সুন্দর পিচাই এর জীবনী – Sundar Pichai Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। সুন্দর পিচাই এর জীবনী – Sundar Pichai Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই সুন্দর পিচাই এর জীবনী – Sundar Pichai Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।