জলবায়ুবিদ্যা – ভূগোল প্রশ্ন ও উত্তর
ঘূর্ণবাত | Cyclones – Climatology (Geography) Question and Answer in Bengali
ঘূর্ণবাত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Cyclones (Climatology – Geography) : জলবায়ুবিদ্যা – Climatology (ভূগোল – Geography) ঘূর্ণবাত – Cyclones প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। এই (ঘূর্ণবাত – Cyclones – জলবায়ুবিদ্যা Climatology – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ঘূর্ণবাত – Cyclones – জলবায়ুবিদ্যা – Climatology (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
ঘূর্ণবাত (Cyclones) জলবায়ুবিদ্যা – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. ঘূর্ণবাত ( Cyclones ) কাকে বলে ?
Ans : ইংরাজি ‘CYCLONE’ কথাটি এসেছে গ্রীক শব্দ ‘Kukloma’ থেকে- যার অর্থ ‘সাপের কুন্ডলী’ ।
কোনো স্বল্প পরিসর স্থানে হঠাৎ বায়ুর চাপ হ্রাস পেলে সেখানে শক্তিশালী নিম্নচাপ ও তার বাইরে উচ্চচাপের সৃষ্টি হয় । এই অবস্থায় বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে চক্রাকারে প্রবলবেগে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে , একে ঘূর্ণবাত বলে । এককথায় নিম্নচাপবিশিষ্ট ঝড়কে ঘূর্ণবাত বলে ।
2. ঘূর্ণবাতের ( Cyclones ) বৈশিষ্ট্য লেখ?
Ans : ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি হল-
( 1 ) সমচাপ রেখাগুলি বৃত্তাকারে অবস্থান করে ।
( 2 ) কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ থাকে ।
( 3 ) ঘূর্ণবাত প্রবল ঝড়বৃষ্টির সূচনা করে ।
( 4 ) বায়ুর গতিবেগ ঘণ্টায় 160 কিমি পর্যন্ত হতে পারে ।
3. প্রতীপ ঘূর্ণবাত ( Anti cyclone ) কী ?
Ans : বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে সেখানে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং সমচাপ রেখাগুলি চক্রাকারে অবস্থান করে । এমতাবস্থায় বায়ু গ উত্তর গোলার্ধে কেন্দ্র থেকে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেরিয়ে যায় , একে প্রতীপ ঘূর্ণবাত বলে ।
4. প্রতীপ ঘূর্ণবাতের ( Anti cyclone ) বৈশিষ্ট্য লেখ?
Ans : প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য গুলি হল –
( 1 ) কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ থাকে ।
( 2 ) কেন্দ্র থেকে বাইরের দিকে বায়ুর চাপ ঢাল কম এবং বায়ুপ্রবাহ ধীর গতিসম্পন্ন হয় ।
( 3 ) প্রতীপ ঘূর্ণবাত সুবিশাল অঞ্চল জুড়ে সৃষ্টি হয় এবং দীর্ঘস্থায়ী হয় ।
( 4 ) প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকে ।
5. ক্রান্তীয় ঘূর্ণবাতের ( Tropical Cyclone ) সংজ্ঞা লেখ ?
Ans : ক্রান্তীয় মণ্ডলে উভয় গোলার্ধে 5 ° -20 ° অক্ষাংশের মধ্যে অধিক উষ্ণতার কারণে সমুদ্রের ওপর বায়ু উষ্ণ-আর্দ্র ও ঊর্ধ্বমুখী হয়। ফলে নিন্মচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং চারদিকের উচ্চচাপ কেন্দ্রের বায়ু ছুটে আসে, একে ক্রান্তীয় ঘূর্ণবাত বলে।
6. ক্রান্তীয় ঘূর্ণবাতের ( Tropical Cyclone ) বৈশিষ্ট্য লেখ?
Ans : ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি হল- a) স্বল্প পরিসর স্থানে প্রবল নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি করে।
- b) চারদিক থেকে বায়ু প্রবলবেগে কুণ্ডলাকারে কেন্দ্রের দিকে ছুটে আসে ।
7. ক্রান্তীয় ঘূর্ণবাতের উদাহরণ দাও।
Ans : দক্ষিণ চিন সাগরের টাইফুন , ক্যারিবিয়ান সাগরের হারিকেন ক্রান্তীয় ঘূর্ণবাতের উদাহরণ ।
8. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সংজ্ঞা দাও?
Ans : নাতিশীতোষ্ণ মণ্ডলে উভয় গোলার্ধে 35 ° -50 ° অক্ষাংশের মধ্যে সৃষ্ট অপেক্ষাকৃত দুর্বল ঘূর্ণবাতকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলে ।
9. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখ?
Ans : a) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী , b) বায়ুচাপ ঢাল ও বায়ুর গতিবেগ কম , c) দীর্ঘ ঝিরঝিরে বৃষ্টি হতে দেখা যায় , d) মূলত শীতকালে সৃষ্টি হয় ।
10. ঘূর্ণবাতের চক্ষু কী ?
Ans : নিরক্ষরেখার 15 ° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে চারদিকে শান্ত ও বৃষ্টিহীন থাকে অথচ চারদিকে প্রচন্ড ঝড় হয়। সেই গভীর নিন্মচাপ কেন্দ্রকে ঘূর্ণবাতের চক্ষু বা ঝড়ের চক্ষু বলে ।
এখানে বায়ু অত্যন্ত হালকা হওয়ায় এখান থেকে আকাশ দৃশ্যমান হয়।
11. টীকা লেখ : টর্নেডো বা টর্নেডো কী ?
Ans : সংজ্ঞা : পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী বিধ্বংসী ঝড়কে টর্নেডো বলে । টর্নেডোকে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘Twister’ বলে । টর্নেডোতে বিশালাকার মেঘ হাতির শুঁড়ের মতো ওঠানামা করে ।
উৎপত্তি : প্রবল উষ্ণতার প্রভাবে হঠাৎ নিম্নচাপের সৃষ্টি হলে টর্নেডোর উৎপত্তি হয় ।
উৎপত্তিস্থল : উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল, মিসিসিপি মোহনা ও মেক্সিকো উপকূল এ সর্বাধিক টর্নেডো দেখা যায়।
বৈশিষ্ট্য : a) পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঝড়।
- b) কেন্দ্রে চাপ 100-200 মিলিবার। c) গতিবেগ 500 কিমি/ঘন্টা d) স্বল্পস্থায়ী কিন্তু এর ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী e) প্রচুর জীবন ও সম্পতিহানী ঘটে।
12. ‘Twister’ কী?
Ans : মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী টর্নেডো ‘Twister’ নামে পরিচিত। যে সমস্ত বায়ুপ্রবাহে বায়ু ফানেল আকৃতির পাক খেতে খেতে দ্রুতগতিতে ঊর্ধ্বকাশে উত্থিত হয় তাকে ‘Twister’ বলে।
13. টাইফুন কী ? টীকা লেখ : টাইফুন।
Ans : সংজ্ঞা : দক্ষিণ চিনসাগরে উদ্ভূত বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে টাইফুন বলে ।
উৎপত্তি : জলভাগ উষ্ণ হলে সমুদ্রের ওপরকার বায়ুমণ্ডলে গভীর ও শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় । এতে বায়ুর কোনো স্থানান্তর ঘটে না ।
উৎপত্তিস্থল : চীন সাগর।
সময়কাল : অক্টোবর ও নভেম্বর মাসে এই ঘূর্ণিঝড় চিন, জাপান , ফিলিপাইনস্ দ্বীপপুঞ্জ ও , তার আশেপাশের অঞ্চলে আঘাত হানে ।
বৈশিষ্ট্য : a) ঝড়ের গতিবেগ থাকে ঘণ্টায় 200 কিমি । b) বায়ু প্রবলবেগে কুণ্ডলীকারে কেন্দ্র থেকে 13-14 কিমি ঊর্ধ্বে উঠে যায় । c) প্রচুর বৃষ্টি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।
14. টীকা লেখ : হারিকেন ।
Ans : সংজ্ঞা : ক্যারিবিয়ান সাগরে উদ্ভূত শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে হারিকেন বলে ।
উৎপত্তি : সমুদ্রের জল 27 ° সে – এর বেশি উষ্ণ হলে বায়ুমণ্ডলে যে গভীর নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয় তা হারিকেনের উদ্ভব ঘটায় ।
উৎপত্তিস্থল : ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগর।
বৈশিষ্ট্য : a) এই ঘূর্ণিঝড়ের ব্যাস থাকে 200-650 কিমি । b) এর গতিবেগ ঘণ্টায় 150-200 কিমি । c) হারিকেন খুবই বিধ্বংসী ঝড় , এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয় ।
প্রভাব : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মেক্সিকোতে প্রবল ক্ষয়ক্ষতি হয় ।
15. সাইক্লোন কী ?
Ans : সংজ্ঞা : বঙ্গোপসাগর , আরবসাগর ও ভারত মহাসাগরে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণীঝড় সাইক্লোন নামে পরিচিত ।
উৎপত্তি : প্রবল উষ্ণতায় সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ কেন্দ্র সাইক্লোন সৃষ্টি করে ।
সময়কাল : মে – জুন এবং অক্টোবর – নভেম্বর মাসে ভারত , বাংলাদেশ , শ্রীলংকা , মায়ানমার প্রভৃতি অঞ্চলে এর প্রভাব দেখা যায় ।
বৈশিষ্ট্য : a) সাইক্লোনের ব্যাস প্রায় 500 কিমির বেশি । b) বায়ুর গতিবেগ ঘণ্টায় 60-120 কিমি পর্যন্ত হয় । c) মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাবর্তনকালে ঘটে থাকে ।
16. টীকা লেখ : আইলা ঘূর্ণিঝড় ।
Ans : আইলা মালদ্বীপ দেশ নামকরণ করেছে । 2009 খ্রীষ্টাব্দে 25 শে মে দক্ষিণবঙ্গের 7 টি জেলায় আইলা আঘাত হেনেছিল । পশ্চিমবঙ্গের সন্দেশখালি – হিঙ্গলগঞ্জ – গোসাবা – বাসন্তী পাথর প্রতিমা – নামখানার প্রায় 46 লক্ষ মানুষ দুর্গত হন ও 6 লক্ষ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয় । এই ঝড়ের গতি 100-120 কি.মি. ছিল । অর্থাৎ , ঝড়ের গতি কালবৈশাখীর থেকে কম থাকলেও দীর্ঘস্থায়ী হওয়ার কারণে এত ক্ষয়ক্ষতি হয় ।
17. জলস্তম্ভ ( WATER SPOUT ) কাকে বলে?
Ans : বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো । পশ্চিম আটলান্টিক মহাসাগরে অতি অল্পসস্থান জুড়ে সংঘটিত টর্নেডোর ক্ষেত্রে চারিদিকের বায়ু প্রবেলবেগে ঘুরতে থাকে । এই প্রবল ঘূর্ণায়মান বায়ুর প্রবল ঢানে সমুদ্রের জল ঘূর্ণবাতের কেন্দ্র বরাবর স্তম্ভাকারে ঘুরন্ত অবস্থায় উত্থিত হয় ; একে জলস্তম্ভ ( WATER SPOUT ) বলে ।
18. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোর ঘূর্ণবাতের পার্থক্য লেখ?
Ans :
বিষয় | ক্রান্তীয় ঘূর্ণবাত | নাতিশীতোর ঘূর্ণবাত |
i) অবস্থান | নিরক্ষরেখার 6°-15° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। | নিরক্ষরেখার 30°-60° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। |
ii) সৃষ্টির স্থান | গ্রীষ্মকালে উষ্ণ সমুদ্রে সৃষ্টি হয়। | শীতকালে স্থলভাগ বা সমুদ্রে সৃষ্টি হয়। |
iii) সীমান্ত | সীমান্ত থাকে না। | উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি করে। |
iv) বিস্তার | বিস্তার মাত্র 100-800 কিমি । | বিস্তার বেশি , 200-300 কিমি। |
v) গতিবেগ | বায়ুর গতি 90-500 কিমি / ঘণ্টা । | বায়ুর গতি 30-35 কিমি / ঘণ্টা । |
vi) সমপ্রেসরেখা | দণ্ডাকার ও সমানুবর্তী । | উপবৃত্তাকার ও সমানুবর্তী । |
vii) বৃষ্টিপাত | কিউমুলোনিশ্বাস মেঘ থেকে প্রচুর বৃষ্টি হয় । | নিম্নোস্ট্যাটাস মেঘ থেকে অল্প সৃষ্টি হয় । |
viii) বিধ্বংসী রূপ | বিধ্বংসী ক্ষমতা ব্যাপক ও প্রবল । | বিধ্বংসী নয়। |
19. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখ?
Ans :
বিষয় | ঘূর্ণবাত | প্রতীপ ঘূর্ণবাত |
i) বায়ুর দিক | উত্তর গোলার্ধের বামদিকে ও দক্ষিণ গোলার্ধের ডানদিকে প্রবাহিত হয় । | উত্তর গোলার্ধের ডানদিকে ও দক্ষিণ গোলার্ধের বামদিকে প্রবাহিত হয় । |
ii) বায়ুর চাপ | নিন্মচাপবিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ। | উচ্চচাপবিশিষ্ট কেন্দ্রবিমুখী বায়ুপ্রবাহ । |
iii) বিস্তার | বিস্তার খুব কম অঞ্চল জুড়ে হয় । | বিস্তার খুব বেশি ( 3000 কিমির বেশি ) অঞ্চল জুড়ে হয় । |
iv) অবস্থান | ক্লান্তীয় ও নাতিশীতোয় অঞ্চলে উৎপত্তি হয়। | হিমমণ্ডল ও নাতিশীতোর মণ্ডলে সৃষ্টি হয় । |
v) বৃষ্টিপাত | প্রবল ঝড়ঝঞ্ঝাসহ বৃষ্টিপাত হয় । | বৃষ্টিপাত খুব কম হয়। |
vi) ধ্বংসক্ষমতা | স্বল্পস্থায়ী হলেও ধ্বংসক্ষমতা প্রবল। | দীর্ঘস্থায়ী হলেও শান্ত আবহাওয়া বিরাজ করে । |
FILE INFO : ঘূর্ণবাত – Cyclones | জলবায়ুবিদ্যা – ভূগোল প্রশ্নোত্তর (Climatology – Geography)
File Details:
PDF Name : ঘূর্ণবাত – Cyclones | জলবায়ুবিদ্যা – ভূগোল প্রশ্নোত্তর (Climatology – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Climatology – Question and Answer | ভূগোল – জলবায়ুবিদ্যা – ঘূর্ণবাত (Cyclones) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – জলবায়ুবিদ্যা (Climatology) – ঘূর্ণবাত – Cyclones “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) জলবায়ুবিদ্যা (Climatology) – ঘূর্ণবাত – Cyclones / ঘূর্ণবাত সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ঘূর্ণবাত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Cyclones (Climatology – Geography)SAQ / Short Question and Answer / ঘূর্ণবাত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Cyclones (Climatology – Geography) Quiz / ঘূর্ণবাত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Cyclones (Climatology – Geography) QNA / ঘূর্ণবাত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Cyclones (Climatology – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
ঘূর্ণবাত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Cyclones (Climatology – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
ঘূর্ণবাত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Cyclones (Climatology – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ঘূর্ণবাত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Cyclones (Climatology – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন ,ধন্যবাদ।