ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
ভারতের কৃষি অঞ্চল | Agricultural Regions Of India – Regional Geography of India (Geography) Question and Answer in Bengali
ভারতের কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agricultural Regions Of India (Regional Geography of India – Geography) : ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) ভারতের কৃষি অঞ্চল – Agricultural Regions Of India প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (ভারতের কৃষি অঞ্চল – Agricultural Regions Of India – ভারতের আঞ্চলিক ভূগোল Regional Geography of India – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ভারতের কৃষি অঞ্চল – Agricultural Regions Of India – ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
ভারতের কৃষি অঞ্চল (Agricultural Regions Of India) ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. ভারতের কৃষি অঞ্চল কী ? ( AGRICULTURAL REGIONS OF INDIA ) ।
Ans: ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কৃষি ফসলের চাষ হয় । চাষের প্রকৃতি , পরিমাণ , সময় , বিস্তৃত ও অর্থনৈতিক গুরুত্ব অনুসারে ভারতের শস্যাজ্বলগুলিকে ICRC INDIAN COUNCIL OF AGRICULTURAL RESARCH ) 6 ভাগে বিভক্ত করা হয়েছে ।
i ) ধান , পাট ও বা কৃষি অঞ্চল । গম ও ইন্দু অঞ্চল । ii ) iii ) তুলা অঞ্চল । iv ) ভুট্টা ও নিকৃষ্ট দানাশস্য অঞ্চল । v ) মিলেট ও তৈলবীজ অঞ্চল । vi ) ফল ও সবজি অঞ্চল ।
2. ভারতের ধান , পাট ও চা কৃষি অঞ্চল কী ? ( RICE , JUTE AND TEA REGION ) ।
Ans: i ) ধান অঞ্চল আসাম , অরুণাচল প্রদেশ , ত্রিপুরা , মেঘালয় , পশ্চিমবঙ্গ , ওড়িশা , উত্তরপ্রদেশ ( তরাই অঞ্চল ) নদী বিধৌত পলি গঠিত অঞ্চলে ধান চাষ করা হয় । অর্থাৎ ব্রহ্মপুত্র , গঙ্গা ও মহানদী নদীর অববাহিকায় ধান চাষ ব্যাপক হয় । ii ) পাট অঞ্চল ঃ পশ্চিমবঙ্গের হুগলী বেসিনে সর্বাধিক পাট চাষ হয় । এছাড়া আসাম , মেঘালয় , ত্রিপুরা ও ওড়িশার জলসিক্ত ভূমিতে পাট চাষ হয় । iii ) চা অঞ্চল : আসাম , পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা ও জলপাইগুড়ি জেলা ও ত্রিপুরাতে চা চাষ হয় ।
3. ভারতের ভুট্টা ও নিকৃষ্ট খাদ্যশস্য বলয় কী ? ( MILLETS AND AILSEEDSR EGION ) ।
Ans: পশ্চিম রাজস্থান ও উত্তর গুজরাট রাজ্যে ভুট্টা ও নিকৃষ্ট খাদ্যশস্যের চাষ হয় । প্রচণ্ড উন্নতা ( 37 ) 40 ° C ) ও স্বল্প বৃষ্টিপাত যুক্ত ( 50 সেমি ) অঞ্চলে এই কৃষিকাজ হয় । জোয়ার , বাজরা , রাগী প্রধানত মালভূমি ও মরুভূমি অধ্যুষিত অঞ্চলে চাষ হয় । এই ফসল গরীব মানুষ খাদ্য হিসাবে ব্যবহার করে ।
4. ভারতের ফল ও সব্জী অঞ্চল কী ? ( Fruits and Vegetables Region )
Ans: পশ্চিম কাশ্মীর উপত্যকা থেকে পূর্বে আসাম পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত কম তাপমাত্রা ( 16-26 ° C ) ও অধিক বৃষ্টিপাত যুক্ত ( 60-200 সেমি ) অঞ্চলে এই ফল ও সব্জী চাষ হয় । হিমাচলপ্রদেশ , কাশ্মীর উপত্যকার আপেল , কমলালেবু , আঙ্গুর খুবই প্রকৃষ্ট । উত্তরাঞ্চল ও উত্তরপ্রদেশে আলু , শাকসব্জীর প্রচুর চাষ হয় । আবার পাহাড়ী এলাকায় ব্যাপক ঘাস জন্মায় ।
5. সেরি কালচার কী ? ( Sericulture ) ও মেরি কালচার ( Mariculture ) ।
Ans: যে বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম মথের প্রতিপালন করে রেশম সুতো উৎপাদন করা হয় সেই বৈজ্ঞানিক প্রথায় সুতা উৎপাদন পদ্ধতিকে সেরি কালচার বলে । তুঁত গাছে এই রেশম চাষ ভালো হয় । এই তুঁত গাছের চাষকে মেরি কালচার ( Mariculture ) বলে ।
FILE INFO : ভারতের কৃষি অঞ্চল – Agricultural Regions Of India | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
File Details:
PDF Name : ভারতের কৃষি অঞ্চল – Agricultural Regions Of India | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Regional Geography of India – Question and Answer | ভূগোল – ভারতের আঞ্চলিক ভূগোল – ভারতের কৃষি অঞ্চল (Agricultural Regions Of India) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – ভারতের কৃষি অঞ্চল – Agricultural Regions Of India “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – ভারতের কৃষি অঞ্চল – Agricultural Regions Of India / ভারতের কৃষি অঞ্চল সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতের কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agricultural Regions Of India (Regional Geography of India – Geography) SAQ / Short Question and Answer / ভারতের কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agricultural Regions Of India (Regional Geography of India – Geography) Quiz / ভারতের কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agricultural Regions Of India (Regional Geography of India – Geography) QNA / ভারতের কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agricultural Regions Of India (Regional Geography of India – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
ভারতের কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agricultural Regions Of India (Regional Geography of India – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
ভারতের কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agricultural Regions Of India (Regional Geography of India – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agricultural Regions Of India (Regional Geography of India – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।