জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর (General Knowledge GK MCQ in Bengali)
জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর (General Knowledge GK MCQ in Bengali) Part – 137 : মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History) থেকে জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History) – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK MCQ in Bengali Part – 137 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History) – জেনারেল নলেজ (General Knowledge GK)
1. সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়, তিনি ছিলেন —
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব
উত্তরঃ [D] ঔরঙ্গজেব।
2. সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?
(A) 1707
(B) 1739
(C) 1756
(D) 1757
উত্তরঃ [C] 1756 ।
3. শের-ই পাঞ্জাব কাকে বলা হয় ?
(A) রণজিৎ সিং
(B) অমর সিং
(C) লালা লাজপত রায়
(D) ভগৎ সিং
উত্তরঃ [C] লালা লাজপত রায় ।
4. লক্ষ্মণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন ?
(A) মহম্মদ ঘোরি
(B) বখতিয়ার খিলজি
(C) কুতুবুদ্দিন আইবক
(D) ইলতুৎমিস ।
উত্তরঃ [B] বখতিয়ার খিলজি ।
5. রজমনামা’ যে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেটি ছিল —
(A) উপনিষদ
(B) রামায়ণ
(C) গীতা
(D) মহাভারত
উত্তরঃ [No Input] ।
6. মুর্শিদকুলি খান ঢাকা থেক তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ?
(A) মুঙ্গের
(B) মুর্শিদাবাদ
(C) গৌড়
(D) পান্ডুয়া ।
উত্তরঃ [B] মুর্শিদাবাদ ।
7. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন —
(A) তেগ বাহাদুর
(B) নানক
(C) গোবিন্দ সিংহ
(D) অর্জুন দেব
উত্তরঃ [A] তেগ বাহাদুর ।
8. ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন ?
(A) ইংরেজ কোম্পানি বাংলার দেওয়ান হল
(B) পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যুদস্ত হল
(C) ইংরেজ কোম্পানির সেনাবাহিনীর দিল্লি দখল
(D) মহীশূরের হায়দর আলির মৃত্যু
উত্তরঃ [B] পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যুদস্ত হল ।
9. ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল ?
(A) ইব্রাহিম লোদী
(B) সিকন্দর লোদী
(C) দৌলত খাঁ লোদী
(D) শের খাঁ
উত্তরঃ [C] দৌলত খাঁ লোদী ।
10. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
(A) হুশেন শাহ
(B) গিয়াসউদ্দিন মামুদ শাহ
(C) নসরৎ শাহ
(D) ইলিয়াস শাহ ।
উত্তরঃ [B] গিয়াসউদ্দিন মামুদ শাহ ।
11. বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত্ত নেতা কে ছিলেন ?
(A) ধেকাতা
(B) গান্ধাতা
(C) দিব্য
(D) ময়ুরধ্বজ
উত্তরঃ [C] দিব্য ।
12. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন ?
(A) মীর কাশিম
(B) মীরজাফর
(C) নিজাম-উদ-দ্দৌলা
(D) সুজা-উদ-দৌলা
উত্তরঃ [A] মীর কাশিম ।
13. নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না ?
(A) কুতুবুদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) রাজিয়া
(D) বলবন
উত্তরঃ [C] রাজিয়া ।
14. নাদীর শাহ ভারত আক্রমণ করেছিলেন
(A) 1738 খ্রীঃ
(B) 1739 খ্রীঃ
(C) 1740 খ্রীঃ
(D) 1741 খ্রীঃ
উত্তরঃ [B] 1739 খ্রীঃ ।
15. দিল্লীর সুলতানীর শেষ শাসক কে ছিলেন ?
(A) আলাউদ্দিন আলম শাহ
(B) ইব্রাহিম লোদী
(C) বাহলুল লোদী
(D) সিকান্দার লোদী
উত্তরঃ [B] ইব্রাহিম লোদী ।
16. দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ ( দেবগিরি ) রাজধানী স্থানান্তরিত করেন, তিনি ছিলেন —
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) মহম্মদ-বিন-তুঘলক
(D) ফিরোজ-শাহ-তুঘলক
উত্তরঃ [C] মহম্মদ-বিন-তুঘলক ।
17. দাম’ কি ?
(A) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
(B) আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা
(C) শাজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা
(D) আরঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা
উত্তরঃ [A] শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা ।
18. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?
(A) বলবন
(B) রাজিয়া
(C) জালালউদ্দিন খলজী
(D) ফিরোজ তুঘলক
উত্তরঃ [C] জালালউদ্দিন খলজী।
19. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড কর্ণওয়ালিস
(C) লড ডালহৌসি
(D) জন শোর
উত্তরঃ [A] লর্ড ওয়েলেসলি।
20. চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল
(A) 1211 খ্রীঃ
(B) 1221 খ্রীঃ
(C) 1399 খ্রীঃ
(D) 1526 খ্রীঃ
উত্তরঃ [B] 1221 খ্রীঃ ।
21. কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন ?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরংজেব
উত্তরঃ [B] জাহাঙ্গীর ।
22. ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ?
(A) আকবর
(B) মহম্মদ বিন তুঘলক
(C) ইলতুৎমিস
(D) আলাউদ্দিন খিলজি ।
উত্তরঃ [D] আলাউদ্দিন খিলজি ।।
23. আইন-ই-আকবরি’ গ্রন্থের লেখক হলেন —
(A) বদাউনি
(B) আবুল ফজল
(C) শেখ মুবারক
(D) ফৈজি
উত্তরঃ [B] আবুল ফজল ।
24. হিন্দু নারীদের ‘সতী’ প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ?
(A) জাহাঙ্গীর
(B) শাহজাহান
(C) আকবার
(D) ঔরঙ্গজেব
উত্তরঃ [No Input] ।
25. সুলতানি আমলে ইকতা বলতে বুঝাত
(A) এক প্রকার অভিবাদন
(B) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী
(C) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান
(D) উপরের কোনটিই নয়
উত্তরঃ [C] কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান ।
Info : Important MCQ on GK For Competitive Exam | General Knowledge GK MCQ in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History)
” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History) থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে জেনারেল নলেজ (GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History)) সফল হবে।
© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে