Madhyamik Mathematics Suggestion - এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ | মাধ্যমিক অঙ্ক সাজেশন

Madhyamik Mathematics Suggestion – এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ | মাধ্যমিক অঙ্ক প্রশ্নোত্তর সাজেশন

  পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক পরীক্ষার সাজেশন (প্রশ্ন ও উত্তর) দেওয়া হল নিচে। এই সাজেশন (প্রশ্ন ও উত্তর) গুলি আগামী সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক অঙ্ক পরীক্ষার সাজেশন খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 

Madhyamik Mathematics Suggestion – এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ

 

1। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করঃ

 

(ক) x2-6x+2=0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি –

 

(a) 2 (b) 3 (c) 6 (d) -6

 

উত্তরঃ (c) 6

 

(খ) ax2+bx+c=0 সমীকরনের বীজদ্বয় সমান হলে c এর মান –

 

(a) -b/2a (b) b/2a (c) b2/4a (d) b2/4a

 

উত্তরঃ (d) b2/4a

 

(গ) (11+√3) এবং (11-√3) যে দ্বিঘাত সমীকরণের বীজ সেটি হল –

 

(a) x2 + 22x + 118 = 0 (b) x2 –22x + 118 = 0 (c) x2 – 22x –118 = 0

 

(d) x2 + 118x –22 = 0

 

উত্তরঃ (b) x2 –22x + 118 = 0

 

(ঘ) x2−(2a+3)x+(2a+3) = 0 সমীকরণের বীজ দুটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে a এর মান হল –

 

(a) -3/2 (b) 1/2 (c) 3 (d) 0

 

উত্তরঃ (a) -3/2

 

(ঙ) x2-3x+k=10 সমীকরণের বীজদ্বয়ের গুনফল -2 হলে k এর মান –

 

(a) -2 (b) -5 (c) 8 (d) 15

 

উত্তরঃ (c) 8

 

2। শূন্যস্থান পূরন করঃ

 

(ক) 2×2-6x+9=0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হল __________।

 

উত্তরঃ 3 ।

 

(খ) 5×2-6x+c=0 এর বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হলে, c এর মান হবে __________।

 

উত্তরঃ 5 ।

 

(গ) x2=6x সমীকরণটির বীজদ্বয় __________ ও __________।

 

উত্তরঃ 0 ও 6 ।

 

3। সত্য বা মিথ্যা লেখোঃ

 

(ক) X2-√5x-5=0 সমীকরণের বীজদ্বয় অমূলদ।

 

উত্তরঃ সত্য ।

 

(খ) x2+x+1=0 সমীকরণের বীজদ্বয় বাস্তব।

 

উত্তরঃ সত্য ।

 

(গ) x2-2x+k=8 সমীকরনের বীজদ্বয়ের গুণফল -2 হলে, k এর মান 6।

 

উত্তরঃ সত্য ।

 

4। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

 

(ক)  2×2-√3x+2=0 বীজদ্বয়ের প্রকৃতিটি লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(খ) দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল 143 হলে, সংখ্যা দুটি নির্ণয় করো।

 

উত্তরঃ নিজে করো।

 

(গ) x2-kx+4=0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে, k এর মান লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(ঘ) দুটি অখন্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে, সমীকরণটি লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(ঙ) সমাধান করোঃ

 

 

1/x2−1/x=0

 

 

উত্তরঃ নিজে করো।

 

6। যে কোনো একটি সমাধান করঃ

 

11.দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। একস্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে সময় লাগে জিপ

 

গাড়িতে যেতে তার চেয়ে দুই ঘণ্টা সময় কম লাগে। মোটরগাড়ি অপেক্ষায় জীব গাড়ির গতিবেগ ঘণ্টায় 5

 

মিনিট বেশি হলে, মোটর গাড়ির গতিবেগ নির্ণয় কর।

 

উত্তরঃ নিজে করো।

 

12.কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3 টি বেশি কলম পাওয়া যাবে । কমার পূর্বে

 

প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় কর।

 

উত্তরঃ নিজে করো।

 

13.আমাদের পাড়ায় একটি বর্গ বর্গক্ষেত্রকার পার্ক আছে আছে। ঐ পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5

 

মিটার দেশী দৈর্ঘ্য বিশিষ্ট ও ঐ পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রকার

 

পার্কের ক্ষেত্রফল ঐ বর্গক্ষেত্রের আকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গ

 

ক্ষেত্র কার পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।

 

উত্তরঃ নিজে করো।

 

14.একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে তার ঋণাত্মক বর্গমূল বিয়োগ করলে বিয়োগফল 110 হয়। ধণাত্মক

 

সংখ্যাটি নির্ণয় কর।

 

উত্তরঃ নিজে করো।

 

15.একটি আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল 600 বর্গমিটার এবং পরিসীমা 100 মিটার। পার্কটির দৈর্ঘ্য-প্রস্থ

 

নির্ণয় কর।

 

উত্তরঃ নিজে করো।

 

16.দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার গুনফল 783 হলে সংখ্যা দুটি নির্ণয় কর।

 

উত্তরঃ নিজে করো।

 

17.প্রতি কিলোগ্রাম চালের দাম 1 টাকা বেড়ে যাওয়ায় বিমল বাবু 600 টাকায় আগের চেয়ে 1 kg চাল কম

 

কিনতে পারলেন। 1 kg চালের পূর্বের দাম নির্ণয় কর।

 

উত্তরঃ নিজে করো।

 

18.একটি বাগানে সারিবদ্ধ ভাবে চারা গাছ লাগানো আছে। প্রত্যেক সারিতে যতগুলি চারা গাছ আছে মোট

 

সারির সংখ্যা তার চেয়ে 5 বেশি। যদি মোট 336 টি চারাগাছ লাগানো হয়ে থাকে তবে প্রত্যেক সারিতে কয়টি

 

করে চারা গাছ লাগানো হয়েছে।

 

উত্তরঃ নিজে করো।

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik All Subjects Suggestion 2025 Click here

আরোও দেখুন:-
Madhyamik Mathematics Suggestion | মাধ্যমিক অঙ্ক সাজেশন Click here
Madhyamik All Subjects Suggestion | মাধ্যমিক সমস্ত বিষয় সাজেশন Click here

 

West Bengal Madhyamik Mathematics Suggestion | WBBSE Madhyamik Mathematics Qustion and Answer

মাধ্যমিক অঙ্ক এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সাজেশন (দশম শ্রেণীর অঙ্ক এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্নোত্তর)

 

Madhyamik Mathematics Suggestion – এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ | মাধ্যমিক অঙ্ক প্রশ্নোত্তর সাজেশন

 

         ” মাধ্যমিক  অঙ্ক – এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik / WB Madhyamik / MP Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) অঙ্ক পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Mathematics Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Mathematics Suggestion / Madhyamik Class 10th Mathematics Suggestion / Class X Mathematics Suggestion / Madhyamik Pariksha Mathematics Suggestion / Mathematics Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik Mathematics Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) অঙ্ক পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Mathematics Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Mathematics Suggestion / Madhyamik Class 10th Mathematics Suggestion / Class X Mathematics Suggestion / Madhyamik Pariksha Mathematics Suggestion / Madhyamik Mathematics Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik Mathematics Suggestion FREE PDF Download) সফল হবে।

 

    স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি,  প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now