West Bengal Madhyamik History Suggestion 2020 | WBBSE Class10 Madhyamik History Suggestion 2020
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2020 (দশম শ্রেণীর ইতিহাস থেকে প্রশ্নোত্তর)
Madhyamik History Suggestion 2020 – প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা
বিভাগ ‘ক’
(১) সঠিক উত্তরটি নির্বাচন কর :-
(১.১) কবে ‘british society of sports history’ গড়ে উঠে ? –
(ক) ১৯৭৪ (খ) ১৯৭৬ (গ) ১৯৮০ (ঘ) ১৯৮২ সালে ।
উত্তর:- (ঘ) ১৯৮২ সালে
(১.২) ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহেরুর চিঠি গুলির হিন্দু অনুবাদ করেছেন –
(ক) মুন্সি প্রেমচাঁদ (খ) কৃষ্ণন চন্দর (গ) খুশবন্ত সিং (ঘ) সাদাত হাসান মান্টো ।
উত্তর:- (ক) মুন্সি প্রেমচাঁদ ।
( ১.৩) ভারতে প্রথম চলচ্চিত্র হলো –
(ক) জামাই ষষ্ঠী (খ) বিল্ব মঙ্গল (গ) রাজা হরিশ্চন্দ্র (ঘ) বালিকা বধূ ।
উত্তর:- (গ) রাজা হরিশ্চন্দ্র ।
(১.৪) বঙ্গদর্শন প্রত্রিকাটি কবে প্রকাশিত হয় –
(ক) ১৮৬০ (খ) ১৮৬২ (গ) ১৮৭০ (ঘ) ১৮৭২ সালে ।
উত্তর:- (ঘ) ১৮৭২ সালে
(১.৫) ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি কার রচনা –
(ক) বিপিন চন্দ্র পাল (খ) সরলা দেবী চৌধুরাণী (গ) সুভাষ চন্দ্র বসু (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ।
উত্তর:- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ।
(১.৬) ইতিহাসের জনক কাকে বলা হয় –
(ক) ইবন খালদুনকে (খ) ভিনসেন্ট স্মিথকে (গ) হেরোডোটাসকে (ঘ) থুকিডিডিসকে ।
উত্তর:- (গ) হেরোডোটাসকে ।
(১.৭) হিন্দু মেলার প্রবর্তন করেন –
(ক) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (খ) নবগোপাল মিত্র (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) নবীন্দ্রনাথ সেন ।
উত্তর:- (খ) নবগোপাল মিত্র ।
(১.৮) ভারতে ‘চিপকো আন্দোলন’ ছিল –
(ক) শ্রমিক আন্দোলন (খ) পরিবেশ আন্দোলন (গ) কৃষক আন্দোলন (ঘ) ভাষা আন্দোলন ।
উত্তর:- (খ) পরিবেশ আন্দোলন ।
(১.৯) নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় –
(ক) বঙ্গদর্শন পত্রিকায় (খ) তত্ত্ববোধিনী পত্রিকায় (গ) সঞ্জীবনী পত্রিকায় (ঘ) সোমপ্রকাশ পত্রিকা ।
উত্তর:- (ঘ) সোমপ্রকাশ পত্রিকা ।
(১.১০) ‘বন্দে মাতারাম’ সংগীত টি প্রথম প্রকাশিত প্রকাশিত হয় –
(ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় (খ) সোমপ্রকাশ পত্রিকায় (গ) বঙ্গদর্শন পত্রিকায় (ঘ) দিগদর্শন পত্রিকায় ।
উত্তর:- (গ) বঙ্গদর্শন পত্রিকায় ।
বিভাগ ‘খ’
(২) প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে :-
উপবিভাগ ২.১
** একটি বাক্যে উত্তর দাও:-
(২.১.১) ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?
উত্তর:- রাজতরঙ্গিনী ।
(২.১.২) সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর:- দ্বারকানাথ বিদ্যাভূষণ ।
(২.১.৩) প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি ?
উত্তর:- সমাচার দর্পণ ।
(২.১.৪) বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন ।
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর ।
উপবিভাগ ২.২
** ঠিক না ভুল নির্ণয় কর :-
(২.২.১) খাদ্যাভাস পোশাক-পরিচ্ছেদ প্রভৃতি থেকে মানুষের আর্থসামাজিক অবস্থার আভাস পাওয়া যায় ।
উত্তর:- ঠিক ।
(২.২.২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রন্থির ইতিহাস হলো স্থানীয় ইতিহাস চর্চার একটি উদাহরণ ।
উত্তর:- ঠিক ।
(২.২.৩) কৌশিক রায় সামরিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ।
উত্তর:- ঠিক ।
(২.২.৪) ব্রিটিশ আমলের বিভিন্ন সরকারি নথিপত্র দিল্লির জাতীয় মহাফেজখানায় সংরক্ষিত আছে ।
উত্তর:- ঠিক ।
উপবিভাগ ২.৩
** ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :-
ক স্তম্ভ খ স্তম্ভ
(২.৩.১) সোমপ্রকাশ (১) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(২.৩.২) হিন্দু প্যাট্রিয়ট (২) কৃষ্ণ কুমার মিত্র
(২.৩.৩) সঞ্জীবনী (৩) বিপিন চন্দ্র পাল
(২.৩.৪) ইয়ং ইন্ডিয়া (৪) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
উপবিভাগ ২.৪
** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন কর:-
(২.৪.১) বিবৃতি :- ইতিহাস কেবল অতীত কাহিনী নয় ।
* ব্যাখ্যা ১ :- ইতিহাস অতীতের লোককথা মাত্র ।
* ব্যাখ্যা ২ :- ইতিহাস বিভিন্ন সময়ের লোককথা ।
* ব্যাখ্যা ৩ :- ইতিহাস বস্তু ও প্রমাণ নিষ্ঠ অতীতের বিবরন।
উত্তরঃ ব্যাখ্যা ৩ :- ইতিহাস বস্তু ও প্রমাণ নিষ্ঠ অতীতের বিবরন।
(২.৪.২) বিবৃতি :-সঙ্গীত দেশ কালভেদে নানা রূপ নেয় ।
* ব্যাখ্যা ১ :- নানা দেশে নানা সংগীতের কালভেদ দেখা যায় ।
* ব্যাখ্যা ২ :- নানা দেশে নানা সময়ে বিভিন্ন সঙ্গীতের ধারার প্রচলন দেখা যায় ।
* ব্যাখ্যা ৩ :- নানা সময়ে নানা সঙ্গীতের ধারা দেখা যায় ।
উত্তরঃ ব্যাখ্যা ২ :- নানা দেশে নানা সময়ে বিভিন্ন সঙ্গীতের ধারার প্রচলন দেখা যায় ।
(২.৪.৩) বিবৃতি :- সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা কঠিন কাজ’ ।
* ব্যাখ্যা ১ :- মানুষ সবচেয়ে বুদ্ধিমান জীব ।
* ব্যাখ্যা ২ :- মানুষের সমাজ জীবন বড় বিচিত্র ।
* ব্যাখ্যা ৩ :- মানুষ সমাজের মধ্যে থাকলেও বহু কর্মকাণ্ডে জড়িত থাকে ।
উত্তরঃ ব্যাখ্যা ২ :- মানুষের সমাজ জীবন বড় বিচিত্র ।
(২.৪.৪) বিবৃতি :- চিঠি সব সময় বেঁচে থাকে ।
* ব্যাখ্যা ১ :- চিঠির লেখক অনন্ত কাল ধরে বেঁচে থাকেন না ।
* ব্যাখ্যা ২ :- চিঠিগুলি সংরক্ষিত করলে তার অন্তর্নিহিত বিষয়বস্তু সংরক্ষিত থাকে ।
* ব্যাখ্যা ৩ :- চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
উত্তরঃ ব্যাখ্যা ২ :- চিঠিগুলি সংরক্ষিত করলে তার অন্তর্নিহিত বিষয়বস্তু সংরক্ষিত থাকে ।
বিভাগ ‘গ’
(৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :-
(৩.১) নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় গুলি কি ?
উত্তরঃ নিজে করো।
(৩.২) প্রথম বাংলা চলচ্চিত্র কোনটি ? এটি কার পরিচালনায় কবে মুক্তি পায় ?
উত্তরঃ নিজে করো।
(৩.৩) ভারতে রেলপথের প্রতিষ্ঠাতার কয়েকটি প্রভাব উল্লেখ কর ।
উত্তরঃ নিজে করো।
(৩.৪) সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি ?
উত্তরঃ নিজে করো।
(৩.৫) বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার গুরুত্ব কি ?
উত্তরঃ নিজে করো।
(৩.৬) চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ কর ।
উত্তরঃ নিজে করো।
(৩.৭) নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা কর ।
উত্তরঃ নিজে করো।
(৩.৮) আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদান গুলি কি কি ?
উত্তরঃ নিজে করো।
(৩.৯) ব্যক্তিগত চিঠিপত্র থেকে ইতিহাসের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এরূপ দুটি চিঠির উদাহরণ দাও ।
উত্তরঃ নিজে করো।
(৩.১০) সোমপ্রকাশ থেকে সমসাময়িক ভারতের কি কি তথ্য পাওয়া যায় ?
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
(৪) সাত বা আটটি টি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাওঃ-
(৪.১) সাম্প্রতিক কালে খেলাধুলা ও খেলাধুলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো ।
উত্তরঃ নিজে করো।
(৪.২) আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো ।
উত্তরঃ নিজে করো।
(৪.৩) ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলি উল্লেখ কর ।
উত্তরঃ নিজে করো।
Madhyamik History Suggestion 2020 – দ্বিতীয় অধ্যায় – সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
বিভাগ ‘ক’
১) সঠিক উত্তর টি নির্বাচন কর:
১.১) স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন –
(ক) রাধাকান্ত দেব (খ) রজত রায় (গ) ডেভিড হেয়ার (ঘ) বেথুন।
উত্তর: (গ) ডেভিড হেয়ার
১.২) হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (খ) মধুসূদন রায় (গ) অক্ষয়কুমার দত্ত (ঘ) দীনবন্ধু মিত্র।
উত্তর: (ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
১.৩) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮১৫ সালে (খ) ১৮১৭ সালে (গ) ১৮২৩ সালে (ঘ) ১৮৩৫ সালে।
উত্তর: (খ) ১৮১৭ সালে
১.৪) হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন –
(ক) দীনবন্ধু মিত্র (খ) অক্ষায় কুমার দত্ত (গ) কালীপ্রসন্ন সিংহ (ঘ)অবনীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: (গ) কালীপ্রসন্ন সিংহ
১.৫) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন –
(ক) কেরি (খ) রামমোহন রায় (গ) স্যার উইলিয়াম জোনস (ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী।
উত্তর: (গ) স্যার উইলিয়াম জোনস
১.৬) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন –
(ক) লর্ড লিটন (খ) লর্ড ডালহৌসি (গ) উইলিয়াম কেলভিল (ঘ) লর্ড ক্যানিং।
উত্তর: (ঘ) লর্ড ক্যানিং
১.৭) বিধবা বিবাহ আইন প্রণীত হয় –
(ক) ১৮৫০ সালে (খ) ১৮৫৬ সালে (গ) ১৯০৫ সালে (ঘ) ১৯১১ সালে।
উত্তর: (খ) ১৮৫৬ সালে
১.৮) নব্য বঙ্গ আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন –
(ক) রসিক কৃষ্ণ মল্লিক (খ) রামগোপাল ঘোষ (গ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় (ঘ) ডিরোজিও।
উত্তর: (ঘ) ডিরোজিও
১.৯) আধুনিক ভারতের জনক বলা হয় –
(ক) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে (খ) রাজা রামমোহন রায় কে (গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর কে।
উত্তর: (খ) রাজা রামমোহন রায়কে
১.১০) যত মত তত পথ এর আদর্শ প্রচার করেন –
(ক) স্বামী বিবেকানন্দ (খ) শ্রী রামকৃষ্ণ (গ) বিজয়কৃষ্ণ গোস্বামী (ঘ) লালন ফকির।
উত্তর: (খ) শ্রী রামকৃষ্ণ
বিভাগ ‘খ’
২) যেকোনো 16 টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপ বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে):-
উপ বিভাগ: ২.১
** একটি বাক্যে উত্তর দাও:-
২.১.১) ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাজা রামমোহন রায়
২.১.২) শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত?
উত্তর: উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মার্শম্যান
২.১.৩) কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি (১৮০০)
২.১.৪) ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি?
উত্তর: হিন্দু বালিকা বিদ্যালয়
উপ বিভাগ: ২.২
** ঠিক বা ভুল নির্ণয় করা:-
২.২.১) ব্রিটিশ পার্লামেন্ট ১৮১৩ সালে charter act বা সনদ আইনের দ্বারা সিদ্ধান্ত নেয় যে কোম্পানি প্রতিবছর এক লক্ষ টাকা ভারতীয় শিক্ষার জন্য ব্যয় করবে।
উত্তর: ঠিক
২.২.২) হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক ছিল, পরে দৈনিকে রূপান্তরিত হয়।
উত্তর: ঠিক
২.২.৩) ১৮৫৪ খ্রিস্টাব্দে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা হয় ২৮৮ টি।
উত্তর: ঠিক
২.২.৪) ১৮৩৫ খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ বেঙ্গল নামে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।
উত্তর: ঠিক
উপ বিভাগ ২.৩
** ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলেও:
ক স্তম্ভ খ স্তম্ভ
২.৩.১) শব ব্যবচ্ছেদ (ক) লর্ড বেন্টিং
২.৩.২) নব্যবঙ্গ (খ) লর্ড ক্যানিং
২.৩.৩) সতীদাহ প্রথা নিষিদ্ধ ( গ) ডিরোজিও
২.৩.৪) বিধবা বিবাহ প্রচলন ( ঘ) মধুসূদন গুপ্ত
উত্তর: ২.৩.১) শব ব্যবচ্ছেদ – (ঘ) মধুসূদন গুপ্ত ২.৩.২) নব্য বঙ্গ – (গ) ডিরোজিও ২.৩.৩) সতীদাহ প্রথা নিষিদ্ধ- (ক) লর্ড বেন্টিং ২.৩.৪) বিধবা বিবাহ প্রচলন – (খ) লর্ড ক্যানিং
উপ বিভাগ: ২.৫
** নিম্ন লিখিত বিবৃতি গুলোর মধ্যে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করে:
২.৫.১) বিবৃতি: ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল।
ব্যাখ্যা ১: ভারতীয় মনীষীদের অনেকেই পাশ্চাত্য শিক্ষার অনুসারে ছিলেন।
ব্যাখ্যা ২: সনদ আইনে পাশ্চাত্য শিক্ষার জন্য অর্থ বরাদ্দ করা হয়।
ব্যাখ্যা ৩: ইংরেজরা ভারতের শিক্ষিত বিরানি তৈরি করতে চেয়েছিলেন।
উত্তর: ব্যাখ্যা ১: ভারতীয় মনীষীদের অনেকেই পাশ্চাত্য শিক্ষার অনুসারী ছিলেন।
২.৫.২) বিবৃতি: উনিশ শতকের ভারতে নবজাগরণ কথাটি মানানসই নয়।
ব্যাখ্যা ১: তথাকথিত নব জাগরনের কোন নিশ্চিত স্রষ্টা নেই।
ব্যাখ্যা ২: উনিশ শতকে বুদ্ধির বিকাশ এর ক্ষেত্রে যে পরিপূর্ণতা দেখা যায় তা ইউরোপীয় নবজাগরণ এর সঙ্গে তুলনা করা যায় না।
ব্যাখ্যা ৩: নবজাগরণ সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেনি।
উত্তর: ব্যাখ্যা ৩: নবজাগরণ সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেনি।
২.৫.৩) বিবৃতি: নীলদর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল।
ব্যাখ্যা ১: এতে নীল বিদ্রোহের কারণ পাওয়া যায়।
ব্যাখ্যা ২: এতে বিদ্রোহের কাহিনী বিবৃত আছে।
ব্যাখ্যা ৩: এতে নীল বিদ্রোহের নাম পাওয়া যায়।
উত্তর: ব্যাখ্যা ২: এতে নীল বিদ্রোহের কাহিনী বিবৃত আছে।
২.৫.৪) বিবৃতি: রাম মোহন এর প্রচেষ্টায় সতীদাহ বিরোধী আইন পাশ হয়।
ব্যাখ্যা ১: রামমোহন নারীদের উন্নতি চেয়েছিলেন।
ব্যাখ্যা ২: রামমোহন কুসংস্কার বিরোধী আন্দোলন সংগঠিত করেছিলেন।
ব্যাখ্যা ৩: রামমোহনের পরিবারে সতীদাহ প্রথার ঘটনা ঘটেছিল।
উত্তর: ব্যাখ্যা ২: রামমোহন কুসংস্কার বিরোধী আন্দোলন সংগঠিত করেছিলেন।
বিভাগ ‘গ’
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও:
৩.১) কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর: নিজে কর।
৩.২) সাঁওতাল বিদ্রোহের প্রতি হিন্দু পেট্রিয়ট পত্রিকার কি মনোভাব ছিল?
উত্তর: নিজে কর।
৩.৩) ডেভিড হেয়ার কে ছিলেন?
উত্তর: নিজে কর।
৩.৪) উডের ডেসপ্যাচ কি? এতে কি বলা হয়?
উত্তর: নিজে কর।
৩.৫) কি, কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উত্তর: নিজে কর।
৩.৬) কে কি উদ্দেশে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? এই সভার কয়েকজন উল্লেখযোগ্য সদস্যের নাম লেখ?
উত্তর: নিজে কর।
৩.৭) নব্য বঙ্গ আন্দোলন বলতে কি বোঝ?
উত্তর: নিজে কর।
৩.৮) ড্রিম ওয়াটার বিটন কে ছিলেন?
উত্তর: নিজে কর।
৩.৯) নব্য বেদান্ত বাদ বলতে কি বোঝ?
উত্তর: নিজে কর।
৩.১০) লালন ফকির কে ছিলেন?
উত্তর: নিজে কর।
বিভাগ ‘ঘ’
৪) সাত – আটটি বাক্যে নিম্ন লিখিত প্রশ্নের উত্তর দাও:
৪.১) বাংলার নবজাগরণে ও জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান কী ছিল?
উত্তর: নিজে কর।
৪.২) ভারতের শিক্ষা প্রবর্তন এর প্রভাব কী ছিল?
উত্তর: নিজে কর।
৪.৩) চার্লস উডের নির্দেশনামা বলতে কি বোঝ?
উত্তর: নিজে কর।
৪.৪) সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রহ্ম সমাজের অবদান কী ছিল?
উত্তর: নিজে কর।
৪.৫) ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
উত্তর: নিজে কর।
বিভাগ ‘ঙ’
৫) পনেরো – ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫.১) উনিশ শতকের নবজাগরণ বলতে কি বোঝ? এই নবজাগরণের প্রকৃতি আলোচনা কর।
উত্তর: নিজে কর।
৫.২) নব্য বঙ্গ ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? উনিশ শতকের বাংলার ইতিহাসে নব্য বঙ্গ দের অবদান আলোচনা কর।
উত্তর: নিজে কর।
৫.৩) পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের ভূমিকা আলোচনা কর?
উত্তর: নিজে কর।
Madhyamik History Suggestion 2020 – তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
‘ক’ বিভাগ
১) সঠিক উত্তরটি নির্বাচন করা:-
১.১) বাংলার নানা সাহেব বলা হতো –
(ক) রাম রতন রায়কে (খ) তিতুমির কে (গ) বিরসা মুন্ডা কে (ঘ) দুধু মিয়াকে
উত্তর: (ক) রাম রতন রায় কে
১.২) ‘দাদন’ কথার অর্থ হল –
(ক) অগ্রিম অর্থ (খ) বেকার শ্রম (গ) কর (ঘ) বিদ্রোহ
উত্তর: (ক) অগ্রিম অর্থ
১.৩) ফরাজী আন্দোলনের প্রবর্তক হলেন –
(ক) হাজী শরীয়ত উল্লাহ (খ) তিতুমীর (গ) দুদু মিয়া (ঘ) সৈয়দ আহম্মদ
উত্তর: (ক) হাজী শরীয়ত উল্লাহ
১.৪) ‘ফরাজী’ কথার অর্থ হল –
(ক) ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য (খ) নবজাগরণ (গ) বিরাট তোলপাড় (ঘ) বিদ্রোহ
উত্তর: (ক) ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
১.৫) বাংলায় ওয়াহাবী অন্দোলনের নেতা ছিলেন –
(ক) সৈয়দ আহম্মদ (খ) তিতুমীর (গ) হাজী শরিয়ত উল্লাহ (ঘ) আব্দুল ওয়াহাব
উত্তর: (খ) তিতুমীর
১.৬) নীল বিদ্রোহ শুরু হয় –
(ক) ১৮৫৭ সালে (খ) ১৮৫৯ সালে (গ) ১৮৬০ সালে (ঘ) ১৮৬৪ সালে
উত্তর: (খ) ১৮৫৯ সালে
১.৭) ‘ওয়াহাবি’ শব্দের অর্থ হল –
(ক) নব জাগরন (খ) পাহাড়ের প্রান্তদেশ (গ) কর্তব্য (ঘ) নির্দেশ
উত্তর: (ক) নবজাগরণ
১.৮) ‘দার উল হরব’ কথার অর্থ হল –
(ক) ইসলামের দেশ (খ) শান্তির দেশ (গ) শত্রুর দেশ (ঘ) মহাজন এলাকা
উত্তর: (গ) শত্রুর দেশ
১.৯) বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন –
(ক) দুদু মিয়া (খ) দিগম্বর বিশ্বাস (গ) বিরসা মুন্ডা (ঘ) তিতুমীর
উত্তর: (ঘ) তিতুমীর
১.১০) ‘দিকু’ কথার অর্থ –
(ক) পাওনাদার (খ) আপনজন (গ) বহিরাগত (ঘ) শত্রু
উত্তর: (গ) বহিরাগত
বিভাগ ‘খ’
২) যেকোনো 16 টি প্রশ্নের উত্তর দেও (প্রতিটি উপ বিভাগ অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) :-
উপ বিভাগ: ২.১
** একটি বাক্যে উত্তর দাও:
২.১.১) নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে?
উত্তর: নদিয়া, যশো্র, খুলন্ মুর্শিদাবাদ।
২.১.২) ডিং খরচা কি?
উত্তর: রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাঁদা ধার্য করা কে।
২.১.৩) বিরসা মুন্ডা কিভাবে মারা যান?
উত্তর: ১৯০০, সালে কলেরা রোগে।
২.১.৪) খুৎ কাঠি প্রথা কি?
উত্তর: মুন্ডা দের যৌথ মালিকানাকে।
উপবিভাগ ২.২
** ঠিক বা ভূল নির্ণয় কর:-
২.২.১) বিপ্লবের একটি উদাহরণ হল ফরাজী বিপ্লব।
উত্তর : ঠিক
২.২.২) নীলকর সাহেবরা সাঁওতাল কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে তাদের নীলচাষ করতে বাধ্য করতো।
উত্তর: ঠিক
২.২.৩) ভিল বিদ্রোহ পরিচালিত হয়েছিল ব্রিটিশ কোম্পানির বিরুদ্।
উত্তর: ঠিক
২.২.৪) তরিকা ই মহম্মদিয়া ছিল একটি মুসলিম পুনরুজ্জীবনবাদী আন্দোলন।
উত্তর : ঠিক
উপ বিভাগ :২.৩
** ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ মেলাও:-
ক স্তম্ভ খ স্তম্ভ
২.৩.১) তিতুমীর (ক) নীল বিদ্রোহ
২.৩.২) হাজী শরীয়ত উল্লাহ (খ) পাগলপন্থি আন্দোলন
২.৩.৩) টিপু শাহ (গ) ফরাজি আন্দোলন
২.৩.৪) দিগম্বর ও বিষ্ণুচরণ বিশ্বাস (ঘ) বারাসাত বিদ্রোহ
উত্তর: ২.৩.১) তিতুমীর – (ঘ) বারাসাত বিদ্রোহ ২.৩.২) হাজী শরীয়ত উল্লাহ – (গ) ফরাজি আন্দোলন ২.৩.৩) টিপু শাহ (খ) পাগলপন্থী আন্দোলন ২.৩.৪) দিগম্বর ও বিষ্ণুচরন বিশ্বাস – (ক) নীল বিদ্রোহ।
উপ বিভাগ: ২.৫
** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটা নির্বাচন করে:
২.৫.১) বিবৃতি: বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা।
ব্যাখ্যা ১: বিপ্লব হলো সামরিক অভ্যুত্থানের একটি ধারা।
ব্যাখ্যা ২: বিপ্লব সাধারণতঃ দীর্ঘমেয়াদি হয়।
ব্যাখ্যা ৩: বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে।
উত্তর: ব্যাখ্যা ৩: মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে।
২.৫.২) বিবৃতি: সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত থেমে যায়।
ব্যাখ্যা ১: ব্রিটিশ সেনা নির্মম দমননীতির দ্বারা বহু বিদ্রোহী কে হত্যা করে।
ব্যাখ্যা ২: বিদ্রোহীদের মধ্যে অনৈক্য চরম আকার ধারণ করে।
ব্যাখ্যা ৩: বিদ্রোহে সুযোগ্য নেতা কেউ ছিলনা।
উত্তর: ব্যাখ্যা ১: ব্রিটিশ সেনা নির্মম দমননীতির দ্বারা বহু বিদ্রোহীকে হত্যা ক।
২.৫.৩) বিবৃতি: বিরসা মুন্ডা নতুন ধর্মমত এর প্রচার করেন।
ব্যাখ্যা ১: তার উদ্দেশ্য ছিল ধর্মগুরু হিসেবে কাজ করে।
ব্যাখ্যা ২: তার উদ্দেশ্য ছিল ধর্মের বন্ধনে মুন্ডাদের ঐক্যবদ্ধ করে।
ব্যাখ্যা ৩: তার উদ্দেশ্য ছিল সর্বধর্ম সমন্বয় গড়ে তোলার চেষ্টা করা।
উত্তর: ব্যাখ্যা ২: তার উদ্দেশ্য ছিল ধর্মের বন্ধনে মুন্ডাদের ঐক্যবদ্ধ করে।
২.৫.৪) বিবৃতি: নীলকর সাহেবরা বে -এলাকা চাষে বেশি উৎসাহী ছিল।
ব্যাখ্যা ১: বে -এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না।
ব্যাখ্যা ২: বে-এলাকা চাষে কৃষকদের সুবিধা হত।
ব্যাখ্যা ৩: বে-এলাকা চাষে শান্তি বজায় থাকত।
উত্তর: ব্যাখ্যা ১: বে-এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না।
বিভাগ ‘গ’
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:-
৩.১) বাংলায় তিতুমীরের আন্দোলন এর গুরুত্ব কি?
উত্তর: নিজে কর।
৩.২) ঔপনিবেশিক অরণ্য আইন কাকে বলে?
উত্তর: নিজে কর।
৩.৩) বারাসাত বিদ্রোহ কি?
উত্তর: নিজে কর।
৩.৪) বিদ্রোহ বলতে কি বোঝো? বিদ্রোহের একটি উদাহরণ দাও
উত্তর: নিজে কর।
৩.৫) ওয়াহাবিদের আদর্শ কি ছিল?
উত্তর: নিজে কর।
৩.৬) কোন বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত?
উত্তর: নিজে কর
৩.৭) ফরাজি আন্দোলন এর দুজন নেতার নাম লেখ।
উত্তর: নিজে কর।
৩.৮) হাজী শরিয়তউল্লাহ এর ধর্মীয় আদর্শ কি ছিল?
উত্তর: নিজে কর।
৩.৯) তিন কাটিয়া প্রথা কি?
উত্তর: নিজের কর।
৩.১০) দুটি উপজাতি বিদ্রোহের নাম দেখ।
উত্তর: নিজে কর।
বিভাগ ‘ঘ’
৪) সাত আটটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাওঃ
৪.১) সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ গুলি আলোচনা করো।
উত্তর: নিজে করে।
৪.২) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সংগঠিত ও উপজাতি বিদ্রোহ কারন কি?
উত্তর: নিজে কর।
৪.৩) তিতুমীরের বারাসাত বিদ্রোহ লক্ষ্য কি ছিল?
উত্তর: নিজে কর।
৪.৪) ফরাজি আন্দোলন এর কারণ গুলি লেখ।
উত্তর: নিজে কর।
৪.৫) পাগলা পন্থীদের বিদ্রোহ সম্পর্কে কি জানো।
উত্তর: নিজে কর।
বিভাগ ‘ঙ’
৫) পনেরো- ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৫.১) নীল বিদ্রোহ সম্পর্কে একটি নিবন্ধ রচনা কর।
উত্তর: নিজে কর।
৫.২) কোল বিদ্রোহের কারণ ও প্রকৃতি পর্যালোচনা কর।
উত্তর: নিজে কর।
Madhyamik History Suggestion 2020 – চতুর্থ অধ্যায় – সংঘবদ্ধতার গোড়ার কথা
বিভাগ ‘ক’
(১) সঠিক উত্তরটি নির্বাচন করঃ
(১.১) বিখ্যাত ঔপনিবেশিক ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন কোন্ চিত্রকার? –
(ক) গগনেন্দ্রনাথ ঠাকুর (খ) হেমেন্দ্রনাথ ঠাকুর (গ) বলেন্দ্রনাথ ঠাকুর (ঘ) নন্দলাল ঠাকুর
উত্তরঃ (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর
(১.২) সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন –
(ক) তাঁতিয়া টোপি (খ) রানি লক্ষ্মীবাঈ (গ) নানা সাহেব (ঘ) মঙ্গল পান্ডে
উত্তরঃ (ঘ) মঙ্গল পান্ডে
(১.৩) কাকে ‘ বাংলার মুকুটহীন রাজা ‘ বলা হয় –
(ক) মনমাহোন ঘোষ (খ) রামমোহন ঘোষ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায় (ঘ) কেশবচন্দ্র সেন
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায়
(১.৪) লক্ষ্মীবাঈ সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন –
(ক) বাংলায় (খ) কানপুরে (গ) ঝাঁসিতে (ঘ) বিহারে
উত্তরঃ (গ) ঝাঁসিতে
(১.৫) ‘বন্দেমাতরম্’ সংগীতটি নেওয়া হয়েছে –
(ক) আনন্দমঠ উপন্যাস থেকে (খ) রাজসিংহ উপন্যাস থেকে (গ) দুর্গেশনন্দিনী উপন্যাস থেকে (ঘ) দেবী চৌধুরানি উপন্যাস থেকে
উত্তরঃ (ক) আনন্দমঠ উপন্যাস থেকে
(১.৬) ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল –
(ক) জমিদার সভা (খ) হিন্দু মেলা (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (ঘ) ভারত সভা
উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(১.৭) জমিদার সভার সভাপতি ছিলেন –
(ক) দ্বারকানাথ ঠাকুর (খ) প্রসন্নকুমার ঠাকুর (গ) রাজকমল সেন (ঘ) রাধাকান্ত দেব
উত্তরঃ (ঘ) রাধাকান্ত দেব
(১.৮) ‘বর্তমান ভারত’ রচনা করেন –
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (ঘ) স্বামী বিবেকানন্দ
(১.৯) অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্র হল –
(ক) অদ্ভুত লোক (খ) ভারত মাতা (গ) বিরূপ বজ্র (ঘ) নয়াহুল্লোড়
উত্তরঃ (গ) ভারত মাতা
(১.১০) ‘রাষ্ট্রগুরু’ বলা হয় –
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায় (ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায়
বিভাগ ‘খ’
২) যেকোনো 16 টি প্রশ্নের উত্তর দাও:
উপ বিভাগ ২.১
** একটি বাক্যে উত্তর দাও:
২.১.১) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল?
উত্তর: ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন।
২.১.২) হিন্দুমেলার অপর নাম কি?
উত্তর: চৈত্র মেলা
২.১.৩) কোন সিপাহি প্রথম বিদ্রোহ ঘোষণা করেন?
উত্তর: মঙ্গল পান্ডে
২.১.৪) স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?
উত্তর: বর্তমান ভারত ও পরিব্রাজক
উপ বিভাগ: ২.২
** ঠিক বা ভুল নির্ণয় কর:
২.২.১) বিদ্রোহী সেপাইরা দিল্লি দখল করে করে নেয় এবং মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কে ভারতের সম্রাট বলে ঘোষণা করে।
উত্তর: ঠিক
২.২.২) ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত।
উত্তর: ঠিক
২.২.১) ভারত সভার নেতৃবৃন্দের উদ্যোগ কলকাতায় ১৮৮৩ সালে সর্বভারতীয় জাতীয় সম্মেলন নামে মহাসভা অনুষ্ঠিত হয়।
উত্তর: ঠিক
২.২.৪) বিপ্লবী অরবিন্দ ঘোষ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা।
উত্তর: ঠিক
উপ বিভাগ ২.৩
** ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও:
ক স্তম্ভ খ স্তম্ভ
২.৩.১) লর্ড ক্যানিং ক) প্রথম ভাইসরয়
২.৩.২) লর্ড লিটন খ) ইলবার্ট বিল
২.৩.৩) লর্ড রিপন গ) ভারত শাসন আইন
২.৩.৪) ব্রিটিশ পার্লামেন্ট ঘ) অস্ত্র আইন
উত্তর: ২.৩.১) লর্ড ক্যানিং- ক) প্রথম ভাইসরয় ২.৩.২) লর্ড লিটন – ঘ) অস্ত্র আইন ২.৩.৩) লর্ড রিপন – খ) ইলবার্ট বিল ২.৩.৪) ব্রিটিশ পার্লামেন্ট – গ) ভারত শাসন আইন
উপ বিভাগ: ২.৫
** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন কর:
২.৫.১) বিবৃতি: ১৮৫৭ এর বিদ্রোহী বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহ কে ভারতের সম্রাট বলে ঘোষণা করে।
ব্যাখ্যা ১: বিদ্রোহীরা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ২: দ্বিতীয় বাহাদুর শাহ মোগল সম্রাট হয়ে ১৮৫৭ এর সিপাহী বিদ্রোহ যোগ দিতে রাজি হয়েছিলেন।
ব্যাখ্যা ৩: দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহী সঠিক নেতৃত্ব দিতে পারেন।
উত্তর: ব্যাখ্যা ১: বিদ্রোহীরা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চেয়েছিলেন।
২.৫.২) বিবৃতি: উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয়।
ব্যাখ্যা ১: উনিশ শতকের ভারতে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে।
ব্যাখ্যা ২: dr অনিল উনিশ শতককে সভা সমিতির যুগ বলে ঘোষণা করেন।
ব্যাখ্যা ৩: উনিশ শতকের সভা-সমিতি গুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল জাতীয় কংগ্রেস।
উত্তর: ব্যাখ্যা ১: উনিশ শতকের ভারতে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে।
২.৫.৩) বিবৃতি: আধুনিক ভারতের ভারত সভার অবদান অসামান্য।
ব্যাখ্যা ১: ভারত সভা নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটায়।
ব্যাখ্যা ২: ভারত সভা জমিদারদের স্বার্থ রক্ষার চেষ্টা করে।
ব্যাখ্যা ৩: ভারত সভা ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানোর উদ্যোগ নেয়।
উত্তর: ব্যাখ্যা ৩: ভারত সভা ভারতের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানোর উদ্যোগ নেয়।
২.৫.৪) বিবৃতি: অবনীন্দ্রনাথ তাঁর আঁকা ভারতমাতা চরিত্রে অস্ত্র রাখেননি।
ব্যাখ্যা ১: হিন্দু দেবী লক্ষ্মীর হাতে অস্ত্র ছিল না।
ব্যাখ্যা ২: অবনীন্দ্রনাথ স্বদেশপ্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে রাখতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ৩: ভারতমাতা চিত্রটির ছিল স্বদেশ প্রেমের প্রতীক।
উত্তর: ব্যাখ্যা ২: অবনীন্দ্রনাথ স্বদেশপ্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে রাখতে চেয়েছিলেন।
বিভাগ ‘গ’
৩) দুটি অথবা তিনটি বাক্য নিম্ন লিখিত প্রশ্ন গুলির উত্তর দাও:
৩.১) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সিপাহী বিদ্রোহ বলা হয় কেন?
উত্তর: নিজে কর
৩.২) কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন?
উত্তর: নিজে কর
৩.৩) অস্ত্র আইন কি?
উত্তর: নিজে কর
৩.৪) মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখ?
উত্তর: নিজে কর
৩.৫) ভার্নাকুলার প্রেস এক্ট বলতে কি বোঝ?
উত্তর: নিজে কর
৩.৬) ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা কেন করেন?
উত্তর: নিজে কর
৩.৭) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কাকে বলে?
উত্তর: নিজে কর
৩.৮) এনফিল্ড রাইফেল প্রবর্তনের কি প্রতিক্রিয়া হয়েছিল?
উত্তর: নিজে কর
৩.৯) ঝাঁসির রানী বিখ্যাত কেন?
উত্তর: নিজে কর
৩.১০) কোন কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে আনন্দমঠ রচিত হয়েছিল?
উত্তর: নিজে কর
বিভাগ ‘ঘ’
৪) সাত আটটি বাক্য নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
৪.১) ইলবার্ট বিল বিতরকের গুরুত্ব কি ছিল?
উত্তর: নিজে কর
৪.২) ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য গুলি লেখ?
উত্তর: নিজে কর
৪.৩) মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে কি জানো?
উত্তর: নিজে কর
৪.৪) জমিদার সভা সম্পর্কে আলোচনা কর?
উত্তর: নিজে কর
৪.৫) সভা সমিতির যুগ এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?
উত্তর: নিজে কর
বিভাগ ‘ঙ’
৫) পনেরো ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫.১) মহাবিদ্রোহের ব্যর্থতার কারন গুলি কি ছিল?
উত্তর: নিজে কর
৫.২) ১৮৫৭ সালের মহাবিদ্রোহ কে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা যায় কি?
উত্তর: নিজে কর
৫.৩) সিপাহী বিদ্রোহের পর ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থায় কি কি পরিবর্তন করা হয়েছিল?
উত্তর: নিজে কর
Madhyamik History Suggestion 2020 – পঞ্চম আধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগঃ বৈশিষ্ট্য পর্যালচনা
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করঃ
১.১) বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্টতা ছিলেন –
(ক) প্রফুল্লচন্দ্র রায় (খ) নীলরতন সরকার (গ) মহেন্দ্রলাল সরকার (ঘ) রাসবিহারী বসু
উত্তরঃ (ক) প্রফুল্লচন্দ্র রায়
১.২) শ্রীরামপুরের ছাপাখানার প্রতিষ্টা করেন –
(ক) উইলিয়াম কেরি (খ) চার্লস উইলকিনস (গ) অগাস্টাস হিকি (ঘ) মার্শম্যান
উত্তরঃ (ক) উইলিয়াম কেরি
১.৩) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্টিত হয় –
(ক) ১৮৫৩ খ্রীঃ (খ) ১৮৩৫ খ্রিঃ (গ) ১৮৩০ খ্রিঃ (ঘ) ১৮৭০ খ্রিঃ
উত্তরঃ (খ) ১৮৩৫ খ্রিঃ
১.৪) ছাপাখানার প্রথম বাঙালী ব্যবসায়ী ছিলেন –
(ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য (খ) পঞ্চানন কর্মকার (গ) সুরেশচন্দ্র মজুমদার (ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরঃ (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.৫) বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রথীন্দ্রনাথ ঠাকুর (গ) তারকনাথ পালিত (ঘ) সুবোধচন্দ্র মল্লিক
উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর
১.৬) কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল –
(ক) জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা (খ) প্রথম বিশ্বযুদ্ধ (গ) অহিংস অসহযোগ আন্দোলন (ঘ) স্বদেশি আন্দোলন
১.৭) ‘জাতীয় বিজ্ঞানচর্চার জনক’ বলে –
(ক) আশুতোষ মুখোপাধ্যায়কে (খ) জগদীশচন্দ্র বসুকে (গ) মহেন্দ্রলাল সরকারকে (ঘ) প্রফুল্লচন্দ্র রায়কে
উত্তরঃ (খ) জগদীশচন্দ্র বসুকে
১.৮) বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্টা করেছিলেন –
(ক) জগদীশচন্দ্র বসু (খ) সত্যেন্দ্রনাথ বসু (গ) মেঘনাথ সাহা (ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তরঃ (ক) জগদীশচন্দ্র বসু
১.৯) ‘গোলদিঘির গোলামখানা’ নামে পরিচিত ছিল –
(ক) বসু বিজ্ঞান মন্দির (খ) কলকাতা বিজ্ঞান কলেজ (গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট (ঘ) কলকাতা বিশ্ব বিদ্যালয়
উত্তরঃ (ঘ) কলকাতা বিশ্ব বিদ্যালয়
১.১০) ‘জাতীয় শিক্ষা’ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন –
(ক) প্রসন্ন কুমার ঠাকুর (খ) রবীন্দ্রথান ঠাকুর (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) প্রসন্ন কুমার ঠাকুর
বিভাগ ‘খ’
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগঃ ২.১
** একটি বাক্যে উত্তর দাওঃ
২.১.১) কত জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?
উত্তরঃ ৯২ জন
২.১.২) কলকাতায় কে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জেমস অগাস্টাস হিকি
২.১.৩) ‘বর্ণপরিচয়’ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২.১.৪) রবীন্দ্রনাথ শান্তিনিকেতকে কীরূপে পরিবেশে শিক্ষাব্যবস্থা গড়ে তোলেন?
উত্তরঃ প্রাকৃতিক পরিবেশে
উপ বিভাগ:২.২
** ঠিক বা ভূল নির্ণয় কর :-
২.২.১) ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়।
উত্তর: ঠিক
২.২.২) বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় তার জীবদ্দশাতেই মোট ১৫২ টি সংস্কার প্রকাশিত হয় এবং ৩৫ লক্ষেরও বেশি ছাপা বই পাঠকদের কাছে পৌঁছে যায়।
উত্তর: ঠিক
২.২.৩) বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহা স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন এ যুক্ত ছিলেন।
উত্তর: ঠিক
২.২.৪) কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ১৯৫৫ খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
উত্তর: ঠিক
উপরিভাগ: ২.৩
** ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও:-
ক স্তম্ভ খ স্তম্ভ
২.৩.১) ছাপাখানার জনক (ক) পঞ্চানন কর্মকার
২.৩.২) প্রথম বাংলা (খ) সুরেশ চন্দ্র মজুমদার
অক্ষরের টাইপ নির্মাতা
২.৩.৩) প্রথম উন্নত বাংলা (গ) জোহানেস গুটেনবার্গ
অক্ষরের টাইপ নির্মাতা
২.৩.৪) লাইনো টাইপ (ঘ) চার্লস উইলকিনস
উত্তর: ২.৩.১) ছাপাখানার জনক – (গ) জোহানেস গুটেনবার্গ ২.৩.২) প্রথম বাংলা অক্ষরের টাইপ নির্মাতা – (ঘ) চার্লস উইলকিনস
২.৩.৩) প্রথম উন্নত বাংলা অক্ষরের টাইপ নির্মাতা – (ক) পঞ্চানন কর্মকার ২.৩.৪) লাইনো টাইপ – (খ) সুরেশ চন্দ্র মজুমদার
উপ বিভাগ: ২.৫
** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন কর:-
২.৫.১) বিবৃতি: পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন।
ব্যাখ্যা ১: পঞ্চানন কর্মকার স্বর্ণ শিল্পী ছিলেন।
ব্যাখ্যা ২: পঞ্চানন কর্মকার হস্তরেখা বিশারদ ছিলেন।
ব্যাখ্যা ৩: পঞ্চানন কর্মকার মৃৎশিল্পী ছিলেন।
উত্তর: ব্যাখ্যা ১: পঞ্চানন কর্মকার স্বর্ণ শিল্পী ছিলেন।
২.৫.২) বিবৃতি: ১৮১৭ খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা ১: এই সোসাইটির উদ্দেশ্য ছিল কোলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করা।
ব্যাখ্যা ২: এই সোসাইটির উদ্দেশ্য ছিল স্কুল পাঠ্য বই ছাপিয়ে সুলভে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া।
ব্যাখ্যা ৩: এই সোসাইটির উদ্দেশ্য ছিল শিক্ষকদের কাছ থেকে বইপত্রের বিষয়ে পরামর্শ নেওয়া।
উত্তর: ব্যাখ্যা ২: এই সোসাইটির উদ্দেশ্য ছিল স্কুল পাঠ্য বই ছাপিয়ে সুলভে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া।
২.৫.৩) বিবৃতি: বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা ১: বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার কাজ করা।
ব্যাখ্যা ২: ব্রিটিশ সরকার জগদীশচন্দ্র বসুকে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার অনুমতি দেন।
ব্যাখ্যা ৩: স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানের পাঠ দান করাই ছিল বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা।
উত্তর: ব্যাখ্যা ১: বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার কাজ করা।
২.৫.৪) বিবৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা ১: রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল সম্পন্য পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো।
ব্যাখ্যা ২: রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল স্বদেশী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।
ব্যাখ্যা ৩: রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষায় মুক্ত চিন্তা ও সত্যানুসন্ধানের প্রসার ঘটানো।
উত্তর: ব্যাখ্যা ৩: রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষায় মুক্ত চিন্তা ও সত্যানুসন্ধানের প্রসার ঘটানো।
বিভাগ ‘গ’
৩) দুটি অথবা তিনটি বাক্য নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও:
৩.১) প্রথম সচিত্র বাংলা বই কোনটি?
এই বই এর চিত্রগুলি কে এঁকেছিলেন ?
উত্তর: নিজে করো।
৩.২) শ্রীরামপুর ত্রয়ী কারা?
উত্তর: নিজে করো।
৩.৩) শিশু শিক্ষার ক্ষেত্রে মদনমোহন তর্কালঙ্কারের অবদান কি?
উত্তর: নিজে করো।
৩.৪) জাতীয় শিক্ষা পরিষদ এর উদ্দেশ্য কী ছিল?
উত্তর: নিজে করো।
৩.৫) কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়?
উত্তর: নিজে করো।
৩.৬) জাতীয় শিক্ষা পরিষদ এর কর্মসূচী কি ছিল?
উত্তর: নিজে করো।
৩.৭) গোলদিঘির গোলাম খানা কাকে কেন বলা হয়?
উত্তর: নিজে করো।
৩.৮) কে কেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন?
উত্তর: নিজে করো।
৩.৯) ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগরের নাম স্মরণীয় কেন?
উত্তর: নিজে করো।
৩.১০) রবীন্দ্রনাথ ঠাকুর এর মতে শিক্ষার লক্ষ্য কি?
উত্তর: নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪) নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
৪.১) ছাপাখানার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতি বিবরণ দাও?
উত্তর: নিজে করো।
৪.২) বিজ্ঞান চর্চায় indian association for the cultivation of science এর অবদান আলোচনা কর।
উত্তর: নিজে করো।
৪.৩) জাতীয় শিক্ষা পরিষদ এর উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়?
উত্তর: নিজে করো।
৪.৪) রবীন্দ্রনাথ কিভাবে প্রকৃতি ও শিক্ষার সমন্বয় করেছিলেন?
উত্তর: নিজে করো।
৪.৫) ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে লেখা?
উত্তর: নিজে করো।
বিভাগ ‘ঙ’
৫) পোনের ষোল টি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫.১) রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এবং বিশ্বভারতী প্রতিষ্ঠা ভাবনার বিশ্লেষণ করো।
উত্তর: নিজে করো।
৫.২) বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজ এর অবদান উল্লেখ কর।
উত্তর: নিজে করো।
৫.৩) বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা কর? শিক্ষা প্রসারে ছাপাখানার অবদান কী ছিল?
উত্তর: নিজে করো।
Madhyamik History Suggestion 2020 – ষষ্ট অধ্যায় – বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা
বিভাগ ‘ক’
১) সঠিক উত্তরটি নির্বাচন কর
১.১) কিভাবে আন্দোলন সংঘটিত হয়েছিল – (ক)হায়দ্রাবাদে (খ) উত্তরপ্রদেশে (গ) মাদ্রাসা (ঘ) বাংলা প্রদেশে
উত্তরঃ (ঘ) বাংলা প্রদেশে
১.২) চৌরিচৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করা হয় –
(ক) স্বদেশী আন্দোলন (খ) অহিংস আন্দোলন (গ) আইন অমান্য আন্দোলন (ঘ)ভারত ছাড়ো আন্দোলন
উত্তরঃ (খ) অহিংস আন্দোলন
১.৩) হুদা ই খিদমতগার তৈরি করেন –
(ক)বাবা রাম চন্দ্র (খ) গান্ধীজি (গ)মৌলানা ভাসানী (ঘ) খান আব্দুল গহর খান
উত্তরঃ (ঘ) খান আব্দুল গহর খান
১.৪) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় –
(ক) ১৯২০খ্রিঃ (খ) ১৯২২খ্রিঃ (গ) ১৯২৫ খ্রিঃ (ঘ) ১৯২৮ খ্রিঃ
উত্তরঃ (ক) ১৯২০খ্রিঃ
১.৫) দেশপ্রান আখ্যা দেয়া হয়েছিল – (ক)সুভাষচন্দ্র বসুকে (খ) বীরেন্দ্রনাথ শাসমলকে (গ) চিত্তরঞ্জন দাশ (ঘ) শ্যামাপ্রসাদ মুখার্জী
উত্তরঃ (খ) বীরেন্দ্রনাথ শাসমলকে
১.৬) ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয়েছিল – (ক)মাদ্রাজে (খ) মুম্বাইতে (গ) কলকাতায় (ঘ) দিল্লিতে
উত্তরঃ (খ) মুম্বাইতে
১.৭) বারদৌলি সত্যাগ্রহ সময় ‘সর্দার’ উপাধি পান –
(ক) রাজেন্দ্র প্রসাদ (খ) কল্যাণজি মেহত (গ) বল্লভ ভাই প্যাটেল (খ)গান্ধীজি
উত্তরঃ (গ) বল্লভ ভাই প্যাটেল
১.৮) কে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন –
(ক) নেতাজি (খ) জিন্না (গ) নেহেরু (ঘ) গান্ধীজি
উত্তরঃ (ঘ) গান্ধীজি
১.৯) মিরাট ষড়যন্ত্র মামলার একজন অভিযুক্ত ছিলেন
(ক) ফিলিপ স্প্র্যাট (খ) ভগৎ সিং (গ) ক্ষুদিরাম বসু (ঘ) রাসবিহারী বসু
উত্তরঃ (ক) ফিলিপ স্প্র্যাট
১.১০) স্বরাজ্য দল এর সভাপতি ছিলেন –
(ক) গান্ধীজি (খ) চিত্তরঞ্জন দাশ (গ) নেতাজি (ঘ) মতিলাল নেহেরু
উত্তরঃ (খ) চিত্তরঞ্জন দাশ
বিভাগ ‘খ’
২) যেকোনো ষোল টি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি উপ বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপ-বিভাগ ২.১
** একটি বাক্য উত্তর দাও:
২.১.১) করেঙ্গে ইয়া মরেঙ্গে – এটি কার উক্তি?
উত্তরঃ গান্ধীজি
২.১.২) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত?
উত্তরঃ খান আবদুল গফফর খান
২.১.৩) একা আন্দোলনের দুজন নেতার নাম লেখ।
উত্তরঃ মাদারী পাশী ও বাবা গরীব দাস
২.১.৪) ভারতে প্রথম কবে মে দিবস পালিত হয়?
উত্তরঃ ১৯২৭ খ্রিস্টাব্দের পয়লা মে
উপ বিভাগ ২.২
** ঠিক বা ভুল নির্ণয় কর
২.২.১) কংগ্রেস ও খিলাফত নেতারা একা আন্দোলনে সমর্থন জানায়।
উত্তরঃ ঠিক
২.২.২) ভারত ছাড়ো আন্দোলনের সময়ে জমিদারদের বিরোধিতা নয় সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরোধিতা ছিল কৃষক আন্দোলনের অন্যতম লক্ষ্য।
উত্তরঃ ঠিক
২.২.৩) ফরওয়ার্ড ব্লক ১৯৪০ খ্রিস্টাব্দে একটি পৃথক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
উত্তরঃ ঠিক
২.২.৪) বারদৌলি সত্যাগ্রহ এর পর সরকার নিযুক্ত কমিটি ৬.০৩ শতাংশ খাজনা অনুমোদন করে।
উত্তরঃ ঠিক
উপ বিভাগ ২.৩
** ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও
ক স্তম্ভ খ স্তম্ভ
২.৩.১) ১৯২১ খ্রিস্টাব্দ ক) সারা ভারত কিষান কংগ্রেস
২.৩.২) ১৯২৪ খ্রিস্টাব্দ খ) মিরাট ষড়যন্ত্র মামলা
২.৩.৩) ১৯২৯ খ্রিস্টাব্দ গ) কানপুর ষড়যন্ত্র মামলা
২.৩.৪) ১৯৩৬ খ্রিস্টাব্দ ঘ) একা আন্দোলন
উত্তরঃ ২.৩.১) ১৯২১ খ্রিস্টাব্দ – ঘ) একা আন্দোলন ২.৩.২) ১৯২৪ খ্রিস্টাব্দ – গ) কানপুর ষড়যন্ত্র মামলা ২.৩.৩) ১৯২৯ খ্রিস্টাব্দ –
খ) মিরাট ষড়যন্ত্র মামলা ২.৩.৪) ১৯৩৬ খ্রিস্টাব্দ – ক) সারা ভারত কিষান কংগ্রেস
উপ বিভাগ ২.৫
** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করঃ
২.৫.১) বিবৃতিঃ আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে শামীল হয়।
ব্যাখ্যা ১: কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচি ভুক্ত হয় ।
ব্যাখ্যা ২: কৃষক সম্প্রদায় এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়।
ব্যাখ্যা ৩: আন্দোলনে কৃষি কর বিষয়টিতে জোর দেয়া হয়।
উত্তরঃ ব্যাখ্যা ১: কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচি ভুক্ত হয় ।
২.৫.২) বিবৃতিঃ ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ।
ব্যাখ্যা ১: পূর্ববঙ্গে শ্রমিক আন্দোলনকে গতিশীল করার জন্য।
ব্যাখ্যা ২: আইন অমান্য আন্দোলন কে গতিশীল করার জন্য।
ব্যাখ্যা ৩: স্বদেশী আন্দোলনে কৃষকদের যুক্ত করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩: স্বদেশী আন্দোলনে কৃষকদের যুক্ত করার জন্য।
২.৫.৩) বিবৃতিঃ ব্রিটিশ সরকার ১৯১৭ খ্রিস্টাব্দে কৃষি অনুসন্ধান কমিটি গঠন করে ।
ব্যাখ্যা ১: চম্পারণ এর নীল চাষীদের চাপে নীল চাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য।
ব্যাখ্যা ২: আইন অমান্য আন্দোলন কি গতিশীল করে তোলার জন্য।
ব্যাখ্যা ৩: দক্ষিণ আফ্রিকার কৃষকদের সঙ্গে ভারতীয় কৃষকদের সামঞ্জস্য বজায় রাখার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ১: চম্পারণ এর নীল চাষীদের চাপে নীল চাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য।
২.৫.৪) বিবৃতিঃ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন ।
ব্যাখ্যা ১: চৌরিচৌরার ঘটনার প্রতিবাদে।
ব্যাখ্যা ২: জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে।
ব্যাখ্যা ৩: নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ২: জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে।
বিভাগ ‘গ’
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
৩.১) মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল?
উত্তরঃ নিজে করো।
৩.২) কৃষক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল?
উত্তরঃ নিজে করো।
৩.৩) ফ্লাউড কমিশন কি সিদ্ধান্ত নিয়েছিল?
উত্তরঃ নিজে করো।
৩.৪) ১৯৩৯ খ্রিস্টাব্দে ত্রিপুরি কংগ্রেসের তাৎপর্য লিখো।
উত্তরঃ নিজে করো।
৩.৫) কে, কেন radical democratic party গঠন করেন?
উত্তরঃ নিজে করো।
৩.৬) ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন?
উত্তরঃ নিজে করো।
৩.৭) মানবেন্দ্র রায় কেন বিখ্যাত?
উত্তরঃ নিজে করো।
৩.৮) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দুজন মুসলিম নেতার নাম লিখো।
উত্তরঃ নিজে করো।
৩.৯) চৌরিচৌরার ঘটনার ফলাফল কি হয়েছিল?
উত্তরঃ নিজে করো।
৩.১০) ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কি ছিল?
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪) সাত আট টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
৪.১) টীকা লেখ : কংগ্রেস সমাজতন্ত্রী দল।
উত্তরঃ নিজে করো।
৪.২) একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ।
উত্তরঃ নিজে করো।
৪.৩) টীকা লেখ : তেভাগা আন্দোলন।
উত্তরঃ নিজে করো।
৪.৪) কোম্পানির শাসন কালে কৃষক বিদ্রোহের কারণ কি ছিল?
উত্তরঃ নিজে করো।
৪.৫) টীকা লেখ : workers and pageant party।
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঙ’
৫) পনেরো-ষোলো টি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও
৫.১) বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
উত্তরঃ নিজে করো।
৫.২) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল?
উত্তরঃ নিজে করো।
৫.৩) বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
উত্তরঃ নিজে করো।
Madhyamik History Suggestion 2020 – সপ্তম অধ্যায় – বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্দোলনঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষ
বিভাগ ‘ক’
১) সঠিক উত্তরটি নির্বাচন কর:
১.১) গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন –
(ক) মাতঙ্গিনী হাজরা (খ) সরোজিনী নাইডু (গ) বীণা দাস (ঘ) কস্তুরবা গান্ধী
উত্তরঃ (ক) মাতঙ্গিনী হাজরা
১.২) দিপালী সংঘ প্রতিষ্ঠা করেন –
(ক) লীলা নাগ (খ) সরলা দেবী চৌধুরানী (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার (ঘ) বীণা দাস
উত্তরঃ (ক) লীলা নাগ
১.৩) বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন –
(ক) সূর্য সেন (খ) ভগৎ সিং (গ) বাঘা যতীন (ঘ) অরবিন্দ ঘোষ
উত্তরঃ (গ) বাঘা যতীন
১.৪) অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন –
(ক) পুলিন বিহারী দাস (খ) কৃষ্ণ কুমার মিত্র (গ) সতীশ চন্দ্র মুখোপাধ্যায় (ঘ) শচীন্দ্রপ্রসাদ বসু
উত্তরঃ (ঘ) শচীন্দ্রপ্রসাদ বসু
১.৫) ‘মাস্টারদা’ নামে পরিচিত ছিলেন –
(ক) বাদল গুপ্ত (খ) অনন্ত সেন (গ) সূর্য সেন (ঘ) রশিদ আলী
উত্তরঃ (গ) সূর্য সেন
১.৬) গদর পার্টি প্রতিষ্ঠা করেন –
(ক) লালা হরদয়াল (খ) সুফি অন্বা প্রসাদ (গ) অজিত সিং (ঘ) শ্যামজি কৃষ্ণবর্মা
উত্তরঃ (ক) লালা হরদয়াল
(১.৭) দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন –
(ক) জ্যোতিবা ফুলে (খ) গোপালহরি দেশমুখ (গ) বীরেশলিঙ্গম পান্তুলু (ঘ) গোবিন্দ রানার রাণাডে
উত্তরঃ (গ) বীরেশলিঙ্গম পান্তুলু
১.৮) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) বিনয় বসু (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) অম্বিকা চক্রবর্তী (ঘ) সূর্য সেন
উত্তরঃ (ঘ) সূর্য সেন
১.৯) ভারতের বিপ্লবী বাদের জননী বলা হয় –
(ক) সরোজিনী নাইডুকে (খ) মাদাম কামাকে (গ) প্রীতিলতা ওয়াদ্দেদারকে (ঘ) কল্পনা দত্তকে
উত্তরঃ (খ) মাদাম কামাকে
১.১০) মতুয়া ধর্মের প্রবর্তন করেন –
(ক) গুরুচাঁদ ঠাকুর (খ) প্রমোদরঞ্জন ঠাকুর (গ) হরিচাঁদ ঠাকুর (ঘ) বীনাপানি ঠাকুর
উত্তরঃ (গ) হরিচাঁদ ঠাকুর
বিভাগ ‘খ’
২) যেকোনো 16 টি প্রশ্নের উত্তর দেও(প্রতিটি উপরিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপ বিভাগ: ২.১
একটি বাক্যে উত্তর দেও
২.১.১) কে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন?
উত্তরঃ কৃষ্ণ কুমার মিত্র
২.১.২) জয়শ্রী পত্রিকাটি কে প্রকাশ করেন?
উত্তরঃ বিপ্লবী লীলা নাগ
২.১.৩) রাসবিহারী বসু কি ছদ্মনামে জাপানে পালিয়ে যান?
উত্তরঃ পি. এন. ঠাকুর
২.১.৪) কবে রশিদ আলি দিবস পালিত হয়?
উত্তরঃ ১৯৪৬ খ্রিঃ ১২ ফেব্রুয়ারি
উপ বিভাগ: ২.২
** ঠিক না ভুল নির্ণয় কর
২.২.১) কার লাইন সার্কুলারে বলা হয় যে শিক্ষা প্রতিষ্ঠান তার ছাত্রদের আন্দোলন থেকে বিরত করতে না পারলে এই প্রতিষ্ঠানের আর্থিক অনুদান বন্ধ করা হবে এবং অনুমোদন বাতিল করা হবে।
উত্তরঃ ঠিক
২.২.২) সূর্যসেনের অনুগামী অনন্ত সিং দেবেন দে ও নির্মল সেন ১৯২৩ খ্রিস্টাব্দে রেলকর্মীদের বেতনের ১৭ হাজার টাকা লুট করে ছিলেন ।
উত্তরঃ ঠিক
২.২.৩) যুগান্তর দলের কর্মী কমলা দাশগুপ্তকে বীণা দাস কে রিভলবার সরবরাহ করেছিলেন।
উত্তরঃ ঠিক।
২.২.৪) ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলে রাজেন্দ্রনাথ মন্ডলের নেতৃত্বে নমঃশূদ্ররা বঙ্গভঙ্গ সমর্থন করে।
উত্তরঃ ঠিক
উপ বিভাগ: ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলাওঃ
ক স্তম্ভ খ স্তম্ভ
২.৩.১) ১৯২৮ খ্রিস্টাব্দে (ক) লাহোর ষড়যন্ত্র মামলা
২.৩.২) ১৯২৯ খ্রিস্টাব্দে (খ) পুনা চুক্তি
২.৩.৩) ১৯৩২ খ্রিস্টাব্দে (গ) সূর্যসেনর ফাঁসি
২.৩.৪) ১৯৩৪ খ্রিস্টাব্দে (ঘ) সন্ডর্স হত্যা
উত্তরঃ ২.৩.১) ১৯২৮ খ্রিস্টাব্দে – (খ) পুনা চুক্তি ২.৩.২) ১৯২৯ খ্রিস্টাব্দে – (গ) সূর্যসেনর ফাঁসি ২.৩.৩) ১৯৩২ খ্রিস্টাব্দে – (ঘ) সন্ডর্স হত্যা ২.৩.৪) ১৯৩৪ খ্রিস্টাব্দে – (ক) লাহোর ষড়যন্ত্র মামলা
উপ বিভাগ: ২.৫
নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করঃ
২.৫.১) বিবৃতিঃ সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন।
ব্যাখ্যা ১ তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো।
ব্যাখ্যা ২ তাঁর উদ্দেশ্য ছিল দরিদ্রদের দান করা।
ব্যাখ্যা ৩ উদ্দেশ্য ছিল লক্ষীদেবীর পূজার আয়োজন করা।
উত্তরঃ ব্যাখ্যা ১ তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো।
২.৫.২) বিবৃতিঃ মাতঙ্গিনী হাজরা তে গান্ধী বুড়ি বলা হয়।
ব্যাখ্যা ১ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির মত বৃদ্ধ বয়সেও আন্দোলনে যোগ দিয়েছিলেন।
ব্যাখ্যা ২ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস উপায় অবলম্বন করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা ৩ মাতঙ্গিনী হাজরা মিছিলে গুলি বিদ্ধ হওয়ার আগে গান্ধীজির জয়ধ্বনি দিচ্ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ২ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস উপায় অবলম্বন করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
২.৫.৩) বিবৃতিঃ বিনয়-বাদল-দীনেশ অলিন্দ যুদ্ধে অংশগ্রহণ করেন।
ব্যাখ্যা ১ এই যুদ্ধে সন্ডাস সাহেব নিহত হন।
ব্যাখ্যা ২ এই যুদ্ধে jackson সাহেব নিহত হন।
ব্যাখ্যা ৩ এই যুদ্ধে simpson সাহেব নিহত হন।
উত্তরঃ ব্যাখ্যা ৩ এই যুদ্ধে simpson সাহেব নিহত হন।
২.৫.৪) বিবৃতিঃ সূর্যসেন ফাঁসিতে প্রাণ বিসর্জন দেন।
ব্যাখ্যা ১ তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন।
ব্যাখ্যা ২ তিনি অলিন্দ যুদ্ধে অংশ নেন।
ব্যাখ্যা ৩ তিনি আলিপুর বোমা মামলায় অভিযুক্ত ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ১ তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন।
বিভাগ ‘গ’
৩) দুটি অথবা তিনটি বককে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
৩.১) পুনা চুক্তি প্রধান শর্ত কি ছিল?
উত্তরঃ নিজে করো।
৩.২) স্বদেশী আন্দোলনের দুই মহিলা নেত্রীর নাম লেখ।
উত্তরঃ নিজে করো।
৩.৩) ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কি?
উত্তরঃ নিজে করো।
৩.৪) কার্লাইল সার্কুলার কি?
উত্তরঃ নিজে করো।
৩.৫) অলিন্দ যুদ্ধ কি?
উত্তরঃ নিজে করো।
৩.৬) স্বদেশি ও বয়কট কথার অর্থ কি?
উত্তরঃ নিজে করো।
৩.৭) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি?
উত্তরঃ নিজে করো।
৩.৮) ক্ষুদিরাম বসুর স্মরণীয় কেন?
উত্তরঃ নিজে করো।
৩.৯) স্বদেশি ও বয়কট আন্দোলন এ জাতীয় শিক্ষা পরিষদ কি ভূমিকা গ্রহণ করেছিলো?
উত্তরঃ নিজে করো।
৩.১০) দিপালী সংঘের কার্যাবলী কী কী ছিল?
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪) সাত আটটি বাক্যে নিম্ন লিখিত প্রশ্নের উত্তর দাওঃ
৪.১) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা কর।
উত্তরঃ নিজে করো।
৪.২) টীকা লেখ: আন্টি সার্কুলার সোসাইটি।
উত্তরঃ নিজে করো।
৪.৩) অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা সম্পর্কে লেখ।
উত্তরঃ নিজে করো।
৪.৪) বিনয়-বাদল-দীনেশ স্মরণীয় কেন?
উত্তরঃ নিজে করো।
৪.৫) টীকা লেখ: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঙ’
৫) পনের ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৫.১) মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী জীবন সম্পর্কে আলোচনা কর।
উত্তরঃ নিজে করো।
৫.২) ভারতের বাইরে ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপ আলোচনা কর।
উত্তরঃ নিজে করো।
৫.৩) ঔপনিবেশিক শাসনকালে বাংলার নমশূদ্র আন্দোলন এর পরিচয় দাও।
উত্তরঃ নিজে করো।
Madhyamik History Suggestion 2020 – অষ্টম অধ্যায় – ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের দ্বিতীয় পর্ব(১৯৪৭-১৯৬৪)
বিভাগ ‘ক’
১) সঠিক উত্তরটি নির্বাচন কর
১.১) কাশ্মীরের মহারাজ ছিলেন –
(ক) হরি সিং (খ) মেহের চাঁদ (গ) ওমর আবদুল্লাহ (ঘ) শেখ আব্দুল্লাহ
উত্তরঃ (ক) হরি সিং
১.২) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন –
(ক) চক্রবর্তী রাজাগোপালাচারী (খ) সর্বপল্লী রাধাকৃষ্ণন (গ) রাজেন্দ্র প্রসাদ (ঘ) বল্লভ ভাই প্যাটেল
উত্তরঃ (গ) রাজেন্দ্র প্রসাদ
১.৩) গোয়া হবে ভারতের সঙ্গে যুক্ত হয় –
(ক) ১৯৫৪ খ্রীঃ (খ) ১৯৫৬ খ্রীঃ (গ) ১৯৬০ খ্রীঃ (ঘ) ১৯৬১ খ্রীঃ
উত্তরঃ (ঘ) ১৯৬১ খ্রীঃ
১.৪) রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় –
(ক) ১৯৫২ খ্রীঃ (খ) ১৯৫৩ খ্রীঃ (গ) ১৯৫৪ খ্রীঃ (ঘ) ১৯৫৫ খ্রীঃ
উত্তরঃ (খ) ১৯৫৩ খ্রীঃ
১.৫) ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে রচনা করেন –
(ক) মুন্সি প্রেমচাঁদ (খ) খুশবন্ত সিং (গ) কুলবন্ত সিং (ঘ) সাদাত হোসেন মান্টো
উত্তরঃ (খ) খুশবন্ত সিং
১.৬) দেশীয় রাজ্য ছিল না –
(ক) বোম্বে (খ) ভোপাল (গ)হায়দ্রাবাদ (ঘ) জয়পুর
উত্তরঃ (ক) বোম্বে
১.৭) সরকারি ভাষা আইন পাস হয় –
(ক) ১৯৫৩ খ্রীঃ (খ) ১৯৫৬ খ্রীঃ (গ) ১৯৬০ খ্রীঃ (ঘ) ১৯৬৩ খ্রীঃ
উত্তরঃ (ঘ) ১৯৬৩ খ্রীঃ
১.৮) ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন –
(ক) মহাত্মা গান্ধী (খ) জওহরলাল নেহরু (গ) ড. রাজেন্দ্রপ্রসাদ (ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী
উত্তরঃ (গ) ড. রাজেন্দ্রপ্রসাদ
১.৯) উর্দু কোন রাজ্যের প্রধান সরকারী ভাষা –
(ক) তামিলনাড়ু (খ) উত্তরাখণ্ড (গ) বিহার (ঘ) জম্মু ও কাশ্মীর
উত্তরঃ (ঘ) জম্মু ও কাশ্মীর
১.১০) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন –
(ক) লর্ড মাউন্টব্যাটেন (খ) জহরলাল নেহরু (গ) চক্রবর্তী রাজাগোপালাচারী (ঘ)সর্দার বল্লভ ভাই প্যাটেল
উত্তরঃ (ক) লর্ড মাউন্টব্যাটেন
বিভাগ ‘খ’
২) যেকোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও(প্রতিটি উপজেলা থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপ বিভাগ:২.১
একটি বাক্যে উত্তর দাও
২.১.১) গোয়া কাদের উপনিবেশ ছিল?
উত্তরঃ পর্তুগালের
২.১.২) ভারত বর্ষ কবে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৯৪৭ খ্রী ১৫ ই আগস্ট
২.১.৩) অপারেশন পোলো কি?
উত্তরঃ ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযানকে
২.১.৪) পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি?
উত্তরঃ বাংলা
উপ-বিভাগ: ২.২
** ঠিক বা ভুল নির্ণয় কর
২.২.১) ২১৬ টি দেশীয় রাজ্য সন্নিহিত প্রতিযোগীর সঙ্গে যুক্ত হয়।
উত্তরঃ ঠিক
২.২.২) দেশভাগের পর গঠিত পাকিস্তানের মূলত মূলত দুটি অংশ ছিল – পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান।
উত্তরঃ ঠিক
২.২.৩) সরকারি ভাষা কমিশন সিদ্ধান্ত নেয় যে ১৯৬৫ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি পর্যন্ত সরকারি কাজে ইংরেজি ভাষার ব্যবহার চলবে।
উত্তরঃ ঠিক
২.২.৪) ভারতের স্বাধীনতা লাভের সময় আয়তনে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল হয়দ্রাবাদ।
উত্তরঃ ঠিক
উপ বিভাগ: ২.৩
** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলাওঃ
ক স্তম্ভ খ স্তম্ভ
২.৩.১) লৌহমানব (ক) কে এস দর
২.৩.২) দেশীয় রাজ্য দপ্তর (খ) বল্লভ ভাই প্যাটেল
২.৩.৩) ভাষাভিত্তিক প্রদেশ কমিশন (গ) বল্লভ ভাই প্যাটেল
২.৩.৪) সরকারি ভাষা কমিশন (ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর: ২.৩.১) লৌহমানব – (খ) বল্লভ ভাই প্যাটেল ২.৩.২) দেশীয় রাজ্য দপ্তর – (গ) বল্লভ ভাই প্যাটেল
২.৩.৩) ভাষাভিত্তিক প্রদেশ কমিশন – (ক) কে এস দর ২.৩.৪) সরকারি ভাষা কমিশন- (ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উপ বিভাগ: ২.৫
নিম্ন লিখিত বিবৃতি গুলি সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করঃ
২.৫.১) বিবৃতি: ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়।
ব্যাখ্যা ১: এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।
ব্যাখ্যা ২: এর মাধ্যমে ইংরেজি পরাজয় হয়।
ব্যাখ্যা ৩: এর মাধ্যমে শোষণের অবসান ঘটে।
উত্তর: ব্যাখ্যা ১: এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।
২.৫.২) বিবৃতি: রাজ্য দপ্তর গঠিত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১: এই ঘটনা ছিল স্বাধীনতার ফলশ্রুতি।
ব্যাখ্যা ২: দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তি ব্যাপারে এই দপ্তর গঠিত হয়।
ব্যাখ্যা ৩: এই দপ্তরের মাধ্যমে নানা অর্থনৈতিক পরিকল্পনা নেয়া হয়।
উত্তর: ব্যাখ্যা ২: দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তি ব্যাপারে এই দপ্তর গঠিত হয়।
২.৫.৩) বিবৃতি: ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হিন্দি ভাষা প্রচলন করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ১: তিনি সারা ভারতে একই ভাষা প্রচলন করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ২: তিনি ভাষাভিত্তিক রাজ্য গঠনের পক্ষপাতী ছিলেন।
ব্যাখ্যা ৩: তিনি ভাষার ব্যাপারে দেশীয় রাজ্যগুলিকে স্বাধীনতা দেওয়া পক্ষপাতী ছিলেন।
উত্তর: ব্যাখ্যা ১: তিনি সারা ভারতে একই ভাষা প্রচলন করতে চেয়েছিলেন।
২.৫.৪) বিবৃতি: ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পূনর্বাসনের যুগ নামে পরিচিত।
ব্যাখ্যা ১: এই সময় উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসন এর ওপর জোর দেয়া হয়।
ব্যাখ্যা ২: এই সময় পুনর্বাসনের পরিকল্পনা রচিত হয়।
ব্যাখ্যা ৩: স্বাধীনতার পরের পাঁচ বছরে গৃহহীন ভারতীয়দের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
উত্তর: ব্যাখ্যা ১: এই সময় উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসন এর ওপর জোর দেয়া হয়।
বিভাগ ‘গ’
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাওঃ
৩.১) মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি?
উত্তরঃ নিজে করো।
৩.২) ভারতের স্বাধীনতা আইন এ দেশীয় রাজ্যগুলির কি অধিকার পায়?
উত্তরঃ নিজে করো।
৩.৩) জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?
উত্তরঃ নিজে করো।
৩.৪) ভারতের স্বাধীনতা লাভের পর ভারতের কোন কোন স্থানে ফ্রান্স ও পর্তুগালের উপনিবেশ ছিল?
উত্তরঃ নিজে করো।
৩.৫) লাইন অব কন্ট্রোল(LOC) কি?
উত্তরঃ নিজে করো।
৩.৬) কে কবে দেশীয় রাজ্য দপ্তর স্থাপন করেন? এর সেক্রেটারি কে ছিলেন?
উত্তরঃ নিজে করো।
৩.৭) ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? এই আইনের দুটি ধারা উল্লেখ কর।
উত্তরঃ নিজে করো।
৩.৮) কবে কোন প্রেক্ষাপটে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়?
উত্তরঃ নিজে করো।
৩.৯) স্বাধীনতা লাভের পর ভারতে সরকারি ভাষা নির্ধারণে কেন বিতর্ক দেখা দেয়?
উত্তরঃ নিজে করো।
৩.১০) কে কবে দ্বি ভাষা নীতি গ্রহণ করেন?
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪) সাত-আটটি বাক্যে নিম্ন লিখিত প্রশ্নের উত্তর দাওঃ
৪.১) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে লর্ড মাউন্টব্যাটেন কি ভূমিকা ছিল।
উত্তরঃ নিজে করো।
৪.২) কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো।
উত্তরঃ নিজে করো।
৪.৩) হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়।
উত্তরঃ নিজে করো।
৪.৪) ১৯৪৭ খ্রিস্টাব্দে বিভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা কর।
উত্তরঃ নিজে করো।
৪.৫) আত্ম জীবনী ও স্মৃতিকথা থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দের শেষভাগ সম্পর্কে কি জানা যায়।
উত্তরঃ নিজে করো।
Madhyamik History Suggestion 2020 – ইতিহাস ও পরিবেশ
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রশ্নমান-১
১.১. সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন
(ক) লর্ড বেন্টিঙ্ক (খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড ওয়েলেসলি (ঘ) লর্ড কার্জন
উঃ। (খ)
১.২. ১৮৫৭-এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন,
(ক) ভি. ডি. সাভারকার (খ) রমেশচন্দ্র মজুমদার
‘ (গ) রমেশচন্দ্র দত্ত (ঘ) পি. সি. যোশী
উঃ। (ক)
১.৩কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ।
. (ক) ১৯৭২ খ্রিস্টাব্দে (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৯৯ খ্রিস্টাব্দে
উঃ। (খ)
১.৪, ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি প্রতিষ্ঠা করেন।
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (খ) সুকুমার রায়।
(গ) সুবিনয় রায়। (ঘ) সত্যজিত রায়।
উঃ (ক)
১.৫. ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন ।
(ক) মানবেন্দ্র নাথ রায় ও (খ) ধরনি গোস্বামী
(গ) স্বামী সহজানন্দ সরস্বতী (ঘ) কুনওয়ারজী মেহতা।
উঃ। (ক)
১.৬. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) গঠিত হয় ।
(ক) ১৯১৮ খ্রিঃ (খ) ১৯১৯ খ্রিঃ
(গ) ১৯২০ খ্রিঃ (ঘ) ১৯২২ খ্রিঃ
উঃ। (গ)
১.৭, ১৯২৩ খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন,
(ক) লীলা নাগ । (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(গ) প্রভাবতী বসু (ঘ) বিজয়লক্ষ্মী পণ্ডিত
উঃ। (ক)
১.৮. জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন ।
(ক) লীলা রায় (খ) বীনা দাস।
(গ) অবলা বসু। (ঘ) কমলা দেবী
উঃ। (ক)
১.৯. স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন
(ক) লর্ড মাউন্ট ব্যাটেন (খ) লর্ড ওয়াভেল
(গ) লিয়াকত আলি (ঘ) মহম্মদ আলি জিন্না
উঃ। (ঘ)
১.১০. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন:
(ক) জহরলাল নেহেরু (খ) সর্দার বল্লভভাই প্যাটেল।
(গ) ফজল আলি (ঘ) ডঃ রাজেন্দ্র প্রসাদ
উঃ। (ঘ)
১.১১. ডঃ বিধান চন্দ্র রায় ছিলেন পশ্চিমবগোর।
(ক) মুখ্যমন্ত্ৰী (খ) অর্থমন্ত্রী
(গ) কারামন্ত্রী (ঘ) শিক্ষামী
উঃ। (ক)
১.১২. স্বাধীনতা লাভের সময় পন্ডিচেরী ছিল
(ক) ব্রিটিশ উপনিবেশ। (খ) ভাচ উপনিবেশ
(গ) ফরাসী উপনিবেশ (ঘ) জার্মান উপনিবেশ
উঃ। (গ)
১.১৩ , রাজাকার বাহিনী গঠন করেন –
(ক) হরি সিং (খ) কাশিম রেজাভি।
(গ) ফজল আলি (ঘ) চক্রবর্তী রাজা গোপালাচারী
উঃ। (খ)
১.১৪. জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন
(ক) হরি সিং (খ) শাহনওয়াজ ভুটো
(গ) কাশিম রেজাভী (ঘ) জুলফিকার আলি ভুটো
উঃ। (খ)
১.১৫. দেশীয় রাজ্যগুলোকে ভারতের সাথে যুক্ত করতে অগ্রণী ভূমিকা গ্রহণ।
করেন।
(ক) জহর লাল নেহেরু (খ) লর্ড মাউন্ট ব্যাটেন
(গ) চক্রবর্তী রাজা গোপালাচারী (ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল
উঃ। (ঘ)
১.১৬. ব্রিটিশ শাসনের অন্তিম পর্বে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল প্রায়
(ক) ৫০০
(গ) ৬০০ (ঘ) ৬৫০
উঃ। (গ)
১..১৭ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন।
(ক) সর্দার বল্লভভাই প্যাটেল। (খ) ফজল আলি।
(গ) এস. কে, দার। (ঘ) জহরলাল নেহেরু
উঃ।.(ঘ)
১.১৮, স্বাধীনতা লাভের সময় জম্মু ও কাশ্মীরের শাসক ছিলেন মহারাজা
(ক) হরি সিং (খ) রাজা সিং
(গ) লিয়াকত আলি (ঘ) সাদাত হোসেন
উঃ। (ক) A
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির দুতিনটি বাক্যে উত্তর দাও ;
৪.১. সতীদাহ প্রথা বলতে কী বোঝো?
উঃ। উনবিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত হিন্দু সমাজে যে সমস্ত অমানবিক প্রথা
প্রচলিত ছিল তার মধ্যে অন্যতম হল-সতীদাহ প্রথা। স্বামীর মৃত্যুর পর তার
সদ্য বিধবা পত্নীকে নববধূর বেশে সাজিয়ে স্বামীর জ্বলন্ত চিতায় জোর করে
পুড়িয়ে মারা হত। অসহায় নারীর আর্ত চিৎকারকে ঢাকা দেওয়ার জন্য একদল মানুষ ঢাক, ঢোল, কাসর ঘন্টা বাজিয়ে পৈশাচিক উল্লাসে মেতে উঠত, এই প্রথাই সতীদাহ প্রথা নামে পরিচিত।
৪.২, দুজন প্রাশ্চাত্যবাদী সদস্যের নাম উল্লেখ করো।
উঃভারতে পাশ্চাত্যবাদী শিক্ষাবিদদের মধ্যে অন্যতম ছিলেন টমাস মেকলে।
চার্লস গ্রন্থ, রামমোহন রায়, ট্রাভেলিয়ান প্রমুখ। তাদের চেষ্টার ফলে পাশ্চাত্য
শিক্ষার প্রসার সরকারী নীতি হিসাবে গৃহীত হয়।
৪.৩. বাংলায় ওয়াহাবি আন্দোলনের অপর নাম কী?
উঃ। বাংলায় ওয়াহাবি আন্দোলনের অপর নাম বারাসত বিদ্রোহ।
৪.৪. তিতুমীরের অনুগামীরা নিজেদের কী বলে পরিচয় দিত?
উঃ। তিতুমীরের অনুগামীরা নিজেদের ‘হেদায়তীবলে পরিচয় দিত।
৪.৫. দার-উল-হারব’ শব্দটির অর্থ কী?
উঃ। ‘দার-উল-হারব’ শব্দটির অর্থ হল শgর দেশ।
৪.৬. মহারাণীর ঘোষণাপত্র কবে জারি করা হয় ?
উঃ। ১৮৫৮ খ্রিঃ ১লা নভেম্বর মহারাণীর ঘোষণাপত্র জারি করা হয়।
৪.৭. নানাসাহেব কে ছিলেন?
উঃ। নানাসাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র এ
সিপাহি বিদ্রোহের অগ্রগণ্য নেতা।
৪.৮. বিশ্বের প্রথম ছাপা গ্রন্থটির নাম কী?
উঃ। ডায়মন্ড সূত্র বা হীরক সূত্র।
৪.৯. সম্পূর্ণ বাংলা হরফে ছাপা প্রথম বাংলা বই কী?
উঃ। পিটের ভারত শাসন আইন।
৪.১০. উত্তর প্রদেশ কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দেন?
উঃ। বাবা রামচন্দ্র।
৪.১১, সম্পাবিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উ। আনুরি সীতারাম রাজু।
৪.১২. ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন ?
উঃ। সুভাষ চন্দ্র বসু।
৪.১৩. ভারতে প্রথম মে দিবস কবে পালিত হয়?
উঃ। ১৯২৩ খ্রিস্টাব্দে।
৫. দু তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্নমান -২
৫.১. আধুনিক ইতিহাস চর্চার কয়েকটি দিকের উল্লেখ করো।
উ। আধুনিক ইতিহাসে নিত্যনতুন বিষয়ের সংস্কৃতির ফলে ইতিহাস চর্চা
অনেক বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এই সমস্ত নিত্য নতুন বিষয়ের মধ্যে অন্যতম হল নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, পোস্টার পরিচ্ছদের ইতিহাস, খাদ্যাভাসের ইতিহাস, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, শহরের ইতিহাস, স্থানীয় ইতিহাস, স্থাপত্যের ইতিহাস ইত্যাদি।
৫.২. নাটকের ইতিহাস সংক্রান্ত দুটি গ্রন্থ ও লেখকের নাম লেখো।
উঃ। নাটকের ইতিহাস সংক্রান্ত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হল-(ক) ভরতমুনি
রচিত ‘নাট্যশাস্ত্ৰ’। (খ) আশুতোষ ভট্টাচার্য্য রচিত বাংলা নাটকের ইতিহাস’।
(গ) সত্য জীবন মুখোপাধ্যায় রচিত “দৃশ্য কাব্য পরিচয়’ ইত্যাদি।
৫.৩. ১৮৫৭র -বিদ্রোহের প্রকৃতি কী রকম ছিল?
উঃ১৮৫৭ -র বিদ্রোহের প্রকৃতিকে কেন্দ্র করে মতভেদ থাকলেও অনেকেই
মনে করেন এটি ছিল নিছক সিপাহী বিদ্রোহ। কারও মতে জাতীয় সংগ্রাম
আবার কেউ বা মহাবিদ্রোহ বা সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন। তবে কেমব্রিজ ঐতিহাসিক বেইলি এই বিদ্রোহকে কোনো নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ এর পক্ষপাতী নন।
৫.৪. তাতিয়াতোপি কে ছিলেন ? ১৮৫৭-র বিদ্রোহে তার ভূমিকা কী?
উঃ। ১৮৫৭-র বিদ্রোহের একজন অন্যতম নেতা ছিলেন মারাঠি ব্ৰাক্ষ্মণ গেরিলা যুদ্ধে দক্ষ ছিলেন। ঝাসির রানীকেও তিনি সাহায্য করেন। শোনা যায় যে ১৯৫৯ খ্রিস্টাব্দে ধরা পড়ে তার কাসি হয়।
৫.৫. হিন্দু কলেজ কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
উৎ। ১৮১৭ খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্দেশ্যে নিয়ে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায়।
৫.৬ ইস্টইণ্ডিয়া কোম্পানির নিজস্ব ছাপাখানা কৰে এৰং কার পরিচালনায় গড়ে ।
উঃ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নিজস্ব খ্রিস্টাব্দে গঠিত
ছাপাখানা ১৭৭৯ হয় । এই ছাপাখানা চার্লস উইলকিনসনের পরিচালনায় গড়ে ওঠে।
৫.৭ জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এবং কোথায়?
উঃ। ১৮৮৫ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। বোম্বাই-এর ।
গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা
৭২তম প্রতিনিধিকে নিয়ে বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের
সভাপতিত্বে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
৫.৮. করে এবং কোথায় সারা ভারত কৃষকসভা গড়ে ওঠে ?
উঃ। ১৯৩৬ খ্রিস্টাব্দে সারা ভারত কৃষকসভা গড়ে ওঠে।১৯৩৬ খিস্টাব্দের এপ্রিল মাসে লখনউতে সারাভারত কৃষকসভা প্রতিষ্ঠিত হয়।
৬. ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর – প্রশ্নমান-৪
৬.১. বাংলার ছাপাখানার উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। বাংলার ছাপাখানা।বিকাশের প্রাথমিক পর্যায়গুলি ব্যাখ্যা করো।
উঃ। বাংলার ছাপাখানার উদ্ভব বাংলায় ছাপাখানার উদ্ভব এক নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। ১৭৭৮ খ্রিস্টাব্দের আগে প্রায় একশো বছর ধরে বিক্ষিপ্তভাবে বাংলা হরফযুক্ত মুদ্রণের কাজ হয়েছিল। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আতানাসিউস কিস্ রচিত ‘চায়না ইলাস্ট্রেটাও হ্যালহেড রচিত ‘এ কোড অব জেটু লজ’। প্রশাসনিক প্রয়োজন ঃ ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইনের মাধ্যমে বাংলায়
প্রত্যক্ষভাবে ইংরেজ শাসনের সূচনা হলে বাংলা ভাষায় আইন বা নির্দেশদানের প্রয়োজন হয়ে ওঠে। হেস্টিংসের পৃষ্ঠপোষকতা হ্যালহেডের বাংলা ব্যাকরণ গ্রন্থটি বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস নিজ দায়িত্বে সরকারি খরচে মুদ্রণের ব্যবস্থা করেন।
উইলকিনস ইংরেজ প্রশাসন চার্লস উইলকিনস ছিলেন বাংলার মুদ্রাক্ষর তৈরিতে অভিজ্ঞ। তিনি হেস্টিংসের অনুরোধে পঞ্চানন কর্মকারের সহযোগিতায় হ্যালহেড-এর ব্যাকরণ গ্রন্থের মুদ্রাক্ষর তৈরি করেন। বাংলার ছাপাখানার বিকাশের প্রাথমিক পর্যায় ঃ ১৭৭৮-৯৯ ছিল ছাপাখানার বিকাশের প্রাথমিক পর্যায়। এই সময়পর্বে ছাপাখানার বিভিন্ন দিকগুলি হল –
(ক) ১৭৭৮ খ্রিস্টাব্দে ব্রাসি হ্যালহেড ইংরেজ
হ্যালহেডএর ব্যাকরণ কোম্পানির কর্মচারী বা ইংরেজদের বাংলা শিক্ষার জন্য ইংরেজি ভাষায় A Grammar of the Bengal Language’ নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। এর মোট পৃষ্ঠার চারভাগের একভাগ অংশে তিনি বাংলা হরফ ব্যবহার করেন।
(খ) কোম্পানির প্রেস ঃ হুগলির অ্যাভুজের ছাপাখানার ছিল বাংলার প্রথম ছাপাখানা। এই ছাপাখানার সব যন্ত্রপাতি কিনে নিয়ে সরকারি উদ্যোগে উইলকিনসের নেতৃত্বে ১৭৮০ খ্রিস্টাব্দে কলকাতায় কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয়।
(গ) হিকির প্রেস কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হলে এই প্রেস থেকে হিকিস গেজেট’ নামক সাপ্তাহিক সংবাদপত্রের প্রথম দশটি সংখ্যা প্রকাশিত হয়। পরে হিকি নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
(ঘ) অন্যান্য প্রেস কোম্পানির প্রেসের সমসাময়িক অন্যান্য ছাপাখানার মধ্যে কলকাতায় ৩৭ নং লারকিন্স লেনে একটি ছাপাখানা, ‘ক্যালকাটা গেজেট প্রেস’ নামক -সরকারি ছাপাখানাক্রনিকল প্রেস’ ও ‘ফেরিস অ্যান্ড কোম্পানি প্রেস’ ছিল উল্লেখযোগ্য।
৬.২. বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো।
উঃ। ভূমিকা : মূলত বিশ শতকের দ্বিতীয় দশক থেকে কৃষক আন্দোলন জোরালো ভাবে আত্মপ্রকাশ করে। উল্লেখযোগ্য কৃষক আন্দোলন বিশ শতকের কৃষক আন্দোলনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল
(ক) চম্পারণ সত্যাগ্রহ ১৯১৭ খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে তিন কাঠিয়া প্রথার বিরুদ্ধে সংগঠিত উল্লেখযোগ্য কৃষক আন্দোলনে গাধিজি যোগদান করেন।
(খ) খেদা সত্যাগ্রহ ব্যাপক গুজরাটের খেদা জেলার কৃষকরা মূল্যবৃদ্ধিজনিত কারণে খাজনা হাসের দাবি করে। আন্দোলন শুরু করলে ১৯১৮ খ্রিস্টাব্দে সাধিজি খেদার খাজনা । কৃষকদের নিয়ে বৃদ্ধির প্রতিবাদে খেদা সত্যাগ্রহ শুরু করেন ।
(গ) মোপলা বিদ্রোহকেরালার মালাবার অণলে মোপলা নামক মুসলিম কৃষকরা স্বরাজের সমর্থনে ব্যাপক জমিদারবিরোধী কৃষক আন্দোলন শুরু করে।
(ঘ) আন্দোলন একা ২২ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কংগ্রেস ও ১৯২১- কৃষকরা বা খিলফতি উদ্যোগে এবং মাদারি পাশির নেতৃত্বে এক , নেতাদের জেলায় ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ হরদোই, সীতাপুর, বারাচ, বারবাকি । ব্যাপক কৃষক আন্দোলন শুরু হয়।
(ঙ) বারদৌলি সত্যাগ্রহ ১৯২৬ খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার বারদৌলী তালুকে সরকার ৩০ শতাংশ খাজনা বৃদ্ধি করলে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কৃষকরা খাজনা না দেওয়ার আন্দোলন শুরু করে।
(চ) বখস্ত আন্দোলন বিহারে খাজনা বাকি থাকায় জমিদাররা কৃষকদের জমিগুলি বাজেয়াপ্ত করে বখশু বা খাসজমিতে পরিণত করে উচ্ছেদ হওয়া কৃষকরা বিহারের কিষাণ নেতা স্বামী সহজানন্দের নেতৃত্বে সংগঠিত হয়। গয়া মুঙ্গেরদ্বারভাঙ্গা, সরণ প্রভৃতি জেলায় আন্দোলন ব্যাপকতা লাভ করে।
(ছ) তেভাঙা আন্দোলন বঙ্গীয় কৃষক সভার উদ্যোগে এবং কমিউনিস্টদের নেতৃত্বে ১৯৪৬-৪৭ খ্রিস্টাব্দে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে তেভাগা আন্দোলন শুরু হয়। কৃষকরা যে জমিতে চাষ করে তার ওপর দখলি স্বত্বপ্রদান দাবি করে। বাংলায় প্রায় ৬০ লক্ষ কৃষক এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। চারু মজুমদার, ভবানী সেন, সমর গাঙ্গুলীগুরুদাস তালুকদার, সুনীল সেন প্রমুখ ছিলেন এই আন্দোলনে প্রধান কাণ্ডারি।
(জ) তেলেঙ্গানা আন্দোলন হায়দরাবাদের নিজামের স্বৈরাচারী শাসন ও শোষণের বিরুদ্ধে ৯টি তেলুগু ভাষাভাষীর জেলার তিন হাজার গ্রামের প্রায় ৩০ লক্ষ কৃষ্ণক কমিউনিস্টদেরনেতৃত্বে তোলেঙ্গানা আন্দোলনে শামিল হয়েছিল।
৬.৩. বিশ শতকে ব্রিটিশ বিরোধী সশস্ত্র ছাত্র আন্দোলন সম্পর্কে যা জান লেখো।
উঃ ভূমিকা বিশ শতকে জাতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছাত্রদের
অংশগ্রহণের প্রধানত দুটি ধারা ছিল, যথা-(৮) শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন ও (i) বিপ্লবী সশস্ত্র ছাত্র আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ছাত্র-যুবদের মধ্যে সংগ্রামী বিপ্লববাদের আদর্শ প্রচারিত হয়। বিপ্লবী অরবিন্দ ঘোষ তরুণ ছাত্রসমাজকে বিপ্লববাদে দীক্ষিত করেন। বাংলার বিপ্লবীরা তিনজকে ঘিরে ফেললে রাইটার্স বিল্ডিং-এর অলিন্দে অসম যুদ্ধ শুরু হয়। এই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত।
বীনা দাশ কলেজ ছাত্রী বীনা দাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সময় সেনেট হলে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার জন্য গুলি করেন (১৯৩২ ফ্রেব্রুয়ারি)। জ্যাকশন অল্পের জন্য বেঁচে যান। খ্রিস্টাব্দের ৬ এবং জ্যাকসনকে হত্যা প্রচেষ্টার অভিযোগে বীনা দাসের নয় বছর সশ্রম কারাদণ্ড হয়।
মূল্যায়ন ছাত্রদের বৈপ্লবিক আন্দোলন সম্পর্কে বিতর্ক রয়েছে যেমন-
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনপর্বে ছাত্র আন্দোলন ছিল নিরাপদ ও শান্তিপূর্ণ আন্দোলন। বিপ্লবী নেতারা বিপ্লবকে সার্থক করতেই অল্পবয়সি ভাবাবেগে ছাত্রদের ব্যবহার করেছিল; (i) ছাত্রদের দ্বারা পরিচালিত বৈপ্লবিক আন্দোলন। এর সমগ্র ছাত্রসমাজের দ্বারা সমর্থিত হয়নি; (ii) এই আন্দোলন ছিল শহরকেন্দ্রিক; (iv) ছাত্রদের বৈপ্লবিক আন্দোলন স্বতঃস্ফৰ্ত ছিল না। (v) ছাত্রদের বৈপ্লবিক আন্দোলন জাতীয় আন্দোলনকে সমৃদ্ধ করলেও সমাজে জনপ্রিয় হয়ে ওঠেনি।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2020
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সাজেশন দেওয়া হল উপরে. এই সাজেশন গুলি আগামী 2020 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট. তোমরা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সাজেশন খুঁজে চলেছো, তারা উপরে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারে. এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি. তোমাদের যদি এই কোশ্চেন এর ব্যাপারে কোন সাজেশন থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও.
Madhyamik History Suggestion 2020
Madhyamik History Suggestion 2020 download with Sure Common in Examination. West Bengal Madhyamik 2020 History Suggestion and new question pattern. WBBSE 10th Class Board Exam suggestive questions. Madhyamik History Suggestion PDF Download. Important questions for WB Madhyamik 2020 History Subject. West Bengal Board of Secondary Education Madhyamik 2020 Model Question Paper Download.
Download good quality Suggestions for Madhyamik 2020 History Subject prepared by Expert History subject teachers. Get the WBBSE Madhyamik 2020 History Suggestion. মাধ্যমিক 2020 ইতিহাস সাজেশন. his Madhyamik History Suggestion 2020 will help you to find out your Madhyamik 2020 preparation.
Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
Madhyamik Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Life Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Mathematics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Physical Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik All Subjects Suggestion 2025 Click here
West Bengal class 10th Board Exam details info
West Bengal Board of Secondary Education (WBBSE) Madhyamik 2020 Exam Suggestion download for History subject. West Bengal Madhyamik 2020 Examination will be started from February. Students who are currently studying in Class 10th, will seat for their first Board Exam Madhyamik. West Bengal Board of Secondary Education will organize this Examination all over West Bengal. WBBSE Madhyamik 2020 History question paper download.
West Bengal Board of Secondary Education (WBBSE) History Exam
West Bengal Board of Secondary Education (WBBSE) will organize Madhyamik (10th) Board Examination 2020. Students who are currently studying in Class 10 standard, will have to seat for their first Board Exam Madhyamik 2020. History is the first language for many students in the exam
Madhyamik History Syllabus
Questions of WBBSE Madhyamik 2020 History Exam will come from the following chapters. The given syllabus was prepared by the West Bengal Board of Secondary Education. Madhyamik 2020 History Question paper will contain five sections (A, B, C, D & E). Each section will contain extra optional questions..
Questions on the History exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.
Madhyamik 2020 History Exam Time
Madhyamik 2020 History Suggestion Download Madhyamik History 2020 Suggestion with all the important questions and Notes. This year Madhyamik 2020 History exam will be held on 22nd February at 11:45 am to 3:00 pm. Download West Bengal Madhyamik 2020 History Suggestion.
EXAM NAME
|
Madhyamik Exam 2020
|
SUBJECT
|
History
|
EXAM DATE
|
22nd February 2020
|
BOARD
|
WBBSE
|
SUGGESTION COMMON
|
97%
|
Madhyamik History Question Paper Marks Details
Total marks for West Bengal 10th Class History Board Exam is 100, under which 90 marks for written test and 10 marks for the oral test. Question paper for Madhayamik 2020 History subject will be prepared on the basis of the new syllabus prepared by WBBSE.
The Madhyamik History Question Paper will contain 14 marks MCQ questions, 22 marks very short answer type questions, 12 marks short answer type questions, 12 marks descriptive type questions, 20 marks essay type questions and 10 marks map pointing. Get the Madhyamik test and Final Exam History Suggestion 2020 with maximum common in the exam.
West Bengal Madhyamik 2020 History Exam
West Bengal Madhyamik 2020 History Suggestion Download in History version. WBBSE Madhyamik History suggestion 2020 pdf version. Get the complete Madhayamik History Suggestion 2020 with 99% Common in Examination. Madhyamik 2020 History Suggestion pdf download. Madhyamik Scientific Suggestion. WBBSE Class 10th History exam notes and Important questions.
This Madhyamik 2020 History Suggestion prepared by expert subject teachers. Hope this will help you on your first Board Examination. At first, read Carefully your textbooks and then practice this suggestion paper. On this suggestion, all the questions are mentioned, which are important Madhyamik 2020 History exam.
This suggestion prepared on the basis of all the important questions for this year Examination. This is not a complete study material, never depends upon only this suggestion. Read carefully your textbooks first.
This is the complete list of Suggestions and other information of West Bengal Madhyamik 2020 Examination. Share this page to help your friends. Team BhugolShiksha.com wishes you, Best of Luck for your First Board Examination.
মাধ্যমিক ইতিহাস পরীক্ষা 2020 (Madhyamik 2020 / WB Madhyamik 2020 / MP Exam 2020 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2020 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2020 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik History Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE History Suggestion / Madhyamik Class 10th History Suggestion 2020 / Class X History Suggestion / Madhyamik Pariksha History Suggestion / History Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Madhyamik History Suggestion 2020 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) ইতিহাস পরীক্ষা 2020 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik History Suggestion 2020 / West Bengal Board of Secondary Education – WBBSE History Suggestion / Madhyamik Class 10th History Suggestion 2020 / Class X History Suggestion / Madhyamik Pariksha History Suggestion 2020 / Madhyamik History Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Madhyamik History Suggestion 2020 FREE PDF Download) সফল হবে।
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি, প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে