মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer
মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

Class 9 Geography Manchitra O Scale Question and Answer

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer : মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Geography Manchitra O Scale Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Geography Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) নবম শ্রেণী (WB Class 9)
বিষয় (Subject) নবম শ্রেণীর ভূগোল (Class 9 Geography)
নবম অধ্যায় (Chapter 9) মানচিত্র ও স্কেল (Manchitra O Scale)

[নবম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th Geography Manchitra O Scale Question and Answer 

MCQ | মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Manchitra O Scale MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. চৌম্বকীয় কম্পাস নিদের্শ করে—

(A) উত্তরদিক 

(B) দক্ষিণদিক 

(C) পূর্বদিক 

(D) পশ্চিমদিক

Ans: (A) উত্তরদিক

  1. গ্লোব আঁকা হয়—

(A) ক্ষুদ্র স্কেল মানচিত্রে 

(B) বৃহৎ স্কেল মানচিত্রে 

(C) মাঝারি স্কেল মানচিত্রে 

(D) কোনোটিই নয়

Ans: (A) ক্ষুদ্র স্কেল মানচিত্রে

  1. ইংরেজি ‘ম্যাপ’ কথাটি এসেছে লাতিন শব্দ—

(A) ম্যাপিয়া 

(B) ম্যাপ্পা 

(C) ম্যাপ্পো 

(D) ম্যাপিন থেকে

Ans: (B) ম্যাপ্পা

  1. ম্যাপ্পা বলতে বোঝায়—

(A) একখণ্ড কাগজ 

(B) একখণ্ড পৃথিবী 

(C) একখণ্ড কাপড় 

(D) একখণ্ড মাটি

Ans: (C) একখণ্ড কাপড়

  1. NATMO-এর সদর দপ্তর অবস্থিত –

(A) দিল্লিতে 

(B) কলকাতায় 

(C) দেরাদুনে 

(D) রাঁচিতে

Ans: (B) কলকাতায়

  1. ম্যাপ্পা বলতে বোঝায়—

(A) একখণ্ড কাগজ 

(B) একখণ্ড পৃথিবী 

(C) একখণ্ড কাপড় 

(D) একখণ্ড মাটি

Ans: (C) একখণ্ড কাপড়

  1. J. L. নম্বর দেওয়া থাকে –

(A) টোপোগ্রাফিকাল ম্যাপে 

(B) মৌজা ম্যাপে 

(C) অ্যাটলাসে 

(D) কোনোটিই নয়

Ans: (B) মৌজা ম্যাপে

  1. রাজস্ব আদায়ের সবচেয়ে নীচের স্তরের প্রশাসনিক একক হল—

(A) গ্রাম 

(B) শহর 

(C) ব্লক 

(D) মৌজা

Ans: (D) মৌজা

  1. ভৌগোলিকদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় মানচিত্র হল—

(A) ভূবৈচিত্র্যসূচক মানচিত্র 

(B) মৌজা মানচিত্র 

(C) রাজনৈতিক মানচিত্র 

(D) ভূতাত্ত্বিক মানচিত্র

Ans: (A) ভূবৈচিত্র্যসূচক মানচিত্র

  1. প্রথম মানচিত্র বই প্রকাশ করেন—

(A) মার্কেটর 

(B) আর্যভট্ট 

(C) হেকাটিয়াস 

(D) হেরোডোটাস

Ans: (A) মার্কেটর

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

অতি সংক্ষিপ্ত | মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Manchitra O Scale VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. লৈখিক স্কেল কাকে বল?

Ans: যখন কোনো স্কেলকে রেখার আকারে এঁকে দেখানো হয়, তখন তাকে লৈখিক স্কেল বলে।

  1. রৈখিক স্কেল কাকে বলে?

Ans: যখন কোনো স্কেলকে সরলরেখার আকারে প্রকাশ করা হয়, তখন তাকে রৈখিক স্কেল বলে।

  1. স্কেচ কী?

Ans: স্কেল ছাড়া অঙ্কিত চিত্রকে স্কেচ বলে।

  1. ভূ-প্রকৃতি, নননদী বিষয়ক মানচিত্রকে কি বলা হয়?

Ans: প্রাকৃতিক মানচিত্র।

  1. ভারতীয় জরিপ বিভাগ কোন মানচিত্র প্রকাশ করে?

Ans: গ্রিড সমন্বিত ভূবৈচিত্র্য সূচক মানচিত্র (Topographical map) ।

  1. দেওয়াল মানচিত্র কোন মানচিত্রের উদাহরণ?

Ans: ক্ষুদ্র স্কেলের মানচিত্র (Small Scale map) ।

  1. ভগ্নাংশসূচক স্কেল কী?

Ans: মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা Representative Fraction বলে। R.F. = মানচিত্র দূরত্ব/ভূমি দূরত্ব।

  1. বিবৃতিমূলক স্কেল কী?

Ans: মানচিত্রে স্কেলকে যখন কথায় বা ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে।

  1. যে মানচিত্রে কোনো ভৌগোলিক উপাদানের পরিমাণগত দিক প্রকাশ করা হয়, তাকে কী বলে?

Ans: পরিমাণগত মানচিত্র।

  1. কর্ণীয় স্কেলে মুখ্য, গৌণ ও ______ ভাগ থাকে। (শূন্যস্থান পূরন করো)

Ans: প্রগৌণ

  1. টোপোগ্রাফিকাল মানচিত্রে প্রাকৃতিক ও ______ উপাদানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়। (শূন্যস্থান পূরন করো)

Ans: সাংস্কৃতিক

  1. উপস্থাপন বা প্রকাশ করার ভঙ্গি অনুযায়ী স্কেল কয় প্রকার কী কী?

Ans: তিন প্রকার। যথা- বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশসূচক স্কেল ও লৈখিক স্কেল।

  1. তথ্যের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়?

Ans: দুইভাগে।

  1. ______ স্কেলে একটি ভাগের ভগ্নাংশকে নির্ভুলভাবে পরিমাপ করা যায়। (শূন্যস্থান পূরন করো)

Ans: ভার্নিয়ার

  1. একটি বৃহৎ স্কেল মানচিত্রের উদাহরণ দাও।

Ans: মৌজা মানচিত্র।

  1. সমবর্ষণ রেখার মানচিত্র হল ______। (শূন্যস্থান পূরন করো)

Ans: পরিমাণবাচক মানচিত্র।

  1. সমপ্রেষ রেখা সমন্বিত মানচিত্র হল একধরনের ______ মানচিত্র। (শূন্যস্থান পূরন করো)

Ans: তথ্যভিত্তিক।

  1. আবহাওয়া মানচিত্র একধরনের ______ মানচিত্র। (শূন্যস্থান পূরন করো)

Ans: বিষয়মূলক।

  1. কে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন?

Ans: গ্রীক পণ্ডিত অ্যানাক্সিম্যাণ্ডার (Anaximander)।

  1. পৃথিবীর প্রথম প্রকাশিত মানচিত্র কোনটি?

Ans: গেরারদাস মারকেটর (Gerardas Mercator)-এর মানচিত্র।

সংক্ষিপ্ত | মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Manchitra O Scale SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. স্কেল কাকে বলে?

Ans: মানচিত্রের দুটি স্থান বা দূরত্ব এবং ভূপৃষ্ঠের ঐ দুটি স্থানের দূরত্বের অনুপাত মানচিত্রে যখন দেখানো হয়, তখন তাকে স্কেল বলে।

  1. ম্যাপ (map) শব্দটির উৎস কী? এর অর্থ কী?

Ans: ল্যাটিন শব্দ ‘mappa’ থেকে এসেছে। এর অর্থ টেবিল ক্লথ বা চৌকো কাপড়ের টুকরো।

  1. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে?

Ans: যে মানচিত্র নির্দিষ্ট স্কেলে, নির্দিষ্ট অভিক্ষেপে ও নির্দিষ্ট পরিসরে বিস্তৃর্ণ ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে বিশদভাবে চিত্রায়িত করা হয় তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা Topographical Map বলা হয়।

  1. দিগংশ কী?

Ans: উত্তর রেখা থেকে ঘড়ির কাঁটার দিকে কোনো রেখা যত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, সেটি ঐ রেখার দিগংশ।

  1. মানচিত্রের শ্রেণিবিভাগগুলি লেখো।

Ans: স্কেলের ভিত্তিতে মানচিত্র দুই প্রকার। যথা- বৃহৎ স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র।

বৃহৎ স্কেলের মানচিত্র আবার তিন প্রকার। যথা-

ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র (Topographical map)।

প্ল্যান (Plan)।

মৌজা মানচিত্র (Cadastral map)।

  1. এটলাস মানচিত্র কী?

Ans: ১৯৩৬ খ্রীষ্টাব্দে মারকেটর এবং হন্ড যৌথভাবে সংগৃহীত মানচিত্রগুলিকে পুস্তকের আকারে প্রকাশ করেন। এই পুস্তকের প্রচ্ছদে গ্রীক-পুরাণে কথিত দৈত্য অ্যাটলাসের কাঁধে পৃথিবী ধারণ করার ছবি আঁকা আছে। সেই সময় থেকে অ্যাটলাসের নাম অনুসারে পুস্তকের আকারে প্রকাশিত মানচিত্রকে অ্যাটলাস বলা হয়।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Manchitra O Scale Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. মানচিত্র (Map) কাকে বলে?

Ans: ল্যাটিন শব্দ ‘ম্যাপা’ (Mappa) থেকে ‘ম্যাপ’ (Map) শব্দ উৎপত্তি লাভ করেছে। ‘ম্যাপা’ শব্দের অর্থ কাপড়। প্রাচীনকালে কাপড়, চামড়া, তুলট কাগজের ওপর ‘ম্যাপ’ আঁকা হত। তাই এরূপ নামকরণ করা হয়।

সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশ সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দ্বারা সৃষ্ট ছকের ভিতরে উপস্থাপন করা হলে তাকে মানচিত্র বলে।

মানচিত্র = মান + চিত্র, অর্থাৎ নির্দিষ্ট মান বা স্কেলে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলা হয়।

  1. মানচিত্রের (Map) বৈশিষ্ট্যগুলি লেখো। 

Ans: মানচিত্রের বৈশিষ্ট্যগুলি হল মানচিত্র একটি সুনির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়। ও মানচিত্রে দিক নির্দেশ করা থাকে। সাধারণত মানচিত্রের ওপরের দিকটি উত্তর দিক ধরা হয়।

ও মানচিত্রে বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন রং, চিহ্ন, সংকেতের সাহায্যে দেখানো হয়।

মানচিত্র আঁকতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা অতি প্রয়োজনীয়।

  1. লৈখিক স্কেল (Graphical Scale) বলতে কী বোঝো?

Ans: সংজ্ঞা : মানচিত্রে যখন কোনো স্কেলকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে লৈখিক স্কেল বলে।

বৈশিষ্ট্য : সাধারণত সরলরেখার ওপর এই স্কেল প্রকাশ করা হয়; ঔ এই স্কেল ব্যবহারের দিক থেকে সুবিধাজনক; ও মানচিত্র বড়ো বা ছোটো করলে স্কেলও একই অনুপাতে বড়ো বা ছোটো হয়।

  1. বিষয়ভিত্তিক মানচিত্র (Thematic Map) কাকে বলে?

Ans: প্রাকৃতিক (ভূ-প্রকৃতি, জলবায়ু, মাটি প্রভৃতি), অর্থনৈতিক (কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহণ), সাংস্কৃতিক (জনসংখ্যা প্রভৃতি) ইত্যাদি বিভিন্ন বিষয়ের কোনো একটির ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয়, তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক মানচিত্র বলে। উদাহরণ নদ-নদী মানচিত্র, আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র প্রভৃতি।

  1. কাটোগ্রাফি (Cartography) কাকে বলে?

Ans: কার্টোগ্রাফি হল মানচিত্র অঙ্কন বিদ্যা। এই শাস্ত্র দ্বারা বিভিন্ন পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য বা ভূপৃষ্ঠের কোনো বিষয়কে চিত্ররূপে উপস্থাপিত করার কৌশল জানা যায়।

  1. সমমানরেখা মানচিত্র (Isopleth Map) কাকে বলে?

Ans: ‘Isopleth’-এর ‘Iso’ অর্থ ‘সমান এবং ‘pleth’ অর্থ ‘মাপ’। 

যে মানচিত্রে কোনো ভৌগোলিক বিষয়ের সমমানযুক্ত স্থানগুলিকে রেখার দ্বারা পরস্পর যুক্ত করে উপস্থাপন করা হয়, তাকে সমমান রেখাচিত্র বা আইসোপ্লেথ ম্যাপ বলে। এটি পরিমাণগত মানচিত্র।

উদাহরণ সমচাপরেখা, সমোন্নতিরেখা, সমোয়রেখা, সমবর্ষণরেখা ইত্যাদি মানচিত্র।

  1. কোরোপ্লেথ ম্যাপ কাকে বলে?

Ans: ‘Choropleth’-এর ‘choro’ অর্থ ‘পরিসর’ বা ‘স্থান’ এবং ‘pleth’ অর্থ ‘মাপ। অর্থাৎ, যে মানচিত্রে বিভিন্ন প্রশাসনিক বিভাগ, কোনো ভৌগোলিক উপাদানের ঘনত্ব বা পরিমাণ রং বা রেখা দ্বারা

সৃষ্ট ছায়াপাতের মাধ্যমে দেখানো হয়, তাকে কোরোপ্লেথ মানচিত্র বলে। এটি পরিমাণগত মানচিত্র। উদাহরণ মানচিত্র।

  1. কার্টোগ্রামের (Cartogram) সংজ্ঞা দাও।

Ans: Cartogram শব্দটি ‘Karte’ ও ‘Diagramma’ এই দুটি গ্রিক শব্দের মিলনে সৃষ্টি হয়েছে। ‘Karte’ অর্থ মানচিত্র এবং ‘Diagramma’ অর্থ নকশা। সুতরাং, কার্টোগ্রাম হল মানচিত্রে অঙ্কিত নকশা। যখন ভৌগোলিক তথ্যকে রং, বিন্দু, রেখা, বৃত্ত প্রভৃতি চিহ্ন দ্বারা সরলীকৃত চিত্ররূপে মানচিত্রে উপস্থাপন করা হয়, তখন তাকে কার্টোগ্রাম বা মাপচিত্র বলে।

  1. বর্তমান মানচিত্র বইকে ‘Atlas’ নামকরণ করা হয় কেন? অথবা, ‘Atlas’ কী?

Ans: ষোড়শ শতাব্দীতে (1578 খ্রিস্টাব্দে) হল্যান্ডের ভূগোলবিদ্ মার্কেটর প্রথম মানচিত্র বই গ্রিক পুরাণের দেবতা ‘Atlas’-এর নামানুসারে প্রকাশ করেন। সেই থেকেই বর্তমান কাল পর্যন্ত মানচিত্র বইকে mসাধারণত ‘Atlas’ নামকরণ করা হয়।

  1. উপগ্রহ চিত্র (Satellite Image) কাকে বলে?

Ans: উপগ্রহ চিত্র কথার অর্থ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর কোনো অংশের আলোকচিত্র। অর্থাৎ, মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষিপ্ত হয় সেই উপগ্রহ পৃথিবীর যে আলোকচিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয়, তাকে উপগ্রহ চিত্র (Satellite Image) বলে।

  1. মানচিত্র অভিক্ষেপ কী ?

Ans: সমগ্র পৃথিবী বা এর কোনো অংশের মানচিত্র অঙ্কন করার জন্য যে নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট ক্সেল ও সূত্রের সাহায্যে ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালিকাকে কোনো দ্বিমাত্রিকতলে (কাগজে) যথাযথ ও শ্রেণিবদ্ধভাবে স্থানান্তর করা হয় তাকে মানচিত্র অভিক্ষেপ বলে।

  1. ভূমি ব্যবহার মানচিত্র কাকে বলে?

Ans: যে মানচিত্রে বৃহৎ স্কেলে কোনো নির্দিষ্ট অঞ্চলের ভূমি বা জমিকে কী কী প্রকারের কাজে ব্যবহার করা হচ্ছে তা আলাদা আলাদা রং বা সাংকেতিক চিহ্নের সাহায্যে দেখানো হয় তাকে ভূমি বলে।

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Manchitra O Scale Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. ভূ-বৈচিত্র্যসূচক বা টোপোগ্রাফিকাল মানচিত্র কাকে বলে? এই মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। এই মানচিত্র পাঠের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা উল্লেখ করো।

Ans: সংজ্ঞা : গ্রিক শব্দ ‘Topos’-এর অর্থ ‘স্থান’ এবং ‘Grapho’-এর অর্থ ‘আঁকা”। এই দুই শব্দের মিলনে সৃষ্টি হয়েছে Topographical  অর্থাৎ, কোনো একটি স্থানের সঠিক অবস্থান, আয়তন এবং প্রাকৃতিক (ভূ-প্রকৃতি, নদ-নদী, স্বাভাবিক উদ্ভিদ) ও সাংস্কৃতিক (পরিবহণ, যোগাযোগ ব্যবস্থা, জনবসতি প্রভৃতি) বিষয়গুলি বিভিন্ন প্রচলিত প্রতীকচিহ্ন দ্বারা চিত্রায়িত করে যে মানচিত্র তৈরি করা হয়, তাকে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র বা টপোগ্রাফিকাল মানচিত্র বলে। এক্ষেত্রে প্রাকৃতিক ভূ-দৃশ্যগুলি হল ভূ-প্রকৃতি, নদ-নদী ও জল নির্গম প্রণালী, স্বাভাবিক উদ্ভিদ এবং সাংস্কৃতিক ভূ-দৃশ্যগুলি হল যোগাযোগ ব্যবস্থা, জনবসতি, মন্দির, মসজিদ, বাজার ইত্যাদি।

বৈশিষ্ট্য : O স্কেল : এই মানচিত্র কতকগুলি সুনির্দিষ্ট স্কেল অনুসারে আঁকা হয়। যেমন – 1:50000, 1 : 250000 প্রভৃতি। 

বিস্তার : এই মানচিত্রের নির্দিষ্ট অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার থাকে। ও প্রতীক চিহ্ন : প্রচলিত নির্দিষ্ট প্রতীক চিহ্ন (Conventional Signs) ও রঙের সাহায্যে এই মানচিত্রের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলি চিত্রায়িত করা হয়। ও সূচক সংখ্যা : প্রত্যেক টোপো মানচিত্রের একটি নির্দিষ্ট সূচক সংখ্যা থাকে। যেমন – 720, 73 476 প্রভৃতি। ও উপাদান : এই মানচিত্রে ভূ-প্রকৃতি, নদ-নদী, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি প্রাকৃতিক ও যোগাযোগ ব্যবস্থা, জনবসতি প্রভৃতি সাংস্কৃতিক উপাদান উপস্থাপন করা হয়। প্রকাশনা : ভারতবর্ষে Survey of India এই মানচিত্র প্রস্তুত করে ও প্রকাশ করে।

2. মানচিত্রের গুরুত্ব ও ব্যবহারগুলি লেখো।

Ans: মানচিত্রের গুরুত্ব : প্রাচীনকালে সমুদ্র যাত্রা, নতুন দেশ আবিষ্কার থেকে শুরু করে বর্তমানে কোনো দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক তথ্য বিশ্লেষণ, দেশের উন্নয়নে ব্যবস্থা গ্রহণ সব কাজেই মানচিত্র সমান গুরুত্বপূর্ণ।

অবস্থান সম্পর্কে ধারণা লাভ : মানচিত্র পাঠের মধ্যে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান সম্পর্কে বিশেষভাবে জানা সম্ভব হয়। যেমন – ভারতের রাজনৈতিক মানচিত্র থেকে সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যের কয়েকটি বিশেষ স্থানের অবস্থান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সমুদ্রপথ এবং বায়ুপথের দিক নির্ণয়ের ক্ষেত্রেও অবস্থান নির্ণয়ে মানচিত্র ব্যবহৃত হয়।

দূরত্ব নির্ণয় : প্রতিটি মানচিত্রই নির্দিষ্ট একটি স্কেল

অনুযায়ী অঙ্কন করা হয়। কাজেই এই নির্দিষ্ট মানচিত্রে অবস্থানরত যে-কোনো স্থানের রৈখিক দূরত্ব থেকে ভূমিভাগের দূরত্ব নির্ণয় করা সম্ভবপর হয়।

প্রাকৃতিক উপাদানগুলি শলাস্ত্রকরণ ও বিশ্লেষণ : মানচিত্র পাঠের দ্বারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূ-প্রকৃতি, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, নদ-নদী প্রভৃতির বণ্টন সুস্পষ্টভাবে বোঝা যায়। তাই ওই সকল উপাদানগুলি শনাক্ত করে যথাযথভাবে বিশ্লেষণ করা যায়।

আর্থসামাজিক দিক পরিবেশন : মানচিত্রের মাধ্যমে পৃথিবীর অঞ্চলভেদে কৃষি, শিল্প, জনসংখ্যা, অর্থনীতি, সামাজিক রীতিনীতি প্রভৃতি তুলে ধরা হয় বলে এটি বিভিন্ন অঞ্চল বা দেশের আর্থসামাজিক দিক পরিবেশন করে। 

জরিপে সুবিধা : মানচিত্র গ্লোবের তুলনায় যথেষ্ট হালকা ও বহনযোগ্য হওয়ায় যে-কোনো ভৌগোলিক ক্ষেত্রে জরিপের সময় এটি সহজেই ব্যবহার করা হয়।

শিক্ষা সহায়ক উপাদান : মানচিত্র পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিশ্ব সম্পর্কে ধারণা ও জ্ঞানের পরিধি অনেক বৃদ্ধি পায়। শিক্ষাক্ষেত্রে মানচিত্রের ব্যবহার বহুবিধ। এছাড়া, ও পর্যটন শিল্পে এবং পর্যটকদের কাছে ও দেশের প্রতিরক্ষা, প্রশাসনিক এবং সামরিক প্রয়োজনে মানচিত্র অবশ্য ব্যবহার্য।

3. ভগ্নাংশসূচক স্কেল বা RFস্কেল কাকে বলে? বৈশিষ্ট্য?

Ans: সংজ্ঞা : মানচিত্রের দূরত্ব ও ভূমি দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয়, তখন তাকে ভগ্নাংশসূচক স্কেল বা RF(Representative Fraction) বলে।

বৈশিষ্ট্য : ← ভগ্নাংশসূচক স্কেল বা RF = মানচিত্রের দূরত্ব ।

ভূমির দূরত্ব ও এই স্কেলকে যে-কোনো এককে প্রকাশ করা যায়। যদিও এই স্কেলে কোনো একক (Unit)

দেওয়া থাকে না। ও মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের একক একই ধরা হয়। এই স্কেলের লব সর্বদা 1 হয়।

উদাহরণ : 1 : 50,000 এই কথার অর্থ হল মানচিত্রে 1 সেমি ভূমিতে 50,000 সেমি দূরত্বের সমান।

4. কর্ণিক স্কেল বা ডায়াগোনাল স্কেল (Diagonal Scale) কাকে বলে? বৈশিষ্ট্য?

Ans: সংজ্ঞা : আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের দুটি কর্ণকে যুক্ত করে সদৃশ ত্রিভুজ গঠনের দ্বারা গৌণ ভাগকে ভগ্নাংশে পরিণত করে সূক্ষ্ম মান পাঠ করার জন্য যে স্কেল তৈরি করা হয়, তাকে কর্ণিক স্কেল বা ডায়াগোনাল স্কেল বলে।

বৈশিষ্ট্য : বড়ো স্কেল মানচিত্র বিশেষত মৌজা মানচিত্রে এই স্কেল বেশি ব্যবহার করা হয়। ও কোনো দৈর্ঘ্যকে মুখ্য, গৌণ ও প্রগৌণ ভাগে ভাগ করা যায় বলে অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম মান পাঠ করা যায় এই স্কেলের মাধ্যমে। ও এই স্কেলের একটি মুখ্য ভাগের মান সকল গৌণ ভাগের সমান এবং একটি গৌণ ভাগের মান সকল প্রগৌণ ভাগের সমান হয়। এই স্কেলের প্রগৌণ ভাগের এক একটি অংশ গৌণ ভাগের আনুপাতিক দৈর্ঘ্যকে নির্দেশ করে।

ব্যবহার : মুখ্য, গৌণ ও প্রগৌণ ভাগ দ্বারা অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম ভগ্নাংশিক দৈর্ঘ্য নির্ণয় করতে এই স্কেল ব্যবহার করা হয়। ও কোণ পরিমাপ করতে এটি ব্যবহৃত হয়। ও মৌজা মানচিত্রে এর ব্যবহার সবচেয়ে বেশি। ও ক্ষেত্রফল নির্ণয়ে এই স্কেল ব্যবহার  করা হয়। পরিকল্পনাকারী, জরিপকারী ও ভৌগোলিকদের বিভিন্ন কাজে এই স্কেল ব্যবহৃত হয়।

5. তুলনামূলক রৈখিক স্কেল (Comparative Linear Scale) কাকে বলে? বৈশিষ্ট্য?

Ans: সংজ্ঞা : পারস্পরিক দুটি ভিন্ন এককে (CGS ও FPS) প্রকাশিত দুটি সরলরৈখিক স্কেলকে একত্রে তুলনামূলকভাবে প্রকাশ করার জন্য একটি সরলরেখার দুদিকে স্কেল দুটি অঙ্কন করা হলে, তাকে তুলনামূলক রৈখিক স্কেল বলে।

বৈশিষ্ট্য : এই স্কেলকে যৌগিক রৈখিক স্কেলও বলে। ® এই স্কেলে CGS ও FPS পদ্ধতি, দুটি এককেরই তুলনা করা সম্ভব। ® উভয় স্কেলেই একই সংখ্যক মুখ্য ও গৌণ বিভাগ থাকে। ← দুটি স্কেলকেই একই ভগ্নাংশ সূচক স্কেল বা RF দ্বারা প্রকাশ করা যায়। এই স্কেলের সাহায্যে অতি সহজে মাইল-কিমি গত দূরত্বের সাধারণ পার্থক্য নির্ণয় করা যায়।

সুবিধাসমূহ : O এই স্কেল বোঝা ও আঁকা সহজ। ও দুটি ভিন্ন একক ও দৈর্ঘ্যের মধ্যে সহজে তুলনা করা যায়। ও এক সঙ্গে দুটি রৈখিক স্কেল অঙ্কন করা যায়। প্রথমে সামরিক প্রয়োজনে ইউরোপ ও আমেরিকায় ব্যবহৃত হলেও পরবর্তীকালে সব দেশে এর ব্যবহার শুরু হয়।

বৈশিষ্ট্য : O এই স্কেলে মূল স্কেল ও ভার্নিয়ার স্কেল দুটির অংশ একসঙ্গে লাগানো থাকে। ও যে-কোনো দৈর্ঘ্য এই স্কেলে নির্ভুলভাবে পরিমাপযোগ্য। ® এই স্কেল থিয়োডোলাইট, ব্যারোমিটার, সেক্সট্যান্ট, প্লানিমিটার প্রভৃতি যন্ত্রে ব্যবহৃত হয়।  পরিমাপের নিয়ম : মোট দৈর্ঘ্য = প্রধান স্কেলের মাপ +

ভার্নিয়ার স্কেলের মাপ।

ভার্নিয়ার স্থিরাঙ্ক (Vernier Constant) : মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ভাগ ও ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ভাগের মধ্যেকার পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার স্থিরাঙ্ক।

এখানে VC = ভার্নিয়ার স্থিরাঙ্ক, d = মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান, n = ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগের সংখ্যা।

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Geography Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

নবম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 All Subjects Suggestion 2024 Click here

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 9 Geography Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Geography Question and Answer Suggestion 

” মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভূগোল সাজেশন / নবম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 9 Geography Suggestion / Class 9 Geography Manchitra O Scale Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Geography Suggestion / Geography Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Geography Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Geography Suggestion / Class 9 Geography Manchitra O Scale Question and Answer / Class 9 Geography Manchitra O Scale Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Geography Manchitra O Scale Exam Guide / Class 9 Geography Manchitra O Scale Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Geography Manchitra O Scale Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Geography Manchitra O Scale Suggestion FREE PDF Download) সফল হবে।

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) Class 9 Geography Manchitra O Scale Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভূগোল 

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) Class 9 Geography Manchitra O Scale Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল 

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) Class 9 Geography Manchitra O Scale Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভূগোল | Class 9 Geography Manchitra O Scale 

নবম শ্রেণি ভূগোল (Class 9 Geography Manchitra O Scale) – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) | Class 9 Geography Manchitra O Scale Suggestion নবম শ্রেণি ভূগোল – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) | মানচিত্র ও স্কেল নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল সহায়ক – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Geography Manchitra O Scale Question and Answer, Suggestion | Class 9 Geography Manchitra O Scale Question and Answer Suggestion | Class 9 Geography Manchitra O Scale Question and Answer Notes | West Bengal Class 9th Geography Question and Answer Suggestion. 

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Geography Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) । Class 9 Geography Manchitra O Scale Question and Answer Suggestion.

WBBSE Class 9th Geography Manchitra O Scale Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) সত্যজিৎ রায়

WBBSE Class 9 Geography Manchitra O Scale Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) | Class 9 Geography Manchitra O Scale Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 9 Geography Manchitra O Scale Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 

Class 9 Geography Manchitra O Scale Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography Manchitra O Scale Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 9 Geography Manchitra O Scale Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 9 Geography Manchitra O Scale Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Geography Manchitra O Scale Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 9 Geography Suggestion Download WBBSE Class 9th Geography short question suggestion . Class 9 Geography Manchitra O Scale Suggestion download Class 9th Question Paper Geography. WB Class 9 Geography suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.মানচিত্র ও স্কেল নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 9 Geography Manchitra O Scale Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 9 Geography Manchitra O Scale Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Geography Suggestion with 100% Common in the Examination .

Class Nine IX Geography Manchitra O Scale Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam 

Class 9 Geography Manchitra O Scale Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Geography Suggestion is provided here. Class 9 Geography Manchitra O Scale Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer with FREE PDF Download Link

PDF File Name মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” মানচিত্র ও স্কেল (নবম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Manchitra O Scale Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।