বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer
বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর

Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer : বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th History Bingsho Shotabdwite Europe Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX History Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) নবম শ্রেণী (WB Class 9)
বিষয় (Subject) নবম শ্রেণীর ইতিহাস (Class 9 History)
পঞ্চম অধ্যায় (Chapter 5) বিশ শতকে ইউরোপ (Bingsho Shotabdwite Europe)

[নবম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th History Bingsho Shotabdwite Europe Question and Answer 

MCQ | বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | WB Class 9 History Bingsho Shotabdwite Europe MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. চোদ্দো দফা নীতি ঘোষণা করেছিলেন—

(A) উড্রো উইলসন 

(B) লয়েড জর্জ 

(C) ক্লিমেশো 

(D) ভিত্তোরিও অর্লান্ডো

Ans: (A) উড্রো উইলসন

  1. হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল –

(A) 1920 খ্রিস্টাব্দে 

(B) 1922 খ্রিস্টাব্দে 

(C) 1923 খ্রিস্টাব্দে 

(D) 1925 খ্রিস্টাব্দে

Ans: (D) 1925 খ্রিস্টাব্দে

  1. আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধকালে মিত্রপক্ষে যোগ দেয় –

(A) 1914 খ্রিস্টাব্দে 

(B) 1915 খ্রিস্টাব্দে 

(C) 1916 খ্রিস্টাব্দে

(D) 1917 খ্রিস্টাব্দে

Ans: (D) 1917 খ্রিস্টাব্দে

  1. ‘গমের যুদ্ধ’ ঘোষণা করেন-

(A) উড্রো উইলসন 

(B) রুজভেল্ট 

(C) মুসোলিনি 

(D) হিটলার

Ans:(C) মুসোলিনি।

  1. ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়-

(A) জার্মানিতে

(B) প্রাশিয়ায় 

(C) রাশিয়ায় 

(D) পোল্যাণ্ডে

Ans:(A) জার্মানিতে।

  1. স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা ছিলেন-

(A) কুই রোগা 

(B) জেনারেল ফ্রাঙ্কো 

(C) আজানা 

(D) জামোরা

Ans:(B) জেনারেল ফ্রাঙ্কো।

  1. স্পেনের গৃহযুদ্ধে জয়লাভ করেন-

(A) জেনারেল ফ্রাঙ্কো 

(B) কুই রোগা 

(C) আজানা 

(D) জামোরা

Ans:(A) জেনারেল ফ্রাঙ্কো।

  1. ত্রিশক্তি আঁতাত-এ রাশিয়া যোগ দেয়—

(A) 1904 খ্রিস্টাব্দে 

(B) 1906 খ্রিস্টাব্দে 

(C) 1907 খ্রিস্টাব্দে 

(D) 1908 খ্রিস্টাব্দে

Ans: (C) 1907 খ্রিস্টাব্দে

  1. রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল?

(A) 1903 খ্রিস্টাব্দে 

(B) 1904 খ্রিস্টাব্দে 

(C) 1905 খ্রিস্টাব্দে 

(D) 1906 খ্রিস্টাব্দে

Ans: (C) 1905 খ্রিস্টাব্দে

  1. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়—

(A) 1913 খ্রিস্টাব্দে 

(B) 1914 খ্রিস্টাব্দে 

(C) 1915 খ্রিস্টাব্দে 

(D) 1916 খ্রিস্টাব্দে

Ans: (B) 1914 খ্রিস্টাব্দে

  1. কার নেতৃত্বে রাশিয়ার ‘কালো সন্ত্রাসের রাজত্ব’ শুরু হয়?

(A) রাসপুটিনের 

(B) স্টোলিপিনের 

(C) কাউন্ট উইটির 

(D) ফাদার গ্যাপনের

Ans:(B) স্টোলিপিনের।

  1. লাল ফৌজ প্রতিষ্ঠা করেন-

(A) দ্বিতীয় নিকোলাস 

(B) স্ট্যালিন 

(C) লেনিন 

(D) ট্রটস্কি

Ans:(D) ট্রটস্কি।

  1. বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল-

(A) চেকোস্লাভাকিয়া 

(B) পোল্যান্ড 

(C) আমেরিকা 

(D) সোভিয়েত রাশিয়া

Ans:(D) সোভিয়েত রাশিয়া।

  1. ‘নতুন অর্থনৈতিক নীতি’ ঘোষণা করেন-

(A) লেনিন 

(B) স্ট্যালিন 

(C) মলোটভ 

(D) দ্বিতীয় নিকোলাস

Ans:(A) লেনিন।

  1. ‘ফ্যাসেস’ কথার অর্থ হল-

(A) সততা 

(B) শক্তি 

(C) নিয়মানুবর্তিতা 

(D) শক্তি

Ans:(B) শক্তি।

  1. নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন-

(A) প্রিন্স লুভভ 

(B) কেরেনস্কি 

(C) লেনিন 

(D) ট্রটস্কি

Ans:(B) কেরেনস্কি।

  1. জার্মানির সার অঞ্চলের কয়লা খনিগুলির উপর ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় –

(A) 15 বছরের জন্য 

(B) 16 বছরের জন্য 

(C) 17 বছরের জন্য 

(D) 18 বছরের জন্য

Ans: (A) 15 বছরের জন্য

  1. প্রথম বিশ্বযুদ্ধের জন্য গ্লাইফেন পরিকল্পনা করেছিল যে দেশ তা হল –

(A) অস্ট্রিয়া 

(B) সার্বিয়া 

(C) জার্মানি 

(D) রাশিয়া

Ans: (C) জার্মানি

  1. 1915 খ্রিস্টাব্দে ট্যালেনবার্গের যুদ্ধে পরাজিত হয়—

(A) জার্মানি 

(B) অস্ট্রিয়া 

(C) সার্বিয়া 

(D) রাশিয়া

Ans: D

  1. রাশিয়ার শাসকদের কী উপাধি ছিল?

(A) সম্রাট

(B) কাইজার 

(C) শাহ 

(D) জার

Ans: D

  1. রাশিয়ার কোন বংশের রাজারা ‘জার’ উপাধি গ্রহণ করতেন?

(A) রোমানভ 

(B) বুরবোঁ 

(C) হ্যাপসবার্গ 

(D) স্যাভয়

Ans:(A) রোমানভ।

  1. কোন রুশ জার ‘ আধুনিক রাশিয়ার জনক’ নামে পরিচিত?

(A) চতুর্থ আইভান 

(B) মিখাইল রোমানভ 

(C) পিটার দ্য গ্রেট 

(D) দ্বিতীয় ক্যাথারিন

Ans:(C) পিটার দ্য গ্রেট।

  1. ‘উদারনৈতিক জার’ নামে পরিচিত ছিলেন-

(A) দ্বিতীয় নিকোলাস 

(B) প্রথম আলেকজাণ্ডার 

(C) দ্বিতীয় আলেকজাণ্ডার 

(D) প্রথম নিকোলাস

Ans:(B) প্রথম আলেকজাণ্ডার।

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

অতি সংক্ষিপ্ত | বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | WB Class 9 History Bingsho Shotabdwite Europe VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. ইতালিতে ফ্যাসিস্টদলের একনায়কতন্ত্র কে প্রতিষ্ঠা করেন?

Ans: মুসোলিনি

  1. জার্মানিতে নাৎসি দলের একনায়কতন্ত্র কে প্রতিষ্ঠা করেন?

Ans: হিটলার

  1. স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা কে করেছিলেন?

Ans: জেনারেল ফ্রাঙ্কো

  1. জাতিসংঘ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল?

Ans: 1919 খ্রিস্টাব্দে

  1. স্পেনের গৃহযুদ্ধ কত সালে হয়েছিল?

Ans: 1939 খ্রিস্টাব্দে

  1. বলশেভিক দলের নেতা কে ছিলেন?

Ans: লেনিন

  1. সাম্যবাদ প্রতিষ্ঠার আগে রাশিয়ায় কোন্‌ বংশের শাসন প্রতিষ্ঠা ছিল?

Ans: রোমানভ বংশ

  1. রাশিয়ায় সাম্যবাদী সরকারের প্রতিষ্ঠাতা কে?

Ans: লেনিন

  1. কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল? 

Ans: 1917 খ্রিস্টাব্দে

  1. মুসোলিনির উপাধি কি ছিল?

Ans: ইলদ্যুচে

  1. হিটলারের উপাধি কি ছিল?

Ans: ফ্যুয়েরার

  1. ফুয়েরার নামে কে পরিচিত হন?

Ans: হিটলার ‘ফুয়েরার’ নামে পরিচিত হন।

  1. মেঁই ক্যাম্প গ্রন্থটির রচয়িতা কে?

Ans: হিটলার

  1. দুজন রুশ সাহিত্যিকের নাম লেখ।

Ans: গোর্গি ও তলস্তই

  1. এপ্রিল থিসিস কে ঘোষণা করেন?

Ans: লেনিন (1917 খ্রিস্টাব্দে)

সংক্ষিপ্ত | বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | WB Class 9 History Bingsho Shotabdwite Europe SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. ফ্রেডরিখ ইবার্ট কে ছিলেন?

Ans: ফ্রেডরিখ ইবার্ট ছিলেন জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা।

  1. সেরাজেভোর হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল?

Ans: ইউনিয়ন অব ডেথ নামক একটি সন্ত্রাসবাদী সংস্থার সদস্য প্রিন্সেপ সেরাজেভোর হত্যাকান্ড ঘটিয়েছিল।

  1. ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাঁত এর প্রধান সদস্য কারা ছিল?

Ans: ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাঁত এর প্রধান সদস্য ছিলেন ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া।

  1. ত্রিশক্তি চুক্তি বা ‘ ট্রিপল এলায়েন্স এর প্রধান সদস্য কারা ছিল?

Ans: ত্রিশক্তি চুক্তি বা ‘ ট্রিপল এলায়েন্স এর প্রধান সদস্য জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি।

  1. প্রাভদা কী?

Ans: প্রাভদা হল রাশিয়ার বলসেভিক দলের মুখপত্র।

  1. রাশিয়ায় কবে জারতন্ত্রের অবসান ঘটে?

Ans: ১৯১৭ সালের ১৩ই মার্চ রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে।

  1. নারোদনিক শব্দের অর্থ কি?

Ans: ‘নারোদনিক’ শব্দের অর্থ হল জনগণের আন্দোলন।

  1. লেনিনের পুরো নাম কি ছিল?

Ans: রাশিয়ার বলসেভিক আন্দোলনের নেতা লেনিনের পুরো নাম ছিল, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন

  1. “সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র” রূপে রাশিয়া কবে সংগঠিত হয়?

Ans: “সংযুক্ত সোভিয়েত, সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র” রূপে রাশিয়া সংগঠিত হয় 1924 খ্রিস্টাব্দে।

  1. সেন্ট জার্মায়েন-এর সন্ধি কার সঙ্গে সম্পাদিত হয়?

Ans: অস্ট্রিয়া-হাঙ্গেরির সঙ্গে এই সন্ধি সম্পাদিত হয়।

  1. কমিন্টার্ন কী?

Ans: 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয়। এই সংগঠন কমিন্টার্ন নামে পরিচিত।

  1. ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

Ans: ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ফ্রেডারিক ইবার্ট।

  1. মিত্রপক্ষের সঙ্গে জার্মানির সম্পাদিত চুক্তির নাম কী?

Ans: মিত্রপক্ষের সঙ্গে জার্মানির সম্পাদিত চুক্তির নাম হল ভার্সাই সন্ধি।

  1. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

Ans: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রামন্ড।

  1. প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট কে ছিলেন?

Ans: প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম।

  1. জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় ছিল?

Ans: জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর ছিল জেনেভা শহরে।

  1. ‘ইল-দু চে’ উপাধি কে গ্রহণ করেন?

Ans: ‘ইল-দু চে’ উপাধি গ্রহণ করেন বেনিতো মুসোলিনি।

  1. কে, কবে ‘বাইবেল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?

Ans: ১৮১২ খ্রিষ্টাব্দে, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন।

  1. ‘গেস্টাপো’ কী?

Ans: জার্মানির নাৎসি বাহিনীর গুপ্ত পুলিশবাহিনীকে বলা হত ‘গেস্টপো’।

  1. হিটলার কে ছিলেন?

Ans: জার্মানির চ্যান্সেলর তথা নাৎসি দলের প্রধান ছিলেন হিটলার।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | WB Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

1.প্যারিসের শান্তি সম্মেলনে প্রধান নেতৃত্ব কারা ছিলেন?

Ans: প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে প্যারিসের শান্তি সন্মেলনে মোট ৩২টি দেশে অংশগ্রহণ করে। তবে এদের মধ্যে মূলত চারটি রাষ্ট্রের প্রধান সন্মেলনের নীতি নির্ধারণ করেন। এরা হলেন – ইতালির প্রধানমন্ত্রী ভিট্টোরিও অর্লান্ডো, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লেমাশু এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ।

  1. ‘চোদ্দো দফা নীতি’ কী?

Ans: প্রথম বিশ্ব যুদ্ধের পরে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, মার্কিন কংগ্রেসে চোদ্দটি নীতির উল্লেখ করেন। এই নীতিগুলি ‘চোদ্দো দফা নীতি’নামে পরিচিত।

  1. ‘পোলিশ করিডর’ কী?

Ans: পোল্যান্ড যাতে জলপথে যোগাযোগ রক্ষা করতে পারে তাই ভার্সাই সন্ধির মাধ্যমে পোল্যান্ডকে জার্মানির মধ্য দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটিই পোলিশ করিডর নামে খ্যাত।

  1. ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা কী?

Ans: ১৯২৯ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয় এবং তা ইউরোপ তথা বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলিতে ছড়িয়ে পড়ে। এই অর্থনৈতিক সংকট অর্থনৈতিক মহামন্দা নামে কুখ্যাত। এই মহামন্দা ১৯২৯ থেকে ৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল।

  1. নব অর্থনৈতিক নীতি বা New Economic Policy কি?

Ans: বলশেভিক বিপ্লবের পর রাশিয়ায় কৃষি ও শিল্প ক্ষেত্রে বিপর্যয় দেখা দিলে বাস্তববাদী প্রেসিডেন্ট বিশুদ্ধ সমাজতন্ত্রের পথ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেন। এটি নব অর্থনৈতিক নীতি বা New Economic Policy নামে পরিচিত।

  1. জারতন্ত্র বলতে কী বোঝ?

Ans: রাশিয়ার শাসকদের বলা হত জার। ১৬১৩ খ্রিষ্টাব্দে মিখাইল রোমানভ রাশিয়ায় রোমানভ রাজবংশের প্রতিষ্ঠা করেন। এই রাজা বা জারদের শাসনকে জারতন্ত্র বলা হত।

  1. জার প্রথম নিকোলাসের দুটি গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করো।

Ans: জার প্রথম নিকোলাসের দুটি গুরুত্বপূর্ণ অবদান হল –

ক) রাশিয়ার নতুন আইনসংহিতা রচনা করেন।

খ) রাশিয়ার শিল্পের উন্নতিকল্পে বিশেষ পদক্ষেপ করেন।

  1. ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাসের মুক্তির ঘোষণাপত্রে কী বলা হয়েছিল?

Ans: রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিষ্টাব্দে ভূমিদাসদের ‘মুক্তির ঘোষণাপত্র’ জারি করেন, এতে বলা হয় –

ক) সামন্তপ্রভুদের অধীনতা থেকে ভূমিদাসদের মুক্ত করা হয়, তাদের স্বাধীন নাগরিকের মর্যাদা ও অধিকার দেওয়া হয়।

খ) সামন্তপ্রভুদের জমির মালিকানার অর্ধাংশ মুক্তিপ্রাপ্ত ভুমিদাসদের দেওয়া হয় এবং সামন্তপ্রভুদের হারানো জমির জন্য ক্ষতিপূরণ দেওয় হয়।

  1. রাসপুটিন কে ছিলেন?

Ans: রাসপুটিন ছিলেন একজন জর্জিয়ান ভন্ড সন্যাসি। তিনি জার দ্বিতীয় নিকোলাস এবং রানী আলেকজান্দ্রার উপর প্রভাব বিস্তার করেছিলেন। প্রায় তার পরামর্শেই সেই সময় দেশের শাসন পরিচালিত হত।

  1. ‘এপ্রিল থিসিস’ কী?

Ans: ১৯১৭ খ্রিষ্টাব্দে রাশিয়ায় অস্থায়ী সরকার গঠিত হলে, বলসেভিক নেতা ভ্লাদিমির লেনিন নির্বাসন থেকে রাশিয়ার ফিরে আসেন এবং বলসেভিক কর্মীদের সামনে একটি কর্মধারা তুলে ধরেন। তার এই নিজস্ব চিন্তাধারা, এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত।

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল?

Ans: প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইতালিতে অর্থনৈতিক সংকট তীব্র হয়ে উঠলে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রত্যক্ষ প্রভাব পড়ে। ফলস্বরূপ দেশের সংকটজনক পরিস্থিতির সুযোগ নিয়ে মুসোলিনি নেতৃত্বে ফ্যাসিস্ট দল 1922 খ্রিস্টাব্দে ইতালির শাসন ক্ষমতা দখল করে। 

   যে ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দলের ক্ষমতা দখলের প্রেক্ষাপট গুলি হল –

(১) অর্থনৈতিক দুর্দশাঃ-

   যুদ্ধের পর ইতালি দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যাভাব, বেকারত্ব, বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি প্রতিরোধে সরকার ব্যর্থ হলে ইতালিবাসীদের ক্ষোভ চরমে উঠে।

(২) ভার্সাই সন্ধির ত্রুটিঃ-

  মিত্রপক্ষের সঙ্গে যুদ্ধে যোগদান কারী ইতালি যুদ্ধের পর ভার্সাই সন্ধির দ্বারা আলবেনিয়া, ফউম বন্দর, আফ্রিকার উপনিবেশ প্রভৃতি লাভে ব্যর্থ হয়। ফলে ক্ষুব্ধ ইতালি বাসি সে দেশের প্রচলিত সরকারের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলে।

(৩) ফ্যাসিস্ট দল গঠনঃ-

   মুসোলিনি ইতালীর মিলান শহরে 1919 খ্রিস্টাব্দে বেকার সৈনিক ও দেশপ্রেমিকদের এক সমাবেশে মাধ্যমে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন।

(৪) মুসোলিনির প্রচারঃ-

  মুসোলিনি প্রচার করেন যে, প্রথম বিশ্বযুদ্ধে ইতালি মিত্রপক্ষের সঙ্গে যুদ্ধ করা সত্ত্বেও যুদ্ধের পর ভার্সাই সন্ধি তে ইতালিকে তার প্রাপ্য স্থানগুলি থেকে বঞ্চিত করা হয়েছে। তার প্রচার ইতালির সেনা অফিসার ও বেকার যুবকদের উদ্দীপ্ত করে।

(৫) ক্ষমতা দখলঃ-

  মুসোলিনির রোম অভিযানের ফলে রোমের ফ‍্যাক্টা মন্ত্রিসভা পদত্যাগ করেন। রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল তাকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানালে তার নেতৃত্বে ফ্যাসিস্ট দল ইতালির ক্ষমতা দখল করে।

2. স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো।

Ans: প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্পেনে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেখা দেয়। এই অবস্থায় সামরিক শাসন প্রায়মো ডি রিভেরা দেশে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। এরপর 1936 খ্রিস্টাব্দে স্পেনে পপুলার ফ্রন্ট নামে একটি জোট সরকার গঠিত হয়। কিন্তু এই সরকারের বিরুদ্ধে দক্ষিণপন্থীরা দেশের নানা স্থানে দাঙ্গা-হাঙ্গামা বাধায়। স্পেন সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহে প্রজাতন্ত্রী, সমাজতান্ত্রিক ও কমিউনিস্টরা সরকার পক্ষকে সমর্থন করেন। অন্যদিকে ফ‍্যালানজিস্ট, নেশনালজিস্ট, কার্লিস্ট প্রভৃতি দক্ষিণপন্থী দল, শিল্পপতি, ভূস্বামী ও যাজকরা জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। ফলে স্পেনে উভয়পক্ষের মধ্যে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়।

   স্পেনে জেনারেল ফ্রাঙ্কো নেতৃত্বাধীন বিদ্রোহী পক্ষ এবং প্রজাতন্ত্রী সরকারের মধ্যে দীর্ঘ গৃহযুদ্ধের পর সে দেশের শাসন ক্ষমতা দখল করেন এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন।

  স্পেনের গৃহযুদ্ধের ফলাফল গুলো নিয়ে আলোচনা করা হল –

(১) বিশ্বযুদ্ধের মহড়াঃ-

  স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো এর পক্ষে অংশ নিয়ে জার্মানির হিটলার আসন্ন বিশ্বযুদ্ধের আগে তার অস্ত্রশস্ত্র ও বিমান বাহিনীর শক্তি পরীক্ষার সুযোগ পান। তাই এই গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মহড়া বলা হয়।

(২) হিটলার-মুসোলিনির সুবিধাঃ-

  একনায়ক ফ্রাঙ্কো, জার্মানির একনায়ক হিটলার এবং ইতালির একনায়ক মুসোলিনির পক্ষ গ্রহণ করলে আন্তর্জাতিক ক্ষেত্রে হিটলার-মুসোলিনির শক্তি যথেষ্ট বৃদ্ধি পায়।

(৩) ইঙ্গ-ফরাসি শক্তিঃ-

  স্পেনের গৃহযুদ্ধে নিরপেক্ষ থেকে ইংল্যান্ড ও ফ্রান্সের কূটনৈতিক পরাজয় ঘটে। কারণ জার্মানি ও ইতালি এই যুদ্ধে অংশ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের শক্তি যথেষ্ট বৃদ্ধি করেন।

(৪) জাতিসংঘের ব্যর্থতাঃ- 

  স্পেনের গৃহযুদ্ধে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে। ফলে জাতিসঙ্ঘের দুর্বলতা ও ব্যর্থতা প্রকট হয়ে ওঠে।

3. বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারন গুলি লেখ।

Ans: প্রথম বিশ্বযুদ্ধে বিশাল সৈন্য বাহিনী, সেনাপতিদের দক্ষতা ও যোগ্যতা এবং উন্নত সমরশাস্ত্র থাকা সত্ত্বেও জার্মানি পরাজিত হয়। জার্মানির পরাজয়ের পাশ্চাত্যে কারণগুলি হল – 

  প্রথমত, যুদ্ধ হয়েছিল দুটি জোটের মধ্যে, শুধু জার্মানি সঙ্গে অন্য কোন একটি রাষ্ট্রের নয়। জার্মানির জোটভুক্ত অন্যান্য দেশগুলো তুলনায় দুর্বল হওয়ায় অধিকাংশ দায়িত্ব ছিল জার্মানির, ফলে তাদের পক্ষে মিত্রশক্তির মোকাবেলা করা বেশিদিন সম্ভব হয়নি।

  দ্বিতীয়ত, জার্মানির পর্যাপ্ত আধুনিক সমরাস্ত্র থাকলেও ইঙ্গ-ফরাসি জোটে তুলনায় তা ছিল অনেক কম।

  তৃতীয়ত, ইঙ্গ-ফরাসি জোটের বিশ্বব্যাপী উপনিবেশ থাকায় সেখান থেকে অর্থ, সৈন ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে দীর্ঘস্থায়ী যুদ্ধ করার ক্ষমতা তাদের ছিল। অন্যদিকে অস্ট্রো জার্মানি জোটের উপনিবেশ থাকলেও তা থেকে দীর্ঘস্থায়ী যুদ্ধের উপর জনি উপকরণ সংগ্রহ করা সম্ভব ছিল না। 

  চতুর্থত, জার্মানির আত্মরক্ষার জন্য যথেষ্ট জায়গা ছিল না। রাশিয়ার মতো বিশাল ভূমি ভাগ না থাকায় জার্মানির পক্ষে পাশ্চাত্য মুখী যুদ্ধ করা সম্ভব ছিল না।

  পঞ্চমত, কূটনৈতিক ব্যর্থতা ও জার্মানির পরাজয়ের অন্যতম কারণ। জার্মানি কূটনীতির দ্বারা মিত্রশক্তির মধ্যে ভাঙন ধরাতে পারেনি, কিন্তু  মিত্রশক্তির কূটনীতি ফলে যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পরে ইতালি ইঙ্গ-ফরাসি পক্ষে যোগদান করে।

4. জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো।

Ans: প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর যুদ্ধবিধ্বস্ত জার্মানিতে রাজনৈতিক অস্থিরতায় ও অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করে। যার ফলস্বরূপ ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে এবং নাৎসি নেতা এডলফ হিটলার জার্মানির ক্ষমতা দখল করেন।

জার্মানিতে হিটলার ও নাৎসি দলের ক্ষমতা লাভ কোন চমকপ্রদ, আকস্মিক বৈপ্লবিক ঘটনা ছিল না। হিটলারের নেতৃত্বে নাৎসি দলের ক্ষমতা দখলের প্রেক্ষাপট ছিল –

(১) ভার্সাই সন্ধির ভূমিকাঃ-

   প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্র শক্তি জার্মানির উপর অন্যায় ও বৈষম্যমূলক শাসন চাপিয়ে দিলে জার্মানবাসী ক্ষুব্ধ হয়।

(২) অর্থনৈতিক সংকটঃ-

   যুদ্ধপরবর্তী জার্মানিতে প্রবল অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যাভাব প্রকৃতির জটিল আকার ধারণ করে। এই অবস্থায় হিটলার জার্মান বাসীকে সুদিনের স্বপ্ন দেখে প্রচার চালানো।

(৩) ইহুদি বিদ্বেষঃ-

  জার্মানির সংখ্যালঘু ইহুদিরা ছিল ধনী, উচ্চ শিক্ষিত ও উচ্চ পদে চাকরি করায় যার মানে সাধারন মানুষ ইহুদিদের হিংসা করত। এই সুযোগে হিটলার ইহুদীদের বিরুদ্ধে প্রচার চালিয়ে ইহুদীবাসীর মন জয় করেন। 

(৪) হিটলারের ব্যক্তিত্বঃ-

   হিটলারের চমকপ্রদ ব্যক্তিত্ব, অসাধারণ কর্মদক্ষতা ও সাংগঠনিক শক্তি, আবেগপ্রবণ বক্তৃতা নাৎসি দলের ক্ষমতা দখলের সহায়তা করে।

(৫) রাজনৈতিক অস্থিরতাঃ- 

   ভার্সাই সন্ধির পরবর্তীকালে জার্মানিতে প্রবল রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। 1919 – 1933 খ্রিস্টাব্দের মধ্যে সে দেশে 21 টি মন্ত্রিসভা ক্ষমতা দখল করে।

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th History Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

নবম শ্রেণীর ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 All Subjects Suggestion 2024 Click here

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 9 History Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) History Question and Answer Suggestion 

” বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ইতিহাস সাজেশন / নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ও উত্তর । Class 9 History Suggestion / Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer / Class 9 History Suggestion / Class 9 Pariksha History Suggestion / History Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 History Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 History Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th History Suggestion / Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer / Class 9 History Bingsho Shotabdwite Europe Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 History Bingsho Shotabdwite Europe Exam Guide / Class 9 History Bingsho Shotabdwite Europe Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 History Bingsho Shotabdwite Europe Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 History Bingsho Shotabdwite Europe Suggestion FREE PDF Download) সফল হবে।

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ইতিহাস 

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ইতিহাস 

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ইতিহাস | Class 9 History Bingsho Shotabdwite Europe 

নবম শ্রেণি ইতিহাস (Class 9 History Bingsho Shotabdwite Europe) – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) | Class 9 History Bingsho Shotabdwite Europe Suggestion নবম শ্রেণি ইতিহাস – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) | নবম শ্রেণীর ইতিহাস সহায়ক – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer, Suggestion | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Suggestion | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Notes | West Bengal Class 9th History Question and Answer Suggestion. 

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 History Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) । Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Suggestion.

WBBSE Class 9th History Bingsho Shotabdwite Europe Suggestion | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) সত্যজিৎ রায়

WBBSE Class 9 History Bingsho Shotabdwite Europe Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) | Class 9 History Bingsho Shotabdwite Europe Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Suggestions | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর 

Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 9 History Bingsho Shotabdwite Europe Suggestion | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 9 History Suggestion Download WBBSE Class 9th History short question suggestion . Class 9 History Bingsho Shotabdwite Europe Suggestion download Class 9th Question Paper History. WB Class 9 History suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 History Suggestion with 100% Common in the Examination .

Class Nine IX History Bingsho Shotabdwite Europe Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam 

Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX History Suggestion is provided here. Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer with FREE PDF Download Link

PDF File Name বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বিশ শতকে ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Bingsho Shotabdwite Europe Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।