Class 6 Geography 3rd Unit Test Question
Class 6 Geography 3rd Unit Test Question

Class 6 Geography 3rd Unit Test Question 2024

ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪

Class 6 Geography 3rd Unit Test Question : ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র : Class 6 Geography 3rd Unit Test Question | ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিচে দেওয়া হলো। এই WBBSE Class 6 Geography 3rd Unit Test Question with Answer, Notes, Suggestion | Class 6 Geography 3rd Unit Test Question – ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 6 Geography Third Unit Test – পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টে ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা Class 6 Geography 3rd Unit Test Questionষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

West Bengal Class 6 Geography 3rd Unit Test Question | WBBSE Class 6th Geography Third Unit Test Summative Suggestion | ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র

Class 6 Geography 3rd Unit Test Question – WBBSE Class 6th Geography 3rd Summative Question Papers এখানে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।

শ্রেণী (Class) পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণী (West Bengal Class 6th)
পরীক্ষা (Exam) তৃতীয় ইউনিট টেস্ট (Third / 3rd Unit Test Model Questions) 
বিষয় (Subject) ভূগোল (Geography)
পূর্ণমান (Marks) ৭০ নম্বর (60 Marks)
সময় (Time) ২ ঘন্টা ৩০ মিনিট (2 Hours 30 Minute)

[A] প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো । 1×5 = 5 

  1. কারাকোরাম পর্বতশ্রেণি 
  2. করমণ্ডল উপকূল
  3. নর্মদা নদী 
  4. থর মরুভূমি 
  5. লাক্ষাদ্বীপ

[B] সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×18=18

  1. ভূমিরূপ , নদনদী , স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে বলে— – 

(A) প্রাকৃতিক মানচিত্র 

(B) রাজনৈতিক মানচিত্র 

(C) বিষয়ভিত্তিক মানচিত্র 

(D) গ্লোব । 

Ans: (A) প্রাকৃতিক মানচিত্র

  1. ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী 

(A) গোন্ড 

(B) ভিল 

(C) সাঁওতাল 

(D) টোডা 

Ans: (A) গোন্ড 

  1. লাতিন শব্দ ‘ ম্যাপা ‘ কথার অর্থ— 

( ক ) কাঠ 

( খ ) গাছের ছাল 

(C) কাপড় 

(D) পাথর । 

Ans: (C) কাপড়

  1. ভারতের যে রাজ্যের প্রধান ফসল গম 

(A) পশ্চিমবঙ্গ 

(B) অন্ধ্রপ্রদেশ 

(C) উত্তরপ্রদেশ 

(D) অসম 

Ans: (C) উত্তরপ্রদেশ 

  1. যে ফসলের চাষ কালো মাটিতে ভালো হয়— 

(A) ডাল 

(B) তুলো 

(C) পাট 

(D) মিলেট 

Ans: (B) তুলো

  1. এই নদীটি খাম্বা উপসাগরে পড়েছে— 

(A) নর্মদা 

(B) কৃষ্ণা 

(C) কাবেরী 

(D) গোদাবরী । 

Ans: (A) নর্মদা 

  1. কেরল উপকূলের অপর নাম 

(A) উত্তর সরকার 

(B) করমণ্ডল 

(C) কোঙ্কন 

(D) মালাবার । 

Ans: (D) মালাবার

  1. ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ 

(A) গডউইন অস্টিন 

(B) এভারেস্ট 

(C) কাঞ্চনজঙ্ঘা 

(D) ধবলগিরি । 

Ans: (C) কাঞ্চনজঙ্ঘা 

  1. যে নদীর তীরে গুয়াহাটি শহর অবস্থিত 

(A) গঙ্গা 

(B) ব্রম্মপুত্ৰ 

(C) সিন্ধু 

(D) মহানদী 

Ans: (B) ব্রম্মপুত্র

  1. একটি অপ্রচলিত শক্তির উদাহরণ 

(A) পারমাণবিক বিদ্যুৎ 

(B) তাপবিদ্যুৎ 

(C) জলবিদ্যুৎ 

(D) বায়ুবিদ্যুৎ 

Ans: (D) বায়ুবিদ্যুৎ 

  1. গাড়ির হর্ন বাজার শব্দের তীব্রতা 

(A) 40 db 

(B) 70 db 

(C) 90 db 

(D) 100 db 

Ans: (A) 40 db

  1. নীচের বায়ুস্তরের তাপ তার ঠিক উপরের লাগোয়া বায়ুস্তরকে গরম করে । এই প্রক্রিয়ার নাম

(A) বিকিরণ 

(B) পরিবহণ 

(C) পরিচলন 

(D) তাপশোষণ । 

Ans: (B) পরিবহণ 

  1. বায়ুমণ্ডলের ওজোনস্তরকে ক্ষয় করে 

(A) CO2

(B) CO 

(C) CFC 

(D) CH4  

Ans: (C) CFC

  1. বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম 

(A) থার্মোমিটার 

(B) ব্যারোমিটার 

(C) অ্যানিমোমিটার 

(D) হাইগ্রোমিটার 

Ans: (D) হাইগ্রোমিটার 

  1. প্রতি 1000 মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কমার হার 

(A) 3.5 ° C 

(B) 6.5 ° C 

(C) 5.6 ° C 

(D) 5.3 ° C 

Ans: (B) 6.5 ° C 

  1. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘণ্টায় 

(A) 1650 কিমি 

(B) 1550 কিমি 

(C) 1250 কিমি 

(D) 830 কিমি 

Ans: (A) 1650 কিমি 

  1. “ পৃথিবী নয় , সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে ‘ — প্রমাণ করেন— 

(A) গ্যালিলিয়ো 

(B) নিউটন 

(C) কোপার্নিকাস 

(D) কেপলার । 

Ans: (C) কোপার্নিকাস

  1. পৃথিবীর অক্ষ , কক্ষতলের সঙ্গে যে কোণ করে থাকে— 

(A) 23½ ° 

(B) 66½ ° 

(C) 45 ° 

(D) 90 ° 

Ans: (B) 66½ ° 

  1. পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে— 

(A) মূলমধ্যরেখা 

(B) কর্কটক্রান্তিরেখা 

(C) সুমেরুবৃত্ত 

(D) মহাবৃত্ত । 

Ans: (D) মহাবৃত্ত 

[C] নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও । 1×3 = 3

শুদ্ধ না অশুদ্ধ লেখো ( যে – কোনো তিনটি ) : 

  1. আন্তর্জাতিক তারিখরেখাকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে । 

Ans: শুদ্ধ 

  1. বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় , তাকে জলবায়ু বলে । 

Ans: অশুদ্ধ 

  1. শীতের দেশে যে কাচের ঘরে তাপ নিয়ন্ত্রণ করে চাষ করা হয় , তাকে বলে গ্রিনহাউস । 

Ans: অশুদ্ধ 

(iv) পুরোনো প্রযুক্তির গাড়ি ব্যবহার করলে বায়ুদূষণের সম্ভাবনা কমে । 

Ans: আশুদ্ধ

[D] শূন্যস্থান পূরণ করো ( যে – কোনো তিনটি ) : 1×3 = 3

  1. পৃথিবীর থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ ________ % 1 

Ans: পৃথিবীর থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ 35 % । 

  1. কোনো প্রতিষ্ঠানের সামনে _______ বোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে যে , সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ । 

Ans: কোনো প্রতিষ্ঠানের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে যে , সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ ।

  1. ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে , তার নাম __________ ।

Ans: ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে , তার নাম লুনি । 

  1. উত্তর – পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে _________ বলে । 

Ans: উত্তর – পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে ঝুম চাষ বলে ।

[E] নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ( যে – কোনো তিনটি ) : 1×3 = 3 

  1. আমাদের দেশ কোন্ গোলার্ধে অবস্থিত ? 

Ans: আমাদের দেশ উত্তর গোলার্ধে অবস্থিত । 

  1. ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো । 

Ans: ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষা দ্বীপপুঞ্জ ।

  1. ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয় ?

Ans: ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে চা বা বাগিচা ফসলের চাষ ভালো হয় । 

  1. মানচিত্রে কীভাবে North Line দেখানো হয় ? Ans: ↑ উঃ চিহ্ন দিয়ে ।

[F] ‘ ক ‘ স্তম্ভের সঙ্গে ‘ খ ‘ স্তম্ভ মিলিয়ে লেখো : 1×3 = 3 

‘ ক ‘ স্তম্ভ ‘ খ ‘ স্তম্ভ
( ক ) পশ্চিমঘাট ( ১ ) মধ্যপ্রদেশ
( খ ) ভিল ( ২ ) পর্বত
( গ ) বাদামি রং ( ৩ ) সহ্যাদ্রি

Ans:

‘ ক ‘ স্তম্ভ ‘ খ ‘ স্তম্ভ
( ক ) পশ্চিমঘাট ( ৩ ) সহ্যাদ্রি
( খ ) ভিল ( ১ ) মধ্যপ্রদেশ
( গ ) বাদামি রং ( ২ ) পর্বত

[G] নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । 2×4 = 8 

  1. মহাবৃত্ত কাকে বলে ? অথবা , পৃথিবীর প্রধান চারটি অক্ষরেখার নাম লেখো । 

Ans: নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে । তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে ।

  1. শব্দদূষণের ফলে শরীরে দেখা যায় এমন দুটি সমস্যা উল্লেখ করো । অথবা , তোমার বাড়ির আশেপাশে শব্দদূষণের দুটি উৎসের নাম লেখো ।

Ans: ১. শব্দ দূষণের ফলে ধীরে ধীরে শোনার ক্ষমতা কমে যেতে পারে । ২. অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ ক্লান্তি , যন্ত্রণা ও বিরক্তি সৃষ্টি করে ।

  1. কয়াল কাকে বলে ? অথবা , ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির দুটি বিভাগের নাম লেখো । 

Ans: কয়ালঃ মালাবার উপকূলের উপহ্রদগুলিকে ‘ কয়াল ’ বলে । উপহ্রদ গুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং লবণাক্ত হ্রদ যার একদিক সমুদ্রে উন্মুক্ত থাকে ।

  1. চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে এবং এরা কোন্ কোন্ ভাষায় কথা বলে ? অথবা , জারোয়া উপজাতি কোথায় বসবাস করে এবং এঁদের জীবিকা কী ? 

Ans: চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে এবং এরা চেঞ্চু ও তেলেগু ভাষায় কথা বলে ।

[H] নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 3×4 = 12 

  1. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে দুটি পার্থক্য লেখো । অথবা , পৃথিবীর নিরক্ষীয় তল ও কক্ষতলের দুটি পার্থক্য লেখো । 

Ans: অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্যঃ 

অক্ষরেখা দ্রাঘিমারেখা
১. অক্ষরেখা গুলি পূর্ণ বৃত্তাকার রেখা । দ্রাঘিমারেখা গুলি অর্ধ বৃত্তাকার রেখা
২. অক্ষরেখা গুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে । প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান ।
৩. একটি অক্ষরেখাতে অবস্থিত বিভিন্ন স্থানের জলবায়ুগত পার্থক্য খুব কম লক্ষ্য করা যায় । একই দ্রাঘিমারেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য বেশি হয়ে থাকে ।
  1. পৃথিবীতে দিনরাত্রি কীভাবে ঘটে , সংক্ষেপে ব্যাখ্যা দাও । অথবা , আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে টানার কারণ কী ?

 Ans: 180 ° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখাটি আঁকা হয়েছে । প্রধানত জলভাগের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখরেখাটি প্রসারিত হলেও 180 ° দ্রাঘিমারেখা কয়েকটি স্থানে স্থলভাগের ওপর অবস্থান করছে । সেইসব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি জায়গার সময় ও তারিখ নিয়ে খুবই বিভ্রান্তির সৃষ্টি হয় । 180 ° দ্রাঘিমারেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়ানোর জন্যই আন্তর্জাতিক তারিখরেখাটিকে স্থলভাগ এড়িয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে । তাই আন্তর্জাতিক তারিখরেখাটি স্থানে স্থানে বাঁকা ।

  1. বায়ুদূষণের তিনটি কারণ উল্লেখ করো । অথবা , বৃষ্টির জলে কীভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকর প্রভাব কী ? 

Ans: বায়ুদূষণের কারণঃ (i) শিল্প – কলকারখানাঃ শিল্প – কলকারখানা থেকে নির্গত গ্যাসীয় পদার্থ এবং অগ্যাসীয় পদার্থ সমূহ বায়ুমন্ডলে মিশে বায়ু দূষণ ঘটায় ।

(ii) তাপবিদ্যুৎ কেন্দ্ৰঃ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড , সালফার ডাই অক্সাইড , কার্বন ডাই অক্সাইড , কার্বন মনোক্সাইড , ধোঁয়া , কয়লার কণা , উড়ন্ত ছাই ইত্যাদি পদার্থগুলি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায় । 

(iii) যানবাহনঃ যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন মনোক্সাইড , নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড , সালফার ডাই অক্সাইড , কার্বন কণা ইত্যাদি বায়ু দূষণ ঘটায় ।

  1. বড়ো স্কেলের মানচিত্র ও ছোটো স্কেলের মানচিত্র বলতে কী বোঝো ? অথবা , মানচিত্রের তিনটি অপরিহার্য উপাদানের নাম লেখো । 

Ans: বড় স্কেল মানচিত্রঃ যে সমস্ত মানচিত্রে কোন ছোট অঞ্চল , যেমন- গ্রাম , শহর ইত্যাদির মানচিত্র দেখানো হয় সেগুলোকে বড় স্কেল মানচিত্র বলে । 

ছোট স্কেল মানচিত্রঃ যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় , যেমন- পৃথিবী , মহাদেশ ও দেশের মানচিত্র । সেগুলিকে ছোট স্কেল মানচিত্র বলে ।

[I] নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 5 × 3 = 15

  1. বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় ? যে কোনো দুটি পদ্ধতি চিত্র – সহ আলোচনা করো । অথবা , বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন , তার দুটি প্রধান কারণ চিত্র – সহ আলোচনা করো ।

Ans: বায়ুমণ্ডল সাধারণত বিকিরণ , পরিচলন ও পরিবহন পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে । 

(i) বিকিরণ পদ্ধতিঃ কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে যে পদ্ধতিতে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তাকে বিকিরণ পদ্ধতি বলে ।

(i) পরিচলন পদ্ধটিঃ ভূপৃষ্ঠসংলগ্ন বায়ু উত্তপ্ত হওয়ার পর প্রসারিত ও হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় । তখন চারদিক থেকে ঠান্ডা ভারী বাতাস ওই ফাঁকা জায়গায় ছুটে আসে এবং ওই বাতাসও ক্রমশ উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায় । বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে ।

(iii) পরিবহণ পদ্ধতিঃ যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞলিত হয় কিন্তু পদার্থের অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না , তাকে পরিবহণ পদ্ধতি বলে ।

  1. হিমাদ্রি ও হিমাচল পর্বতশ্রেণির ভূপ্রকৃতি বর্ণনা করো । অথবা , গঙ্গার গতিপথের তিনটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো । 

Ans: গঙ্গার গতিপথঃ ১.গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে উৎপন্ন । প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী । ২. উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে ।

৩. মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথ- হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে । ৪. প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপরটি ভাগীরথী – হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে ।

  1. ধান চাষের প্রয়োজনীয় উষ্ণতা , বৃষ্টিপাত ও মাটির অবস্থা উল্লেখ করো । ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ধান চাষ হয় ? অথবা , ভারতে উৎপাদিত ফসলগুলির শ্রেণিবিভাগ করো । ও দুটি করে উদাহরণ দাও ।

Ans: ভারতে উৎপাদিত ফসলগুলি হলো 

১. খাদ্য ফসল- ধন , গম , মিলেট । 

২. সবজি ফসল- আলু , পটল , বেগুন । 

৩. তন্তু জাতীয় ফসল- পাট , তুলা । 

৪. পানীয় ফসল- চা , কফি । 

৫. অন্যান্য ফসল- ডাল , তৈল বীজ , রবার ।

WB Class 6th All Subjects 3rd Unit Test Question and Answer – ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র

আরোও দেখুন:-

Class 6 Bengali 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 6 English 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 6 Geography 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 6 History 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 6 Mathematics 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 6 Science 3rd Unit Test Question Click here

Class 6 Suggestion 2024 – ষষ্ঠ শ্রেণীর সাজেশন ২০২৪

আরোও দেখুন:-

Class 6 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 6 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 6 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 6 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 6 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 6 Science Suggestion 2024 Click here

Info : Class 6 Geography 3rd Unit Test Question  | West Bengal WBBSE Class Six VI (Class 6th) Geography Question and Answer Third Unit Test Question 

ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর   

” Class 6 Geography 3rd Unit Test Question | ষষ্ঠ শ্রেণীর  ভূগোল – প্রশ্ন উত্তর  “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Six VI 3rd Unit Test Question / WB Class 6  3rd Unit Test Question / WBBSE  / West Bengal Board of Thirdary Education – WB Class 6 Exam / Class 6 3rd Unit Test Question / Class 6th 3rd Unit Test Question / WB Class VI 3rd Unit Test Question / Class 6 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 6 Geography 3rd Unit Test Question / Class 6 Geography Question and Answer / Class VI Geography 3rd Unit Test Question / Class 6 Pariksha Geography 3rd Unit Test Question  / Geography Class 6 Exam Guide  / Class 6th Geography MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 6 Geography 3rd Unit Test Question  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস ষষ্ঠ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 6 Geography 3rd Unit Test Question / Class 6 Geography Third Unit Test Question / West Bengal Six VI Question and Answer, 3rd Unit Test Question / WBBSE Class 6th Geography 3rd Unit Test Question / Class 6 Geography Question and Answer  / Class VI Geography 3rd Unit Test Question  / Class 6 Pariksha 3rd Unit Test Question  / Class 6 Geography Exam Guide  / Class 6 Geography 3rd Unit Test Question, 2024, 2025 / Class 6 Geography 3rd Unit Test Question  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Class 6 Geography 3rd Unit Test Question  FREE PDF Download) সফল হবে।

Get the Class 6 Geography 3rd Unit Test Question by BhugolShiksha.com

West Bengal Class 6 Geography Question and Answer prepared by expert subject teachers. WB Class 6  Geography 3rd Unit Test Question with 100% Common in the Examination .

Class 6th Geography 3rd Unit Test Syllabus

West Bengal Board of Secondary Education (WBBSE) Class 6th Geography Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 6th Geography Syllabus and Question Paper. Questions on the Geography exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

WB Class 6th Geography Syllabus Free Download Link Click Here

Class Six VI Geography 3rd Unit Test Question | West Bengal WBBSE Class 6 Exam 3rd Unit Test Question

Class 6 Geography Question and Answer, 3rd Unit Test Question Download PDF: WBBSE Class 6 Six VI Geography 3rd Unit Test Question  is provided here. Class 6 Geography 3rd Unit Test Questions Answers PDF Download Link in Free has been given below.

Class 6 Geography 3rd Unit Test Question PDF Download

Class 6 Geography 3rd Unit Test Question Question and Answer free pdf download | West Bengal WBBSE Class 6 Geography Question and Answer 3rd Unit Test Question  Class 6 Geography 3rd Unit Test Question with pdf file free download.

Class 6 Geography 3rd Unit Test Question  | West Bengal Class 6th Geography Board Model Question Paper and Answer

Class 6 Geography 3rd Unit Test Question West Bengal WBBSE Class 6 Geography Board Model Question Paper and Answer । Class 6 Geography 3rd Unit Test Question Question and Answer. Class 6 Geography 3rd Unit Test Question.

West Bengal Class 6  Geography 3rd Unit Test Question  Download. WBBSE Class 6th Geography short question Third Unit Test Question . Class 6 Geography 3rd Unit Test Question download. Class 6th Question Paper  Geography. WB Class 6  Geography 3rd Unit Test Question and important question and answer. Class 6 3rd Unit Test Question pdf.পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর  ভূগোল পরীক্ষার সম্ভাব্য তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। ষষ্ঠ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Class 6 Geography 3rd Unit Test Question – ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন ও উত্তর

Class 6 Geography 3rd Unit Test Question – ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন ও উত্তর | Class 6 Geography 3rd Unit Test Question MCQ or Multiple Choice Question and Answer |  ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন উত্তর।

Class 6 Geography 3rd Unit Test Question – ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 6 Geography 3rd Unit Test Question – ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 6 Geography 3rd Unit Test Question Short Question and Answer |  Class 6 Geography 3rd Unit Test Question  – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

Class 6th Geography 3rd Unit Test Question – ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র DTQ বড়ো প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণী ভূগোল তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র 

Class 6th Geography 3rd Unit Test Question – ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর | Class 6th Geography 3rd Unit Test Question  West Bengal Class 6th Geography 3rd Unit Test Question  – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর।

Class 6 3rd Unit Test Geography Question | পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণির ভূগোল  তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ইউনিট টেস্টের প্রশ্নপত্র  

Class 6 Geography 3rd Unit Test Question | পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর | Class 6 Geography 3rd Unit Test Question – পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণির ভূগোল  তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন উত্তর। ষষ্ঠ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন । ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন।

Class 6 Geography 3rd Unit Test Question | West Bengal Class 6 Geography Question and Answer, Third Unit Test Question – ষষ্ঠ শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 6 Geography 3rd Unit Test Question – | Class 6 Geography Third Unit Test Question – | পশ্চিমবঙ্গ Class 6 Geography 3rd Unit Test Question – | ষষ্ঠ শ্রেণীর ভূগোল সহায়ক প্রশ্ন ও উত্তর । Class 6 Geography Question and Answer, 3rd Unit Test Question | Class 6 Geography Third Unit Test Question  | Class 6 Geography Question and Answer Notes  | West Bengal Class 6th Geography Question and Answer 3rd Unit Test Question. Class-6 Geography 3rd-Unit-Test Question | Class 6 3rd Unit Test Geography Question Paper Class 6 3rd Unit Test Geography Suggestion Class 6 Unit Test Geography Question Paper Class-6 Geography 3rd-Unit-Test Suggestion WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper Geography Class VI Geography 3rd Unit Test Question Paper pdf Download Class Six Geography Suggestion Class-6 Geography 3rd Unit Test Suggestion Class-6 Geography 3rd-Unit-Test Question-2023.

Class 6 Geography 3rd Unit Test Question | ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Class 6 Geography 3rd Unit Test Question | ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।