চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer : চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Chapboloy o Bayuprobaho Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBBSE |
শ্রেণী (Class) | অষ্টম শ্রেণী (WB Class 8) |
বিষয় (Subject) | অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography) |
চতুর্থ অধ্যায় (Chapter 4) | চাপবলয় ও বায়ুপ্রবাহ (Chapboloy o Bayuprobaho) |
[অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Geography Chapboloy o Bayuprobaho Question and Answer
MCQ | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Chapboloy o Bayuprobaho MCQ Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
- আয়ন বায়ু অপর নাম কি?
(A) পশ্চিমা বায়ু
(B) বাণিজ্য বায়ু
(C) শীতল বায়ু
(D) কোনোটিই নয়
উত্তর- (B) বাণিজ্য বায়ু।
- কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল –
(A) দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
(B) উত্তর-পূর্ব আয়ন বায়ু
(C) দক্ষিণ – পশ্চিম পশ্চিমা বায়ু
(D) উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু
Ans: (B) উত্তর-পূর্ব আয়ন বায়ু।
- অ্যানাবেটিক বায়ু একটি –
(A) নিয়ত বায়ু
(B) সাময়িক বায়ু
(C) স্থানীয় বায়ু
(D) আকস্মিক বায়ু
Ans: (B) সাময়িক বায়ু।
- ‘ডোলড্রামস-এর’ অর্থ –
(A) উত্তাল সমুদ্র
(B) শীতল বায়ু
(C) শান্তাবস্থা
(D) গেলুসাকের সূত্র
Ans: (C) শান্তাবস্থা।
- আয়ন বায়ু প্রবাহিত হয় –
(A) 5°-25° উত্তর
(B) 25°-50° উত্তর
(C) 5°-25° উত্তর ও দক্ষিণ
(D) 30°-60° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
Ans: (C) 5°-25° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে।
- আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হল –
(A) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু
(B) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ -পূর্ব মেরু বায়ু
(C) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
(D) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ -পূর্ব মেরু বায়ু
Ans: (C) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু।
- দক্ষিণ- পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর- পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় –
(A) সুমেরু উচ্চচাপ বলয় থেকে
(B) মকরীয় উচ্চচাপ বলয় থেকে
(C) কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে
(D) কুমেরু উচ্চচাপ বলয় থেকে
Ans: (C) কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে।
- পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হল –
(A) চন্দ্র
(B) সূর্য
(C) শুক্র
(D) মঙ্গল
Ans: (B) সূর্য।
- ‘অশ্ব অক্ষাংশ’ নামে পরিচিত –
(A) 25°-35°
(B) 35°-45
(C) 45°-55° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ
Ans: (A) 25°-35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ।
- ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে –
(A) 3টি
(B) 5টি
(C) 7টি
(D) 9টি
Ans: (C) 7টি।
[আরোও দেখুন:- Class 8 Geography Suggestion Click here]
অতি সংক্ষিপ্ত | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Chapboloy o Bayuprobaho VSAQ Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
- ITCZ কী ?
Ans: উত্তর – পূর্ব ও দক্ষিণ – পূর্ব আয়নবায়ুর নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয় । একে ITCZ বলে ।
- ITCZ- এর অন্য নাম কী ?
Ans: ITCZ এর অন্য নাম নিরক্ষীয় শান্তবলয় ।
- নিয়ত বায়ু কাকে বলে ?
Ans: সারাবছর ধরে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে একই গতিবেগে প্রবাহিত বায়ু হল নিয়ত বায়ু ।
- চিনুক শব্দের অর্থ কী ? চিনুক কোথায় দেখা যায় ?
Ans: চিনুক শব্দের অর্থ ‘ তুষার ভক্ষক ‘ । উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে চিনুক দেখা যায় ।
- চিনুক বায়ুর প্রকৃতি কেমন ?
Ans: চিনুক বায়ুর প্রকৃতি শুষ্ক ও উন্ন ।
- বোরো কেমন বায়ু ?
Ans: শুষ্ক ও শীতল ধরনের বায়ু হল বোরো ।
- কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে ?
Ans: উচ্চচাপ বলয় অবস্থান করে ।
- পম্পেরো কী ?
Ans: পম্পেরো একধরনের স্থানীয় বায়ু ।
- পম্পেরো কোথায় দেখা যায় ?
Ans: দক্ষিণ আমেরিকার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশ থেকে পম্পেরো উৎপত্তি লাভ করে ।
- আমাদের রাজ্যে গরম কালে বিকেলের দিকে কোন্ ঝড় হয় ?
Ans: কালবৈশাখী ঝড় হয় ।
- নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে ?
Ans: নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে ।
- বায়ুর গতিবেগ কোন্ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা যায় ?
Ans: অ্যানিমোমিটার ।
- মেরু বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans: উত্তর গোলার্ধে ৭০-৮০ ° অক্ষরেকার মধ্যবর্তী অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হয় ।
- বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ কী ?
Ans: দুটি অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ ।
- মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর চাপ সাধারণত কেমন থাকে?
Ans: মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর চাপ সাধারণত নিম্নচাপ থাকে।
- নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি?
Ans: নিয়ত বায়ু তিন প্রকার, যথা – আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু।
- মিস্ট্রাল কোন প্রকার বায়ু?
Ans: মিস্ট্রাল একটি স্থানীয় প্রকার বায়ু।
- কোন অঞ্চলে সর্বদা উচ্চচাপ বিরাজ করে?
Ans: মেরু অঞ্চলে সর্বদা উচ্চচাপ বিরাজ করে।
- বায়ুপ্রবাহ কী ?
Ans: ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর আনুভূমিক চলাচলকে বায়ুপ্রবাহ বলে ।
- বায়ুস্রোত কী ?
Ans: ভূপৃষ্ঠের ওপর বায়ুর উল্লম্ব চলাচলকে বায়ুস্রোত বলে ।
- কোন্ অঞ্চলকে ডোলড্রামস বলে ?
Ans: নিরক্ষীয় নিম্নচাপ শান্তবলয়কে ডোলড্রামস বলে ।
- অশ্ব অক্ষাংশ কোন্ অঞ্চলকে বলে ?
Ans: 25 ° -35 ° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অশ্ব অক্ষাংশ বলে পরিচিত ।
- কোরিওলিস বল কীভাবে কাজ করে ?
Ans: কোরিওলিস বল সমকোণে কাজ করে ।
- বায়ুপ্রবাহের কীভাবে নামকরণ হয় ?
Ans: বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেইদিক অনুযায়ী বায়ুর নামকরণ হয় ।
- বাইস ব্যালট সূত্র করে আবিষ্কার হয় ?
Ans: 1857 খ্রিস্টাব্দে বাইস ব্যালটের সূত্র আবিষ্কার হয়।
- আয়নবায়ুর অপর নাম কী ?
Ans: আয়নবায়ুর অপর নাম বাণিজ্য বায়ু ।
27 . উত্তর গোলার্ধে আয়নবায়ু গতিবেগ কতটা ?
Ans: উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ 16 কিমি ।
- বায়ুর উন্নতার প্রধান উৎস কী ?
Ans: বায়ুর উয়তার প্রধান উৎস সূর্য ।
- মেরুবায়ুর কারণে কোথায় তুষারঝড় সৃষ্টি হয় ?
Ans: মেরুবায়ুর কারণে রাশিয়ার সাইবেরিয়ায় তুষারঝড় সৃষ্টি হয় ।
- তুন্দ্ৰা অঞ্চলে শীতকাল কতদিন স্থায়ী হয় ?
Ans: তুন্দ্রা অঞ্চলে শীতকাল 8-9 মাস স্থায়ী হয় ।
- সাময়িক বায়ু কখন প্রবাহিত হয় ?
Ans: বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় ।
- সমুদ্রবায়ুর প্রভাব কোথায় দেখা যায় ?
Ans: সমুদ্রের উপকূলভাগ থেকে 150 কিমি অঞ্চলের মধ্যে দেখা যায় ।
- স্থলবায়ুর প্রভাব কখন বৃদ্ধি পায় ?
Ans: স্থলবায়ুর প্রভাব ভোররাতের দিকে বৃদ্ধি পায় ।
- কাকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় ?
Ans: মৌসুমি বায়ুকে বলা হয় ।
- চিনুক বায়ুর প্রভাবে কোথায় পশুপালন হয় ?
Ans: চিনুক বায়ুর প্রভাবে প্রেইরি তৃণভূমি অঞ্চলে পশুপালন হয় ।
[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
সংক্ষিপ্ত | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Chapboloy o Bayuprobaho SAQ Short Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]
- বোরো কোথায় দেখা যায় ?
Ans: আল্পস পর্বতের দক্ষিণ ঢাল বরাবর নীচের দিকে নেমে এসে আড্রিয়াটিক উপকূলবর্তী অঞ্চলে প্রবাহিত হয় ।
- শীতকালীন মৌসুমিবায় কাকে বলে ?
উ: শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক ঠান্ডা বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয় , একে শীতকালীন মৌসুমিবায়ু বলে।
- গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু কাকে বলে ?
উ: গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় , একে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু বলে ।
- ‘ গর্জনশীল চল্লিশা ‘ কী ?
Ans: 40 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমাবায়ু ‘ গর্জনকারী চল্লিশা ‘ নামে পরিচিত ।
- আয়নবায়ুর প্রভাবে কোন্ অঞ্চলে বৃষ্টিপাত ঘটে না ?
Ans: আয়নবায়ুর প্রভাবে মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টি হলে পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত হয় না ।
- পশ্চিমাবায়ুর প্রবাহ পথে কী সৃষ্টি হয়েছে ?
Ans: পশ্চিমাবায়ুর প্রবাহ পথে মহাদেশগুলির পূর্ব ও মধ্য অংশে নাতিশীতোয় তৃণভূমির সৃষ্টি হয়েছে ।
- ITCZ কি?
Ans: উত্তর-পূর্ব ও দক্ষিণ পূর্ব নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। এই অঞ্চলই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ.
- ফন কোথায় প্রবাহিত হয় ?
উ:। ফন আল্পস পার্বত্য অঞ্চলের উত্তর ঢাল বেয়ে নীচে নেমে মধ্য ইউরোপে প্রবাহিত হয় ।
- ঘন বায়ুর প্রকৃতি কীরূপ ? এই বায়ুর প্রভাবে কী হয় ?
Ans: হন বায়ুর প্রকৃতি শুষ্ক ও উষু হয় । এই বায়ুর প্রভাবে মধ্য ইউরোপের তাপমাত্রা খুব সময়ের মধ্যে বেড়ে গিয়ে বরফ পালিয়ে দেয় ও দাবানলের সৃষ্টি করে ।
- হারমাট্রান বায়ু কেমন ? হারমাট্রান বায়ু কোথায় দেখা যায় ?
Ans: হারমার্টান বায়ু শুষ্ক ও উন্ন । হারমাট্রান বায়ু উত্তর পশ্চিম আফ্রিকার পূর্ব দিক থেকে গিনি উপকূলের ওপর দিয়ে প্রবাহিত হয় ।
- হারমাট্রানের নাম ‘ The Doctor ‘ হবার কী কারণ ?
Ans: ক্রান্তীয় অঞ্চলের গরম স্যাঁতসেঁতে আবহাওয়াকে হারমাট্রান আরামদায়ক ও গরম করে তোলে । তাই একে “ The Doctor ‘ বলা হয় ।
- নিরক্ষীয় অঞ্চল কোন্টি ?
Ans: নিরক্ষরেখার দুপাশে 0 ° থেকে 5 ° অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হল নিরক্ষীয় অঞ্চল ।
- সিরক্কো কেমন বায়ু ? সিরক্কোর প্রভাবে আফ্রিকার উপকূল কেমন হয় ?
Ans: সিরক্কো শুষ্ক , উন্ন ও ধূলিপূর্ণ বায়ু । সিরক্কোর প্রভাবে আফ্রিকার উত্তর উপকূল শুষ্ক ও ধূলিপূর্ণ হয় ।
- ‘ ক্রোধোন্মত্ত পঞ্চাশ ‘ কী ?
Ans: 50 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ডগতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিমাবায়ুকে ‘ ক্রোধোন্মত্ত পঞ্চাশ বলে ।
- ‘ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট ‘ কী ?
Ans: 60 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমাবায়ুকে ‘ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট ’ বলা হয় ।
সংক্ষিপ্ত ব্যাখামূলক | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]
- ঘূর্নবাত কাকে বলে ?
Ans: কোনো স্বল্পপরিসর জায়গায় উন্নতা বৃদ্ধির কারণে হঠাৎ করে বায়ুর চাপ কমে গেলে কেন্দ্রে শক্তিশালী নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের দিকে উচ্চচাপ সৃষ্টি হয় । এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে ছুটে আসে , একেই বলে ঘূর্নবাত ।
- আকস্মিক বায়ু কী ?
Ans: পৃথিবীপৃষ্ঠের স্বল্পপরিসর স্থানে চাপের পার্থক্যের কারনে হঠাৎ করে অনিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে আকস্মিক বায়ু বলে ।
- পৃথিবীপৃষ্ঠের একই জায়গায় বায়ুর উন্নতা ও চাপের পরিবর্তন ঘটে কেন ?
Ans: সূর্যের বার্ষিক আপাত গতির কারণে পৃথিবীপৃষ্ঠের একই জায়গায় প্রতিদিন মধ্যাহ্নে সূর্যরশ্মির আপাতন কোণের মান এক হয় না । ফলে সেই জায়গার বায়ুর উন্নতা ও চাপের পরিবর্তন ঘটে ।
- সূর্যের আপাত বার্ষিক গতির কারণে নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে কী হয় ?
Ans: সূর্যের আপাত বার্ষিক গতির কারনে নিরক্ষীয় ও ক্লান্তীয় অঞ্চলে বায়ুচাপ বলয়গুলো মেরুবৃত্ত ও মেরুদেশীয় বায়ুচাপ বলয়গুলোর তুলনায় বেশি স্থান পরিবর্তন করে ।
- বাইস ব্যালটের সূত্রটি কী ?
Ans: 1857 সালে ডাচ আবহবিদ বাইস ব্যালট বায়ুর চাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই সুত্র আবিষ্কার করেন । উত্তর গোলার্ধে বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় , বাইস ব্যালটের সূত্রানুসারে সেইদিকে পিছন ফিরে দাঁড়ালে ডানদিকে বায়ুর উচ্চচাপ ও বাঁদিকে নিম্নচাপ হয় । দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা লক্ষ করা যায় ।
- অ্যানাবেটিক বায়ু কাকে বলে ?
Ans: অনেক সময় পার্বত্য উপত্যকার মাঝের অংশের উপরিস্থিত বায়ু ততটা উরু না হওয়ায় উচ্চচাপের সৃষ্টি হয় ও তাপমাত্রা কম থাকে । এখান থেকে উচ্চচাপের বায়ু পর্বতের ঢাল বরাবর নীচের দিক থেকে ওপরের দিকে উঠতে থাকে । তাই একে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু বলে ।
- ক্যাটাবেটিক যায়ু কাকে বলে ?
Ans: রাত্রিবেলা দ্রুত তাপ বিকিরণের ফলে উপত্যকার দুপাশের উপরিস্থিত বায়ু ঠান্ডা হয়ে পড়ে । ফলে পর্বতের ঢাল বরাবর এই উচ্চচাপের ভারী বায়ু নীচের দিকে নামতে থাকে ও উপত্যকায় অবস্থান করে । একে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু বলে ।
- বায়ুচাপ বলয় কাকে বলে ?
Ans: পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দুরত্বের ব্যবধানে সমধর্মী বায়ুস্তর প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে থাকে , একে বলে বায়ুচাপ বলয় ।
- বাতাসে ঘুড়ি উড়তে পারে কেন ?
Ans: ঘুড়ি ওড়ানোর সময় গতিশীল বাতাস ঘুড়ির ওপর একটা উর্ধমুখী বল বা চাপ সৃষ্টি করে , যে চাপ ঘুড়িকে ভাসিয়ে রাখতে সাহায্য করে । এই কারণেই বাতাসে ঘুড়ি উড়তে পারে ।
- নিরক্ষীয় শাস্তবলয় কাকে বলে ?
Ans: নিরক্ষীয় অঞ্চল বরাবর উয় ও হালকা বায়ু সোজা ওপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর উর্ধমুখী স্রোত লক্ষ্য করা যায় । ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না । ফলে এখানে বায়ুর কোনো চলাফেরা বোঝা যায় না । শান্ত ভাব বিরাজ করে তাই একে নিরক্ষীয় শাস্তবলয় অঞ্চল বলে ।
- নিরক্ষীয় শাস্তবলয়ের আরেক নাম কী ? এবং কেন ?
Ans: নিরক্ষীয় শাস্তবলয়ের আরেক নাম ডোলড্রামস । প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত । তাই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস ।
- কোন্ দুই ক্রান্তীয় অঞ্চল কেন ‘ অশ্ব অক্ষাংশ ‘ নামে পরিচিত ?
Ans: ষোড়শ শতকে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত । ফলে • মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি বানিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত । এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু ঘোড়াকে আটলান্টিক মহাসাগরের ফেলে দিতে হতো । এই কারণে এই দুই ক্রান্তীয় অঞ্চল ‘ অশ্ব অক্ষাংশ ‘ নামে পরিচিত ।
- আয়ন বায়ু কাকে বলে ?
Ans: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারাবছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়নবায়ু বলে ।
- উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহের তারতম্য ঘটে কেন ?
Ans: উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় পাহাড় , পর্বত , ঘরবাড়ি , গাছপালায় বাধা পেয়ে আয়নবায়ুর গতিবেগ কমে যায় । ঘন্টায় প্রায় ১৬ কিমি বেগে এই বায়ু প্রবাহিত হয় । দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় ঘর্ষণ বলের প্রভাব কম । তাই এই গোলার্ধে বায়ু ঘন্টায় প্রায় ২২-৩০ কিমি বেগে প্রবাহিত হয় ।
- পশ্চিমা বায়ু কী ?
Ans: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে ।
- বিকেল বা সন্ধের দিকে সমুদ্র বা নদীর ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন ?
Ans: বিকেল বা সন্ধের দিকে সমুদ্র বা নদীর ধারে আবহাওয়া আরামদায়ক হয় কারণ এই সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয় ।
- মৌসুমি বায়ু সৃষ্টির কারণটি লেখো ।
Ans: দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্রবায়ু ও থলবায়ুর সৃষ্টি হয় তেমনি দুটি বিপরীত ঋতুর উন্নতার পার্থক্যই হল মৌসুমি বায়ুর সৃষ্টির কারণ।
- মৌসুমি বায়ুকে কী বলা হয় ?
Ans: গ্রীষ্মকালকে দিন আর শীতকালকে রাত ধরা হলে এই দুই ঋতুর পার্থক্যের জন্যই মৌসুমি বায়ু প্রবাহিত হয় । তাই এই বায়ুকে সমুদ্রবায়ু ও স্থল1বায়ুর বৃহৎ সংস্করণ বলে ।
- কোরিওলিস বল কী ?
Ans: পৃথিবীর আবর্তন ও ঘূর্ণন গতির কারনে পৃথিবীর ওপর যেকোনো স্বচ্ছন্দ ও গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলির দিকবিক্ষেপ ( পরিবর্তন ঘটায় । এই দিক বিক্ষেপকারী বলকেই বলে কোরিওলিস বল ।
- পৃথিবীর কোন্ কোন্ অংশে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে ?
Ans: পৃথিবীর তিনটি অংশ জুড়ে নিরক্ষীয় শাস্ত বলয় অবস্থান করছে । সবচেয়ে বড়ো অংশটি ভারত মহাসাগর থেকে প্রশাস্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত । আরেকটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিম আটলান্টিক মহাসাগরে । দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপর শেষ অংশটি অবস্থান করছে ।
- সমুদ্রবায়ু ও স্খলবায়ুর বিশেষত্ব কী ?
Ans: ( i ) এই বায়ুপ্রবাহ একটি দৈনন্দিন ঘটনা ( ii ) প্রতিদিন নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রবাহিত হয় ( III ) সাধারণত এই দুই বায়ুর প্রভাব উপকূল থেকে প্রায় ১৫০ কিমি অঞ্চলের মধ্যে দেখা যায় ।
- প্রতীপ ঘূর্নবাত কী ?
Ans: কোনো জায়গার বায়ুর উন্নতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায় । তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ । এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায় । যেহেতু এটি ঘূর্নবাতের বিপরীত অবস্থা তাই এর নাম প্রতীপ ঘূর্ণবাত ।
রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer :
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]
1. মেরু অঞ্চলে দুটি চাপবলয় সৃষ্টির কারণগুলি লেখো ।
Ans: দুটি গোলার্ধে ৪০ ° থেকে 90 ° অক্ষরেখার মধ্যবর্তী মেরু অঞ্চলে দুটি চাপ বলয় সৃষ্টির কারণগুলি হল
( i ) দুটি মেরু অঞ্চল প্রায় সারাবছর বরফে ঢাকা থাকায় উন্নতা হিমাঙ্কের নীচে থাকে এবং এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী হয় । মেরুবৃত্ত প্রদেশীয় চাপবলয়
( ii ) এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার ফলে তাপের অভাবে বাষ্পীভবন খুব কম হয় । ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে ।
( ii ) পৃথিবীর আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে ।
2. আয়ন বায়ুর প্রভাবে কীভাবে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়েছে ?
Ans: ক্রান্তীয় অঞ্চলের কম উন্ন স্থান থেকে তুলনায় বেশি উন্ন নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়নবায়ু প্রবাহিত হওয়ায় এর উন্নতা বেড়ে যায় । এই উরু আয়নবায়ু পূর্ব থেকে পশ্চিমে মহাসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্প ধারণ করে । এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু মহাদেশের পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় । কিন্তু পশ্চিমাংশে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে শুরু করে । ফলে মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উরু মরুভূমির সৃষ্টি হয়েছে । যেমন — আফ্রিকার সাহারা , কালাহারি , ভারতের ধর ।
3. বায়ুপ্রবাহের কারণগুলি আলোচনা করো ।
Ans: ভূপৃষ্ঠের সমান্তরালে আনুভূমিকভাবে বায়ুর চলাচলকে বায়ুপ্রবাহ বলা হয় । বায়ুপ্রবাহের কারণগুলি হল
( i ) বায়ুচাপের পার্থক্য : বায়ু সর্বদাই উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
( ii ) বায়ুর উন্নতার পার্থক্য : সূর্যরশ্মির প্রভাবে বায়ুউরু হলে প্রসারিত হয় । বায়ুর ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব কমে যায় । ফলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যাওয়ার শূন্য নিম্নচাপ অঞ্চলটি পূর্ণ করতে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভারী বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় ।
( iii ) কোরিওলিস বল : পৃথিবীর আবর্তন গতির কারণে গতিশীল বায়ুর ওপর কোরিওলিস বল কাজ করে বায়ু প্রবাহের বিক্ষেপ ঘটায় । এর ফলে উত্তর গোলার্ধে বায়ু ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বামদিকে বেঁকে প্রবাহিত হয় ।
( iv ) কেন্দ্র বর্হিমুখী বল : পৃথিবীর ঘূর্ণন গতির জন্য এক কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয় । যার ফলে বায়ু বাইরের দিকে ছিটকে যায় ।
( v ) ঘর্ষণজনিত প্ৰভাব : অসমতল স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পাহাড় , পর্বত , অট্টালিকা , গাছপালা প্রভৃতি বিভিন্ন বস্তুর সঙ্গে ঘর্বণজনিত বাধার কারণে বায়ুর গতিবেগ কমে যায়।
4. নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ বলয় সৃষ্টির কারণ কী ?
Ans: নিরক্ষরেখার দুপাশে ০ ° থেকে 5 ° অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত বায়ুচাপ বলয় সৃষ্টির কারণগুলি হল ( i ) নিরক্ষীয় অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় এখানকার বায়ু পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয় । ( ii ) এই অঞ্চলে জলভাগ বেশি আবার উরু বায়ুর জলধারণ ক্ষমতা বেশি হওয়ায় বায়ু হালকা হয় এবং বায়ুর ঘনত্ব কমে যায় । এই হালকা বায়ু প্রসারিত হয়ে ওপরে ওঠে । ( iii ) এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় ।
5. কর্কটীয় ও মকরীয় অঞ্চলে চাপবলয় সৃষ্টি হওয়ার কারণগুলি লেখো ।
Ans: উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25 ° থেকে 35 ° অক্ষরেখার মধ্যবর্তী কর্কটীয় ও মকরীয় অঞ্চলে দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে । এই চাপবলয় সৃষ্টির কারণগুলি হল—
( i ) নিরক্ষীয় অঞ্চল থেকে উন্নতা কমতে থাকায় আর্দ্র ও হালকা বায়ু ওপরের দিকে উঠতে শুরু করে । এই ঊর্ধ্বগামী বায়ুর উদ্বৃতা ক্রমশ কমতে থাকায় বায়ু ঠান্ডা ও ভারী হয় এবং তার ঘনত্ব বেড়ে যায় ।
( ii ) এই শীতল ও ভারী বায়ু কটীয় ও মকরীয় অঞ্চলে নেমে আসে । আবার মেরু অঞ্চল থেকে ঠান্ডা ও শুষ্ক বায়ু নীচের দিকে নেমে এসে দুই ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে ।
( III ) দুটি বিপরীতধর্মী বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হবার ফলে এখানে বায়ুর পরিমাণ বাড়ে এবং ঘনত্বও বেড়ে যায় । কর্কটীয় ও মকরীয় চাপবলয় ।
6. মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে চাপবলয় সৃষ্টির কারণগুলি লেখো ।
Ans: দুটি গোলার্ধে 60 ° -70 ° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ সুমেরু ও কুমেরুবৃত্ত বরাবর দুটি চাপবলয় অবস্থান করে । এই চাপবলয় সৃষ্টির কারণগুলি হল
( i) দুই গোলার্ধের মেরু অঞ্চলের তুলনায় পার্শ্ববর্তী মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের উদ্বুতা বেশি হওয়ায় ওই অঞ্চলের বায়ু হালকা হয়ে ওপরে ওঠে ও প্রসারিত হয়।
( ii ) এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের জন্য উত্তর ও দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হয়ে দুই গোলার্যের ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে উন্নস্বভাবে নেমে আসে । ফলে দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর পরিমাণ কমে ও ঘনত্ব হ্রাস পায় ।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Geography Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
অষ্টম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
Class 8 Suggestion 2023 – অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩
আরোও দেখুন:-
Class 8 Bengali Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 English Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Geography Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 History Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Mathematics Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Physical Science Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Life Science Suggestion 2023 Click here
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
Info : চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion
” চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer / Class 8 Geography Chapboloy o Bayuprobaho Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Chapboloy o Bayuprobaho Exam Guide / Class 8 Geography Chapboloy o Bayuprobaho Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography Chapboloy o Bayuprobaho Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Chapboloy o Bayuprobaho Suggestion FREE PDF Download) সফল হবে।
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography Chapboloy o Bayuprobaho
অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography Chapboloy o Bayuprobaho) – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) | চাপবলয় ও বায়ুপ্রবাহ অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer, Suggestion | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Suggestion | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) । Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Suggestion.
WBBSE Class 8th Geography Chapboloy o Bayuprobaho Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়)
WBBSE Class 8 Geography Chapboloy o Bayuprobaho Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 Geography Chapboloy o Bayuprobaho Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Chapboloy o Bayuprobaho Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.চাপবলয় ও বায়ুপ্রবাহ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .
Class Eight VIII Geography Chapboloy o Bayuprobaho Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam
Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
FILE INFO : চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” চাপবলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Chapboloy o Bayuprobaho Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।