উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন – HS Geography Suggestion Qustion and answer

আঞ্চলিক ভূগোল সপ্তম অধ্যায় -আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন

MCQ প্রশ্নোত্তর [ মান – 1 ]

 

1. ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো
(a) কোরবা (b) ঝড়িয়া(c) রানিগঞ্জ (d) কয়লাডিলা

 

ans. (a) কোরবা

 

2. ছত্তিশগড়ের প্রধান লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হলো
(a) ঝড়িয়া (b) ভিলাই (c) বোকারো (d) বায়লাভিলা

 

ans. (b) ভিলাই

 

2. ছত্তিশগড়ে একমাত্র পাটশিল্প গড়ে উঠেছে
(a) রায়পুরে (b) জয়পুরে (c) রায়গড়ে (d) বস্তারে

 

ans. (c) রায়গড়ে

 

3. ছত্তিশগড়ের কোথায় কাপাসবয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
(a) বস্তার (b) রায়পুর (c) রায়গড়ে (d) বিলাসপুরে

 

ans. (d) বিলাসপুরে

 

4. ভারতের সিলিকন ভ্যালি যে শিল্পের জন্য বিখ্যাত তা। হলো—
(a) বৈদ্যুতিন (b) জাহাজ নির্মাণ (c) কার্পাস (d) ইক্ষু শিল্প

 

ans. (a) বৈদ্যুতিন

 

5. ভারতের ‘সিলিকন ভ্যালি’ নামে কোন শহরটি পরিচিত?
(a) কলকাতা (b) বেঙ্গালুরু (গার্ডেন সিটি) (c) চেন্নাই (d) পুণে

 

ans. (b) বেঙ্গালুরু (গার্ডেন সিটি)

 

6. ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্য কোনটি?
(a) মহারাষ্ট্র (b) তামিলনাড়ু (c) ছত্তিশগড় (d) ওড়িশা

 

ans. (c) ছত্তিশগড়

 

7. পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞল হলো—
(a) মুম্বাই (b) কাণ্ডালা (c) হুগলি (d) হলদিয়া।

 

ans. (d) হলদিয়া।

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান – 1]

 

1.ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মৈকাল পাহাড়ে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ?

 

ans. বক্রাইট।

 

2. ছত্তিশগড়ে বসবাসকারী প্রধান উপজাতিরা কী নামে পরিচিত?

 

ans.গোল্ড নামে পরিচিত।

 

3. অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কী?

 

ans. ক্রয় ক্ষমতার সমতা।

 

4. ছত্তিশগড়ের কোন জেলায় অরণ্যের পরিমাণ সর্বাধিক ও সর্বনিম্ন ?

 

ans. সুরগুজা (সর্বাধিক) ও দুর্গ (সর্বনিম্ন)।

 

5. ছত্তিশগড়ে মোট আয়তনের কত শতাংশ অরণ্য আছে?

 

ans. 19:26%।

 

6. ছত্তিশগড়ের প্রধান নদীর নাম কী?

 

ans. মহানদী।

 

7. কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় ?

 

ans. চিত্রকুট জলপ্রপাত (ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত)।

 

8. ছত্তিশগড় রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ খনিজের নাম লেখো।

 

ans. কয়লা ও ডলোমাইট।

 

বিশ্লেষণ বা বর্ণনাভিত্তিক প্রশ্নোত্তর [ মান – 7 ]

 

1. ছত্তিশগড়ের খনিজ সম্পদের বিবরণ দাও। বেঙ্গালুরুকে ভারতের ইলেকট্রনিক্স শহর বা নব্যপ্রযুক্তির শহর বলার কারণ কী?

 

2. বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্পের উন্নতির কারণ কী? বেঙ্গালুরুতে ইলেকট্রনিকস শিল্পের সমস্যা ও সমাধান সংক্ষেপে লেখো।

 

3. পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঙ্কুলের মধ্যে পার্থক্য লেখো।

HS Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

HS Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Political Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Philosophy Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Sanskrit Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Education Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Sociology Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Physics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Biology Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Chemistry Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Computer Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS All Subjects Suggestion 2025 Click here

         ” উচ্চমাধ্যমিক ভুগোল (আঞ্চলিক) সপ্তম অধ্যায় – আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary – HS) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Higher Secondary Geography Exam Guide / Suggestion / Question and Answer / FREE PDF Download / HS Class 12 / Uccha Madhyamik Pariksha) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস  (উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন – Higher Secondary Geography Exam Guide / Suggestion / Question and Answer / FREE PDF Download / HS Class 12 / Uccha Madhyamik Pariksha) সফল হবে।
    স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি,  প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে