Daily GK – General knowledge
ওশেনিয়া মহাদেশ
1. প্রশ্ন: ওশেনিয়া কাকে বলে ?
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে ।
2. প্রশ্ন: ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত ?
অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া ।
3. প্রশ্ন: ওশেনিয়া মহাদেশের আয়তন কত ?
৮৪,২৮,৭০২ বর্গ কি. মি. ।
4. প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
অস্ট্রেলিয়া ।
5. প্রশ্ন: ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি ?
নাউরু (২১ বর্গ কি.মি.) ।
6. প্রশ্ন: অস্ট্রেলিয়ার আয়তন কত ?
৭৬,১৭,৯৩০ বর্গ কি.মি. ।
7. প্রশ্ন: বিচিত্র জীব জন্তু ক্যাঙ্গারু, প্লাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায় ?
অস্ট্রেলিয়া ।
8. প্রশ্ন: ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
মারে ডালিং, অস্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.) ।
9. প্রশ্ন: ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
কোসিয়াস্কা, অস্ট্রেলিয়া (২২২৮.১ মিটার) ।
10. প্রশ্ন: ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
লেক আয়ার (১৫.৮ মিটার ) ।
11. প্রশ্ন: গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?
প্রশান্ত মহাসাগরে ।
12. প্রশ্ন: অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত ?
দক্ষিণ গোলার্ধে ।
13. প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি ?
নিউগিনি(৭,৮৫,০০০ বর্গ কি.মি.) ।
14. প্রশ্ন: তাহিতি, সামোয়া, ইষ্টার, টোঙ্গা ও টওমোতু প্রভৃতি দ্বীপ গুলোকে কি বলে ?
পলিনেশিয়া ।
15. প্রশ্ন: সান্তাক্রুজ, ফিজি, নিউগিনি, বিসমার্ক, সলোমান, নিউক্যালিডোনিয়া নিয়ে গঠিত হয়েছে ?
মেলেনিশিয়া ।
16. প্রশ্ন: মার্শাল, ক্যারোলিনা, মেরিয়ানা নিয়ে গঠিত হয়েছে ?
মাইক্রোনেশিয়া ।
17. প্রশ্ন: অস্ট্রেলিয়ার ঊষ্ণতম মাস কোনটি ?
জানুয়ারি ।
18. প্রশ্ন: অস্ট্রেলিয়ার শীতলতম মাস কোনটি ?
জুলাই ।
© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha
” জেনারেল নলেজ (General knowledge – GK) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী . সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে. ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে. আপনাকে অসংখ্য ধন্ বাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ.
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে