Daily GK – General knowledge

সাধারণ ভৌগলিক তথ্য


1. প্রশ্ন: সবচেয়ে সরু দেশ কোনটি ?
উত্তরঃ চিলি (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি ) ।

2. প্রশ্ন: পৃথিবীর সব সর্ব দক্ষিনের শহর কোনটি ?
উত্তরঃ পুন্টা আরেনাস , চিলি ।

3. প্রশ্ন: সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি ?
উত্তরঃ ইন্দনেশিয়া (১৩,৫০০ টি) ।

4. প্রশ্ন: ইন্দনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে ?
উত্তরঃ প্রায় ৬,০০০ টি ।

5. প্রশ্ন: সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি ?
উত্তরঃ সুইজারল্যান্ড ।

6. প্রশ্ন: কোন দেশ আন্তর্জাতিক ভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেন নি ?
উত্তরঃ সুইজারল্যান্ড ।

7. প্রশ্ন: সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে ?
উত্তরঃ ১০ সেপ্টেম্বর, ২০০২ সালে ।

8. প্রশ্ন: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ?
উত্তরঃ চীন (পৃথিবের মোট জনসংখ্যার ২৩%) ।

9. প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি
উত্তরঃ নাউরু (আয়তন ২১ বর্গ কি.মি.) ।

10. প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তরঃ ভ্যটিকান সিটি (১০৮.৭ একর ) ।
11. প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কি.মি. , আলাস্কার ২৫৪৭ কি.মি. ছাড়াই ) ।

12. প্রশ্ন: দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
উত্তরঃ আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কি.মি.) ।

13. প্রশ্ন: সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০কোটি লোক অতিক্রম করে) ।

14. প্রশ্ন: সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি ?
উত্তরঃ চীন (১৫দেশের সাথে সীমান্ত)।

15. প্রশ্ন: পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি ?
উত্তরঃ জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কি.মি.)

16. প্রশ্ন: দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি ?
উত্তরঃ ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কি.মি.) ।

17. প্রশ্ন: আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি ?
উত্তরঃ রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%) ।

18. প্রশ্ন: কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে ?
উত্তরঃ নেদারল্যান্ড ।

19. প্রশ্ন: কোন দেশের তিনটি রাজধানী ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা ।

20. প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি ?
উত্তরঃ প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন ।

21. প্রশ্ন: সৌর জগত সবৃ প্রথম কে আবিস্কার করেন ?
উত্তরঃ কোপারনিকাস, ১৫৪০ সালে ।

22. প্রশ্ন: সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন ?
উত্তরঃ হিলারী তেনজিং, ১৯৫৩ সালে ।

23. প্রশ্ন: সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন ?
উত্তরঃ জনাকো তাবেই, ১৯৭৫ সালে ।

24. প্রশ্ন: ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন ?
উত্তরঃ ভাস্কো দা গামা ।

25. প্রশ্ন: প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে ?
উত্তরঃ ফ্র্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস, ১৬৬৮ সালে ।

26. প্রশ্ন: ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন ?
উত্তরঃ ক্যাপ্টেন জন স্পেক, ১৮৫৬ সালে ।

27. প্রশ্ন: উত্তর মেরু কে আবিস্কার করেন ?
উত্তরঃ রবার্ট পিয়েরে, ১৯০৯ সালে ।

28. প্রশ্ন: দক্ষিণ মেরু আবিস্কার করেন কে ?
উত্তরঃ ব্রমান্ড সেন, ১৯১২ সালে ।

29. প্রশ্ন: আমেরিকা আবিস্কার করেন কে ?
উত্তরঃ ইতালীর নাবিক কলম্বাস, ১৪৯৮ সালে ।

30. প্রশ্ন: পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন ?
উত্তরঃ কলম্বাস, ১৪৯২ সালে ।

31. প্রশ্ন: কে সর্বপ্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন ?
উত্তরঃ ম্যাগিলান, ১৫১৯ সালে ।

32. প্রশ্ন: প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন ?
উত্তরঃ ম্যাগিলান ।

33. প্রশ্ন: ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন ?
উত্তরঃ ডেভিড লিভিংস্টোন ।

34. প্রশ্ন: গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন ?
উত্তরঃ এরিক দি রেড ভাইকিং, ৯৮২ সালে ।

35. প্রশ্ন: অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন ?
উত্তরঃ উইলিয়াম জ্যাকসন, ১৯০৬ সালে ।

36. প্রশ্ন: আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
উত্তরঃ রাশিয়া ।

37. প্রশ্ন: হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে ?
উত্তরঃ চীন ।

38. প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?
উত্তরঃ চাইনিজ মান্দারিন ভাষায় ।

39. প্রশ্ন: বাংলাদেশ ছাড়া আর কোন দেশে পয়সা ক্ষুদ্রতম মুদ্রা ?
উত্তরঃ মায়ানমার ।

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now