Daily Current Affairs – 30 April 2019
1..“আয়ুসমান ভারত দিবস” দেশ জুড়ে পালন করা ৩০শে এপ্রিল।
2.শিশুদের ক্ষমতায়নের জন্য UNICEF এবং NITI Aayog টাই আপ করলো।
3.SIPRI Report অনুযায়ী ভারত হলো ২০১৮ সালের গোটা বিশ্বের মধ্যে ৪র্থ বৃহত্তম মিলিটারি স্পেনডার।
4.শ্রীনগর-লে ন্যাশনাল হাইওয়ে ৪ মাস পর পুনরায় পথযাত্রীদের জন্য উন্মুক্ত করা হল।
5.Goldman Environmental Prize পেলেন Alfred Brownell.
2.শিশুদের ক্ষমতায়নের জন্য UNICEF এবং NITI Aayog টাই আপ করলো।
3.SIPRI Report অনুযায়ী ভারত হলো ২০১৮ সালের গোটা বিশ্বের মধ্যে ৪র্থ বৃহত্তম মিলিটারি স্পেনডার।
4.শ্রীনগর-লে ন্যাশনাল হাইওয়ে ৪ মাস পর পুনরায় পথযাত্রীদের জন্য উন্মুক্ত করা হল।
5.Goldman Environmental Prize পেলেন Alfred Brownell.
6.All India Football Federation (AIFF)-এর টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন Isac Doru
7.2019 FWA Footballer of the Year শিরোপায় ভূষিত হলেন রহিম স্টারলিং।
8.GST-এর উপর নতুন কোর্স আনতে চলেছে IGNOU
9.রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য বজরং পুনিয়া এবং বিনেশ ফোগাতকে সুপারিশ করলো Wrestling Federation of India (WFI)।
10.Everest Cleaning Campaign শুরু করলো নেপাল ।
তথ্যসূত্রঃ- স্বপ্ন
© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে