Daily Current Affairs – 20 April 2019

1.১০% সংরক্ষণ বাস্তবায়নের জন্য ৪৩১৫.১৫ কোটি টাকার তহবিল অনুমোদন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা

2.ভারত এবং ফ্রান্স তাদের সর্ববৃহৎ নৌবাহিনী অনুশীলন ‘VARUNA’ অনুষ্ঠিত করতে চলেছে গোয়া উপকূলে

3.জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের উপর লিখিত পাঞ্জাবি বই ‘খুনি বৈশাখী’-এর ইংরাজি অনুবাদ প্রকাশ করা হলো সংযুক্ত আরব আমিরাতে(UAE)

4.নাসার প্রথম মহিলা মহাকাশচারী Jerrie Cobb মারা গেলেন ৮৮ বছর বয়সে

5.7th China International Technology Fair শুরু হয়েছে চিনের সাংহাই শহরে

6.লেবাননে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন Suhel Ajaz Khan

7.দিল্লি পুলিশ লঞ্চ করলো দুটি হেল্পলাইন নম্বর 155270 এবং 155271

8.ভারতীয় নির্বাচন কমিশন Ajay V. Nayak-কে পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করলো

9.অমিত মিশ্র হলেন প্রথম ভারতীয় বোলার যিনি IPL-এ ১৫০টি উইকেট নিলেন

10.Railway Board-এর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলেন Shri N. Kashinath এবং V.P. Pathak



তথ্যসূত্রঃ- স্বপ্ন

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে