Daily Current Affairs – 18 April 2019

1.World Heritage Day পালন করা হয় ১৮ই এপ্রিল,এবারের থিম ছিল ‘Rural Landscapes’.

2.শ্রীলংকা ‘Raavana-1’ এবং নেপাল  ‘NepaliSat-1’-নামে একটি স্যাটেলাইট লঞ্চ করলো যুক্তরাষ্ট্র থেকে।

3.২০২০ সালে ‘G20 Summit’ হোস্ট করবে সৌদিআরব ।

4.Celent Model Bank 2019 Award পেল Fincare Small Finance Bank.

5.সাইবার সিকিউরিটি কোম্পানি McAfee সঞ্জয় মনোহারকে ভারতে তাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করলো।
6.NASA Annual Rover Challenge জিতলো ভারতীয় দল।

7.অনাবাসী ভারতীয়দের জন্য IDBI Bank লঞ্চ করলো ‘NRI-Insta-Online’-নাম কাগজবিহীন একাউন্ট খোলার সুবিধা।

8.ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, পাকিস্তানকে ১লক্ষ ৭৬ হাজার ইউরো জরিমানা করলো।

9.World Press Freedom Index 2019-এ ভারতের স্থান ১৪০ তম এবং প্রথম স্থানে আছে নরওয়ে।

10.ঘুষের অপরাধে গ্রেপ্তার হওয়া এড়াতে আত্মহত্যা করলেন পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি Alan Garcia.
তথ্যসূত্রঃ- স্বপ্ন



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে