Daily GK – General knowledge

বিভিন্ন স্থানের 100টি ভৌগোলিক উপনাম


০১। মুক্তার দেশ — কিউবা
০২। প্রাচীরের দেশ — চীন
০৩। নীলনদের দেশ — মিশর
০৪। ধীবরের দেশ — নরওয়ে
০৫। পবিত্র দেশ — ফিলিস্তিন
০৬। ভাটির দেশ — বাংলাদেশ
০৭। বজ্রপাতের দেশ — ভূটান
০৮। সিল্ক রুটের দেশ — ইরান
০৯। পিরামিডের দেশ — মিশর
১০। সূর্যোদয়ের দেশ — জাপান
১১। ভূমিকম্পের দেশ — জাপান
১২। শ্বেতহস্তীর দেশ — থাইল্যান্ড
১৩। চির সবুজের দেশ — নাটাল
১৪। পঞ্চনদের দেশ — পাকিস্তান
১৫। নিশীথ সূর্যের দেশ — নরওয়ে
১৬। দ্বীপের মহাদেশ — অস্ট্রেলিয়া
১৭। লিলি ফুলের দেশ — কানাডা
১৮। ম্যাপল পাতার দেশ — কানাডা
১৯। নীরব খনির দেশ — বাংলাদেশ
২০। শান্ত সকালের দেশ — কোরিয়া
২১। হাজার হ্রদের দেশ — ফিনল্যান্ড
২২। হাজার দ্বীপের দেশ — ইন্দোনেশিয়া
২৩। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ — আফ্রিকা
২৪। সোনালী আঁশের দেশ — বাংলাদেশ
২৫। সোনালী প্যাগোডার দেশ — মায়ানমার

২৬। নীরব শহর — রোম
২৭। চির শান্তির শহর — রোম
২৮। সাত পাহাড়ের শহর — রোম
২৯। মসজিদের শহর — ঢাকা
৩০। মন্দিরের শহর — বেনারস
৩১। বাতাসের শহর — শিকাগো
৩২। গোলাপীর শহর — রাজস্থান
৩৩। ঝর্ণার শহর — তাসখন্দ
৩৪। সাদা শহর — বেলগ্রেড
৩৫। বাজারের শহর — কায়রো
৩৬। উদ্যানের শহর — শিকাগো
৩৭। সম্মেলনের শহর — জেনেভা
৩৮। রৌপ্যের শহর — আলজিয়ার্স
৩৯। গ্র্যানাইডের শহর — এভারডিন
৪০। রাজ প্রসাদের শহর — কলকাতা
৪১। মোটর গাড়ির শহর — ডেট্রয়েট
৪২। নিশ্চুপ সড়ক শহর — ভেনিস
৪৩। পোপের শহর — ভ্যাটিকান
৪৪। দূর্গের শহর — এডিনবার্গ
৪৫। গগণচুম্বী অট্টালিকার শহর—নিউইয়র্ক
৪৬। সোনালী তরুণের শহড়—সানফ্রান্সিসকো
৪৭। রাতের নগরী — কায়রো
৪৮। নিষিদ্ধ নগরী — লাসা
৪৯। নিমজ্জমান নগরী — হেগ
৫০। স্বর্ণ নগরী — জোহান্সবার্গ
৫১। হীরক নগরী — কিম্বার্লী
৫২। রাজপ্রসাদের নগর — ভেনিস
৫৩। চির বসন্তের নগরী — কিটো
৫৪। জাঁকজমকের নগরী — নিউইয়র্ক
৫৫। ভারতের রোম — দিল্লী
৫৬। মুক্তার দ্বীপ — বাহরাইন
৫৭। লবঙ্গ দ্বীপ — জাঞ্জিবার
৫৮। ব্রিটেনের বাগান — কেন্ট
৫৯। ইউরোপের বুট — ইতালি
৬০। পবিত্র ভূমি — জেরুজালেম
৬১। আগুনের দ্বীপ — আইসল্যান্ড
৬২। পান্নার দ্বীপ — আয়ারল্যান্ড
৬৩। বাংলার ভেনিস — বরিশাল
৬৪। প্রাচ্যের ভেনিস — ব্যাংকক
৬৫। দক্ষিণের রাণী — সিডনি
৬৬। উত্তরের ভেনিস — স্টকহোম
৬৭। সমুদ্রের বধু — গ্রেট ব্রিটেন
৬৮। বিগ আপেল — নিউইয়র্ক শহর
৬৯। বিশ্বের রাজধানী — নিউইয়র্ক
৭০। প্রাচ্যের গ্রেটবৃটেন — জাপান
৭১। প্রাচ্যের ম্যানচেস্টার — ওসাকা
৭২। প্রাচ্যের ড্যান্ডি — নারায়নগঞ্জ
৭৩। চীনের দুঃখ — হোয়াংহো নদী
৭৪। ইউরোপের রুগ্ন মানুষ — তুরষ্ক
৭৫। পৃথিবীর ভূ-স্বর্গ — কাশ্মীর
৭৬। সোনার অন্তঃপুর — ইস্তাম্বুল
৭৭। বিশ্বের রুটির ঝুড়ি — প্রেইরি
৭৮। পবিত্র পাহাড় — ফুজিয়ামা
৭৯। নীল পর্বত — নীলগিরি পাহাড়
৮০। সকাল বেলার শান্তি — কোরিয়া
৮১। পৃথিবীর কসাইখানা — শিকাগো
৮২। পৃথিবীর ছাদ — পামীর মালভূমি
৮৩। পৃথিবীর চিনির আধার — কিউবা
৮৪। পৃথিবীর গুদামঘর — মেক্সিকো
৮৫। ইউরোপের ককপিট — বেলজিয়াম
৮৬। ইউরোপের ক্রিয়াঙ্গন — সুইজারল্যান্ড
৮৭। ইউরোপের প্রবেশদ্বার — ভিয়েনা
৮৮। ইউরোপের স’মিল — সুইডেন
৮৯। দক্ষিণের গ্রেট ব্রিটেন — নিউজিল্যান্ড
৯০। শ্বেতাঙ্গদের করবস্থান — গিনিকোস্ট
৯১। কানাডার প্রবেশদ্বার — সেন্ট লরেন্স
৯২। বাংলাদেশের প্রবেশদ্বার — চট্টগ্রাম
৯৩। পাকিস্তানের প্রবেশদ্বার — করাচি
৯৪। ভারতের প্রবেশদ্বার — মুম্বাই
৯৫। পশ্চিমের জিব্রাল্টার — কুইবেক
৯৬। আফ্রিকার মুক্তা — উগান্ডা
৯৭। বৃহদাকার চিড়িয়াখানা — আফ্রিকা
৯৮।ভূমধ্যসাগরের প্রবেশদ্বার–জিব্রাল্টারপ্রণালী
৯৯।সোভিয়েত ইউনিয়নের শস্যভান্ডার–ইউক্রেন
১০০। পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী — প্যারিস।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now