পশ্চিমবঙ্গের ভূগোলের 30 টি করে প্রশ্ন উত্তর


1 . দিয়ারা সমভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ মালদহ জেলার কালীন্দী নদীর দক্ষিণাংশে ।
2 . তরাই অঞ্চলের কোন অংশ ডুয়ার্স নামে অভিহিত ?
উত্তরঃ তিস্তার পূর্ব অংশ ।
3 . তরাই শব্দের অর্থ কি ?
উত্তরঃ স্যাঁতসেঁতে নিম্নভূমি ।
4 . দার্জিলিং জেলার কোন মহকুমা তরাই – ডুয়ার্স সমভূমির অন্তর্গত নয় ?
উত্তরঃ শিলিগুড়ি মহকুমা ।
5 . আলীপুর দুয়ারের বক্সা – জয়ন্তী উত্তরের সমভূমি অঞ্চলের কোন অংশের অন্তর্গত ?
উত্তরঃ ডুয়ার্স ।
6 . পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী সমভূমি কি নামে পরিচিত ?
উত্তরঃ রাঢ় অঞ্চল ।
7 . কাঁথি ও দীঘা বালিয়াড়ি পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অংশে অবস্থিত ?
উত্তরঃ উপকূলের বালুকাময় সমভূমিতে ।
8 . উত্তরের সমভূমি অঞ্চল কয় ভাগে বিভক্ত ?
উত্তরঃ তিন ভাগে , তাল সমভূমি , বারেন্দ্রভূমি বা বারিন্দ এবং দিয়ারা ।
9 . রাঢ় সমভূমি কোন কোন জেলায় বিস্তৃত ?
উত্তরঃ বাঁকুড়া , বীরভূম , বর্ধমান , মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর ।
10 . উপকূলীয় বালিয়াড়ি অঞ্চল পশ্চিমবঙ্গের কোন অংশে অবস্থিত ?
উত্তরঃ বঙ্গোপসাগর উপকূলে পূর্ব মেদনীপুর জেলায় ।


11 . পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি ?
উত্তরঃ গঙ্গা বদ্বীপ সমভূমি ।
12 . সুন্দরবন অঞ্চল কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ।
13 . তাল সমভূমি পশ্চিমবঙ্গের কোন অংশে বিস্তৃত ?
উত্তরঃ দুই দিনাজপুর এবং কোচবিহারের দক্ষিণাংশে ।
14 . বারেন্দ্রভূমি বা বারিন্দ কোন কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ দক্ষিণ দিনাজপুরের পূর্বাংশ ও মালদহ জেলায়।
15 . পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ তিন ভাগে ; মুমূর্ষ বদ্বীপ , পরিণত বদ্বীপ ও সক্রিয় বদ্বীপ ।
16 . মুমূর্ষ বদ্বীপ কোন অংশে অবস্থিত ?
উত্তরঃ নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ।
17 . পরিণত বদ্বীপ কোন অংশে অবস্থিত ?
উত্তরঃ বর্ধমান , পূর্ব মেদিনীপুর , হাওড়া ও হুগলি জেলায়।
18 . সক্রিয় বদ্বীপ কোন অংশে অবস্থিত ?
উত্তরঃ দুই চব্বিশ পরগনা ও কলকাতার দক্ষিণাংশে ।
19 . সুন্দরবন অঞ্চলের গড় উচ্চতা কত ?
উত্তরঃ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4 মিটার ।
20 . গঙ্গা বদ্বীপ অঞ্চলের ঢালের প্রকৃতি কীরূপ ?
উত্তরঃ উত্তর থেকে দক্ষিণে ।


21 . মুর্শিদাবাদের কোন মহকুমা গঙ্গা বদ্বীপ অঞ্চলের অন্তর্গত নয় ?
উত্তরঃ কান্দি মহকুমা ।
22 . গঙ্গা বদ্বীপ অঞ্চলের গড় উচ্চতা কীরূপ ?
উত্তরঃ 50 মিঃ ।
23 . গঙ্গা বদ্বীপ অঞ্চল উত্তরে কোন নদী পর্যন্ত বিস্তৃত ?
উত্তরঃ পদ্মা নদী ।
24 . বাগড়ী অঞ্চল কোন ভূপ্রাকৃতিক অংশের অন্তর্গত ?
উত্তরঃ গাঙ্গেয় মৃতপ্রায় বা মুমূর্ষ বদ্বীপ অঞ্চলের ।
25 . সুন্দরবন অঞ্চলে নবগঠিত দ্বীপের নাম কি ? উত্তরঃ পূর্বাশা বা নিউমুর ।
26 . পশ্চিমবঙ্গ কোন জলবায়ুর অন্তর্গত ?
উত্তরঃ গ্রীষ্ম প্রধান উষ্ণ মৌসুমি জলবায়ু ।
27 . পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কীরূপ ?
উত্তরঃ উষ্ণ – আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির ।
28 . পশ্চিমবঙ্গের কোন অংশ উষ্ণ – আর্দ ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির অন্তর্গত নয় ?
উত্তরঃ দার্জিলিং , জলপাইগুড়ি ও কালিম্পং জেলার পার্বত্যাঞ্চল ।
29 . পশ্চিমবঙ্গের জলবায়ুতে প্রধান কয়টি ঋতু সুস্পষ্ট?
উত্তরঃ চারটি ।
30 . পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালের সময়সীমা কখন ?
উত্তরঃ মার্চ থেকে মে মাস পর্যন্ত ।



         ” পশ্চিমবঙ্গের ভূগােল ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগােল ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ পশ্চিমবঙ্গের ভূগােলের প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতি সপ্তাহে পশ্চিমবঙ্গের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ


সৌজন্যে- ভূগোল শিক্ষা


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে