জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের 30 টি করে প্রশ্ন উত্তর

1 . জীৰভর বা বায়ােমাস কী ?
উত্তরঃ বাস্তুতন্ত্রের মধ্যে কোনও নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবিত প্রাণীদের মােট ভরকে জীবভর বা বায়োমাস বলে ।
2 . IBL – এর পুরাে নাম কী ?
উত্তরঃ Indian Board of Wild Life .
3 . CRY BANK কী ?
উত্তরঃ মাইনাস ( – ) ১৯৬ ডিগ্রি উষ্ণতায় উল্লিদের কোন বিশেষ অঙ্গ , কোষ , পরাগরেণু , ভ্রণ , শুত্রণ , ডিম্বাণু ইত্যাদি যেখানে সংরক্ষণ করা হয় তাকে CRY BANK বলে ।
4 . সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কী ?
উত্তরঃ সচতেনতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা ।
5 . পরিবেশ নীতির ভিত্তি কী ?
উত্তরঃ সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ ।
6 . নগ্ন জিন কাকে বলা হয় ?
উত্তরঃ নিউক্লিক অ্যাসিডকে ।
7 . প্রােটিনের গঠনমূলক একক কী ?
উত্তরঃ অ্যামাইনাে অ্যাসিড ।
8 . জীবদেহের কোন অনুগুলি আত্মপ্রতিলিপি গঠনে সক্ষম ?
উত্তরঃ DNA ও RANI
9 . দুটি ব্যাকটেরিয়ার নাম লেখ যারা প্রােটিন ভেঙে প্রকৃতিতে সালফার মুক্ত করে ?
উত্তরঃ ইশ্চেরিশিয়া এবং প্রােটিয়াস ।
10 . FAO – এর পুরাে নাম কী ?
উত্তরঃ Food and Agricultural Organization

11 . পরিবেশের প্রধান উপাদানগুলি কী কী ?
উত্তরঃ পরিবশের দুটি প্রধান উপাদান হল ভৌত বা জড় ও জৈব । ভৌত উপাদান হল মাটি , আলাে , জল এবং জৈব উপাদান হল উদ্ভিদ ও প্রাণী ।
12 . ECOLOGY শব্দটি যে দুটি গ্রীক শব্দ থেকে এসছে তার অর্থ কী ?
উত্তরঃ গ্রীক শব্দ ওইকস্ ( oikos ) যার অর্থ হল বাসস্থান , এবং ললাগােস ( Logos ) যার অর্থ হল জ্ঞান , এই দুই এর মিশ্রণে ইকোলজি শব্দটি গঠিত ।
13  . কোন গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার অপকারীও বটে ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড ।
14 . TLV ও USEPA এর পুরাে কথার্টি কী ?
উত্তরঃ TLV – Thracehold Limit Value . USEPA – United States Environmental Protection Agency .
15 . মৃগকানন আছে পশ্চিমবঙ্গের এমন দুটি স্থানের নাম লেখ ।
উত্তরঃ বেথুয়াডহরি , বল্লভপুর ।
16 . ভারতের বন আইন কবে প্রচলিত হয় ?
উত্তরঃ ১৯৮০ সালে ।
17 . বাস্তু সংস্থান কাকে বলে ?
উত্তরঃ মানুষ , প্রাণী , উদ্ভিদ ও জীবানু প্রভৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে জৈব ও অজৈব উপাদান সমূহের মধ্যে যে সুষ্ঠ ও সক্রিয় পদ্ধতিতে অবিরাম কাজ চলছে সেই সব বিষয়ে বিস্তৃত জ্ঞান অর্জন করাকে বাস্তু সংস্থান বলে ।
18 . বাস্তুতন্ত্রের প্রধান উপাদানগুলি কী কী ?
উত্তরঃ বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে দুইভাগে ভাগ করা যায় । যথা – প্রাকৃতিক ও কৃত্রিম । প্রাকৃতিক বাস্তুতন্ত্র হল দুই প্রকার । যথা – স্থলজ ও জলজ । স্থলজ বাস্তুতন্ত্রকে আবার তিনভাগে ভাগ করা যায় । যথা – বনভূমি , তৃণভূমি ও মরুভূমি । জলজ বাস্তুতন্ত্রকে মিষ্টিজল ও খরজল , এই দুই । ভাগে ভাগ করা যায় । কৃত্রিম বাস্তুতন্ত্র দুইভাগে বিভক্ত । যথা – ফসল উৎপাদনকারী শস্যভূমি ও মহাকাশ ।
19 . একটি বিয়ােজক শ্রেণীর জীবের উদাহরণ দাও ।
উত্তরঃ ছত্রাক ।
20 . পর্ণমােচী বনভূমির প্রধান বৈশিষ্ট্য কী ?
উত্তরঃ চওড়া পাতাযুক্ত সুউচ্চ বৃক্ষ , শীতের প্রাক্কালে পাতা ঝড়ে যায় ও বসন্তে নতুন পাতা নির্গত হয় ।


21 . দুইটি প্রধান জৈব সম্পদের নাম লেখ ।
উত্তরঃ কৃষি ও কৃষিজাত দ্রব্য , সামুদ্রিক শৈবাল ।
22 . বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত আর্সেনিকের উৰ্দ্ধসীমা কত ?
উত্তরঃ ০ . ০৫ মিগ্রা ।
23 . একটি বিপন্ন প্রজাতির নাম লেখ ।
উত্তরঃ একশৃঙ্গ গণ্ডার ।
24 . BOD – কী ?
উত্তরঃ Biochemical Oxygen Demand .
25 . সবুজ বিপ্লব কথাটির অর্থ কী ?
উত্তরঃ রাসায়নিক সার ও বীজ প্রয়ােগের মাধ্যমে উন্নত প্রথায় চাষবাসের ফলে কৃষিতে যে পরিবর্তন দেখা যায় তাকে সবুজ বিপ্লব বলে ।
26 . সরলবর্গীয় বনভূমির প্রধান বৈশিষ্ট্য কী ?
উত্তরঃ চিরসবুজ নরম কাঠের বৃক্ষ প্রজাতি ও বনবিড়াল , নেকড়ে বাঘ প্রভৃতি এই বনভূমিতে থাকে ।
27 . জীবসঞ্চায়ণ প্রক্রিয়া কী ?
উত্তরঃ যেসব দূষক পরিবেশে রূপান্তরিত বা পূর্ণগঠিত না হয়ে ক্রমশ জমে উঠত থাকে তাকে বদ্ধমূল দূষক বলে । এগুলি সঞ্চিত হয় বলেই একে জৈব সঞ্চায়ন বলে ।
28 . একটি পরিবেশ আইনের নাম লেখ ।
উত্তরঃ ১৯৭৪ – এ জলদূষণ আইন ।
29 . জলে খাদ্যশৃঙ্খল চিহ্নিত কর ।
উত্তরঃ বােয়াল মাছ —> পুঁটি মাছ –> প্ল্যাঙ্কটন –> শৈবাল ।
30 . প্রধান প্রধান বায়ােম গুলি কী কী ?
উত্তরঃ বায়ােম দুই প্রকারের । স্থলীয় বায়ােম ও জলীয় বায়ােম । স্থলীয় বায়ােম চার প্রকারের – তুন্দ্রা বায়ােম , বনাঞ্চলীয় বায়ােম , তৃণভূমি বায়ােম , মরু বায়ােম । জলীয় বায়ােম তিন প্রকারের – মিষ্ট জলের বায়ােম , ঈষৎ লবণাক্ত জলের বায়ােম , মরু বায়ােম ।
     ” জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক, স্নাতক স্তর এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় ” জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন এবং ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ



সৌজন্যে- ভূগোল শিক্ষা


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে