রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকার পােষিত / স্পন্সর্ড বেসরকারি মাধ্যমিক – উচ্চমাধ্যমিক স্কুলগুলির উচ্চপ্রাথমিক শ্রেণির সহকারী শিক্ষক – শিক্ষিকা নিয়ােগ পরীক্ষার ( 1ST STATE LEVEL SELECTION TEST 2016 ) সফল প্রার্থীদের ১ম পর্যায়ের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে বিভিন্ন ব্যাচে ভাগ করে , আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে , কমিশনের নতুন ভবনে ( ঠিকানা : DK – 7 / 2 , Salt Lake , Sector – II , Kolkata – 91 [ Beside Anandalok Hospital , Karunamoyee ) ।

বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে : ক্লিক করাে


যাঁর – যাঁর জন্য নির্দিষ্ট করা তারিখে সমস্ত মূল প্রমাণপত্র নিয়ে উপস্থিত হতে হবে ।

সেইমতাে প্রমাণপত্রাদি দাখিল না করলে নির্বাচিতদের তালিকা থেকে নাম বাদ যাবে ।

বিস্তারিত দিনক্ষণের সূচি কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় । তারপর ১১ ফেব্রুয়ারি সন্ধে থেকে কমিশনের ওয়েবসাইট থেকে । ( www.westbengalssc.com ) ডাউনলােড করে নিতে হবে ইন্টিমেশন লেটার ।

অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলােড করে নতে পারেন নিচের লিঙ্ক থেকে ।

© ভূগোল শিক্ষা


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে