জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের 30 টি প্রশ্ন উত্তর


1 , খাদ্যশৃঙ্খল কাকে বলে ?
উত্তরঃ খাদ্য – খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগােষ্ঠীর মধ্যে খাদ্যশক্তির প্রবাহকে খাদ্যশৃঙ্খল বলে ।
2 . খাদ্যশৃঙ্খল কয় প্রকার ও কী কী ?
উত্তরঃ খাদ্যশৃঙ্খল দুই প্রকার । যথা – গ্লেজিং খাদ্যশৃঙ্খল ও ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল ।
3 . গ্রেজিং খাদ্যশৃঙ্খল কী ?
উত্তরঃ যে খাদ্যশৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভােজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সংক্রমিত হয় তাকে গ্রেজিং খাদ্যশৃঙ্খল বলে । যেমন – উদ্ভিদ —> হরিণ —> বাঘ ।
4 , ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল কাকে বলে ?
উত্তরঃ যে খাদ্যশৃঙ্খলে বিয়ােজক স্তর থেকে খাদক স্তরে ধাপে ধাপে শক্তি সঞ্চারিত হয় তাকে ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলে । যেমন – পচাপতা ক্ষুদ্র জলজ প্রাণী — ছােট মাছ — বড় মাছ ।
5 , ডেট্রিভাের কাকে বলে ?
উত্তরঃ ডেট্রিটাস বা আংশিক ভাবে বিয়ােজিত জৈব পদার্থকে যে সব ছােট ছােট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের ডেট্রিভাের বলে । যেমন – কেঁচো , উইপােকা ।
6 . শক্তি প্রবাহ কাকে বলে ?
উত্তরঃ বাস্তুতন্ত্রে সৌরশক্তি রপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়াকে শক্তিপ্রবাহ বা Energy Flow বলে ।
7 . পরজীবী খাদ্যশৃঙ্খল কাকে বলে ?
উত্তরঃ যে খাদ্যশৃঙ্খলে খাদ্য – খাদক সম্পর্ক বৃহৎ প্রাণী থেকে শুরু হয়ে পরজীবী ক্ষুদ্র প্রাণীতে শেষ হয় তাকে পরজীবী খাদ্যশৃঙ্খল বলে । যেমন – কুকুর – কৃমি – বিয়ােজক ।
8 . মৃতজীবী খাদ্যশৃঙ্খল কাকে বলে ?
উত্তরঃ যে খাদ্যশৃখল শক্তির প্রবাহকে ভিত্তি করে মৃতজীবী বিয়ােজক স্তরেই আবদ্ধ থাকে তাকে মৃতঞ্জীৰী খাদ্যশৃঙ্খল বলে ।
9 . ফসফরাস চত্র কাকে বলে ?
উত্তরঃ যে প্রক্রিয়ায় ফসফরাস মৌল পরিবেশ থকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে ফসফরাসের সমতা বজায় রাখে তাকে ফসফরাস চক্র বলে ।
10 , সালফার চক্র কাকে বলে ?
উত্তরঃ যে পদ্ধতিতে সালফার মৌল পরিবেশ থকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে । আবর্তিত হয়ে পরিবেশে সালফারের সমতা বজায় রাখে তাকে সালমার চক্র বলে ।
11 . ভারতে কোথায় গণ্ডার দেখা যায় ?
উত্তরঃ আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যে ।
12 , পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি অভয়ারণ্যের নাম লেখ ।
উত্তরঃ বেথুয়াডহরী ।
13 , পশ্চিমবঙ্গের বায়ােস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?
উত্তরঃ সুন্দরবনে ।
14 , ১৯৭৫ সালে আন্তর্জাতিক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় কী জন্য ?
উত্তরঃ জলাভূমি সংরক্ষণে গুরুত্ব দেওয়ার জনা ।
15 . ইকোলজি শব্দটির সংজ্ঞা কে প্রদান করেন ?
উত্তরঃ আর্নেস্ট হেলে ।
16 . ইকোসিস্টেম শব্দটির কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আর্থার ট্রান্সলে ।
17 , সাভানা কী ?
উত্তরঃ নিরক্ষীয় অঞ্চলের তৃণভূমি ।
18 . পরশ্রয়ী অর্কিত উদ্ভিদ কোথায় দেখা যায় ?
উত্তরঃ নিরক্ষীয় বর্ষাবনে ।
19 . ইকোটোন কাকে বলে ?
উত্তরঃ দুইটি বস্তুতন্ত্রের মিলনকে ।
20 . সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরলে ।
21 . ভারতে কোথায় একশৃঙ্গ গণ্ডার দেখা যায় ?
উত্তরঃ অাসামের কাজিরাঙ্গায় ।
22 . ভারতের সর্ববৃহৎ পক্ষিরালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাজস্থানের ভরতপুরস্থিত ঘানায় ।
23 . অ্যামােনিফিকেশন কাকে বলে ?
উত্তরঃ যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী ব্যাকটিরিয়া নাইট্রোজেন যৌগকে অ্যামােনিয়ায় পরিণত করে তাকে তামােনিফিকেশন বলে ।
24 . কার্বন চক্র কাকে বলে ?
উত্তরঃ যে প্রক্রিয়ায় কার্বন মৌল কার্বন ডাই অক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহে এ জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে কার্বনের সমতা বজায় রাখে তাকে কার্বন চক্র বলে ।
25 , পরিবেশে সালফারের উপাদানগুলি কী কী ?
উত্তরঃ হাইড্রোজেন সালফাইড ও সালফার ডাই অক্সাইড ।
26 . জলচক্র কাকে বলে ?
উত্তরঃ যে প্রাকৃতিক শক্তির বশে জল তার বিভিন্ন অবস্থায় শিলামণ্ডল , বারিমণ্ডল ও আবহমণ্ডলের মধ্যে ক্রমাগত অপরিহত অবস্থায় আবর্তিত হয়ে চলেছে , জলের সেই চক্রাকার আদান – প্রদান ব্যবস্থাকেই জলচক্র বলে ।
27 . বায়ােম কাকে বলে ?
উত্তরঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তােলে তাকে বায়ােম বলে ।
28 . বায়ােজিওগ্রাফিক্যাল প্রসেসেস বইটি কার লেখা ?
উত্তরঃ বিজ্ঞানী সিমন্স ১৯৮২ সালে বইটি লেখেন ।
29 . জিওগ্রাফি অ্যান্ড ম্যানস এনভার্নমেন্ট বইটি কার লেখা ?
উত্তরঃ বিজ্ঞানী স্ট্রালার অ্যান্ড স্ট্রালার ১৯৭৬ সালে বইটি লেখেন ।
30 . ওয়ার্ল্ড রিসাের্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিস বইটি কার লেখা ?
উত্তরঃ বিজ্ঞানী জিমারম্যান ১৯৫১ সালে বইটি লেখেন ।


     ” জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক, স্নাতক স্তর এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় ” জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন । এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ।

সৌজন্যে- দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website: www.bhugolshiksha.com