জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের 30 টি প্রশ্ন উত্তর
1 . বনসংরক্ষণ আইন কবে প্রণয়ন হয় ?
উত্তরঃ ১৯৮০ সালে ।
2 . বর্তমান ভারতবর্ষে অবলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত ?
উত্তরঃ ৪৫০ টি ।
3 , এখন ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কটি ?
উত্তরঃ ৪৪১ টি ।
4 . করবেট জাতীয় পার্ক কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখন্ড রাজ্যে ।
5 . বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে ?
উত্তরঃ ইকোলজি শব্দটি গ্রীক শব্দ ‘ Oikos ‘ থেকে এসেছে যার অর্থ বাসস্থান , ‘ Logos ‘ শব্দটির অর্থ জ্ঞান । অর্থাহ , জীবের বাসস্থান সম্পর্কে বিশেষ বিদ্যাকেই বাস্তুবিদ্যা বলে ।
6 . পপুলেশন বা জীবসংখ্যা কাকে বলে ?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে , নির্দিষ্ট ভৌগােলিক অঞ্চলে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতির জীবগােষ্ঠীকে পপুলেশান বলে ।
7 . জীবমণ্ডল কাকে বলে ?
উত্তরঃ প্রকৃতির সমস্ত অঞ্চল যথা – বায়ুমল , বারিমণ্ডল , অশ্মমণ্ডল যেখানে জীবের অস্তিত্ব দেখা যায় সেই সমস্ত অঞ্চলকে একত্রে জীবমণ্ডল বলে ।
8 , প্লাঙ্কটন কাকে বলে ?
উত্তরঃ জলের উপর বসবাসকারী ভাসমান অনুবীক্ষণিক জীবকে প্ল্যাঙ্কটন বলে । এই জীব যদি প্রাণী হয় তবে তাকে প্রাণী প্লাঙ্কটন ( zoo plangton ) বলে এবং যদি উদ্ভিদ হয় তবে তাকে উদ্ভিদ প্লাঙ্কটন ( phytoplankton ) বলে ।
9 . বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটকে ।
10 , ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঘানা ( রাজস্থান ) ।
11 . ভারতে কোথায় সিংহ দেখা যায় ?
উত্তরঃ গুজরাটের গির অভয়ারণ্যে ।
12 . স্বভােজী জীব কাকে বলে ?
উত্তরঃ যে সকল জীব প্রকৃতি থেকে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য ও জল আহরণ করে সূর্যালােকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে খাদ্য প্রস্তুত করে তাদের স্বভােজী জীব
13 . খাদ্যজালিকা কাকে বলে ?
উত্তরঃ বাস্তুতন্ত্রের একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জালিকার গঠন করে তাকে খাদ্যজালিকা বলে ।
14 . পশ্চিমবঙ্গের যে কোন দুটি অভয়ারণ্যের নাম লেখ ।
উত্তরঃ জলদাপাড়া ও গরুমারা ।
15 . পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত বন বৰ্তৰ্মান ?
উত্তরঃ সজনেখালিতে ।
16 . খাদক কাকে বলে ?
উত্তরঃ যে সকল জীব অন্য জীবদের খেয়ে নিজেদের শক্তি সংগ্রহ করে তাদের খাদক বলে ।
17 . অনবীভবনযােগ্য সম্পদ কাকে বলে ?
উত্তরঃ যে সকল সম্পদের মজুত পৃথিবীতে একটি নির্দিষ্ট পরিমাণে বর্তমান এবং একবার নিঃশেষিত হলে পুনরায় প্রাপ্তি সম্ভব নয় তাদেরকে অনবীভবনযােগ্য সম্পদ বলে । যেমন কয়লা , ধাতু , পেট্রোলিয়াম ইত্যাদি ।
18 . নেকটন কাদের বলে ?
উত্তরঃ জলে বসবাসকারী যে সকল প্রাণী সাঁতার কাটতে পারে তাদের নেকটন বলে । যেমন – মাছ ইত্যাদি ।
19 . বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কী ?
উত্তরঃ বায়ােস্ফিয়ার ।
20 . বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে কী বলে ?
উত্তরঃ চাঁদোয়া ।
21 . বস্তুতন্ত্রের উদ্ভিদসমূহকে কী বলা হয় ?
উত্তরঃ ফ্লোরা ।
22 , পার্মাক্রট কোথায় দেখা যায় ?
উত্তরঃ তুন্দ্র বায়মে ।
23 , সরলবর্গীয় বৃক্ষের অপর নাম কী ?
উত্তরঃ টেগা ।
24 . পৃথিবীর মােট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বন দ্বারা আবৃত ?
উত্তরঃ ৭ শতাংশ ।
25 . নিরক্ষীয় বর্ষা বন বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত ?
উত্তরঃ ২৪০ – ৪৩০ সেমি ।
26 , চিপকো আন্দলন কোথায় শুরু হয় ?
উত্তরঃ উত্তরপ্রদেশে ।
27 . উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী ?
উত্তরঃ প্রেইরী ।
28 . পশ্চিমবঙ্গের কোথায় গপ্তার পাওয়া যায় ?
উত্তরঃ জলদাপাড়া অভয়ারণ্যে ।
29 . গ্রেট ইণ্ডিয়ান বাস্টার্ড পাখি ভারতের কোন রাজ্ঞে দেখা যায় ?
উত্তরঃ গুজরাটে ।
30 . ভারতের অবলুপ্তপ্রায় উক্তিদের নাম যে বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে সেই বইয়ের নাম কী ?
উত্তরঃ রেড ডাটা বুক ।
” জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক, স্নাতক স্তর এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় ” জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন । এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ।
সৌজন্যে- দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website: www.bhugolshiksha.com