সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part - 233
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part - 233

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

General Knowledge in bengali

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali Part – 233 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) সাধারণ জ্ঞান খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK Question and Answer in Bengali) Part – 233 পড়লেই নিশ্চিত কমন পাবেন।

  1.  আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 233 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 233

  1. লেবুতে কোন্ অ্যাসিড থাকে ?

Ans : সাইট্রিক অ্যাসিড ।

  1. বােলতা ও পিপড়ে কামড়ালে উহারা মানুষের দেহে কোন্ অ্যাসিড প্রবেশ করায় ? 

Ans : ফরমিক অ্যাসিড । 

  1. সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা ? 

Ans : নাগরিক সভ্যতা ।

  1. সূর্যের আলােক রশ্মিতে কি কণা থাকে ?

Ans : ফোটন ।

  1. লন্ডন শহরটি কোন্ নদীর তীরে অবস্থিত ?

Ans : টেম ।

  1. পেয়ারা ফলের ত্বকে কোন্ কোষ থাকে ? 

Ans : স্কেলেরাইড । 

  1. একটি কঠিন যােগকলার উদাহরণ কি ?

Ans : অস্থি ।

  1. মেঘে ঢাকা তারা ‘ ছবিটি কে পরিচালনা করেন ? 

Ans : ঋত্ত্বিক ঘটক ।

  1. বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি ?

Ans : র্যাফ্রেসিয়া । 

  1. পথের পাঁচালী ‘ চলচ্চিত্রটি কত খ্রীস্টাব্দে মুক্তিপ্রাপ্ত হয় ? 

Ans : ১৯৫৫ খ্রঃ ।

  1. সালােকসংশ্লেষের আলােকদশা কোথায় অনুষ্ঠিত হয় ?

Ans : গ্রনা অংশে । 

  1. ইউনাইটেড নেশন ’ কত খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

Ans : ১৯৪৫ খ্রীঃ । 

  1. নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি ? 

Ans : ওয়েলিংটন । 

  1. চুলের রং কালাে হয় কোন্ পদার্থের উপস্থিতিতে ? 

Ans : কেরােটিন এর জন্য ।

  1. খানুয়ার যুদ্ধ কত খ্রীস্টাব্দে অনুষ্ঠিত হয় ?

Ans : ১৫২৭ খ্রঃ । 

  1. তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার নিকট পরাজিত হয় ? 

Ans : মহম্মদ ঘুরী । 

  1. কোন্ প্রাণী মুখ দ্বারা মল ত্যাগ করে ? 

Ans : বাদুড় ।

  1. কড়ি দিয়ে কিনলাম ’ উপন্যাসটির লেখক কে ? 

Ans : বিমল মিত্র ।

  1. মিলান শহরটি কোন দেশে অবস্থিত ?

Ans : ইতালি ।

  1. আলােক তরঙ্গ কি ধরনের তরঙ্গ ? 

Ans : তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ।

  1. মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফন্ড দুটি কি দ্বারা যুক্ত থাকে? 

Ans : করপাস কলােসাম ।

  1. মানব শরীরের সবচাইতে বড় কোষ কোটি ? 

Ans : নিউরােন । 

  1. আয়ােডিনের অভাবে মানব শরীরে কোন্ ব্যাধি হয়? 

Ans : গলগন্ড ।

  1. ন্যাশানাল ইনস্টিটিউট অব নিউট্রিশন ’ কোথায় অবস্থিত ? 

Ans : হায়দরাবাদে ।

  1. মানুষের বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে যে পেশীটি থাকে তার নাম কি ?

Ans : ডায়াফ্রাম ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান কুইজ / সাধারণ জ্ঞান 2021 / সাধারণ জ্ঞান ২০২১ / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান PDF / সাধারণ জ্ঞান চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান চাকরির পরীক্ষার জন্য / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 233

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 233” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

 

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now