জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 254
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 254

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 254  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 254  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 254  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 254 

 

  1. নদীর অবদানকে স্বীকৃতি দিয়ে কোন রাজ্যে আদি পেরুকু উৎসব পালিত হয় ? 

Ans :  তামিলনাড়ু ।

  1. কৃষি উৎসৰ হারেলি কোন রাজ্যে পালিত হয় ? 

Ans :  ছত্তিশগড় । 

  1. ২০১৬ সালে কোন দেশে কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ? 

Ans :  ভারত।

  1. কবাড়ি বিশ্বকাপে কটি দেশ অংশ নেয় ?

Ans :  ১২ ( ভারত , মার্কিন যুক্তরাষ্ট্র , কানাডা , যুক্তরাজ্য , অস্ট্রেলিয়া , ইরান , পােল্যান্ড , পাকিস্তান , বাংলাদেশ , দক্ষিণ কোরিয়া , জাপান ও কেনিয়া ) । 

  1. লােকটক হ্রদে বিশ্বের একমাত্র ভাসমান অভয়ারণ্য কেইজুল লামজাও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

Ans :  মণিপুর । 

  1. ২০১৬ সালে কোন রাজ্যে পশুধন বিমা যােজনা চালু হয় ? 

Ans :  হরিয়ানা ।

  1. ২০১৬ সালে কোন দেশের সঙ্গে ভারত সামরিক হটলাইন যােগাযােগ স্থাপন করে ?

Ans :  চীন ।

  1. ২০১৬ সালে কোন দেশের সঙ্গে ভারত মৈত্রী নামে যৌথ সামরিক মহড়া করে ?

Ans :  থাইল্যান্ড । 

  1. ২০১৬ সালে কোথায় তামাক নিয়ন্ত্রণে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?

Ans :  নয়ডা,ভারত।

  1. চারটি সাবমেরিন শিকারি যুদ্ধবিমান কেনার জন্য কোন দেশের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি করেছে ভারত ?

Ans :  মার্কিন যুক্তরাষ্ট্র । 

  1. ভারতের স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিযােগ ৫ শতাংশ থেকে বাড়িয়ে কত শতাংশ করা হয়েছে ?

Ans :  ১৫ শতাংশ । 

  1. ২০১৬ সালে জম্মু ও কাশ্মীরে স্থানীয় যুবক – যুবতীদের দক্ষতা বাড়াতে চালু করা “ হিমায়ত ‘ প্রকল্পে কেন্দ্রীয় সরকার কত টাকা মঞ্জুর করে ?

Ans :  ১,৬০১ কোটি টাকা ।

  1. নিরাপত্তা বাহিনীর অস্ত্র ছররা গুলির বন্দুকের পরিবর্ত খুঁজতে কোন কমিটি গঠিত হয় ?

Ans :   টি ভি এস এন প্রসাদ কমিটি।

  1. শ্রীলঙ্কার একমাত্র কোন ক্রিকেটার আইসিসি ক্রিকেট হল অব ফেমে জায়গা পেয়েছে?

Ans :  মুখাইয়া মুরলীধরন ।

  1. ২০১৬ সালে কোন দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিজলস ( হাম ) মুক্ত দেশ ঘোষণা করে ?

Ans :  ব্রাজিল।

  1. আইআরসিটিস ( IRCTC ) ওয়েব সাইট থেকে টিকিট কাটলে ১ টাকার বিনিময়ে কত টাকার বিমা পাওয়া যাবে ?

Ans :  ১০ লক্ষ টাকা । 

  1. দেশের প্রথম গ্রিন রেল করিডর কোথায় গড়ে উঠেছে ?

Ans :  তামিলনাড়ু , রামেশ্বরম – মানামাদুরাই রুটি ১১৪ কিমি যাত্রাপথের কোথাও রেল লাইন অপরিষ্কার হবে না ।

  1. অ্যাথলেটিক্সে একমাত্র বিশ্ব রেকর্ড জয়ী নীরজ চোপরা কোন খেলার সঙ্গে যুক্ত?

Ans :  জ্যাভেলিন থ্রো ।

  1. সংসদের নিরাপত্তা সংক্রান্ত ভিডিও ফেসবুকে প্রকাশ করেন কোন সাংসদ ?

Ans :  আপ সাংসদ ভগবন্ত মান । 

  1. ঘুড়ি ওড়ানাের জন্য চীনা মাঞ্জার ব্যবহার নিষিদ্ধ করে কোন রাজ্য ? 

Ans :  কর্ণাটক ।

  1. ২৫,০০০ ফুট উচ্চতা থেকে বিনা প্যারাশুটে সফল ভাবে ১০০ x ১০০ ফুট জালের উপর ঝাঁপ দেন লিউক এইকিন্স । বিশ্বে প্রথম এমন ঝাপ দেওয়া মানুষটি কোন দেশের ?

Ans :  মার্কিন যুক্তরাষ্ট্র । 

  1. এই প্রথম পায়ে হেঁটে দেশের স্বর্ণ চতুর্ভূজ পাড়ি দিলেন মিচেল কাকাদে । তিনি কোন শহরের বাসিন্দা ?

Ans :  পুণে ।

  1. ২০১৬ সালে কোন দেশের সরকার ব্যর্থ সেনা অভূত্থানের পর দেশে জরুরি অবস্থা জারি করে ? 

Ans :  তুরস্ক । 

  1. ২০১৬ সালে কোন শহর থেকে শুরু হয় মাদার টেরেসো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ?

Ans :  কলকাতা । 

  1. ব্রিক্স ( BRICS ) – এ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের বাের্ড অব গভর্নরস ‘ এর প্রথম বার্ষিক সভা কোন দেশে অনুষ্ঠিত হয় ? 

Ans :  চীন ।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 254 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 254 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now