জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 279
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 279

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 279  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 279  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 279  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 279 

 

  1. ন্যাপথলিনের প্রধান উৎস কি ?

Ans :  আলকাতরা।

  1. কোন্ ধাতু সবচেয়ে বেশী উজ্জ্বলভাবে জ্বলে ?

Ans :  ম্যাগনেশিয়াম । 

  1. বীজ থেকে অঙ্কুর বের হওয়ার শর্তগুলি কি কি ?

Ans :  জল , বায়ু এবং আলাে ও উত্তাপ ।

  1. পাতার রং সবুজ কেন ? 

Ans :  পাতায় ক্লোরােফিল থাকে বলে পাতার রং সবুজ হয় । 

  1. থার্মোমিটার কোন কাজে লাগে ? 

Ans :  থার্মোমিটার উত্তাপ মাপার কাজে লাগে ।

  1. রক্তের একটি প্রধান কাজ কি ? 

Ans :  রক্তের একটি প্রধান কাজ হল বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে হৃৎপিন্ডে পৌঁছে দেওয়া । 

  1. লেবুর রসে কি ভিটামিন থাকে ?

Ans :  ভিটামিন সি ।

  1. কিসের অভাবে শরীরে রোগ প্রতিরােধ ক্ষমতা কমে যায় ?

Ans :  ভিটামিনের অভাবে । 

  1. ভাইরাস কথাটির অর্থ কি ?

Ans :  ভাইরাস কথাটির অর্থ হল বিষ । 

  1. ভাইরাস কে আবিষ্কার করেন ? 

Ans :  রাশিয়ান বৈজ্ঞানিক ইভানােভস্কি । 

  1. আমরা নিজেরা সরাসরি খাদ্য প্রস্তুত করতে পারি না কেন ?

Ans :  আমাদের ক্লোরােফিল নেই বলে । 

  1. এক কিউবিক মানবরক্তে শ্বেত কণিকা ও অনুচক্রিকার সংখ্যা কত ?

Ans :  শ্বেতকণিকার সংখ্যা ৫০০০-৯০০০ এবং অনুচক্রিকার সংখ্যা ২৫০০০০ । 

  1. নাড়ি টিপে কি অনুভব করা যায় ?

Ans :  হৃদস্পন্দন ।

  1. কচুরিপানা জলে ভাসে কেন ? 

Ans :  কচুরিপানার পত্রবৃন্ত বায়ুস্ফীত হয় অর্থাৎ সেখানে প্রচুর বাতাস ধরা থাকে । এজন্য কচুরিপানার দেহ হালকা হয় ও জলে ভাসে । 

  1. সবুজ উদ্ভিদ কোথা হইতে নাইট্রোজেন গ্রহণ করে ?

Ans :   মাটি হইতে । 

  1. নিউক্লিয়াস কে আবিষ্কার করে ? 

Ans :  রবার্ট ব্রাউন । 

  1. জীবের প্রধান বৈশিষ্ট্য কি ? 

Ans :  জীবের প্রধান বৈশিষ্ট্য হল চেতনা । 

  1. পৃথিবীর কোথায় প্রথম প্রাণের আবির্ভাব হয় ?

Ans :  সমুদ্রের জলের তলায় প্রথম প্রাণের আবির্ভাব হয় ।

  1. কোন্ গাছের পাতা নেই ?

Ans :  ফণিমনসা ।

  1. মানুষের দেহে মােট কতগুলি হাড় আছে ? 

Ans :  ২০ টি হাড় আছে ।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 279 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 279 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।