জিকে প্রশ্ন ও উত্তর
GK Question and Answer in bengali
জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 287 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 287 পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 287 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 287
- এক সেকেন্ড এক স্কুল কার্য করার ক্ষমতাকে কি বলে ?
Ans : এক ওয়াট ।
- কেলভিন স্কেলে উৰ্ব্বহিরাঙ্ক কত ?
Ans : 373K ।
- কোন বস্তুর জলসম 25 gm হলে তার তাপগ্রাহিতা কত ?
Ans : 25 Caloric / OC .
- পরমাণু গঠনে উপস্থিত নিস্তড়িৎ কণার নাম লেখাে ।
Ans : নিউট্রন ।
- 273K তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে মান কত ?
Ans : 0°C .
- চাঁদে কোনাে বস্তুর ভর 10 কিলােগ্রাম হলে পৃথিবীতে তার ভর কত ?
Ans : কিলােগ্রাম ।
- কিলােওয়াট ঘণ্টা দিয়ে কোন্ ভৌতরাশির পরিমাপ করা হয় ?
Ans : তড়িৎশক্তি ।
- সাদা আলাের বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি কী কী ?
Ans : বেগুনী ও লাল ।
- বরফের গলনাঙ্ক 0°C বলতে কি বােঝ ?
Ans : প্রমাণ চাপে বিশুদ্ধ বরফের তাপ প্রয়ােগ করলে 0°C বরফ গলে জলে পরিবর্তন হয় ।
- এক গ্রাম পরমাণু অক্সিজেনের ভর কত ?
Ans : 16 গ্রাম ।
- কোন্ পরমাণু কেন্দ্রকে নিউট্রন নেই ?
Ans : সাধারণ হাইড্রোজেন পরমাণু কেন্দ্রকে কোন নিউট্রন নেই ।
- পরমাণুর কেন্দ্রকে কি কি কণা থাকে ?
Ans : প্রােটিন ও নিউট্রন কণা থাকে ।
- আরশােলার গমন অঙ্গের নাম কী ?
Ans : আরশােলার গমন অঙ্গ দুই জোড়া ডানা ও পদ ।
- রজন কোন্ উদ্ভিদের রেচন পদার্থ ?
Ans : রঞ্জন পাইন গাছের রেচন পদার্থ ।
- রেটিনা কোথায় থাকে ?
Ans : চোখের অক্ষিগােলকের সবচেয়ে ভিতরে রেটিনা থাকে ।
- ‘বংশগতিবিদ্যার’ জনক কাকে বলা হয় ?
Ans : গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় ।
- মানুষের একটি লুপ্ত প্রায় অঙ্গের নাম লেখাে ।
Ans : মানুষের একটি লুপ্ত প্রায় অঙ্গের নাম কক্সিস ।
- একটি অপকারী ভাইরাসের নাম লেখাে ।
Ans : একটি অপকারী ভাইরাসের নাম পােলিও মায়ােলিটিস ভাইরাস ।
- পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখ ।
Ans : সুন্দরবন ।
- STH -এর পুরাে নাম কি ?
Ans : সােমাটোট্রপিক হরমােন ।
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here
আরোও দেখুন:-
কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here
Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali / GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 287
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 287 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।