আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali
আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali : আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) আপেক্ষিকতা তত্ত্ব এবং ভর-শক্তি বিখ্যাত সমীকরণ সূত্র E = mc2 আবিষ্কারের জন্য বিশ্ব বিখ্যাত।
বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি সংক্ষিপ্ত জীবনী । আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali বা আলবার্ট আইনস্টাইনের আত্মজীবনী বা আলবার্ট আইনস্টাইন (Albert Einstein Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
আলবার্ট আইনস্টাইন কে ছিলেন ? Who is Albert Einstein ?
আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) ছিলেন জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) মূলত আপেক্ষিকতার তত্ত্ব (আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভের একটি) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র, E = mc2 ( যা “বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ” হিসেবে খেতাব দেওয়া হয়েছে ) আবিষ্কারের জন্য বিখ্যাত।
বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর জীবনী – Albert Einstein Biography in Bengali :
নাম (Name) | আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) |
জন্ম (Birthday) | ১৪ মার্চ ১৮৭৯ (14th March 1879) |
জন্মস্থান (Birthplace) | উল্ম, জার্মানি |
অভিভাবক (Perents)/ পিতা ও মাতা | হিমার আইনস্টাইন (পিতা)
পলিন কোচ (মাতা) |
দাম্পত্য সঙ্গী (Spouse) | মিলেভা মেরিক ( ১৯০৩ সালে )
এলসা লভেন্থাল ( ১৯১৯ সালে ) |
নাগরিকত্ব | জার্মান, সুইজারল্যান্ডীয়, অস্ট্রিয়, মার্কিন যুক্তরাষ্ট্র |
উপাধি | নোবেল বিজয়ী |
সন্মান | কোপলি পদক, ম্যাক্স প্যালাঙ্ক মেডেল,
গ্রেট প্রাইজের শতবর্ষ (১৯৯৯) |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান, দর্শন |
মৃত্যু | ১৮ এপ্রিল ১৯৫৫ (18th April 1955) |
আলবার্ট আইনস্টাইনের জন্ম – Albert Einstein Birthday :
১৮৭৯ খ্রীষ্টাব্দের ১৪ ই মার্চ জার্মানীর ব্যাভরিয়া অঞ্চলের ছােট একটি শহর উলমে জন্মগ্রহণ করেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ।
আলবার্ট আইনস্টাইনের শৈশবকাল – Albert Einstein Childhood :
সকালটা দেখেই বােঝা যায় সারাটা দিন কেমন , যাবে ‘ — এই প্রবাদ বাক্যের অযথার্থতা প্রমাণিত হয়ে যায় এই মনীষীর জীবনী পর্যালােচনা করলে । কারণ ছােটবেলা থেকে তিনি পরবর্তীকালে কোনােভাবেই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীহবার স্বাক্ষর রাখতে সমর্থ হননি । বরং ছােটবেলায় তিনি হাবাগােবা ধরনের এবং তােতলা ছিলেন । বাবা ছেলেকে নিয়ে হতাশ হলেও মা আশা করতেন ছেলে একদিন অধ্যাপক হবে ।
আলবার্ট আইনস্টাইনের পিতামাতা – Albert Einstein Parents :
আলবার্ট আইনস্টাইনের বাবা হার্মান আইনস্টাইনের একটা ইলেকট্রিক যন্ত্রপাতির দোকান ছিলাে । মা পলিন কোচ খুব ভালাে পিয়ানাে বাজাতে পারতেন । আইনস্টাইন মায়ের কাছে বেহালা বাজানাে শেখেন । পরবর্তীকালে তিনি যে তিনটি বিষয়ে যথার্থবুৎপত্তি অর্জন করেন , যথা অংক , পদার্থবিদ্যা এবং বেহালা বাজানাে , তার মধ্যে বেহালা বাজানাে শেখার জন্য মায়ের কাছে ঋণী ।
আলবার্ট আইনস্টাইনের শিক্ষাজীবন – Albert Einstein Education Life :
ছােটবেলা থেকেই আলবার্ট আইনস্টাইন এমন সব বই পড়তেন , যেগুলি পড়লে চিন্তা করতে হয় । চিন্তাশক্তি বাড়ে । মাত্র তেরাে বছর বয়সেই তিনি কান্টের দর্শনের বইগুলাে সব পড়ে ফেলেন । তবে স্কুলে ভালাে ছাত্র হিসাবে তার তেমন সুনাম ছিলাে না ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
আলবার্ট আইনস্টাইনের কর্মজীবন – Albert Einstein Work Life :
১৯০০ সালে তিনি সুইস নাগরিকত্ব গ্রহণ করেন । ১৯০১ সালে চাকরি যােগাড় করার আগে তিনি মিলেভা নামে এক সহপাঠিনী মেয়েকে বিয়ে করেন । ১৯০২ সালে তিনি সুইজারল্যান্ডের বার্ন শহরের পেটেন্ট অফিসে একটা কেরানির চাকরি পান । তিনি বিজ্ঞানচর্চায় মনােনিবেশ করার সুযােগ পেলেন ।
আলবার্ট আইনস্টাইনের প্রথম সূত্র আবিষ্কার – Albert Einstein First Law :
তিনি পদার্থবিদ্যায় তার গবেষণালব্ধ ফলাফল সমৃদ্ধ তিনটি মৌলিক প্রবন্ধ পাঠালেন । বার্লিনের একটা বিখ্যাত পত্রিকায় । সেগুলাে একে একে পত্রিকায় প্রকাশিত হলে সারা ইউরােপে আলােড়ন সৃষ্টি করে । ওখানকার অনেক পদার্থবিজ্ঞানীকেই অনন্যসাধারণ এক তত্ব দিলেন আলাের গতি সম্বন্ধে । তিনি বললেন , আলাের গতি অপরিবর্তনীয় এবং ধ্রুব । প্রতি সেকেন্ডে গতি ১,৮৬,০০০ মাইল । এই তত্ব থেকেই পরবর্তীতে আইনস্টাইন পদার্থের শক্তিতে রূপান্তর সম্পর্কিত তার বিখ্যাত সূত্র আবিষ্কার করতে সক্ষম হন ।
আলবার্ট আইনস্টাইনের বিবাহ জীবন – Albert Einstein Marriage Life :
১৯১২ সালে আইনস্টাইন সুইস ফেডারেল ইনস্টিটিউট অধ্যাপক পদে যােগ দেওয়ার আমন্ত্রণ পান । ১৯১৩ সালে বার্লিনের অধ্যাপকহয়ে তিনি সেখানে যেতে চাইলেন , কিন্তু স্ত্রী মেলেভা জুরিখ ছেড়ে যেতে চাইলেন না । তখন তাদের বিবাহ বিচ্ছেদ ঘটলাে । দুই পুত্রসন্তান আলবার্ট এবং এডওয়ার্ডকেজুরিখে রেখে আইনস্টাইন বার্লিনে গেলেন । এরপর ১৯১৭ সালে তিনি তার খুড়তুতাে বােন এলসাকে বিয়ে করেন । এলসা বিধবা ছিলেন তিনি ১৯৩৬ সালে । আমৃত্যু পর্যন্ত আপনভােলা স্বামীকে সংসার জীবনে সুখি রাখার আপ্রান চেষ্টা করে গেছেন ।
আলবার্ট আইনস্টাইনের নোবেল পুরস্কার – Albert Einstein Novel Prize :
১৯২১ সালে ফোটনতত্ত্বের ভিত্তিতে আলােক -তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দানের জন্য তাকে পদার্থবিদ্যায় নােবেল পুরস্কার দেওয়া হয় ।
১৯৩৯ সালে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলাে । তিনি শুনতে পেলেন জার্মানী আণবিক বােমা তৈরির গবেষণা চালাচ্ছে । বিশ্ববাসীর শান্তির জন্য তিনি তার বিখ্যাত তত্ত্বের সাহায্যে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে পারমাণবিক বােমা তৈরির পরামর্শ দিলেন । পরবর্তীকালে জাপানের হিরােশিমা – নাগাসাকিতে পারমাণবিক বােমা নিক্ষিপ্ত হলে তার ভয়াবহতা উপলব্ধি করে আইনস্টাইন পাপবােধে আক্রান্ত হন । আজীবন তিনি এই পাপবােধে আত্মগ্লানি ভােগ করে গেছেন ।
আলবার্ট আইনস্টাইনের মৃত্যু – Albert Einstein Death :
১৯৫৫ সালের ১৮ ই এপ্রিল এই বিশ্ববরেণ্য বিজ্ঞানী ৭৬ বছর । বসে পরলােক গমন করেন ।
আলবার্ট আইনস্টাইনের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Albert Einstein Biography in Bengali (FAQ) :
- আলবার্ট আইনস্টাইন কবে জন্ম গ্রহণ করেন ?
Ans : ১৪ মার্চ ১৮৭৯ সালে ।
- আলবার্ট আইনস্টাইনের পিতার নাম কী?
Ans : হিমার আইনস্টাইন ।
- আলবার্ট আইনস্টাইনের মাতার নাম কী?
Ans : পলিন কোচ ।
- আলবার্ট আইনস্টাইন কবে নোবেল পুরস্কার পান?
Ans : ১৯২১ সালে ।
- আলবার্ট আইনস্টাইনের জন্ম কোথায় হয়?
Ans : উল্ম, জার্মানি তে ।
- আলবার্ট আইনস্টাইনের স্ত্রীর নাম কী?
Ans : মিলেভা মেরিক ও পরে এলসা লভেন্থাল ।
- আলবার্ট আইনস্টাইনের পিতা কী করতেন ?
Ans : হার্মান আইনস্টাইনের একটা ইলেকট্রিক যন্ত্রপাতির দোকান ছিলাে ।
- আলবার্ট আইনস্টাইনের মৃত্যু কবে হয় ।
Ans : ১৯৫৫ সালের ১৮ এপ্রিল ।
[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
আরও দেখুন, রাজা রামমোহন রায় জীবনী – Ram Mohan Roy Biography in Bengali
আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali
আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন | |
Join Our Telegram Channel | Click Here |
Subscribe Our YouTube Channel | Click Here |
Like Our Facebook Page | Click Here |
আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।